অধ্যায় 3
জলনির্গম প্রণালী
———————————————————————————————-
MCQ
1. ভূতাত্ত্বিক গঠন দ্বারা নিয়ন্ত্রিত নয় এমন একটি নদী হল-
a) অধ্যারোপ নদী ✔
b) অনুগামী নদী
c) সমান্তরাল নদী
d) পরবর্তী নদী
2. অনুগামী নদী সৃষ্টির পর যে নদী শিলার আয়াম বরাবর সৃষ্টি হয় তাকে বলে-
a) পরবর্তী নদী ✔
b) অসংগত নদী
c) পূর্ববর্তী নদী
d) বিপরা নদী
3. নিম্ন ভাঁজের ফলে সৃষ্ট ভূগাঠনিক বেসিনে গড়ে ওঠা জলনির্গম প্রণালী হল-
a) জাফরিরূপী
b) আয়তাকার
c) কেন্দ্রমুখী ✔
d) কেন্দ্রবিমুখ
4. নদীজালিকার জ্যামিতিক আকৃতিকে বলা হয়-
a) নদী উপত্যকা
b) নদীখাত নকশা
c) সংগঠিত নদী
d) নদী নকশা ✔
5. গম্বুজ গঠনের ওপর গঠিত জলনির্গম প্রণালীটি হল
a) জাফরিরূপী
b) বৃক্ষরূপী
c) কেন্দ্রমুখী
d) অঙ্গুরীয় ✔
6. শিলার সমধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নকশা বা জলনির্গম প্রণালীটি হল-
a) বৃক্ষরূপী ✔
b) কেন্দ্রবিমুখ
c) সমান্তরাল
d) জাফরিরূপী
7. বিভিন্ন নদী পরস্পরের সঙ্গে সমকোণে মিলিত হয়ে যে নদী জালিকা গড়ে তোলে তা হল-
a) আয়তাকার
b) আঁকশিরূপী (বড়শিরূপী)
c) সমান্তরাল
d) জাফরিরূপী ✔
৪. অনুগামী নদী, পরবর্তী নদী, গৌণ অনুগামী নদী, বিপরা নদীর সমন্বয়ে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হল-
a) আয়তাকার
b) আঁকশিরূপী (বড়শিরূপী)
c) সমান্তরাল
d) জাফরিরূপী ✔
9. জলনির্গম প্রণালী হল জলনির্গম জালিকার
a) গাণিতিক রূপ
b) জ্যামিতিক রূপ ✔
c) রৈখিক রূপ
d) শৈল্পিক রূপ
10. সমনত বা একনত গঠনযুক্ত ভূমিভাগে গড়ে ওঠা জলনির্গম প্রণালীটি হল-
a) সমান্তরাল ✔
b) কেন্দ্রবিমুখ
c) জাফরিরূপী
d) বৃক্ষরূপী
11. ভারতের পূর্ব উপকূলের সমভূমিতে যে ধরনের জলনির্গম প্রণালী দেখা যায় তা হল-
a) বৃক্ষরূপী
b) জাফরিরূপী
c) সমান্তরাল ✔
d) অঙ্গুরীয়
12. প্রতি একক ক্ষেত্রফল অববাহিকায় অবস্থিত সব ধরনের ক্রমবিশিষ্ট নদীখাতের মোট সংখ্যাকে বলে-
a) নদী ঘনত্ব
b) নদী গ্রথন
c) নদী বুনন
d) নদী পরিসংখ্যান ✔
13. ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদীটি হল-
a) পূর্ববর্তী নদী ✔
b) বিপরা নদী
c) অনুগামী নদী
d) পরবর্তী নদী
14. শ্রীলঙ্কার মূল জলনির্গম প্রণালী হল
a) বৃক্ষরূপী
b) জাফরিরূপী
c) কেন্দ্রমুখী
d) কেন্দ্রবিমুখ ✔
15. খাড়া পার্বত্য অঞ্চলে যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে তার প্রকৃতি হল-
a) বৃক্ষরূপী
b) পিনেট ✔
c) জাফরিরূপী
d)অঙ্গুরীয়
16. মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে
a) কেন্দ্রবিমুখ
b) কেন্দ্রমুখী ✔
c) অঙ্গুরীয়
d) জাফরিরূপী
17. বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর একটি পরিবর্তিত রূপ হল
a) উপসমান্তরাল
b) আয়তাকার
c) পিনেট ✔
d) অঙ্গুরীয়াকার
18. ভারতের একটি উল্লেখযোগ্য জলবিভাজিকা হল
a) নীলগিরি পর্বত
b) পশ্চিমঘাট পর্বত ✔
c) মেঘালয় মালভূমি
d) ছোটোনাগপুর মালভূমি
19. নিম্ন বদ্বীপ অংশে নদীর অ্যানাস্টমজিং শাখা দ্বারা গঠিত নদী নকশাটি হল-
a) বৃক্ষরূপী নদী নকশা
b) জাফরিরূপী নদী নকশা
c) চুনট নদী নকশা
d) বিনুনিরূপী বা শাখানদী সমন্বিত নদী নকশা ✔
20. সুন্দরবন অঞ্চলে নদী বিন্যাসের ধরন হল-
a) আয়তাকার
b) বৃক্ষরূপী
c) বিনুনিরূপী ✔
d) পিনেট
21. আরাবল্লি পর্বতের পশ্চিমাংশ বরাবর গড়ে ওঠা জলনির্গম প্রণালীটি হল
a) বৃক্ষরূপী
b) জাফরিরূপী
c) আয়তাকার ✔
d) অসংগত
22. ‘অ্যানুলার’ কথাটির অর্থ হল
a) চক্র
b) আংটি ✔
c) সরল
d) কৌণিক
23. সুবর্ণরেখা নদীটি যে প্রকার নদীর উদাহরণ তা হল-
a) বিপরা
b) পূর্ববর্তী
c) অধ্যারোপ ✔
d) পুনর্ভবা
24. সমনতিসম্পন্ন ভূগাঠনিক অঞ্চলে মূল নদীর উপনদীকে বলে-
a) আয়াম নদী ✔
b) নতি নদী
c) বিপরা নদী
d) অনুগামী নদী
25. নীচের যেটি পূর্ববর্তী নদীর উদাহরণ তা হল-
a) নর্মদা
b) সিন্ধু ✔
c) কাবেরী
d) মহানদী
26. হিমবাহ উপত্যকা অঞ্চলে যে ধরনের নদী নকশা দেখা যায় তা হল-
a) কেন্দ্রবিমুখ নদী নকশা
b) সমান্তরাল নদী নকশা
c) অসংগঠিত নদী নকশা ✔
d) কেন্দ্রমুখী নদী নকশা
27. সমান্তরাল জলনির্গম প্রণালীর ক্ষেত্রে বেশি প্রাধান্য লক্ষ করা যায়-
a) ঢালের ✔
b) শিলার
c) উদ্ভিদের
d) বৃষ্টিপাতের
28. ভূমির নতি বরাবর যে নদী প্রবাহিত হয়, তাকে বলা হয়-
a) আয়াম নদী
b) নতি নদী ✔
c) বিপরা নদী
d) অনুগামী নদী
29. আয়াম দ্বারা নিয়ন্ত্রিত (strike) এমন জলনির্গম প্রণালী হল-
a) আয়তাকার
b) হেরিংবোন-সদৃশ
c) বৃক্ষরূপী
d) জাফরিরূপী ✔
30. বৃক্ষরূপী জলনির্গম প্রণালীতে উপনদীগুলি মূলনদীর সাথে মিলিত হয়-
a) সমকোণে
b) স্থূলকোণে
c) সুক্ষ্মকোণে ✔
d) অতিস্থূলকোণে
31. USA-এর মেসা ভার্দে ন্যাশনাল পার্কে যে জলনির্গম প্রণালী দেখা যায় তা হল-
a) বৃক্ষরূপী
b) জাফরিরূপী
c) সমান্তরাল ✔
d) অঙ্গুরীয়াকার
32. নদীগ্রাসের মাধ্যমে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হল-
a) জাফরিরূপী
b) আঁকশিরূপী ✔
c) অঙ্গুরীয়াকার
d) সমান্তরাল
33. সমকাঠিন্যযুক্ত শিলাস্তরের ওপর যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে, তা হল-
a) জাফরিরূপী
b) বৃক্ষরূপী ✔
c) আয়তাকার
d) কেন্দ্রবিমুখ
34. একনত গঠন ও ভাঁজযুক্ত অঞ্চলে নতি ও আয়াম অনুসরণ করে মূল নদীর সঙ্গে উপনদীগুলি যে জলনির্গম প্রণালী গড়ে তোলে, তা হল-
a) বৃক্ষরূপী জলনির্গম প্রণালী
b) জাফরিরূপী জলনির্গম প্রণালী ✔
c) সমান্তরাল জলনির্গম প্রণালী
d) হেরিংবোন জলনির্গম প্রণালী
35. কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায়-
a) পশ্চিম উপকূলীয় সমভূমিতে
b) মেঘালয় মালভূমির পৃষ্ঠদেশে
c) গাঙ্গেয় সমভূমিতে
d) কর্ণাটক মালভূমিতে ✔
36. বৃক্ষরূপী জলনির্গম প্রণালী দেখা যায়-
a) মেঘালয় মালভূমির দক্ষিণ অংশে
b) বুন্দেলখণ্ডের মালভূমিতে
c) গোদাবরী নদীর নিম্ন উপত্যকায় ✔
d) ভারতের পশ্চিম উপকূলে
37. ‘ভূগুতট নদী’ নামে পরিচিত নদীটি হল
a) পরবর্তী নদী
b) বিপরা নদী ✔
c) পুনর্ভবা নদী
d) পূর্ববর্তী নদী
38. অঙ্গুরীয় নদী নকশা যে ধরনের ভূতাত্ত্বিক গঠনে গড়ে ওঠে তা হল–
a) গম্বুজ ✔
b) সমান্তরাল
c) একনত
d) চ্যুতিযুক্ত
39. অধ্যারোপ নদী এবং পূর্ববর্তী নদী ভূগঠনের সঙ্গে
a) সামঞ্জস্যপূর্ণ
b) সামঞ্জস্যবিহীন ✔
c) সমতুল্য
d) কোনোটিই নয়
40. এক গোষ্ঠীর নদী মস্তকমুখী ক্ষয়ের দ্বারা অন্য গোষ্ঠীর নদীকে গ্রাস করলে যে নদী নকশা গড়ে ওঠে তা হল-
a) আঁকশিরূপী নদী নকশা ✔
b) কেন্দ্রমুখী নদী নকশা
c) কেন্দ্রবিমুখ নদী নকশা
d) পিনেট নদী নকশা
41. উত্থানের সাথে সামঞ্জস্য রেখে পূর্বেকার প্রবাহ বজায় রাখে এমন নদী হল-
a) অধ্যারোপ
b) পূর্ববর্তী ✔
c) বৃক্ষরূপী
d) জাফরিরূপী
42. কেন্দ্রীয় অংশ থেকে ঢালকে অনুসরণ করে চতুর্দিকে প্রবাহিত নদী বিন্যাসকে বলে-
a) বৃক্ষরূপী
b) জাফরিরূপী
c) কেন্দ্রবিমুখ ✔
d) কেন্দ্রমুখী
43. ব্যাথোলিথের ওপর সৃষ্ট নদী নকশা হল–
a) আয়তাকার নদী নকশা
b) কেন্দ্রবিমুখ নদী নকশা ✔
c) বৃক্ষরূপী নদী নকশা
d) কেন্দ্রমুখী নদী নকশা
44. কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী গড়ে ওঠে
a) গম্বুজাকৃতি পাহাড়ে
b) শঙ্কু আকৃতির পাহাড়ে
c) আগ্নেয়গিরির জ্বালামুখে
d) সব ক্ষেত্রেই ✔
45. ‘Trellis’ কথাটির অর্থ হল-
a) বিন্যাস
b) আংটি
c) জাফরি ✔
d) কোণ
46. ‘ডেনড্রাইটিক’ শব্দের অর্থ হল-
a) ডালপালা সমন্বিত বৃক্ষের ন্যায় ✔
b) নদী ও তার শাখানদীর বিন্যাস
c) পর্বতশৃঙ্গের বিস্তার
d) সমুদ্রের বিশাল ব্যাপ্তি
47. ‘জাফরিরূপী’ নদী নকশার নামকরণ করেছিলেন-
a) ডেভিস
b) পেঙ্ক
c) হ্যাক
d) বেইলি উইলিস ✔
48. মাছের কাঁটার ন্যায় নদী নকশাকে বলে-
a) পিনেট নদী নকশা
b) হেরিংবোন-সদৃশ নদী নকশা ✔
c) বৃক্ষরূপী নদী নকশা
d) কেন্দ্রমুখী নদী নকশা
49. ‘পিনেট’ শব্দটির অর্থ হল
a) পাখির পালকের ন্যায় ✔
b) কৌণিক
c) আংটির ন্যায়
d) সমান্তরাল
50. ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে যে জলনির্গম প্রণালী দেখা যায় তা হল-
a) বৃক্ষরূপী ✔
b) আয়তাকার
c) জাফরিরূপী
d) কেন্দ্রমুখী
51. ভঙ্গিল পার্বত্য অঞ্চলের অধোভঙ্গে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে, তা হল-
a) পিনেট
b) জাফরিরূপী ✔
c) হেরিংবোন
d) আয়তাকার
52. নেপালের কাঠমান্ডু উপত্যকায় কোন্ জলনির্গম প্রণালী দেখা যায়?
a) কেন্দ্রবিমুখ
b) কেন্দ্রমুখী ✔
c) অঙ্গুরীয়াকার
d) আয়তাকার
53. সমান্তরাল নদী নকশা গঠনের অনুকূল ভূপ্রাকৃতিক গঠনটি হল-
a) মালভূমির খাড়াই ঢাল
b) সক্রিয় বদ্বীপ ✔
c) সমান্তরাল চ্যুতি
d) কুয়েস্তার নতি ঢাল
54. উপনদী যে স্থানে প্রধান নদীর সঙ্গে মিলিত হয়, তাকে বলে-
a) নদী সংগম ✔
b) নদী উৎস
c) নদী মোহানা
d) উপনদী
55. দারণ ও চ্যুতি সমৃদ্ধ এলাকায় গড়ে ওঠা নদী নকশা হল-
a) বৃক্ষরূপী
b) কেন্দ্রমুখী
c) কেন্দ্রবিমুখ
d) আয়তাকার ✔
56. যে নদী নকশা ভূগঠন দ্বারা প্রভাবিত নয়, সেটি হল-
a) জাফরিরূপী নদী নকশা
b) আয়তাকার নদী নকশা
c) পিনেট নদী নকশা ✔
d) অঙ্গুরীয় নদী নকশা
57. ভৃগু ও উপত্যকা ভূমিরূপে যে নদী নকশা দেখা যায়-
a) জাফরিরূপী ✔
b) পিনেট
c) আয়তাকার
d) অঙ্গুরীয়াকার
58. বৃক্ষরূপী জলনির্গম প্রণালী গড়ে উঠতে যে দু-ধরনের নদী সাহায্য করে, তাদের মধ্যে অন্যতম হল-
a) অধ্যারোপ নদী
b) পূর্ববর্তী নদী
c) অনুগামী নদী ✔
d) বিপরা নদী
59. শুধু শিলার নতিকে অনুসরণ করে, কিন্তু ভূমির প্রাথমিক ঢালকে অনুসরণ করে না এমন নদী হল-
a) অনুগামী নদী
b) পরবর্তী নদী
c) গৌণ অনুগামী নদী ✔
d) পুনর্ভবা নদী
60. নবীন শিলাস্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবাহিত হওয়া নদী যখন সুদীর্ঘকাল পরে উন্মুক্ত ভিন্নধর্মী প্রাচীন ভূতাত্ত্বিক গঠনকে এড়িয়ে তার পূর্বেকার প্রবাহ বজায় রাখে তাকে বলে-
a) পূর্ববর্তী নদী
b) অনুগামী নদী
c) পুনর্ভবা নদী
d) অধ্যারোপিত নদী ✔
61. বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর উৎপত্তির পর্যায়গুলি হল-
a) মুক্ত ও বদ্ধ পর্যায় ✔
b) বদ্ধ ও সরলীকৃত পর্যায়
c) সরলীকৃত ও জটিল পর্যায়
d) জটিল ও মুক্ত পর্যায়
62. জাফরিরূপী জলনির্গম প্রণালী গড়ে ওঠার জন্য উপযুক্ত ভূতাত্ত্বিক গঠন হল-
a) ঊর্ধ্বভঙ্গ
b) অধোভঙ্গ ✔
c) চ্যুতি
d) ভাঁজ
63. প্রদত্ত যেটি কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালীর উদাহরণ-
a) আফ্রিকার কঙ্গো ✔
b) ভারতের গঙ্গা
c) ফ্রান্সের রাইন
d) চিনের ইয়াংসি কিয়াং
——————————————————————————————————
SORT ANSWER
1. অনুগামী নদীর অপর নাম কী?
Ans • অনুগামী নদীর অপর নাম প্রধান নদী বা প্রাথমিক নদী।
2. জলনির্গম প্রণালী বলতে কী বোঝায়?
Ans •
3. নদী নকশা গঠনের ভূগাঠনিক নিয়ন্ত্রকগুলি কী?
Ans •
4. নদী নকশা গঠনের ভূপ্রাকৃতিক তথা ভূমিরূপগত নিয়ন্ত্রকগুলি কী?
Ans •
5. কখন নদী নকশা পরিপূর্ণ রূপ পায়?
Ans • ক্ষয়চক্রের পরিণত অবস্থায় ভূতাত্ত্বিক গঠনের সাথে সামঞ্জস্য ঘটিয়ে নদী নকশা পরিপূর্ণ রূপ পায়।
6. বৃক্ষরূপী জলনির্গম প্রণালী বলতে কী বোঝ?
Ans >
7. বৃক্ষরূপী নদী নকশা দেখতে কেমন হয়?
Ans • বৃক্ষরূপী নদী নকশা গাছের ডালপালার মতো সজ্জিত হয়।
৪. কোন্ ধরনের শিলাগঠনযুক্ত অঞ্চলে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী গড়ে ওঠে?
Ans •
9. আয়তাকার জলনির্গম প্রণালী কীভাবে গড়ে ওঠে?
Ans >
10. হেরিংবোন-সদৃশ নদী নকশা কাকে বলে?
Ans •
11. আঁকশিরূপী নদী নকশা বলতে কী বোঝ?
Ans •
12. জাফরিরূপী নদী নকশা কাকে বলে?
Ans >
13. সমান্তরাল নদী নকশা বলতে কী বোঝ?
Ans •
14. ‘অঙ্গুরীয় জলনির্গম প্রণালী’ বলতে কী বোঝায়?
Ans >
15. অসংগঠিত বা বিশৃঙ্খল নদী নকশা কাকে বলে?
•
16. বিশৃঙ্খল নদী নকশার প্রধান বৈশিষ্ট্যটি লেখো।
Ans •
17. কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী কাকে বলে?
Ans • বাইরের উচ্চভূমি থেকে কেন্দ্রের দিকে প্রবাহিত নদী বিন্যাসকে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী বলে।
18. কোন্ কোন্ ভূমিরূপের ওপর কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী গড়ে ওঠে?
Ans •
19. বিনুনিরূপী বা শাখানদী সমন্বিত নদী নকশা কাকে বলে?
Ans •
20. নদীর উৎস বলতে কী বোঝায়?
Ans •
21. কোন্ ধরনের জলনির্গম প্রণালীতে জলধারাগুলি পরস্পর সূক্ষ্মকোণে মিলিত হয়?
Ans >
22. কোন্ ধরনের শিলা গঠনযুক্ত অঞ্চলে পিনেট জলনির্গম প্রণালী গড়ে ওঠে?
Ans •
23. কোন্ ধরনের গঠনের ওপর আয়তাকার নদী নকশা গড়ে ওঠে?
Ans •
24. কেন্দ্রবিমুখ নদী নকশা কী?
Ans •
25. যে নদী শিলাস্তরের নতি বা ঢালের বিপরীত দিকে প্রবাহিত হয়, তাকে কী বলে?
Ans • যে নদী শিলাস্তরের নতি বা ঢালের বিপরীত দিকে প্রবাহিত হয়, তাকে বিপরা নদী বলে।
26. অনুগামী নদীর সংজ্ঞা দাও।
Ans •
27. পুনর্ভবা নদী বলতে কী বোঝ?
Ans •
28. অনুগামী নদী ও পুনর্ভবা নদীর মধ্যে মূল পার্থক্য কী?
Ans >
29. অসংগত নদী কাকে বলে?
Ans •
30. অধ্যারোপ নদী কাকে বলে?
Ans •
31. অধোভঙ্গে উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদীকে কী বলে?
Ans • অধোভঙ্গে উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদীকে অনুদৈর্ঘ্য অনুগামী নদী বলে।
32. উপবৃক্ষরূপী নদী নকশা কী?
Ans •
33. উত্তর আমেরিকার অ্যাপালেশিয়ান পর্বতে প্রধানত কোন্ জাতীয় জলনির্গম প্রণালী দেখা যায়?
Ans • উত্তর আমেরিকার অ্যাপালেশিয়ান পর্বতে প্রধানত জাফরিরূপী জলনির্গম প্রণালী দেখা যায়।
34. ড্রামলিন অধ্যুষিত অঞ্চলে কী ধরনের নদী নকশা দেখা যায়?
Ans • ড্রামলিন অধ্যুষিত অঞ্চলে জাফরিরূপী নদী নকশা দেখা যায়।
35. সারন্ডা পাহাড়ে দক্ষিণ কোয়েল নদীর সঙ্গে কারো নদীর উত্তল বাঁক নিয়ে মিলন কীসের ইঙ্গিত দেয়?
Ans •
36. ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে অধ্যারোপ নদীর অসংগতি কোথায়?
Ans >
37. জাফরিরূপী ও সমান্তরাল নদী নকশার মধ্যে মিল কোথায়?
Ans >
38. অ্যানাস্টমজিং শাখা বলতে কী বোঝায়?
Ans >
39. জাফরিরূপী নদী নকশা গড়ে ওঠার প্রধান কারণ কী?
Ans >
40. কেন্দ্রমুখী নদী নকশার প্রধান নিয়ন্ত্রক কী?
Ans • কেন্দ্রমুখী নদী নকশার প্রধান নিয়ন্ত্রক অবনত ভূভাগ।
41. বিনুনিরূপী জলনির্গম প্রণালী প্রধানত কোথায় দেখতে পাওয়া যায়?
Ans •
42. কোন্ জলনির্গম প্রণালীর কেন্দ্রে হ্রদ বা জলাশয় সৃষ্টি হয়?
Ans • কেন্দ্রমুখী জলনির্গম প্রণালীর কেন্দ্রে হ্রদ বা জলাশয় সৃষ্টি হয়।
43. কোন্ জলনির্গম প্রণালীর উপনদীগুলি মূল নদীকে সমকোণে ছেদ করে?
Ans • আয়তাকার জলনির্গম প্রণালীর উপনদীগুলি মূল নদীকে সমকোণে ছেদ করে।
44. বৃক্ষরূপী জলনির্গম প্রণালী কখন সৃষ্টি হয়?
Ans • নদী বিবর্তনের প্রাথমিক পর্যায়ে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী সৃষ্টি হয়।
45. সমান্তরাল নদী নকশা গড়ে ওঠার জন্য কী ধরনের ভূমিরূপ ও ভূতাত্ত্বিক গঠনের প্রয়োজন হয়?
Ans •
46. আগ্নেয়গিরির শঙ্কু বা চূড়া থেকে বাইরের দিকে নির্গত জলনির্গম প্রণালীটিকে কী বলা হয়?
Ans •
47. ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে সৃষ্ট অনুগামী নদীকে কী বলে?
Ans • ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে সৃষ্ট অনুগামী নদীকে পুনর্ভবা নদী বলে।
48. কোন্ জলনির্গম প্রণালীকে Grape Vine Pattern বলা হয়?
Ans • জাফরিরূপী জলনির্গম প্রণালীকে Grape Vine Pattern বলা হয়।
49. নতির বিপরীত ঢাল বরাবর প্রবাহিত নদীর নাম কী?
Ans • নতির বিপরীত ঢাল বরাবর প্রবাহিত নদীর নাম বিপরা নদী।
50. কোনো অঞ্চলে নদী সৃষ্টির সম্ভাবনা শিলার কোন্ দুটি বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে?
Ans • কোনো অঞ্চলে নদী সৃষ্টির সম্ভাবনা শিলার আয়াম ও নতির ওপর নির্ভর করে।
51. ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে গড়ে ওঠা নদী কী নামে পরিচিত?
Ans > ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে গড়ে ওঠা নদী অনুগামী নদী নামে পরিচিত।
52. বৃক্ষরূপী নদী নকশা কীভাবে সৃষ্টি হয়?
Ans •
53. নদী নকশা বা জলনির্গম ব্যবস্থার প্রধান দুটি নিয়ন্ত্রক কী কী?
Ans •
54. কোন্ জলনির্গম প্রণালী পৃথিবীতে সবচেয়ে বেশি দেখা যায়?
Ans • পৃথিবীতে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী সবচেয়ে বেশি দেখা যায়।
55. কেন্দ্রমুখী নদী নকশার একটি বৈশিষ্ট্য লেখো।
Ans • কেন্দ্রমুখী নদী নকশার একটি বৈশিষ্ট্য হল-প্রতিটি নদী নির্দিষ্ট একটি অবনত স্থানের দিকে প্রবাহিত হয়।
56. জাফরিরূপী নদী নকশার একটি বৈশিষ্ট্য লেখো।
Ans •
57. ভূগঠন দ্বারা নিয়ন্ত্রিত দুটি জলনির্গম প্রণালীর নাম লেখো।
Ans •
58. কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালীর একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
Ans • কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালীর একটি বৈশিষ্ট্য হল-নদীগুলি একটি নির্দিষ্ট উচ্চভূমির কেন্দ্রীয় অংশ থেকে চতুর্দিকে প্রবাহিত হয়।
59. নদীর ক্রমবিকাশ বলতে কী বোঝ?
Ans •
60. কাশ্মীর উপত্যকায় ঝিলাম নদীর ঊর্ধ্বপ্রবাহে কোন্ ধরনের জলনির্গম প্রণালী দেখা যায়?
Ans • কাশ্মীর উপত্যকায় ঝিলাম নদীর ঊর্ধ্বপ্রবাহে হেরিংবোন-সদৃশ জলনির্গম প্রণালী দেখা যায়।
61. পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও।
Ans •
62 . পূর্ববর্তী নদী ও অধ্যারোপ নদীর মধ্যে মূল পার্থক্য কী?
Ans •
63. ভূভাগের উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে কোন্ ধরনের নদী তার নিম্নক্ষয় বজায় রাখে?
Ans • ভূভাগের উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ববর্তী নদী তার নিম্নক্ষয় বজায় রাখে।
64. কোন্ ধরনের ভূমিরূপের ওপর জাফরিরূপী জলনির্গম প্রণালী গড়ে ওঠে?
Ans > একনত ও ভাঁজযুক্ত ভূগাঠনিক অঞ্চলের প্রধানত ভৃগু ও উপত্যকায় জাফরিরূপী জলনির্গম প্রণালী গড়ে ওঠে।
1. মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলে-
a) বৃক্ষরূপী জলনির্গম প্রণালী
b) অঙ্গুরীয় সদৃশ জলনির্গম প্রণালী
c) জাফরিরূপী জলনির্গম প্রণালী
d) সমান্তরাল জলনির্গম প্রণালী ✔
2.গম্বুজাকৃতি পাহাড়ে কোন্ ধরনের নদী নকশার সৃষ্টি হয়?
a) বৃক্ষরূপী
b) কেন্দ্রবিমুখ ✔
c) কেন্দ্রাভিমুখ
d) জাফরিরূপী
3. শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ, তা হল-
a) পূর্ববর্তী নদী ✔
b) পরবর্তী নদী
c) অধ্যারোপিত
d) নদী বিপরা নদী
4. একনত গঠনযুক্ত ভূমিভাগে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে, সেটি হল-
a) অঙ্গুরীয় নদী নকশা
b) জাফরিরূপী নদী নকশা ✔
b) কেন্দ্রমুখী নদী নকশা
c) কেন্দ্রবিমুখ নদী নকশা
5. গম্বুজাকৃতি পাহাড়ে যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে, তা হল–
a) সমান্তরাল জলনির্গম
b) প্রণালী হেরিংবোন জলনির্গম প্রণালী
c) কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী ✔
d) পিনেট জলনির্গম প্রণালী