WBCHSE Class 12 Geography Chapter 1 Solution | প্রথম পরিচ্ছেদ |

প্রথম পরিচ্ছেদ 

ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ- বহির্জাত প্রক্রিয়াসমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ

MCQ

1. বহির্জাত প্রক্রিয়ার প্রকৃতি হল 

A) আকস্মিক 

B) ধীর 

C) মাঝারি 

D) অত্যন্ত ধীর  ✔

2. অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হল- 

A) ক্ষয়ীভবন 

B) পর্যায়ন ✔

C) আবহবিকার 

D)পুঞ্জিত ক্ষয়

3. যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয়- 

A) আরোহণ  ✔

B) অবরোহণ 

C) পর্যায়ন

D) জৈবিক আবহবিকার

4. পৃথিবীতে যেসব ভূগঠনকারী প্রক্রিয়া ঘটে থাকে, তাদের বলে- 

A) মহাজাগতিক প্রক্রিয়া 

B) বহির্জাত প্রক্রিয়া 

C) পার্থিব প্রক্রিয়া ✔

D) অন্তর্জাত প্রক্রিয়া

5. পৃথিবীর বহিরঙ্গের পরিবর্তন সংঘটনকারী প্রাকৃতিক প্রক্রিয়াটিকে বলা হয়- 

A) নদীর ক্ষয় প্রক্রিয়া 

B) ভূমিরূপ প্রক্রিয়া  ✔

C) বায়ুপ্রবাহজনিত প্রক্রিয়া 

D)  মহাজাগতিক প্রক্রিয়া

6. পর্যায়ন প্রক্রিয়া হল একপ্রকারের 

A) বহির্জাত প্রক্রিয়া  ✔

B) বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া 

C) মৃত্তিকাজাত প্রক্রিয়া 

D) মহাজাগতিক প্রক্রিয়া

7. নদীর জল যখন অনেকগুলি শাখায় ভাগ হয়ে বিভিন্ন খাতে বইতে থাকে, তখন সেই প্রবাহকে বলে- 

A) অনুসারী 

B) অভিসারী 

C) প্রতিবাত

D)  প্রতিসারী  ✔

8. অবরোহণের মাত্রা নদীর শক্তি ছাড়া অন্য যে বিষয়ের ওপর নির্ভর করে, তা হল- 

A) পাত সঞ্চলন 

B) ভর সঞ্চলনের  ✔

C) পরিমাণ নদীর স্রোত

D)  জলের পরিমাণ

9. বহির্জাত প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তির একটি উৎস বায়ুমণ্ডল হলে, অপর উৎসটি হল- 

A) তাপ 

B) সূর্য  ✔

C) লবণতা 

D) শীতলতা

10. সমুদ্র পৃষ্ঠতল হল ক্ষয়ের 

A) প্রথম সীমা 

B) মধ্য সীমা 

C) শেষ সীমা ✔

D) সর্বোচ্চ সীমা

11. নিম্নলিখিত ‘প্রথম ক্রম’ বা 1st order ভূমিরূপটি হল 

A) পর্বত 

B) মহাদেশ ✔

C) ভাঁজ 

D) চ্যুতি

12. নিম্নলিখিত ‘দ্বিতীয় ক্রম’ বা 2nd order ভূমিরূপটি হল- 

A) মহাদেশ 

B) পর্বতশ্রেণি  ✔

C) ভাঁজ

D)  চ্যুতি

13. উপত্যকা যে ক্রমের ভূমিরূপ- 

A) প্রথম

B) দ্বিতীয়

C) তৃতীয়  ✔

D) কোনোটিই নয়

14. ‘পর্যায়ন’ বা Gradation-এই ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন-

A) গিলবার্ট  ✔

B) পেঙ্ক 

C) স্টুলার 

D) ডেভিস

15. যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, পরিবহণ ও সঞ্চয়কার্যের মধ্যে সামঞ্জস্য তৈরি হয়, সেটি হল- 

A) আবহবিকাব প্রক্রিয়া 

B) পুঞ্জিত ক্ষয় প্রক্রি 

C)  বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া 

D) পর্যায়ন প্রক্রিয়া  ✔

16. পর্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী অন্যতম নিয়ন্ত্রকটি হল- 

A) নদী  ✔

B) কাঁকর 

C) বালি 

D) উল্কা

17. অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয় এমন ভূমিরূপটি হল- 

A) স্তূপ পর্বত

B)  অগ্ন্যুৎপাত

C)  সিঙ্কহোল  ✔

D) ভূমিকম্প

18. ভূত্বকের পরিবর্তনে অন্তর্জাত শক্তি কাজ করে-

A)  ধীরভাবে 

B) আকস্মিকভাবে 

C) ধীর ও আকস্মিকভাবে  ✔

D)  কোনোটিই নয় 

19. অন্তর্জাত শক্তির প্রধান উৎস হল-

A)  তেজস্ক্রিয় পদার্থের ভাঙন থেকে  উৎপন্ন তাপ   ✔

B) পাতের চলন

C)  জোয়ারভাটা 

D) লাভার উদ্গিরণ

20. ভূপৃষ্ঠে নানারকম ভূদৃশ্য তৈরি করতে যে বহিস্থ প্রক্রিয়াটি অংশ নেয়, তা হল- 

A) ভূমিকম্প 

B) অগ্ন্যুৎপাত 

C) মহীভাবক আলোড়ন

D) নদীপ্রবাহ ✔

21. আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হল- 

A) লোয়েস ✔

B)  চ্যুতি 

C) ক্ষয়জাত 

D) পর্বত পুঞ্জিত ক্ষয়

22. ধস যে প্রক্রিয়ার উদাহরণ 

A) নগ্নীভবন 

B) পুঞ্জিত ক্ষয় ✔

C) আরোহণ 

D) জৈবিক প্রক্রিয়া

23. কোমল শিলাস্তরে সংনমন বল কার্যকরী হয়- 

A) সমস্থিতিক আলোড়নে 

B)  আকস্মিক ভূ-আলোড়নে

C)  মহীভাবক ভূ-আলোড়নে

D)  গিরিজনি ভূ-আলোড়নে ✔ 

24. মহীভাবক আলোড়নের ফলে গঠিত হয়- 

A) ভঙ্গিল পর্বত 

B) ক্ষয়জাত পর্বত 

C) স্তূপ পর্বত  ✔    

D) সঞ্চয়জাত পর্বত

25. ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত হল-

A) ধীর আলোড়ন 

B) গিরিজনি আলোড়ন 

C) আকস্মিক আলোড়ন  ✔ 

————————————————————————————————–

অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক

প্রতিটি প্রশ্নের মান 1

1. ‘গ্রেড’ কথার অর্থ কী?

• ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে নদীবক্ষের ঢালে ধীরে ধীরে ভারসাম্য অবস্থায় আসাকে গ্রেড বলা হয়।

2. আরোহণ প্রক্রিয়া বলতে কী বোঝায়?

• বহির্জাত প্রাকৃতিক শক্তি যেমন-নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির সঞ্চয় কাজের মাধ্যমে নীচু বা অবনত স্থানগুলি ভরাট হয়ে ভূপৃষ্ঠের সমতলীকরণ হওয়ার প্রক্রিয়াকে আরোহণ প্রক্রিয়া বলা হয়।

3. অবরোহণ প্রক্রিয়া বলতে কী বোঝায়?

• যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠে ক্রিয়াশীল বিভিন্ন প্রাকৃতিক শক্তি (নদ-নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ ইত্যাদি) উঁচু ভূভাগকে ক্ষয়ের মাধ্যমে নীচু সমতল ভূপৃষ্ঠে পরিণত করে, তাকে অবরোহণ প্রক্রিয়া বলে।

4. পর্যায়নের সংজ্ঞা দাও।

> বহির্জাত বিভিন্ন শক্তি ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু ও নীচু স্থানগুলিকে একই সমতলে নিয়ে আসে। এই সমতলীকরণ প্রক্রিয়াকে পর্যায়ন বলে।

5. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কী?

• যেসকল পদ্ধতিতে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটে, তাদের একত্রে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে।

6. ভূমিরূপ গঠনের পার্থিব প্রক্রিয়া বলতে কী বোঝায়?

• ভূমিরূপ গঠনে অংশগ্রহণকারী যেসব প্রক্রিয়া পৃথিবীতে কাজ করে ও ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটায়, তাদের পার্থিব প্রক্রিয়া বলে। এসব প্রক্রিয়া ভূপৃষ্ঠে, উপপৃষ্ঠীয় অংশে ও ভূ-অভ্যন্তরে কাজ করে।

7. ভূমিরূপ গঠনের মহাজাগতিক প্রক্রিয়া বলতে কী বোঝ?

• মহাকাশ থেকে আসা উল্কার পতনের ফলে ভূপৃষ্ঠে কখনো-কখনো গর্তের সৃষ্টি হয় এবং ভূমিরূপের পরিবর্তন ঘটে। এই প্রক্রিয়াকে ভূমিরূপ গঠনের মহাজাগতিক প্রক্রিয়া বলে। যেমন-আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশে মিটিওর ক্রেটার (Meteor Crater)।

৪. ভূমিরূপ গঠনের মনুষ্যজনিত প্রক্রিয়া কাকে বলে?

• আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে অবলম্বন করে মানুষ নিজেই প্রতিনিয়ত ভূপৃষ্ঠের রূপ বদল করে চলেছে, এই প্রক্রিয়াকে ভূমিরূপ গঠনের মনুষ্যজনিত প্রক্রিয়া বলে। যেমন- নদীতে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ, পাহাড়ি অঞ্চলের ঢালে ধাপচাষ প্রভৃতি।

9. ভূমিরূপ গঠনে পার্থিব প্রক্রিয়ার অন্তর্গত প্রক্রিয়া দুটি কী কী?

• ভূমিরূপ গঠনে পার্থিব প্রক্রিয়ার অন্তর্গত প্রক্রিয়া দুটি হল- (i) অন্তর্জাত প্রক্রিয়া ও (ii) বহির্জাত প্রক্রিয়া।

10. অন্তর্জাত প্রক্রিয়া কী?

• ভূ-অভ্যন্তরীণ অন্তর্জাত শক্তিসমূহ ভূমিরূপ গঠনে যে পদ্ধতিতে কাজ করে, সেই পদ্ধতিগুলিকে অন্তর্জাত প্রক্রিয়া বলে।

11. বহির্জাত প্রক্রিয়া কাকে বলে?

• বহির্জাত শক্তিসমূহ ক্ষয়, সঞ্চয় ও বহনের প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের

প্রশ্নাবলি উপরিভাগে ও উপপৃষ্ঠীয় অংশে বাহ্যিক শক্তিসমূহ ভূমিরূপের পরিবর্তনে যে পদ্ধতিতে কাজ করে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে।

12. ভূত্বকে ধীরভাবে সংঘটিত অন্তর্জাত ভূগাঠনিক আলোড়ন কয়প্রকার ও কী কী?

> ভূত্বকে ধীরভাবে সংঘটিত অন্তর্জাত ভূগাঠনিক আলোড়ন দুই প্রকারের হয়। যথা-মহীভাবক আলোড়ন ও গিরিজনি আলোড়ন।

13. ভূত্বকে আকস্মিকভাবে সংঘটিত অন্তর্জাত প্রক্রিয়া কয়প্রকার ও কী কী?

• ভূত্বকে আকস্মিকভাবে সংঘটিত অন্তর্জাত প্রক্রিয়া দুই প্রকারের হয়। যথা-অগ্ন্যুদ্গম ও ভূমিকম্প।

14. পর্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী মাধ্যমগুলির নাম কী? অথবা, ভূমিরূপ সৃষ্টিকারী শক্তিগুলি কী কী?

• পর্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী মাধ্যমগুলি হল-নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ, ভৌমজলপ্রবাহ, ভর সঞ্চলন প্রভৃতি।

15. ইউস্ট্যাটিক সঞ্চলন বলতে কী বোঝ?

• বিশ্বব্যাপী সমুদ্রের জলধারণ ক্ষমতার হ্রাসবৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের উত্থান ও পতনের পরিবর্তনকে ইউস্ট্যাটিক সঞ্চলন বলে।

16. ‘প্রথম ক্রম’ বা First order ভূমিরূপ কাকে বলে?

• পৃথিবী সৃষ্টির সময় ভূপৃষ্ঠে সর্বপ্রথম যেসব ভূমিরূপের সৃষ্টি হয়, তাদের প্রথম ক্রম ভূমিরূপ বলে। যেমন-মহাদেশ ও মহাসাগর।

17. ‘দ্বিতীয় ক্রম’ বা Second order ভূমিরূপ কাকে বলে?

> প্রথম ক্রম ভূমিরূপের ওপর অন্তর্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপকে দ্বিতীয় ক্রম ভূমিরূপ বলে। যেমন-পর্বতশ্রেণি, সমভূমি, নিম্নভূমি প্রভৃতি এর উদাহরণ।

18. ‘তৃতীয় ক্রম’ বা Third order ভূমিরূপ কাকে বলে?

> দ্বিতীয় ক্রমের ভূমিরূপের ওপরে বহির্জাত প্রক্রিয়ার ফলে গঠিত ভূমিরূপ হল তৃতীয় ক্রমের ভূমিরূপ। যেমন- উপত্যকা, পাহাড়, মালভূমি প্রভৃতি এই ক্রমের ভূমিরূপের উদাহরণ।

19. ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ কোন্ ভূমিরূপ প্রক্রিয়ায় ঘটে থাকে?

• ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ, পর্যায়ন প্রক্রিয়ায় ঘটে থাকে।

20 ভঙ্গিল পর্বত সৃষ্টিতে অন্তর্জাত বল ভূত্বকে কীভাবে কাজ করে?

. • ভঙ্গিল পর্বত সৃষ্টিতে অন্তর্জাত বল ভূত্বকে অনুভূমিকভাবে কাজ করে।

21. মহাদেশ গঠনে অন্তর্জাত বল ভূত্বকে কীভাবে কাজ করে? 

22. কোন্ প্রকার ভূ-আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়?

23. কোন্ প্রকার ভূ-আলোড়নের ফলে গ্রস্ত উপত্যকা ও স্তূপ পর্বত সৃষ্টি হয়?

24. কোন্ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, ভূপৃষ্ঠ ও ভূ-অভ্যন্তরে সৃষ্টি হয়?

• 

25. শিলার কাঠিন্যের সাথে পর্যায়নের সম্পর্ক কীরূপ?

• 

27. আরোহণ প্রক্রিয়া কখন শুরু হয়?

28. আরোহণ প্রক্রিয়ার ফলে গঠিত ভূমিরূপগুলি লেখো।

• 

29. আরোহণ প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি কী?

• 

30. অবরোহণ প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি কী?

• 

——————————————————————————————————

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি বা MCQ

সঠিক উত্তরটি নির্বাচন করো।

1. কার্বনেশনের ফলে সৃষ্ট মৃত্তিকা হল- 

a) ল্যাটেরাইট 

b) চারনোজেম  ✔ 

c) লাল মাটি 

d) হলুদ মাটি

2. উয়তার পরিবর্তনে সাধারণত কয়ভাবে শিলার যান্ত্রিক পরিবর্তন ঘটে? 

a) চার ভাবে 

b) দুই ভাবে 

c) পাঁচ ভাবে 

d) তিন ভাবে  ✔ 

3. শিলা কখন তাপ বিকিরণ করে সংকুচিত হয়?

a) দিনেরবেলা 

b) মধ্যাহ্নে 

c) বিকেলবেলা

 d) দুপুরবেলা ✔ 

4. উচ্চ পার্বত্য অঞ্চলে আবহবিকারের ফলে সৃষ্ট তীক্ষ্ণ শিলাখন্ডকে কী বলে? 

a) টর 

b) কলয়েড

c)  ট্যালাস ✔  

d) নুড়ি

5. কোন্ অ্যাসিড চুনাপাথরের সাথে বিক্রিয়া ঘটিয়ে ক্যালশিয়াম বাইকার্বনেট তৈরি করে? 

a) সালফিউরিক অ্যাসিড 

b) কার্বনিক অ্যাসিড  ✔ 

c) হাইড্রোক্লোরিক অ্যাসিড

d)  হিউমিক অ্যাসিড

6. হাইড্রেশন প্রক্রিয়ায় অলিভিন কোন্ খনিজে পরিণত হয়? 

a) সার্পেন্টাইন  ✔ 

b) জিপসাম

c) লিমোনাইট 

d) হর্নব্লেন্ড

7. ভূ-অভ্যন্তরস্থ অর্ধতরল পদার্থের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটানোর জন্য চাপ ছাড়া অন্য কোন্ কারণটি দায়ী? 

a) তাপ  ✔ 

b) ঘনত্ব 

c) লবণতা

d)  শীতলতা

৪. জৈব রাসায়নিক আবহবিকারের ফলে ব্যাসল্ট শিলা বিয়োজিত হয়ে কী সৃষ্টি করে? 

a) ল্যাটেরাইট 

b) কৃষ্ণ মৃত্তিকা  ✔ 

c) মারবেল

d) বালি

9. জৈব পদার্থ বিয়োজনে উৎপন্ন অ্যাসিড হল

a) হিউমিক অ্যাসিড  ✔  

b) সালফিউরিক অ্যাসিড 

c) হাইড্রোক্লোরিক অ্যাসিড 

d) কার্বনিক অ্যাসিড

10. উন্নতার প্রভাবে দিনেরবেলায় শিলার আয়তনে কীরূপ পরিবর্তন ঘটে? 

a) হ্রাস পায় 

b) বৃদ্ধি পায়  ✔ 

c) একই থাকে 

d) হ্রাস ও বৃদ্ধি পায়

11. নীচের কোন্ প্রক্রিয়ার মাধ্যমে পাহাড়ের ঢালে ফ্রি বা ট্যালাস তৈরি হয়? 

a) ভূ-আলোড়ন 

b) আরোহণ 

c) আবহবিকার  ✔ 

d) পুঞ্জিত স্খলন

12. আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয় একত্রে কী ঘটায়?

a)  নগ্নীভবন  ✔ 

b) ক্ষুদ্রকণা বিশরণ

c)  শল্কমোচন 

d) প্রস্তরচাঁই খন্ডীকরণ

13. আবহবিকারপ্রাপ্ত শিলার অপসারণকে বলা হয় 

a) যান্ত্রিক আবহবিকার 

b) সায়নিক আবহবিকার 

c) পর্যায়ন 

d) ক্ষয়ীভবন  ✔ 

14. শিলায় মরচে পড়া কোন্ ধরনের রাসায়নিক আবহবিকারের উদাহরণ?

a)  অঙ্গারযোজন প্রক্রিয়া 

b) শল্কমোচন প্রক্রিয়া 

c) জলযোজন প্রক্রিয়া

d) জারণ প্রক্রিয়া  ✔ 

15. আবহবিকারজাত পদার্থ অভিকর্ষের টানে নীচের দিকে নেমে এলে, সেই প্রক্রিয়াকে বলা হয়- 

a) ক্ষয়ীভবন 

b) পর্যায়ন 

c) নগ্নীভবন 

d) পুঞ্জিত ক্ষয়  ✔ 

16. যে প্রক্রিয়ায় বক্সাইট বা লৌহ অক্সাইড অবশেষরূপে পড়ে থাকে, তা হল-

a)  অবরোহণ 

b) আরোহণ 

c) ভর অপসারণ 

d) আবহবিকার ✔ 

17. ক্ষুদ্রকণা বিশরণ কোন্ অঞ্চলে বেশি দেখা যায়?

a) নিরক্ষীয় অঞ্চলে 

b) নাতিশীতোয় অঞ্চলে 

c) মরু অঞ্চলে   ✔ 

d) মেরু অঞ্চলে

18. রাসায়নিক আবহবিকারের প্রধান উপাদান হল 

a) জল  ✔ 

b) সূর্যালোক

c) বায়ুপ্রবাহ 

d) উদ্ভিদ

19. সমসত্ত্ব শিলার প্রস্তরখণ্ডে দেখা যায়- 

a) প্রস্তরচাঁই খন্ডীকরণ 

b) ক্ষুদ্রকণা বিশরণ 

c) শল্কমোচন জৈবিক  ✔ 

 d) আবহবিকার

20. তুষারপাত অধ্যুষিত অঞ্চলে বেশি হয়- 

a) যান্ত্রিক আবহবিকার  ✔ 

b) আবহবিকার রাসায়নিক  

c) আবহবিকার

c)  জৈবিক আবহবিকার 

d) যান্ত্রিক ও রাসায়নিক

21. শল্কমোচন প্রক্রিয়াটি সংঘটিত হয়-

a) ব্যাসল্ট শিলায় 

b) গ্র্যানাইট শিলায়  ✔ 

c) বেলেপাথরে

d)  কাদাপাথরে

22. ট্যালাস বা স্ক্রি অধ্যুষিত অঞ্চলকে বলা হয়- 

a) বাস্কেট অব এগ রিলিফ 

b) পেডিমেন্ট

c) লোয়েস

d) ফেলসেনমেয়ার   ✔ 

23. শল্কমোচন একটি 

a) যান্ত্রিক আবহবিকার  ✔ 

b) রাসায়নিক আবহবিকার 

c) জৈবিক আবহবিকার 

d) ভর সঞ্চলন

24. প্রদত্ত কোল্টিন্ট জলযোজন বা হাইড্রেশন দ্বারা বেশি প্রভাবিত হয়? 

a) কাদা  ✔ 

b) সৈন্ধব লবণ 

c) কোয়ার্টজ 

d) গ্র্যানাইট

25. আবহবিকার একটি 

a) সঞ্চয় প্রক্রিয়া 

b) আরোহণ প্রক্রিয়া 

c) অবরোহণ প্রক্রিয়া   ✔ 

d) পরিবাহিত প্রক্রিয়া

26. কোন্ প্রক্রিয়ায় ক্যালশিয়াম সালফেট থেকে জিপসাম উৎপন্ন হয়? 

a) কার্বোনেশন  ✔ 

b) অক্সিডেশন 

c) হাইড্রোলিসিস 

d) হাইড্রেশন

————————————————————————————————————

অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক

1. আবহবিকার কাকে বলে?

• 

2. আবহবিকার কয়প্রকার ও কী কী?

• 

3. যান্ত্রিক আবহবিকার বলতে কী বোঝায়?

• 

4. জৈবিক আবহবিকার কী?

• 

5. জৈব আবহবিকার কয়প্রকার ও কী কী?

• 

6. কার্বোনেশন প্রক্রিয়া কোন্ কোন্ খনিজের ওপর কার্যকরী হয়?

• 

7. অক্সিডেশনের ফলে সাধারণত কোন্ ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়?

• 

৪. হাইড্রেশনের ফলে সৃষ্ট মৃত্তিকায় কোন্ কোন্ খনিজের প্রাধান্য দেখা যায়?

• 

9. রাসায়নিক আবহবিকার কোন্ অঞ্চলে বেশি দেখা যায়?

• 

10 . ক্ষুদ্রকণা বিশরণ কোন্ জাতীয় শিলায় দেখা যায়?

• 

11. কলিকরণ বা Slaking কাকে বলে?

• 

13. তুহিন খণ্ডীকরণ কাকে বলে?

>

14 গ্র্যানাইট শিলার ফাটল বরাবর আবহবিকার অনেক গভীরে পৌঁছোলে কোন্ ধরনের ভূমিরূপ গড়ে ওঠে?

15 আবহবিকারের ফলে উপপৃষ্ঠীয় অংশে লৌহ অক্সাইড জমাট বেঁধে কী গঠন করে?

16 রেগোলিথ কীসের ফলে সৃষ্টি হয়?

17 কোন্ জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে?

18 চুনাপাথরগঠিত অঞ্চলে কোন্ আবহবিকারের প্রাধান্য রয়েছে?

19 জৈব-যান্ত্রিক আবহবিকার বলতে কী বোঝ?

20 জৈব-রাসায়নিক আবহবিকার কী?

21 জৈব-রাসায়নিক আবহবিকারের একটি উদাহরণ দাও।

22. আবহবিকার ও ক্ষয়ীভবনের প্রধান পার্থক্য কী?

• 

23. আবহবিকার ও নগ্নীভবনের প্রধান পার্থক্যটি লেখো।

24. আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়ের প্রধান পার্থক্য কী?

• 

25. শিলার ওপর চাপ ও ভারমুক্তি ঘটলে কী ধরনের আবহবিকার ঘটে?

•