WBCHSE Class 12 Geography Chapter 1 Solution | দ্বিতীয় পরিচ্ছেদ |

দ্বিতীয় পরিচ্ছেদ 

ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ 

MCQ 

প্রতিটি প্রশ্নের মান 1

সঠিক উত্তরটি নির্বাচন করো।

4. মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ 

a) খুবই বেশি 

b) মাঝারি 

c) কম ✔

d) কোনোটিই নয় 

5. ভূ-অভ্যন্তরে অ্যাকুইফারের ভূমিকা পালন করে-

a)  প্রবেশ্য শিলাস্তর ✔

b) আংশিক প্রবেশ্য শিলাস্তর 

c)  অপ্রবেশ্য শিলাস্তর 

d)  কোনোটাই নয়।

6. গিজার হল এক ধরনের 

a) ডাইক প্রস্রবণ 

b) উয় প্রস্রবণ ✔

c) শীতল প্রস্রবণ 

d) সমান্তরাল প্রস্রবণ 

7. নিম্নলিখিত যেখান থেকে সর্বদা জল নির্গত হয় তা হল-

a) গিজার

b) আর্তেজীয় কূপ

c) অবিরাম প্রস্রবণ   ✔

d) সবিরাম প্রস্রবণ 

৪. ‘ফনটেন দ্য ভক্রুস’ যে ধরনের প্রস্রবণের উদাহরণ- 

a) সন্ধি প্রস্রবণ 

b) দ্রবণ প্রস্রবণ ✔

c) আগ্নেয় প্রস্রবণ 

d) গিজার

9. নিম্নলিখিত কোটি অ-অভিকর্ষজ প্রস্রবণ নয়? 

a) আর্তেজীয় প্রস্রবণ 

b) আগ্নেয় প্রস্রবণ 

c) গিজার 

d) ডাইক প্রস্রবণ ✔

10. ভূপুতটের পাদদেশে বিশেষত চক ও চুনাপাথর যখন কাদাপাথরের ওপরে থাকে তখন এর সংযোগস্থল দিয়ে যে প্রস্রবণ নির্গত হয় তাকে বলে- 

a) অবিরাম প্রস্রবণ

b)  বিদার প্রস্রবণ 

c) সংযোগ প্রস্রবণ ✔

d) সন্ধি প্রস্রবণ

11. অভিকর্ষজ প্রস্রবণ নয়- 

a) ডাইক প্রস্রবণ

b)  চ্যুতি প্রস্রবণ 

c) ভক্লুসিয়ান প্রস্রবণ 

d) আর্তেজীয় প্রস্রবণ   ✔

12. ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে যার মাধ্যমে 

a) জলচক্রের ✔

b) বায়ুচক্রের

c)  শিলাচক্রের 

d) ভুরাসায়নিক চক্রের

13. মার্কিন যুক্তরাষ্ট্রে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে অবস্থিত ‘ওল্ড ফেথফুল’ কীসের উদাহরণ? 

a) আর্তেজীয় কূপ 

b) গিজার✔

c) শীতল প্রস্রবণ

d) চ্যুতি প্রস্রবণ

14. বৃষ্টিপাত ও তুষারগলা জলে পুষ্ট ভৌমজলকে বলে 

a) সহজাত জল 

b) মহাসাগরীয় জল 

c) আবহিক জল   ✔

d) উৎস্যন্দ জল 

15. যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল পরিবাহিত, ক্ষরিত ও পরিপূরিত হয়, তাকে বলে- 

a) ভাদোস জল

b) ভৌমজলস্তর ✔

c) গিজার 

d) অ্যাকুইফার

16. সম্পৃক্ত শিলাস্তরের ওপর অসম্পৃক্ত শিলাস্তর থাকলে তাকে বলে- 

a) ফ্রিয়েটিক স্তর

b) ভার্ব 

c) কৈশিক স্তর 

d) ভাদোস স্তর ✔

17. ভৌমজলতলের ওপর প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত জলকে বলে- 

a) ভাদোস জল ✔

b) সহজাত জল 

c) উৎস্যন্দ জল 

d) ঘনীভূত জল

18. শুধু বর্ষাকালে যে স্তর থেকে সাময়িকভাবে ভৌমজল পাওয়া যায় সেই স্তরের নাম হল 

a) সবিরাম সম্পৃক্ত স্তর ✔

b) ভাদোস স্তর 

c) কৈশিক স্তর 

d) অবিরাম অসম্পৃক্ত স্তর 

19. যে ঋতুতে কেবল সবিরাম প্রস্রবণ থেকে জল পাওয়া যায়- 

a) আর্দ্র ঋতু   ✔

b) শুষ্ক ঋতু 

c) শীতঋতু 

d) কোনোটিই নয়

20. পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বরে দেখা যায় 

a) উয় প্রস্রবণ   ✔

b) শীতল প্রস্রবণ

c)  গিজার 

d) সন্ধি প্রস্রবণ

21. যে প্রস্রবণ থেকে সারাবছর জল নির্গত হয় তাকে বলে 

a) অবিরাম প্রস্রবণ ✔

b) সবিরাম প্রস্রবণ 

c) আর্তেজীয় কূপ 

d) ডাইক প্রস্রবণ

22. ম্যাগমার সঙ্গে উৎক্ষিপ্ত জলকে বলা হয়- 

a) উৎস্যন্দ জল   ✔

b) মহাসাগরীয় জল

c)  সহজাত জল 

d) আবহিক জল

23. ভূপৃষ্ঠের কোনো অংশে ভূগর্ভের জল স্বাভাবিকভাবে বেরিয়ে এলে তাকে বলে- 

a) প্রস্রবণ   ✔

b) জলধারা 

c) ঝরনা 

d) খাত প্রবাহ

24. বায়ুমণ্ডল, শিলামণ্ডল ও বারিমন্ডলের মধ্য দিয়ে বিভিন্ন অবস্থায় জলের যে অবিরাম স্থানান্তর ঘটে তাকে বলা হয়- 

a) জলস্রোত 

b) জলপ্রবাহ 

c) জলচক্র   ✔

d) জলাধার

25. কোন প্রকার শিলাস্তরে ভৌমজলের সঞ্চয় সবচেয়ে বেশি হয়ে থাকে? 

a) চুনাপাথর 

b) কাদাপাথর 

c) বেলেপাথর ✔

d) গ্যাব্রো

26. সম্পৃক্ত শিলাস্তরের ওপর অবস্থিত অসম্পৃক্ত শিলাস্তরকে বলা হয়- 

a) অ্যাকুইফার 

b) ভাদোস স্তর   ✔

c) স্থায়ী অসম্পৃক্ত স্তর

d)  অস্থায়ী অসম্পৃক্ত স্তর

27. ভারতের একটি শীতল প্রস্রবণের উদাহরণ হল- 

a) তাতাপানি 

b) সহস্রধারা ✔  

c) লুপুঙ্গুটুর 

d) সোনামুড়া

28. মৃত্তিকার মধ্যে দিয়ে জল চুইয়ে চুইয়ে ভূ-অভ্যন্তরে প্রবেশ করার প্রক্রিয়াকে বলে- 

a) সম্পৃক্তকরণ 

b) অনুস্রবণ   ✔

c) প্রস্রবণ 

d) প্রবাহ

29. যে স্তর ভৌমজলে পূর্ণ থাকে, তাকে বলে-

a)  সম্পৃক্ত স্তর   ✔

b) অর্ধসম্পৃক্ত স্তর 

c) অসম্পৃক্ত স্তর 

d) কোনোটিই নয় 

30. যে স্তর জল ধরে রাখে না তাকে বলে- 

a) ভাদোস স্তর ✔

b) অ্যাকুইফার 

c) কৈশিক স্তর 

d) কোনোটিই নয়

31. ভাদোস স্তরের সবচেয়ে নীচের স্তরটি হল- 

a) মৃত্তিকা বায়ুস্তর

b)  কৈশিক স্তর ✔

c) মৃত্তিকা জলস্তর 

d) কোনোটিই নয়

32. পশ্চিমবঙ্গে উয় প্রস্রবণ দেখা যায়- 

a) বক্রেশ্বরে ✔

b) কার্শিয়াং-এ 

c) ডুয়ার্সে 

d) আদ্রাতে

33. ভারতের যে রাজ্যে প্রস্রবণ রেখা দেখা যায় তা হল- 

a) কর্ণাটক 

b) বিহার 

c) পশ্চিমবঙ্গ 

d) মেঘালয়   ✔

34. ভৌমজলের দ্রবণ ক্ষমতা বেশি হওয়ার কারণ সাধারণ জল অপেক্ষা এই জলের

a)  চাপ ও তাপমাত্রা বেশি   ✔

b) চাপ ও তাপমাত্রা কম 

c) চাপ বেশি তাপমাত্রা কম 

d) চাপ ও তাপমাত্রা সমান

35. ভৌমজলের পরিমাণ বাড়ে যখন ভূভাগে- 

a) ভূমির ঢাল বেশি হয় 

b) বাষ্পীভবন বেশি হয় 

c) শিলার প্রবেশ্যতা বেশি হয়   ✔

d) নিরেট শিলার উপস্থিতি বেশি হয়

36. ভূপৃষ্ঠে কাদামাটির স্তর থাকলে ভৌমজলের পরিমাণ 

a) বেশি হয়

b) খুব বেশি হয় 

c) মোটামুটি হয় 

d) কম হয় ✔

37. নিম্নলিখিত কোন্ নিয়ন্ত্রক মাটিতে জলের অনুস্রবণ বেশি ঘটায়? 

a) খাড়া ভূমিঢাল 

b) উদ্ভিদ আচ্ছাদন   ✔

c) অতিরিক্ত বাষ্পীভবন     

d) সড়ক ও পাকাবাড়ি দ্বারা আচ্ছাদিত ভূমি 

38. শিলা গঠনের সময় পাললিক শিলার মধ্যে অবশিষ্ট সমুদ্রের জলকে বলা হয়- 

a) সামুদ্রিক জল 

b) সহজাত জল ✔

c) আবহিক জল 

c) উৎস্যন্দ জল

39. নগরাঞ্চলে ভৌমজলের ভান্ডার কম হওয়ার কারণ হল- 

a) বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্ব কম

b) অধিক বাষ্পীভবন 

c) ভূমি ব্যবহারে সড়ক ও পাকাবাড়ির প্রাধান্য ✔

d) উদ্ভিদের অভাব

40. ভূপৃষ্ঠে পতিত বৃষ্টির জল অনুসৃত হয়ে ভৌমজলস্তর গঠন করলে তাকে বলা হয়- 

a) সহজাত জল 

b) মহাসাগরীয় জল 

c) ম্যাগমা জল 

d)  আবহিক জল ✔

41. ভৌমজল পরিবহণে সক্ষম শিলাস্তরকে বলে- 

a) অ্যাকুইটার্ড 

b) অ্যাকুইক্লুড 

c) অ্যাকুইফার ✔

d) কোনোটিই নয়

42. ধীরগতিসম্পন্ন জলবাহী স্তর যে নামে পরিচিত তা হল- 

a) অ্যাকুইটার্ড ✔

b) অ্যাকুইকুড 

c) অ্যাকুইফার 

d) কোনোটিই নয়

43. আর্তেজীয় কূপের জল পাওয়ার সম্ভাবনা থাকে যে অ্যাকুইফার থেকে তা হল- 

a) মুক্ত অ্যাকুইফার 

b) আবদ্ধ অ্যাকুইফার ✔

c) স্থানীয় অ্যাকুইফার 

d)  অ্যাকুইকুড

44. দুটি অপ্রবেশ্য স্তরের মাঝে প্রবেশ্য স্তর থাকলে কোন প্রকার অ্যাকুইফার সৃষ্টি হতে পারে? 

a) অ্যাকুইফিউজ 

b) পার্চড অ্যাকুইফার 

c) আবদ্ধ অ্যাকুইফার    ✔

d) মুক্ত অ্যাকুইফার

45. নীচের বিকল্পগুলির মধ্যে অ্যাকুইফার হল- 

a) গিজার 

b) প্রবেশ্য শিলাস্তর

c)  জলবাহী স্তর    ✔

d) প্রস্রবণ

46. কোন্ ধরনের ভূমিরূপে অ্যাকুইফার দেখা যায়?

a) প্রবেশ্য শিলার নীচে

b) অপ্রবেশ্য শিলার মধ্যে 

c) অপ্রবেশ্য শিলার ওপরে প্রবেশ্য শিলার   মধ্যে  ✔

d)  অপ্রবেশ্য শিলার নীচে প্রবেশ্য শিলার মধ্যে

47. মুক্ত জলবাহী স্তরের মধ্যে অবস্থিত গৌণ জলবাহী স্তরটি কী নামে পরিচিত?

a) অ্যাকুইটার্ড 

b) অ্যাকুইফিউজ 

c) অ্যাকুইকুড 

d) পার্চড অ্যাকুইফার  ✔

48. চামচের মতো স্থানীয় বা পার্চড অ্যাকুইফারের অবস্থান কোথায় দেখা যায়? 

a) মুক্ত জলবাহী স্তরের মধ্যে   ✔

b) আবদ্ধ জলবাহী স্তরের মধ্যে

c) অ্যাকুইক্লুডের মধ্যে 

d) অ্যাকুইফিউজের মধ্যে

49. দুর্বল প্রবেশ্যতাজনিত কারণে শুকিয়ে যাওয়া ভূতাত্ত্বিক গঠনের স্তরকে বলে- 

a) অ্যাকুইফিউজ ✔

b) অ্যাকুইক্লুড 

c) অ্যাকুইফার 

d) কোনোটিই নয় 

50. প্রদত্ত যে তথ্যটি জলচাপ তলের ক্ষেত্রে প্রযোজ্য নয়- 

a) আবদ্ধ অ্যাকুইফারে দেখা যায়

b) জলচাপ তল ওঠা-নামা করে 

c) আর্তেজীয় কূপ সৃষ্টির সহায়ক হয় 

d) স্থায়ী ভৌম-জলপৃষ্ঠ রূপে অবস্থান করে ✔

———————————————————————————————————–

অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

প্রতিটি প্রশ্নের মান 1

1. ভাদোস জল কাকে বলে?

• জলপীঠের ওপরে অবস্থিত প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে যে জল প্রবাহিত হয় তাকে ভাদোস জল বলে।

2. সবিরাম প্রস্রবণ কাকে বলে?

• যে সকল প্রস্রবণ থেকে কেবল আর্দ্র ঋতুতে জল নির্গত হয়, তাবে সবিরাম প্রস্রবণ বলে।

3. জলপীঠ কাকে বলে?

• ভূ-অভ্যন্তরে সম্পৃক্ত স্তরে সঞ্চিত জলের ঊর্ধ্বসীমা বা শীর্ষদেশগুলিকে যুক্ত করে যে রেখা পাওয়া যায়, তাকে জলপীঠ বলা হয়।

4. সম্পৃক্ত স্তর কাকে বলে?

• মৃত্তিকা বা শিলাস্তরের ছিদ্র বা রন্দ্রগুলি যখন জলে পরিপূর্ণ হয়, তখন তাকে সম্পৃক্ত স্তর বলে। এই সম্পৃক্ত স্তরেই ভৌমজল অবস্থান করে।

5. অসম্পৃক্ত স্তর কাকে বলে?

• মৃত্তিকা বা শিলাস্তরের যে স্তরের মধ্য দিয়ে জল সহজেই নীচে চলে যায় অর্থাৎ যে স্তর জল ধরে রাখতে পারে না, তাকে অসম্পৃক্ত স্তর বলে।

6. অ্যাকুইফার কাকে বলে?

• যে ভূতাত্ত্বিক স্তরের মধ্যে দিয়ে জল পরিবাহিত, ক্ষরিত ও পরিপূরিত হয়, তাকে অ্যাকুইফার বলে।

7. সম্পূর্ণ আবদ্ধ অ্যাকুইফার কাকে বলে?

• স্বল্প পরিসর স্থানযুক্ত অ্যাকুইফারের একদিকে অ্যাকুইটার্ড ও বাকি তিন দিকে অ্যাকুইফিউজ ও অ্যাকুইক্লুড থাকলে, তাকে সম্পূর্ণ আবদ্ধ অ্যাকুইফার বলে।

৪. অ্যাকুইটার্ড কী?

• 

9. ভৌমজলের উৎস কী কী?

• 

10. অ্যাকুইক্লুড কী?

• 

11. ভাদোস স্তর কাকে বলে?

• ভূপৃষ্ঠ থেকে জলপীঠ পর্যন্ত বিস্তৃত উপপৃষ্ঠীয় স্তরের যে অংশ কখনও সম্পৃক্ত হয় না, কেবল জল অভিকর্ষের টানে এই স্তরের মধ্য দিয়ে সম্পৃক্ত স্তরে পৌঁছোয়, তাকে ভাদোস স্তর বলে।

12. প্রকৃতিগত পার্থক্য অনুযায়ী ভাদোস স্তর কয়প্রকার ও কী কী? • প্রকৃতিগত পার্থক্য অনুযায়ী ভাদোস স্তর তিনপ্রকার। যথা-

(i) মৃত্তিকা জলস্তর, (ii) কৈশিক স্তর এবং (iii) মধ্যবর্তী ভাদোস স্তর।

13. প্রস্রবণরেখা কাকে বলে?

• ভৌমজল যখন ভূপৃষ্ঠের একটি নির্দিষ্ট রেখা বরাবর নির্গত হয়, তখন তাকে প্রস্রবণরেখা বলে।

14. প্রপাতরেখা কাকে বলে?

• সুদীর্ঘ চ্যুতিরেখা বরাবর যখন অসংখ্য প্রস্রবণ থেকে ছোটো ছোটো জলপ্রপাত সৃষ্টি হয়, তখন তাকে প্রপাতরেখা বলে। যেমন- অ্যাপালেচিয়ান পর্বতমালার পূর্বসীমায় প্রপাতরেখা দেখা যায়।

15. ফ্রিয়েটিক স্তর কাকে বলে?

• অপ্রবেশ্য শিলার ওপর প্রবেশ্য শিলার যে অংশ জল দ্বারা সম্পূর্ণ সম্পৃক্ত থাকে, সেই সম্পৃক্ত স্তরকে ফ্রিয়েটিক স্তর বা ভৌমজলস্তর বলে।

16. গিজার কাকে বলে?

• যেসব প্রস্রবণ দিয়ে ভূগর্ভে সঞ্চিত উয় জল ও বাষ্প নিয়মিতভাবে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে সশব্দে প্রবল বেগে ফোয়ারার মতো ভূপৃষ্ঠের ওপরে উৎক্ষিপ্ত হয়, সেসব উয় প্রস্রবণকে গিজার বলে।

17. কোন্ ধরনের ভৌগোলিক পরিবেশে গিজার বেশি গড়ে ওঠে?

• আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে যেখানে প্রস্রবণের নলটি ম্যাগমা অঞ্চল বা উত্তপ্ত আগ্নেয়শিলা পর্যন্ত বিস্তৃত থাকে, সেই ধরনের ভৌগোলিক পরিবেশে গিজার বেশি গড়ে ওঠে।

18. ভারতের কোথায় উয় প্রস্রবণ দেখা যায়?

• ভারতের পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, ঝাড়খণ্ডের রাজগির, হিমাচল প্রদেশের তাতাপানি এবং বিপাশার উপনদী পার্বতীর পূর্ব তীরে মণিকরণে উয় প্রস্রবণ দেখা যায়।

19. গিজার ও প্রস্রবণের প্রধান পার্থক্য কী?

• 

21. পাম্পের সাহায্য ছাড়াই আর্তেজীয় কূপ থেকে জল উঠে আসে কেন?

• 

22. মিটিওরিক জল কাকে বলে?

• 

23. সহজাত জলের উৎস কী?

24. উৎস্যন্দ জল (Juvenile Water)-এর উৎস কী?  

• 

25. মৃত্তিকার সচ্ছিদ্রতা কাকে বলে?

• 

26. প্রবেশ্য শিলা কাকে বলে?

• যেসব শিলার মধ্যে দিয়ে জল সহজেই ভূগর্ভে প্রবেশ করে, তাকে প্রবেশ্য শিলা বলে। যেমন-বেলেপাথর, চুনাপাথর ইত্যাদি।

27. ভূ-অভ্যন্তরের যে শিলাস্তর জলশোষণ ও সরবরাহে অক্ষম তাকে কী স্তর বলে?  

> ভূ-অভ্যন্তরের যে শিলাস্তর জলশোষণ ও সরবরাহে অক্ষম তাকে অপ্রবেশ্য স্তর বলে।

28. অপ্রবেশ্য শিলার কয়েকটি উদাহরণ দাও।

• অপ্রবেশ্য শিলার উদাহরণ হল-স্লেট, শেল, গ্যাব্রো ইত্যাদি।

29. ‘সচ্ছিদ্র হলেও প্রবেশ্য নয়’-এরূপ একটি শিলার উদাহরণ দাও।

• ‘সচ্ছিদ্র হলেও প্রবেশ্য নয়’-এরূপ একটি শিলা হল কাদাপাথর।

30. ভৌমজলের প্রধান নিয়ন্ত্রকগুলি কী?

• 

31. জলপীঠের ঢেউ খেলানো আকৃতি কীসের ওপর নির্ভর করে?

• জলপীঠের ঢেউ খেলানো আকৃতি শিলার ভূতাত্ত্বিক গঠনের ওপর নির্ভর করে।

32. মহানগরগুলির ভৌমজলস্তর কেন সম্পূর্ণ পূরিত হয় না?

• 

33. মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ কম হওয়ার কারণ কী?

• 

34. আবহিক জলের উৎসগুলি কী?

• আবহিক জলের উৎসগুলি হল-বৃষ্টিপাত, তুষারপাত, শিশির বিন্দু, তুহিন প্রভৃতি।

35. ‘অ্যাকুইফার’ শব্দের অর্থ কী?

• ‘অ্যাকুইফার’ শব্দের অর্থ জলবাহী স্তর বা জলবহনকারী স্তর।

36. পার্চড অ্যাকুইফার কী?

• 

37. অ্যাকুইফারের নিম্নতল কোন্ প্রকার শিলাস্তরের ওপর অবস্থান করে?

• 

38. কোন্ ধরনের অ্যাকুইফার থেকে আর্তেজীয় কূপের জল পাওয়ার সম্ভাবনা থাকে?

• আবদ্ধ অ্যাকুইফার থেকে আর্তেজীয় কূপের জল পাওয়ার সম্ভাবনা থাকে।

39. আবদ্ধ জলবাহী স্তর বা জলচাপযুক্ত অ্যাকুইফার কখন সৃষ্টি হয়?

• 

40. শিলার রন্দ্রের মাধ্যমে জল চলাচল করার ক্ষমতাকে কী বলে?

• শিলার রন্দ্রের মাধ্যমে জল চলাচল করার ক্ষমতাকে শিলার প্রবেশ্যতা বলে।

41 অসম্পৃক্ত স্তরের নিম্নগামী জলকে কী বলে?

• অসম্পৃক্ত স্তরের নিম্নগামী জলকে ভাদোস জল বলে।

42. জলচাপতল কাকে বলে?

• 

43. Piezometer দিয়ে কী মাপা হয়?

• Piezometer দিয়ে চাপে থাকা ভৌমজলের ভূপৃষ্ঠীয় উচ্চতা মাপা হয়।

44. আর্তেজীয় কূপ বলতে কী বোঝায়?

• 

45. স্থানীয় জলবাহী স্তর কোথায় অবস্থান করে?

• 

46. স্থায়ী সম্পৃক্ত স্তরের প্রধান বৈশিষ্ট্য কী?

• 

47. সাময়িক সম্পৃক্ত স্তরের প্রধান বৈশিষ্ট্য কী?

• 

48. আর্তেজীয় কূপ কী ধরনের শিলাস্তরে দেখা যায়?

• 

49. কৃষিকাজ কীভাবে ভৌমজলের সঞ্চয়ে সাহায্য করে?

• 

50. ভাদোস স্তরের একেবারে ওপরের অংশ কী নামে পরিচিত?

————————————————————————————————————

MCQ

সঠিক উত্তরটি নির্বাচন করো।

 1. চুনাপাথরের গুহায় চুনাপাথরের মেঝে থেকে ওপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত ভূমিরূপকে বলে- 

a) স্ট্যালাকটাইট

b)  স্ট্যালাগমাইট   ✔

c)  পোনর

d) উভালা

2. চুনাপাথর ও কার্বনিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়-

a)  ক্যালশিয়াম কার্বনেট 

b) ক্যালশিয়াম বাইকার্বনেট ✔

c) ক্যালশিয়াম সালফেট 

d) পটাশিয়াম সালফেট

3. অন্ধ উপত্যকা ও শুদ্ধ উপত্যকা দেখা যায়- 

a) কাদাপাথর অধ্যুষিত অঞ্চলে 

b) ভঙ্গিল পার্বত্য অঞ্চলে 

c) চুনাপাথর অধ্যুষিত অঞ্চলে ✔

d) কোনোটিই নয়

4. কাস্ট অঞ্চলের অনুর্বর মৃত্তিকাকে বলা হয়- 

a) টেরারোসাও ✔

b) কাদামাটি

c) সোলাম 

d) বগমাটি

5. কাস্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপের অবস্থান অনুযায়ী প্রদত্ত অমিল জুড়িটি হল- 

a) সিংক হোল ও ডোলাইন

b)  গ্রাইক ও ক্লিন্টস 

c) স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট 

d) অন্ধ উপত্যকা ও কার্স্ট টাওয়ার ✔

6. আর্দ্র ক্লান্তীয় অঞ্চলে লাল রঙের আম্লিক কাদার স্তরকে বলে 

a) টেরারোসা ✔

b) ল্যাপিস 

c) পেপিনো

d) গ্রাইক

7. টেরারোসা মূলত কোন্ জলবায়ু অঞ্চলে সৃষ্টি হতে দেখা যায়? 

a) নিরক্ষীয় 

b) উয় মরু 

c) ভূমধ্যসাগরীয় ✔

d) নাতিশীতোয়

৪. চুনাপাথরের ছাদ থেকে জল চুইয়ে সৃষ্ট সঞ্চয়জাত ভূমিরূপকে বলা হয়- 

a) পেভমেন্ট 

b) কেভ ট্র্যাভারটাইন

c)  ড্রিপস্টোন ✔

d)  হেলিকটাইট

9. অত্যন্ত ক্ষুদ্র ও সমতল তলদেশযুক্ত সবু খাঁজগুলিকে বলে-

a)  রিলেন কারেন 

b) রিনেন কারেন

c)  ট্রিট কারেন ✔

d) কুফ কারেন

10. ডোলাইনগুলি পরস্পর যুক্ত হয়ে যে বৃহদাকৃতি আবদ্ধ গর্তের সৃষ্টি করে তাকে বলে- 

a) উভালা 

b) পোলজি✔  

c) সলিউশন 

d) প্যান হামস

11. ‘কার্স্ট’ শব্দটি উৎপত্তির দেশ হল- 

a) ফ্রান্স

b) জার্মান   ✔

c) তালি 

d) গ্রিক

12. কার্স্ট অঞ্চলে দ্রবণকার্যের ফলে সৃষ্ট সুড়ঙ্গ মুখকে বলে- 

a) পোনর 

b) সোয়ালো হোল ✔

c) হামস 

d) গ্রাইক

13. চুনাপাথরযুক্ত অঞ্চলে দুটি গ্রাইকের মধ্যবর্তী উঁচু ভূমিরূপটিকে বলে- 

a) স্ট্যালাগমাইট 

b) ক্লিন্টস ✔

c) ডোলাইন 

d) পোলজি

14. কার্স্ট অঞ্চলে ধসের ফলে সৃষ্ট ভূমিরূপ হল 

a) গ্রাইক 

b) ডোলাইন

c)  কার্স্ট বাতায়ন  ✔

d) হেলিকটাইট

15. ডোলাইনগুলো পরস্পর সংযুক্ত হয়ে পঠন করে

a)  সিংক হোল

b) পোনর 

c) উভালা 

d) কার্ট হ্রদ

 16. নিম্নলিখিত যেটি কাস্ট ভূমিরূপ নয় তা হল- 

a) সিংক হোল 

b) গ্রাইক 

c) ক্লিন্টস 

d) ঝুলন্ত উপত্যকা ✔

17. পোলজির ভিতরে চুনাপাথরে গঠিত অবশিষ্ট টিলাগুলিকে খোলে থাইকে 

a) হে–স্ট্যাক  ✔

b) স্ট্যাক 

c) মোনাডনক 

d) স্ট্যালাকটাইট

18. কাস্ট অঞ্চলে জলের ক্রিয়ার ফলে গঠিত নানা আয়তনের আবব্দ গতিপুলিকে বলে 

a) হামস 

b) ডোলাইন  ✔

c) ট্রিট কারেন 

d) রিলেন কারেন

19. ‘ডোলাইন’ কথার অর্থ হল- 

a) ভূভাগের অবনমন 

b) খাড়া ঢাল 

c) চুনযুক্ত ভূভাগ

d)  নিমজ্জিত নদীখাত 

20. ডোলাইনের থেকে বড়ো অগভীর দ্রবণজাত গর্তগুলিকে বলে- 

a) উভালা  ✔

b)পোলজি 

c) সলিউশন প্যান

d) পোনর 

21. অধিক ঢালযুক্ত চুনাপাথর অঞ্চলের শিলাপৃষ্ঠে সৃষ্ট অসংখ্য অগভীর ও রৈখিক খাতকে ফরাসি ভাষায় বলে- 

a) কারেন 

b) গ্রাইক 

c) বোগাজ 

d) ল্যাপিস ✔

22. প্রথম ‘কাস্ট গবাক্ষ’ (karst window) নামকরণটি করেন 

a) সিজিক 

b) ডেভিস 

c) ম্যালট  ✔

d) হ্যাক

23. সিংক হোল ও ডোলাইন পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি করে- 

a) কাস্ট হ্রদ 

b) অ্যাকুইফার 

c) উভালা  ✔

d) গিরিখাত 

24. কাস্ট অঞ্চলে ভূমিরূপ সৃষ্টিকারী সবচেয়ে কার্যকরী প্রক্রিয়াটি হল

a)  অবঘর্ষ 

b) ঘর্ষণ 

c) উৎপাটন 

d) দ্রবণ  ✔

25. কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য বার্ষিক বৃষ্টিপাত হওয়া উচিত কমপক্ষে 

a) 15 সেমি 

b) 20 সেমি 

c) 25 সেমি 

d) 30 সেমি  ✔

26. সাধারণত কার্স্ট ভূমিরূপ লক্ষ করা যায় 

a) ক্রোয়েশিয়াতে  ✔

b) কালাহারিতে 

c) তাসমানিয়াতে 

d) আর্জেন্টিনাতে

27. চুনাপাথরযুক্ত অঞ্চলে গুহাতল থেকে উত্থিত স্তম্ভকে বলে

a)  স্ট্যালাগমাইট  ✔

b) হামস 

c) স্ট্যালাকটাইট 

d)  পোনর

28. স্ট্যালাগমাইট ও স্ট্যালাকটাইট সৃষ্টি হয়- 

a) বেলেপাথরের গৃহায় 

b) বরফের গৃহায় 

c) স্বাভাবিক গুহায় 

d) চুনাপাথরের গুহায়  ✔

29. পোলজি ভূমির ওপরে ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট চুনাপাথরগুলি ঢিবির আকারে অবস্থান করলে তাকে বলে- 

a) মোনাডনক 

b) স্ট্যাম্প 

c) স্ট্যাক

d)  হামস  ✔

30. সোয়ালো হোল যে সুড়ঙ্গের দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে তার নাম হল- 

a) শুষ্ক উপত্যকা

b) গিরিখাত

c) পোনর  ✔

d) অন্ধ উপত্যকা

31. কাস্ট ভূমিরূপ বেশি গড়ে ওঠে 

a) বেলেপাথর অঞ্চলে

b)  চুনাপাথর অঞ্চলে   ✔

c) মরুভূমি অঞ্চলে 

d) উপকূলীয় অঞ্চলে

32. কার্স্ট অঞ্চলে সুড়ঙ্গের মতো গর্তগুলিকে কী বলা হয়? 

a) ভালা 

b) পোনর  ✔

c) ডোলাইন 

d) পোলজি

33. চুনাপাথরযুক্ত অঞ্চলে দ্রবণ কাজের ফলে সৃষ্ট খাজকে জার্মান ভাষায় বলে 

a) বোগাজ

b) ল্যাপিস 

c) গ্রাইক

d) কারেন ✔

34. ফানেল আকৃতিবিশিষ্ট গর্তকে বলে-

a)  ডোলাইন

b) সিংক হোল   ✔

c) উভালা

d)  গিরিখাত

35. কার্স্ট অঞ্চলে সিংক হোল পুষ্করিণী আকারের মতো খুব বড়ো হলে তাকে কী বলে? 

a) গ্যালারি গুহা 

b) ড্রেপ

c) কার্স্ট  হ্রদ  ✔

d)  বেল হোল

———————————————————————————————————

অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক

1. ‘কার্স্ট’ শব্দটির আক্ষরিক অর্থ কী?

• ‘কার্স্ট’ শব্দটির আক্ষরিক অর্থ উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র।

2. স্পিলিওথেম বা কেড ট্রাভারটাইন কী?

• 

3. কার্স্ট ভূমিরূপ গঠনের বা বিকাশের শর্তগুলি কী?

• 

4. কার্স্ট অঞ্চলে ভৌমজলের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূপৃষ্ঠের অবনমিত দুটি ভূমিরূপের নাম লেখো।

• 

5. কার্স্ট ভূমিরূপ দেখা যায় এমন একটি অঞ্চলের উদাহরণ দাও।

• 

6. ‘কার্স্ট’ ভূমিরূপ সৃষ্টির জন্য বিশুদ্ধ চুনাপাথরে ক্যালশিয়াম কার্বনেটের মাত্রা কত হওয়া প্রয়োজন?

7. ফুভিওকার্স্ট কী?

৪. সিউডোকার্স্ট কী?

• চুনাপাথর ছাড়া অন্য কোনো শিলাগঠিত অঞ্চলে চুনাপাথরের বৈশিষ্ট্যযুক্ত ভূমিরূপকে সিউডোকার্স্ট বলে।

9. নিভালকাস্ট কী?

11. বড়ো মাপের গ্রাইককে কী বলে?

• বড়ো মাপের গ্রাইককে ব্রুফ কারেন বা গ্রাইক বোগাজ বলে।

12. নদীর দ্বারা কার্স্ট অঞ্চলে কী কী ভূমিরূপ গঠিত হয়?

• 

• 13. কারেন কী?

• চুনাপাথরগঠিত অঞ্চলে দ্রবণ খাতবিশিষ্ট কার্স্ট ভূমিরূপকে জার্মানিতে কারেন বলে।

প্রশ্নাবলি

14. রুফ পেনডেন্ট কী?

• 

15. ফ্লোস্টোন কাকে বলে?

• গুহার ভেতরে প্রবহমান জলের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপকে ফ্লোস্টোন বলে।

16. ড্রিপস্টোন কাকে বলে?

17. অ্যানথোডাইট কী?

• 

18. রাবণভাটা কাকে বলে?

• ছত্তিশগড়ের রায়পুর জেলার মধ্যভাগে শেল দ্বারা গঠিত হামসগুলিকে রাবণভাটা বলে।

19. সিংক হোলের পরবর্তী নদী উপত্যকার নাম কী?

• সিংক হোলের পরবর্তী নদী উপত্যকার নাম শুষ্ক উপত্যকা।

20. কার্বন ডাইঅক্সাইড ও জলের রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন কোন্ উপাদানটি চুনাপাথরকে দ্রবীভূত করে?

• কার্বন ডাইঅক্সাইড ও জলের রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন কার্বনিক অ্যাসিড চুনাপাথরকে দ্রবীভূত করে।

21. টেরারোসা দেখতে উয়মণ্ডলের কোন্ মৃত্তিকার মতো হয়?

• টেরারোসা দেখতে উয়মণ্ডলের ল্যাটেরাইট মৃত্তিকার মতো হয়।

22. পৃথিবীর কোন্ অঞ্চলকে আদর্শ কার্স্ট ভূমিরূপ বলা হয়?

• 

23. ভারতের কোথায় অসংখ্য ডোলাইনের অবস্থান লক্ষ করা যায়?

• ভারতের অন্ধ্রপ্রদেশের বোরা গুহা অঞ্চলে অসংখ্য ডোলাইনের অবস্থান লক্ষ করা যায়।

24. কার্স্ট জানালা কী?

• কার্স্ট অঞ্চলে ধসে যাওয়া সুড়ঙ্গের ছাদের ফাঁকা অংশকে কার্স্ট জানালা বলে।

25. চুনাপাথরের মেঝে বা কারেন ক্ষেত্র কাকে বলে?

• 

26. সলিউশন প্যান কাকে বলে?

• 

27. গ্রাইকগুলির দু-পাশে উঁচু পাঁচিলের মতো শিরাগুলিকে কী বলা হয়? 

• গ্রাইকগুলির দু-পাশে উঁচু পাঁচিলের মতো শিরাগুলিকে ক্লিন্টস বলা হয়।

28. কার্স্ট অঞ্চলে গুহার মেঝে থেকে স্তম্ভের আকারে ওপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত ক্যালশিয়াম কার্বনেটের সঞ্চয়কে কী বলে?

• 

29. ড্রেপ কী?

• গুহার ছাদে চুন জমে জমে তা যখন ঝোলানো পর্দার মতো দেখতে লাগে, তাকে বলে ড্রেপ।

30. পোলজি কাকে বলে?

• 

31. রিমস্টোন বা কিনারা প্রস্তর কী?

• 

32. টেরারোসা কী?

• 

33. গুহার ছাদ থেকে ঝুলন্ত, এলোমেলোভাবে বিন্যস্ত ক্যালশিয়াম কার্বনেটের দ্রবণজনিত সঞ্চয়কে কী বলে?

• 

34. চুনাপাথর ছাড়া অপর কোন্ শিলাস্তরে কার্স্ট ভূমিরূপ গড়ে উঠতে দেখা যায়?

• চুনাপাথর ছাড়া ডলোমাইট ও জিপসাম শিলাস্তরে কার্স্ট ভূমিরূপ গড়ে উঠতে দেখা যায়।

35. কার্স্ট অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব কী?

• 

36. কার্বনেট শিলার সঙ্গে কার্বনিক অ্যাসিডের বিক্রিয়ায় সৃষ্ট দ্রবণজনিত ভূমিরূপ কী নামে পরিচিত?

• কার্বনেট শিলার সঙ্গে কার্বনিক অ্যাসিডের বিক্রিয়ায় সৃষ্ট দ্রবণজনিত ভূমিরূপ কার্স্ট ভূমিরূপ নামে পরিচিত।

37. উভালা কীভাবে গঠিত হয়?

> একাধিক সিংক হোল বা ডোলাইন পরস্পরের সাথে মিলিত হয়ে উভালা গঠন করে।

38. চুনাপাথরের গুহা বা ভূগহ্বর কীভাবে সৃষ্টি হয়?

• ভাদোস জলস্তরে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত জলের দ্রবণ ক্রিয়ার ফলে চুনাপাথরের গুহা বা ভূগহ্বর সৃষ্টি হয়।

39. বৃহদাকৃতির গুহাকে কী বলা হয়?

• বৃহদাকৃতির গুহাকে ভূগহ্বর বলা হয়।

40. নদীপ্রবাহের যে অংশটি সিংক হোলের মধ্যে প্রবেশ করে হঠাৎ শেষ হয়ে যায় তাকে কী বলে?

• 

41. নদী সিংক হোলে প্রবেশ করার পর সিংক হোলের পরবর্তী নদী উপত্যকাকে কী বলে?

• নদী সিংক হোলে প্রবেশ করার পর সিংক হোলের পরবর্তী নদী উপত্যকাকে বলে শুষ্ক উপত্যকা।

42. অন্ধ উপত্যকা কাকে বলে?

• 

43. শুষ্ক উপত্যকা কাকে বলে?

• নদী সিংক হোলে প্রবেশ করলে নদী উপত্যকার পরবর্তী অংশটি জলশূন্য হয়ে পড়ে, একেই শুষ্ক উপত্যকা বলে।

44. গ্রাহক কী?

• চুনাপাথরগঠিত অঞ্চলে জলের দ্রবণ কার্যের ফলে দারণ বা সন্ধিস্থল বরাবর গভীর রৈখিক ও দীর্ঘ গর্ত সৃষ্টি হলে তাকে গ্রাইক বলে।

45. ক্লিন্টস কী?

• চুনাপাথরগঠিত অঞ্চলে গ্রাইকের মধ্যবর্তী প্রায় সমতল পৃষ্ঠবিশিষ্ট আয়তাকার উঁচু শিলাখণ্ডকে ক্লিন্টস বলে।

46. ভারতের কোথায় গ্রাইক ও ক্লিন্টস ভূমিরূপ লক্ষ করা যায়?

• ভারতের মধ্যপ্রদেশের নন্দিনী খনি অঞ্চলে গ্রাইক ও ক্লিন্টস ভূমিরূপ লক্ষ করা যায়।

47. চুনাপাথরগঠিত অঞ্চলে অত্যন্ত ক্ষুদ্র ও ঘনসন্নিবদ্ধভাবে গঠিত কারেনকে কী বলে?

• চুনাপাথরগঠিত অঞ্চলে অত্যন্ত ক্ষুদ্র ও ঘনসন্নিবদ্ধভাবে গঠিত কারেনকে বলে রিলেন কারেন।

48. চুনাপাথরের গুহায় ছাদ থেকে ঝুলতে থাকা ভূমিরূপটির নাম কী?  

• চুনাপাথরের গুহায় ছাদ থেকে ঝুলতে থাকা ভূমিরূপটির নাম স্ট্যালাকটাইট।

49. কার্স্ট হ্রদ কাকে বলে?

• ডোলাইনে জল সঞ্চিত হয়ে যে হ্রদ সৃষ্টি হয়, তাকে কার্স্ট হ্রদ বলে।

50. হামস কী?

• পোলজি বা পোলজির ওপরে ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট টিলাগুলি হামস নামে পরিচিত।

51. হামসের অপর নাম কী?

> হামসের অপর নাম হে-স্ট্যাক পাহাড় বা পেপিনো পাহাড়।

52. ডোলাইন কয়প্রকার ও কী কী?

54. প্রাকৃতিক সুড়ঙ্গ কী?

• চুনাপাথরগঠিত অঞ্চলে জলের দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট সুদীর্ঘ গর্তকে প্রাকৃতিক সুড়ঙ্গ বলে