WBCHSE Class 12 Geography Chapter 3 Solution | জলনির্গম প্রণালী |

অধ্যায় 3

জলনির্গম প্রণালী

———————————————————————————————-

MCQ

1. ভূতাত্ত্বিক গঠন দ্বারা নিয়ন্ত্রিত নয় এমন একটি নদী হল- 

a) অধ্যারোপ নদী 

b) অনুগামী নদী 

c) সমান্তরাল নদী 

d) পরবর্তী নদী

2. অনুগামী নদী সৃষ্টির পর যে নদী শিলার আয়াম বরাবর সৃষ্টি হয় তাকে বলে- 

a) পরবর্তী নদী 

b) অসংগত নদী 

c) পূর্ববর্তী নদী

d)  বিপরা নদী

3. নিম্ন ভাঁজের ফলে সৃষ্ট ভূগাঠনিক বেসিনে গড়ে ওঠা জলনির্গম প্রণালী হল- 

a) জাফরিরূপী 

b) আয়তাকার 

c) কেন্দ্রমুখী 

d) কেন্দ্রবিমুখ

4. নদীজালিকার জ্যামিতিক আকৃতিকে বলা হয়- 

a) নদী উপত্যকা 

b) নদীখাত নকশা 

c) সংগঠিত নদী 

d) নদী নকশা 

5. গম্বুজ গঠনের ওপর গঠিত জলনির্গম প্রণালীটি হল

a)  জাফরিরূপী 

b) বৃক্ষরূপী 

c) কেন্দ্রমুখী 

d) অঙ্গুরীয়  

6. শিলার সমধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নকশা বা জলনির্গম প্রণালীটি হল-

a)  বৃক্ষরূপী 

b) কেন্দ্রবিমুখ

c)  সমান্তরাল 

d) জাফরিরূপী   

7. বিভিন্ন নদী পরস্পরের সঙ্গে সমকোণে মিলিত হয়ে যে নদী জালিকা গড়ে তোলে তা হল- 

a) আয়তাকার 

b) আঁকশিরূপী (বড়শিরূপী)  

c)  সমান্তরাল 

d) জাফরিরূপী 

৪. অনুগামী নদী, পরবর্তী নদী, গৌণ অনুগামী নদী, বিপরা নদীর সমন্বয়ে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হল- 

a) আয়তাকার 

b) আঁকশিরূপী (বড়শিরূপী) 

c) সমান্তরাল 

d) জাফরিরূপী 

9. জলনির্গম প্রণালী হল জলনির্গম জালিকার 

a) গাণিতিক রূপ 

b) জ্যামিতিক রূপ 

c) রৈখিক রূপ 

d) শৈল্পিক রূপ

10. সমনত বা একনত গঠনযুক্ত ভূমিভাগে গড়ে ওঠা জলনির্গম প্রণালীটি হল- 

a) সমান্তরাল 

b)  কেন্দ্রবিমুখ 

c) জাফরিরূপী 

d) বৃক্ষরূপী 

11. ভারতের পূর্ব উপকূলের সমভূমিতে যে ধরনের জলনির্গম প্রণালী দেখা যায় তা হল-

a)  বৃক্ষরূপী 

b) জাফরিরূপী 

c) সমান্তরাল

 d) অঙ্গুরীয়

12. প্রতি একক ক্ষেত্রফল অববাহিকায় অবস্থিত সব ধরনের ক্রমবিশিষ্ট নদীখাতের মোট সংখ্যাকে বলে- 

a) নদী ঘনত্ব 

b) নদী গ্রথন 

c) নদী বুনন 

d)  নদী পরিসংখ্যান 

13. ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদীটি হল- 

a) পূর্ববর্তী নদী 

b) বিপরা নদী 

c) অনুগামী নদী 

d) পরবর্তী নদী

14. শ্রীলঙ্কার মূল জলনির্গম প্রণালী হল 

a) বৃক্ষরূপী 

b) জাফরিরূপী 

c) কেন্দ্রমুখী 

d) কেন্দ্রবিমুখ

15. খাড়া পার্বত্য অঞ্চলে যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে তার প্রকৃতি হল- 

a) বৃক্ষরূপী 

b) পিনেট 

c) জাফরিরূপী 

d)অঙ্গুরীয়

16. মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে 

a) কেন্দ্রবিমুখ

b)  কেন্দ্রমুখী

c) অঙ্গুরীয় 

d) জাফরিরূপী

17. বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর একটি পরিবর্তিত রূপ হল 

a) উপসমান্তরাল 

b) আয়তাকার 

c) পিনেট

d) অঙ্গুরীয়াকার

18. ভারতের একটি উল্লেখযোগ্য জলবিভাজিকা হল 

a) নীলগিরি পর্বত 

b) পশ্চিমঘাট পর্বত 

c) মেঘালয় মালভূমি 

d) ছোটোনাগপুর মালভূমি

19. নিম্ন বদ্বীপ অংশে নদীর অ্যানাস্টমজিং শাখা দ্বারা গঠিত নদী নকশাটি হল- 

a) বৃক্ষরূপী নদী নকশা 

b) জাফরিরূপী নদী নকশা 

c) চুনট নদী নকশা 

d) বিনুনিরূপী বা শাখানদী সমন্বিত নদী নকশা

20. সুন্দরবন অঞ্চলে নদী বিন্যাসের ধরন হল-

a) আয়তাকার 

b) বৃক্ষরূপী 

c) বিনুনিরূপী 

d) পিনেট

21. আরাবল্লি পর্বতের পশ্চিমাংশ বরাবর গড়ে ওঠা জলনির্গম প্রণালীটি হল

a) বৃক্ষরূপী 

b) জাফরিরূপী 

c) আয়তাকার 

d) অসংগত

22. ‘অ্যানুলার’ কথাটির অর্থ হল 

a) চক্র 

b) আংটি  

c) সরল 

d) কৌণিক

23. সুবর্ণরেখা নদীটি যে প্রকার নদীর উদাহরণ তা হল- 

a) বিপরা 

b) পূর্ববর্তী 

c) অধ্যারোপ 

d) পুনর্ভবা

24. সমনতিসম্পন্ন ভূগাঠনিক অঞ্চলে মূল নদীর উপনদীকে বলে-

a)  আয়াম নদী 

b) নতি নদী 

c) বিপরা নদী 

d) অনুগামী নদী

25. নীচের যেটি পূর্ববর্তী নদীর উদাহরণ তা হল-

a) নর্মদা

b) সিন্ধু 

c) কাবেরী 

d) মহানদী

26. হিমবাহ উপত্যকা অঞ্চলে যে ধরনের নদী নকশা দেখা যায় তা হল- 

a) কেন্দ্রবিমুখ নদী নকশা 

b) সমান্তরাল নদী নকশা 

c) অসংগঠিত নদী নকশা 

d) কেন্দ্রমুখী নদী  নকশা

27. সমান্তরাল জলনির্গম প্রণালীর ক্ষেত্রে বেশি প্রাধান্য লক্ষ করা যায়- 

a) ঢালের 

b) শিলার 

c) উদ্ভিদের 

d) বৃষ্টিপাতের

28. ভূমির নতি বরাবর যে নদী প্রবাহিত হয়, তাকে বলা হয়- 

a) আয়াম নদী 

b) নতি নদী  

c)  বিপরা নদী 

d) অনুগামী নদী

29. আয়াম দ্বারা নিয়ন্ত্রিত (strike) এমন জলনির্গম প্রণালী হল- 

a) আয়তাকার 

b) হেরিংবোন-সদৃশ 

c) বৃক্ষরূপী 

d) জাফরিরূপী 

30. বৃক্ষরূপী জলনির্গম প্রণালীতে উপনদীগুলি মূলনদীর সাথে মিলিত হয়- 

a) সমকোণে 

b) স্থূলকোণে 

c) সুক্ষ্মকোণে 

d) অতিস্থূলকোণে

31. USA-এর মেসা ভার্দে ন্যাশনাল পার্কে যে জলনির্গম প্রণালী দেখা যায় তা হল- 

a) বৃক্ষরূপী 

b) জাফরিরূপী 

c) সমান্তরাল 

 d) অঙ্গুরীয়াকার 

32. নদীগ্রাসের মাধ্যমে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হল- 

a) জাফরিরূপী 

b) আঁকশিরূপী 

c) অঙ্গুরীয়াকার 

d) সমান্তরাল

33. সমকাঠিন্যযুক্ত শিলাস্তরের ওপর যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে, তা হল- 

a) জাফরিরূপী 

b) বৃক্ষরূপী 

c) আয়তাকার 

d) কেন্দ্রবিমুখ

34. একনত গঠন ও ভাঁজযুক্ত অঞ্চলে নতি ও আয়াম অনুসরণ করে মূল নদীর সঙ্গে উপনদীগুলি যে জলনির্গম প্রণালী গড়ে তোলে, তা হল- 

a) বৃক্ষরূপী জলনির্গম প্রণালী 

b) জাফরিরূপী জলনির্গম প্রণালী  

c) সমান্তরাল জলনির্গম প্রণালী 

d) হেরিংবোন জলনির্গম প্রণালী

35. কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায়- 

a) পশ্চিম উপকূলীয় সমভূমিতে

b) মেঘালয় মালভূমির পৃষ্ঠদেশে

c)  গাঙ্গেয় সমভূমিতে 

d)  কর্ণাটক মালভূমিতে  

36. বৃক্ষরূপী জলনির্গম প্রণালী দেখা যায়- 

a) মেঘালয় মালভূমির দক্ষিণ অংশে

b) বুন্দেলখণ্ডের মালভূমিতে 

c) গোদাবরী নদীর নিম্ন উপত্যকায় 

d)  ভারতের পশ্চিম উপকূলে

37. ‘ভূগুতট নদী’ নামে পরিচিত নদীটি হল 

a) পরবর্তী নদী 

b) বিপরা নদী  

c) পুনর্ভবা নদী 

d) পূর্ববর্তী নদী

38. অঙ্গুরীয় নদী নকশা যে ধরনের ভূতাত্ত্বিক গঠনে গড়ে ওঠে তা হল– 

a) গম্বুজ  

b) সমান্তরাল 

c) একনত

d) চ্যুতিযুক্ত

39. অধ্যারোপ নদী এবং পূর্ববর্তী নদী ভূগঠনের সঙ্গে 

a) সামঞ্জস্যপূর্ণ 

b) সামঞ্জস্যবিহীন  

c) সমতুল্য 

d) কোনোটিই নয়

40. এক গোষ্ঠীর নদী মস্তকমুখী ক্ষয়ের দ্বারা অন্য গোষ্ঠীর নদীকে গ্রাস করলে যে নদী নকশা গড়ে ওঠে তা হল- 

a) আঁকশিরূপী নদী নকশা  

b) কেন্দ্রমুখী নদী নকশা 

c) কেন্দ্রবিমুখ নদী নকশা 

d) পিনেট নদী নকশা

41. উত্থানের সাথে সামঞ্জস্য রেখে পূর্বেকার প্রবাহ বজায় রাখে এমন নদী হল- 

a) অধ্যারোপ 

b) পূর্ববর্তী 

c) বৃক্ষরূপী 

d) জাফরিরূপী

42. কেন্দ্রীয় অংশ থেকে ঢালকে অনুসরণ করে চতুর্দিকে প্রবাহিত নদী বিন্যাসকে বলে- 

a) বৃক্ষরূপী 

b) জাফরিরূপী 

c) কেন্দ্রবিমুখ  

d) কেন্দ্রমুখী

43. ব্যাথোলিথের ওপর সৃষ্ট নদী নকশা হল– 

a) আয়তাকার নদী নকশা

b) কেন্দ্রবিমুখ নদী নকশা  

c) বৃক্ষরূপী নদী নকশা 

d) কেন্দ্রমুখী নদী নকশা

44. কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী গড়ে ওঠে 

a) গম্বুজাকৃতি পাহাড়ে 

b) শঙ্কু আকৃতির পাহাড়ে 

c) আগ্নেয়গিরির জ্বালামুখে

d)  সব ক্ষেত্রেই   

45. ‘Trellis’ কথাটির অর্থ হল-

a)  বিন্যাস 

b) আংটি 

c) জাফরি 

d) কোণ 

46. ‘ডেনড্রাইটিক’ শব্দের অর্থ হল- 

a) ডালপালা সমন্বিত বৃক্ষের ন্যায় 

b) নদী ও তার শাখানদীর বিন্যাস 

c) পর্বতশৃঙ্গের বিস্তার 

d) সমুদ্রের বিশাল ব্যাপ্তি

47. ‘জাফরিরূপী’ নদী নকশার নামকরণ করেছিলেন- 

a) ডেভিস 

b) পেঙ্ক 

c) হ্যাক 

d) বেইলি উইলিস 

48. মাছের কাঁটার ন্যায় নদী নকশাকে বলে-

a)  পিনেট নদী নকশা 

b) হেরিংবোন-সদৃশ নদী নকশা 

c) বৃক্ষরূপী নদী নকশা 

d) কেন্দ্রমুখী নদী নকশা

49. ‘পিনেট’ শব্দটির অর্থ হল 

a) পাখির পালকের ন্যায় 

b)  কৌণিক 

c) আংটির ন্যায় 

d) সমান্তরাল

50. ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে যে জলনির্গম প্রণালী দেখা যায় তা হল- 

a) বৃক্ষরূপী  

b) আয়তাকার 

c) জাফরিরূপী 

d) কেন্দ্রমুখী

51. ভঙ্গিল পার্বত্য অঞ্চলের অধোভঙ্গে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে, তা হল- 

a) পিনেট 

b) জাফরিরূপী 

c)  হেরিংবোন

d)  আয়তাকার

52. নেপালের কাঠমান্ডু উপত্যকায় কোন্ জলনির্গম প্রণালী দেখা যায়? 

a) কেন্দ্রবিমুখ

b) কেন্দ্রমুখী 

c) অঙ্গুরীয়াকার 

d) আয়তাকার

53. সমান্তরাল নদী নকশা গঠনের অনুকূল ভূপ্রাকৃতিক গঠনটি হল- 

a) মালভূমির খাড়াই ঢাল

b) সক্রিয় বদ্বীপ 

c)  সমান্তরাল চ্যুতি 

d) কুয়েস্তার নতি ঢাল

54. উপনদী যে স্থানে প্রধান নদীর সঙ্গে মিলিত হয়, তাকে বলে- 

a) নদী সংগম 

b) নদী উৎস

c)  নদী মোহানা 

d) উপনদী

55. দারণ ও চ্যুতি সমৃদ্ধ এলাকায় গড়ে ওঠা নদী নকশা হল- 

a) বৃক্ষরূপী 

b) কেন্দ্রমুখী 

c) কেন্দ্রবিমুখ 

d) আয়তাকার 

56. যে নদী নকশা ভূগঠন দ্বারা প্রভাবিত নয়, সেটি হল- 

a) জাফরিরূপী নদী নকশা 

b) আয়তাকার নদী নকশা

c) পিনেট নদী নকশা 

d) অঙ্গুরীয় নদী নকশা

57. ভৃগু ও উপত্যকা ভূমিরূপে যে নদী নকশা দেখা যায়- 

a) জাফরিরূপী 

b) পিনেট 

c) আয়তাকার 

d) অঙ্গুরীয়াকার

58. বৃক্ষরূপী জলনির্গম প্রণালী গড়ে উঠতে যে দু-ধরনের নদী সাহায্য করে, তাদের মধ্যে অন্যতম হল-

a) অধ্যারোপ নদী 

b) পূর্ববর্তী নদী 

c)  অনুগামী নদী

d) বিপরা নদী

59. শুধু শিলার নতিকে অনুসরণ করে, কিন্তু ভূমির প্রাথমিক ঢালকে অনুসরণ করে না এমন নদী হল- 

a) অনুগামী নদী 

b) পরবর্তী নদী 

c) গৌণ অনুগামী নদী 

d) পুনর্ভবা নদী 

60. নবীন শিলাস্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবাহিত হওয়া নদী যখন সুদীর্ঘকাল পরে উন্মুক্ত ভিন্নধর্মী প্রাচীন ভূতাত্ত্বিক গঠনকে এড়িয়ে তার পূর্বেকার প্রবাহ বজায় রাখে তাকে বলে-

a) পূর্ববর্তী নদী 

b) অনুগামী নদী 

c) পুনর্ভবা নদী 

d) অধ্যারোপিত নদী 

61. বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর উৎপত্তির পর্যায়গুলি হল-

a) মুক্ত ও বদ্ধ পর্যায়

b) বদ্ধ ও সরলীকৃত পর্যায় 

c) সরলীকৃত ও জটিল পর্যায় 

d) জটিল ও মুক্ত পর্যায়

62. জাফরিরূপী জলনির্গম প্রণালী গড়ে ওঠার জন্য উপযুক্ত ভূতাত্ত্বিক গঠন হল- 

a) ঊর্ধ্বভঙ্গ 

b) অধোভঙ্গ

c) চ্যুতি 

d) ভাঁজ

63. প্রদত্ত যেটি কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালীর উদাহরণ-

a)  আফ্রিকার কঙ্গো 

b) ভারতের গঙ্গা

c)  ফ্রান্সের রাইন

d)  চিনের ইয়াংসি কিয়াং

——————————————————————————————————

SORT ANSWER

1. অনুগামী নদীর অপর নাম কী?

Ans • অনুগামী নদীর অপর নাম প্রধান নদী বা প্রাথমিক নদী।

2. জলনির্গম প্রণালী বলতে কী বোঝায়?

Ans

3. নদী নকশা গঠনের ভূগাঠনিক নিয়ন্ত্রকগুলি কী?

Ans

4. নদী নকশা গঠনের ভূপ্রাকৃতিক তথা ভূমিরূপগত নিয়ন্ত্রকগুলি কী?

Ans

5. কখন নদী নকশা পরিপূর্ণ রূপ পায়?

Ans • ক্ষয়চক্রের পরিণত অবস্থায় ভূতাত্ত্বিক গঠনের সাথে সামঞ্জস্য ঘটিয়ে নদী নকশা পরিপূর্ণ রূপ পায়।

6. বৃক্ষরূপী জলনির্গম প্রণালী বলতে কী বোঝ?

Ans >

7. বৃক্ষরূপী নদী নকশা দেখতে কেমন হয়?

Ans • বৃক্ষরূপী নদী নকশা গাছের ডালপালার মতো সজ্জিত হয়।

৪. কোন্ ধরনের শিলাগঠনযুক্ত অঞ্চলে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী গড়ে ওঠে?

Ans

9. আয়তাকার জলনির্গম প্রণালী কীভাবে গড়ে ওঠে?

Ans >

10. হেরিংবোন-সদৃশ নদী নকশা কাকে বলে?

Ans

11. আঁকশিরূপী নদী নকশা বলতে কী বোঝ?

Ans

12. জাফরিরূপী নদী নকশা কাকে বলে?

Ans >

13. সমান্তরাল নদী নকশা বলতে কী বোঝ?

Ans

14. ‘অঙ্গুরীয় জলনির্গম প্রণালী’ বলতে কী বোঝায়?

Ans >

15. অসংগঠিত বা বিশৃঙ্খল নদী নকশা কাকে বলে?

16. বিশৃঙ্খল নদী নকশার প্রধান বৈশিষ্ট্যটি লেখো।

Ans

17. কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী কাকে বলে?

Ans • বাইরের উচ্চভূমি থেকে কেন্দ্রের দিকে প্রবাহিত নদী বিন্যাসকে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী বলে।

18. কোন্ কোন্ ভূমিরূপের ওপর কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী গড়ে ওঠে?

Ans

19. বিনুনিরূপী বা শাখানদী সমন্বিত নদী নকশা কাকে বলে?

Ans

20. নদীর উৎস বলতে কী বোঝায়?

Ans

21. কোন্ ধরনের জলনির্গম প্রণালীতে জলধারাগুলি পরস্পর সূক্ষ্মকোণে মিলিত হয়?

Ans >

22. কোন্ ধরনের শিলা গঠনযুক্ত অঞ্চলে পিনেট জলনির্গম প্রণালী গড়ে ওঠে?

Ans

23. কোন্ ধরনের গঠনের ওপর আয়তাকার নদী নকশা গড়ে ওঠে?

Ans

24. কেন্দ্রবিমুখ নদী নকশা কী?

Ans

25. যে নদী শিলাস্তরের নতি বা ঢালের বিপরীত দিকে প্রবাহিত হয়, তাকে কী বলে?

Ans • যে নদী শিলাস্তরের নতি বা ঢালের বিপরীত দিকে প্রবাহিত হয়, তাকে বিপরা নদী বলে।

26. অনুগামী নদীর সংজ্ঞা দাও।

Ans

27. পুনর্ভবা নদী বলতে কী বোঝ?

Ans

28. অনুগামী নদী ও পুনর্ভবা নদীর মধ্যে মূল পার্থক্য কী?

Ans >

29. অসংগত নদী কাকে বলে?

Ans

30. অধ্যারোপ নদী কাকে বলে?

Ans

31. অধোভঙ্গে উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদীকে কী বলে?

Ans • অধোভঙ্গে উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদীকে অনুদৈর্ঘ্য অনুগামী নদী বলে।

32. উপবৃক্ষরূপী নদী নকশা কী?

Ans

33. উত্তর আমেরিকার অ্যাপালেশিয়ান পর্বতে প্রধানত কোন্ জাতীয় জলনির্গম প্রণালী দেখা যায়?

Ans • উত্তর আমেরিকার অ্যাপালেশিয়ান পর্বতে প্রধানত জাফরিরূপী জলনির্গম প্রণালী দেখা যায়।

34. ড্রামলিন অধ্যুষিত অঞ্চলে কী ধরনের নদী নকশা দেখা যায়?

Ans • ড্রামলিন অধ্যুষিত অঞ্চলে জাফরিরূপী নদী নকশা দেখা যায়।

35. সারন্ডা পাহাড়ে দক্ষিণ কোয়েল নদীর সঙ্গে কারো নদীর উত্তল বাঁক নিয়ে মিলন কীসের ইঙ্গিত দেয়?

Ans

36. ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে অধ্যারোপ নদীর অসংগতি কোথায়?

Ans >

37. জাফরিরূপী ও সমান্তরাল নদী নকশার মধ্যে মিল কোথায়?

Ans >

38. অ্যানাস্টমজিং শাখা বলতে কী বোঝায়?

Ans >

39. জাফরিরূপী নদী নকশা গড়ে ওঠার প্রধান কারণ কী?

Ans >

40. কেন্দ্রমুখী নদী নকশার প্রধান নিয়ন্ত্রক কী?

Ans • কেন্দ্রমুখী নদী নকশার প্রধান নিয়ন্ত্রক অবনত ভূভাগ।

41. বিনুনিরূপী জলনির্গম প্রণালী প্রধানত কোথায় দেখতে পাওয়া যায়?

Ans

42. কোন্ জলনির্গম প্রণালীর কেন্দ্রে হ্রদ বা জলাশয় সৃষ্টি হয়?

Ans • কেন্দ্রমুখী জলনির্গম প্রণালীর কেন্দ্রে হ্রদ বা জলাশয় সৃষ্টি হয়।

43. কোন্ জলনির্গম প্রণালীর উপনদীগুলি মূল নদীকে সমকোণে ছেদ করে?

Ans • আয়তাকার জলনির্গম প্রণালীর উপনদীগুলি মূল নদীকে সমকোণে ছেদ করে।

44. বৃক্ষরূপী জলনির্গম প্রণালী কখন সৃষ্টি হয়?

Ans • নদী বিবর্তনের প্রাথমিক পর্যায়ে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী সৃষ্টি হয়।

45. সমান্তরাল নদী নকশা গড়ে ওঠার জন্য কী ধরনের ভূমিরূপ ও ভূতাত্ত্বিক গঠনের প্রয়োজন হয়?

Ans

46. আগ্নেয়গিরির শঙ্কু বা চূড়া থেকে বাইরের দিকে নির্গত জলনির্গম প্রণালীটিকে কী বলা হয়?

Ans

47. ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে সৃষ্ট অনুগামী নদীকে কী বলে?

Ans • ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে সৃষ্ট অনুগামী নদীকে পুনর্ভবা নদী বলে।

48. কোন্ জলনির্গম প্রণালীকে Grape Vine Pattern বলা হয়?

Ans • জাফরিরূপী জলনির্গম প্রণালীকে Grape Vine Pattern বলা হয়।

49. নতির বিপরীত ঢাল বরাবর প্রবাহিত নদীর নাম কী?

Ans • নতির বিপরীত ঢাল বরাবর প্রবাহিত নদীর নাম বিপরা নদী।

50. কোনো অঞ্চলে নদী সৃষ্টির সম্ভাবনা শিলার কোন্ দুটি বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে?

Ans • কোনো অঞ্চলে নদী সৃষ্টির সম্ভাবনা শিলার আয়াম ও নতির ওপর নির্ভর করে।

51. ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে গড়ে ওঠা নদী কী নামে পরিচিত?

Ans > ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে গড়ে ওঠা নদী অনুগামী নদী নামে পরিচিত।

52. বৃক্ষরূপী নদী নকশা কীভাবে সৃষ্টি হয়?

Ans

53. নদী নকশা বা জলনির্গম ব্যবস্থার প্রধান দুটি নিয়ন্ত্রক কী কী?

Ans

54. কোন্ জলনির্গম প্রণালী পৃথিবীতে সবচেয়ে বেশি দেখা যায়?

Ans • পৃথিবীতে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী সবচেয়ে বেশি দেখা যায়।

55. কেন্দ্রমুখী নদী নকশার একটি বৈশিষ্ট্য লেখো।

Ans • কেন্দ্রমুখী নদী নকশার একটি বৈশিষ্ট্য হল-প্রতিটি নদী নির্দিষ্ট একটি অবনত স্থানের দিকে প্রবাহিত হয়।

56. জাফরিরূপী নদী নকশার একটি বৈশিষ্ট্য লেখো।

Ans

57. ভূগঠন দ্বারা নিয়ন্ত্রিত দুটি জলনির্গম প্রণালীর নাম লেখো।

Ans

58. কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালীর একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

Ans • কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালীর একটি বৈশিষ্ট্য হল-নদীগুলি একটি নির্দিষ্ট উচ্চভূমির কেন্দ্রীয় অংশ থেকে চতুর্দিকে প্রবাহিত হয়।

59. নদীর ক্রমবিকাশ বলতে কী বোঝ?

Ans

60. কাশ্মীর উপত্যকায় ঝিলাম নদীর ঊর্ধ্বপ্রবাহে কোন্ ধরনের জলনির্গম প্রণালী দেখা যায়?

Ans • কাশ্মীর উপত্যকায় ঝিলাম নদীর ঊর্ধ্বপ্রবাহে হেরিংবোন-সদৃশ জলনির্গম প্রণালী দেখা যায়।

61. পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও।

Ans

62 . পূর্ববর্তী নদী ও অধ্যারোপ নদীর মধ্যে মূল পার্থক্য কী?  

Ans

63. ভূভাগের উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে কোন্ ধরনের নদী তার নিম্নক্ষয় বজায় রাখে?    

Ans • ভূভাগের উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ববর্তী নদী তার নিম্নক্ষয় বজায় রাখে।

64. কোন্ ধরনের ভূমিরূপের ওপর জাফরিরূপী জলনির্গম প্রণালী গড়ে ওঠে?

Ans > একনত ও ভাঁজযুক্ত ভূগাঠনিক অঞ্চলের প্রধানত ভৃগু ও উপত্যকায় জাফরিরূপী জলনির্গম প্রণালী গড়ে ওঠে।

1. মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলে- 

a) বৃক্ষরূপী জলনির্গম প্রণালী 

b) অঙ্গুরীয় সদৃশ জলনির্গম প্রণালী 

c) জাফরিরূপী জলনির্গম প্রণালী 

d) সমান্তরাল জলনির্গম প্রণালী 

2.গম্বুজাকৃতি পাহাড়ে কোন্ ধরনের নদী নকশার সৃষ্টি হয়?

a)  বৃক্ষরূপী 

b) কেন্দ্রবিমুখ 

c) কেন্দ্রাভিমুখ 

d) জাফরিরূপী

3. শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ, তা হল- 

a) পূর্ববর্তী নদী 

b) পরবর্তী নদী 

c) অধ্যারোপিত 

d) নদী বিপরা নদী

4. একনত গঠনযুক্ত ভূমিভাগে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে, সেটি হল- 

a) অঙ্গুরীয় নদী নকশা

b) জাফরিরূপী  নদী নকশা 

b) কেন্দ্রমুখী নদী নকশা 

c) কেন্দ্রবিমুখ নদী নকশা 

5. গম্বুজাকৃতি পাহাড়ে যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে, তা হল– 

a) সমান্তরাল জলনির্গম 

b) প্রণালী হেরিংবোন জলনির্গম প্রণালী 

c)  কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী

d) পিনেট জলনির্গম প্রণালী