WBCHSE Class 12 Geography Chapter 4 Solution | মৃত্তিকা |

অধ্যায় 4

মৃত্তিকা

————————————————————————————————-

MCQ

প্রতিটি প্রশ্নের মান 1

1. মাটি গঠনে পরোক্ষ প্রভাব ফেলে 

a) ভূপ্রকৃতি 

b) উদ্ভিদ 

c) জলবায়ু 

d) প্রাণী

2. ভূমির অবতল ঢালে মাটির সখ্যয় 

a) কম হয় 

b) বেশি হয়  

c) মাঝারি হয় 

d) হয় না

3. উয় ও আর্দ্র জলবায়ুতে মৃত্তিকা গঠনের হার 

a) দ্রুত

b) ধীর 

c) মধ্যম 

d) অতি ধীর

4. মাটির সব স্তর দেখা যায় একমাত্র 

a) অনাঞ্চলিক মাটিতে 

b) কঙ্কালসার মাটিতে 

c) অপরিণত মাটিতে 

d) পরিণত মাটিতে 

5. মৃত্তিকা গঠনের ক্ষেত্রে S = f (cl, o, p, t)-ধারণাটির প্রবক্তা- 

a) জেনি 

b) ডকুচেভ 

c) সোরেন সেন 

d) ওয়ারমিং

6. মাটির ওপরের স্তরে সঞ্চিত অর্ধবিয়োজিত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষকে বলে 

a) বায়োমাস 

b) হিউমাস 

c) চেস্টনাট 

d) সোলাম

7. মাটি গঠনকারী অতিসূক্ষ্ম খনিজ ও জৈব কণাকে বলে

a)  পুষ্টিমৌল 

b) কলয়েড 

c) ) হিউমাস 

d) অনুপোষক

৪. ক্যাটায়ন বিনিময়ের ক্ষমতা সবচেয়ে বেশি 

a) বেলে মাটিতে 

b) পলি মাটিতে 

c) কাদা মাটিতে 

d) যে-কোনো মাটিতে

9. শারীরবৃত্তীয় শুষ্ক মাটির উদাহরণ হল 

a) ল্যাটেরাইট মাটি 

b) পডসল মাটি 

c) লবণাক্ত মাটি 

d) রেগুর মাটি 

10. প্রদত্ত যেটি এন্ডোডায়নামোমরফিক মাটি নয়-

a)  রেনজিনা 

b) রেগোসল 

c) লিথোসল 

d) অ্যালুভিয়াম

11. ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট মৃত্তিকা হল- 

a) কাদা মাটি

b)  কৃষ্ণ মৃত্তিকা 

c) পডসল 

d) রেনজিনা

12. শীতল অঞ্চলে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় 

a) পডসলাইজেশন

b) ল্যাটেরাইজেশন 

c) প্লেইজেশন 

d) ক্যালসিফিকেশন

13. চুনাপাথর ও মারবেল থেকে উৎপন্ন মাটি হল- 

a) কাদা মাটি 

b) ল্যাটেরাইট 

c) কৃষ্ণ মৃত্তিকা 

d) রেনজিনা 

14. আবহবিকারের ফলে সৃষ্ট চূর্ণবিচূর্ণ বা বিয়োজিত শিলার আলগা বা পাতলা আস্তরণকে বলে- 

a) সোলাম 

b) ক্যাটেনা

c) লিথোসল 

d) রেগোলিথ 

15. দীর্ঘ সময় ধরে মাটি গঠিত হলে যে মাটি সৃষ্টি হয়- 

a) অপরিণত 

b) কঙ্কালসার 

c) পরিণত 

d) অনাঞ্চলিক

16. আদি শিলার প্রভাব বেশি হলে কোন্ মৃত্তিকা সৃষ্টি হয়? 

a) আন্তঃআঞ্চলিক 

b) পরিণত 

c) অনাঞ্চলিক 

d) অপরিণত

17. চুনসমৃদ্ধ রেনজিনা বা চারনোজেম মাটি যে রাসায়নিক প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা হল- 

a) অক্সিডেশন 

b) হাইড্রেশন 

c) কার্বনেশন  

d) হাইড্রোলিসিস

18. অক্সিসলের উদাহরণ হল- 

a) পটাশিয়াম 

b) ক্যালশিয়াম  

c) সোডিয়াম 

d) আয়রন

 19 . ধৌত প্রক্রিয়ায় যে খনিজ পদার্থ অপসারিত হলে পেডালফার মাটি গঠিত হয় তা হল- 

a) পডসল 

b) সিরোজেম 

c) ল্যাটেরাইট 

d) চারনোজেম

20. প্লেইজেশন প্রক্রিয়া দেখা যায়- 

a) ক্রান্তীয় অঞ্চলে 

b) নিরক্ষীয় অঞ্চলে 

c) তুন্দ্রা জলবায়ু অঞ্চলে 

d) মরুপ্রায় অঞ্চলে 

21. উপত্যকার উচ্চঢাল থেকে নিম্নঢাল পর্যন্ত মৃত্তিকা পরিলেখের পর্যায়ক্রমিক পরিবর্তনকে বলে মাটির

a)  ক্যাটেনা  

b) পরিলেখ 

c) স্তর 

d) সোলাম

22. রাশিয়ার বিখ্যাত মৃৎবিজ্ঞানীর নাম হল- 

a) জেনি 

b) থম্পসন 

c) স্মিথ 

d) ডকুচেভ 

23. ডিউরিক্রাস্ট যে মাটিতে সৃষ্টি হয় 

a) চারনোজেম 

b) ল্যাটেরাইট 

c) পডসল 

d) সোলানচাক

24. মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় উপাদান হল- 

a) আদি শিলা 

b) বৃষ্টিপাত 

c) উয়তা 

c) জীবাণু

25. নীচের যে প্রক্রিয়াটি মৃত্তিকা গঠনের একটি মৌলিক প্রক্রিয়া নয়-

a)  আবহবিকার

b)  হিউমিফিকেশন 

c) ক্যালসিফিকেশন 

d) এলুভিয়েশন 

26. আর্দ্রতার ধরে রাখার পরিপ্রেক্ষিতে বালি মাটি নীচের কোন্ শ্রেণির মাটির অন্তর্গত?

a) শারীরবৃত্তীয় শুষ্ক মাটি 

b) আঞ্চলিক মাটি 

c) মরু মাটি 

d) ভৌত শুষ্ক মাটি 

27. মাটির উপাদানের পরিমাণের (শতাংশে) সাপেক্ষে নীচের কোন্ সমীকরণটি সঠিক? 

a) খনিজ  পদার্থ + জৈব পদার্থ= জল + বায়ু  

b) জল জৈব পদার্থ = বায়ু + খনিজ পদার্থ

c)  জৈব পদার্থ + বায়ু = জল + খনিজ 

d) জল + বায়ু + জৈব পদার্থ খনিজ পদার্থ

28. বিজ্ঞানী মোর (Mohr) মৃত্তিকা গঠনের সুদীর্ঘ সময়কালকে কতগুলি পর্যায়ে ভাগ করেছেন? 

a) চারটি 

b) তিনটি 

c) পাঁচটি 

d) ছয়টি

29. হিউমাস থেকে খনিজ গঠনকারী প্রক্রিয়াকে বলে- 

a) এলুভিয়েশন 

b) ইলুভিয়েশন 

c) হিউমিফিকেশন 

d) খনিজকরণ 

30. চুনসমৃদ্ধ মাটি কোন্ রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায় সৃষ্টি হয়

a) অক্সিডেশন 

b) কার্বনেশন

c) হাইড্রেশন 

d) হাইড্রোলিসিস

31. ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হয় কোন্ রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ার মাধ্যমে? 

a) অক্সিডেশন 

b) কার্বনেশন 

c) হাইড্রেশন 

d) হাইড্রোলিসিস

32. রাসায়নিক আবহবিকারের পরবর্তী পর্যায়ে সৃষ্ট নতুন ধরনের পদার্থের একত্র সমাবেশকে বলে- 

a) রেগোলিথ 

b) ওয়েদারিং কমপ্লেক্স  

c) ক্যাটেনা

d) সোলাম

33. হিউমাস গঠনের প্রক্রিয়া কী নামে পরিচিত? 

a) হিউমিফিকেশন 

b) ল্যাটেরাইজেশন 

c) পডসলাইজেশন 

d) ক্যালসিফিকেশন

34. হার্ডপ্যান গঠিত হয় কোন্ প্রক্রিয়ায়? 

a) অ্যালকালাইজেশন 

b) স্যালিনাইজেশন 

c) প্লেইজেশন 

d) পডসলাইজেশন

35. প্লেইজেশন প্রক্রিয়ায় বেশি কার্যকরী হয় যে প্রক্রিয়াটি, তা হল- 

a) জারণ 

b) অঙ্গারযোজন 

c) বিজারণ

d) জলযোজন  

36. মৃত্তিকার ওপরের স্তরে ক্যালশিয়াম, পটাশিয়াম ইত্যাদি আয়নের তুলনায় সোডিয়াম আয়ন অধিক সঞ্চিত হলে তাকে বলে- 

a) প্লেইজেশন 

b) ল্যাটেরাইজেশন 

c) অ্যালকালাইজেশন 

d) পডসলাইজেশন

37. ভৌত শুষ্ক মৃত্তিকা বলা হয়- 

a) বালি মৃত্তিকাকে

b) কাদা মৃত্তিকাকে 

c) পলি মৃত্তিকাকে 

d) দোআঁশ মৃত্তিকাকে

38. জল জমে বরফে পরিণত হলে তা আয়তনে বৃদ্ধি পায়- 

a) 110  শতাংশ  

b)  120 শতাংশ 

c) 125শতাংশ 

d)150 শতাংশ

39. শিলা গঠনকারী খনিজের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের সংযোজনকে বলে-

a) অঙ্গারযোজন 

b) জারণ 

c) জলযোজন 

d) আর্দ্র বিশ্লেষণ

40. শিলা গঠনকারী খনিজের সঙ্গে  অক্সিজেনের সংযোজনকে বলে- 

a)  জলযোজন 

b) আর্দ্র বিশ্লেষণ 

c) অঙ্গারযোজন 

d) জারণ

41. হেমাটাইট লিমোনাইটে অথবা অ্যানহাইড্রাইট খনিজ জিপসাম সমৃদ্ধ মাটিতে পরিণত হওয়ার কারণ হল- 

a) জারণ প্রক্রিয়া 

b) জলযোজন প্রক্রিয়া  

c)  অঙ্গারযোজন প্রক্রিয়া 

d) আর্দ্র-বিশ্লেষণ প্রক্রিয়া

42. লোহা, বায়োটাইট প্রভৃতি খনিজ থেকে লাল, হলুদ, বাদামি রঙের ল্যাটেরাইট প্রভৃতি মাটির উৎপত্তিতে অংশগ্রহণকারী রাসায়নিক বিক্রিয়াটি হল-

a)  হাইড্রেশন 

b) হাইড্রোলিসিস 

c) কার্বনেশন 

d) অক্সিডেশন 

———————————————————————————————–

অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

প্রতিটি প্রশ্নের মান 1

1. মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলা হয়?

Ans • ডকুচেভকে মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয়।

2. মাটির উৎপত্তিতে কোন্ প্রক্রিয়া সবচেয়ে বেশি দায়ী?

Ans>

3. জলবায়ুর প্রভাবে কোন্ প্রকার মাটি সৃষ্টি হয়?

Ans> জলবায়ুর প্রভাবে প্রধানত আঞ্চলিক মাটির সৃষ্টি হয়।

4. আদিশিলা কী জাতীয় হলে মৃত্তিকা ক্ষারধর্মী হয়?

Ans• আদিশিলা পেরিডোটাইট ও সারপেনটাইন জাতীয় হলে মৃত্তিকা ক্ষারধর্মী হয়।

5. গ্লেইজেশন কী?

Ans

6. জলাজমি অঞ্চলে মৃত্তিকা সৃষ্টির যে পদ্ধতি লক্ষ করা যায় তার নাম কী?

Ans• জলাজমি অঞ্চলে মৃত্তিকা সৃষ্টির যে পদ্ধতি লক্ষ করা যায় তার নাম প্লেইজেশন।

7. আবহবিকারের ফলে মাটি সৃষ্টির প্রাথমিক পর্যায়ে কী সৃষ্টি হয়?

Ans• আবহবিকারের ফলে মাটি সৃষ্টির প্রাথমিক পর্যায়ে রেগোলিথ সৃষ্টি হয়।

৪. এন্ডোডায়নামোমরফিক মাটি কাকে বলে?

Ans

9. রেগোলিথ কাকে বলে?

Ans

10. মাটি সৃষ্টির সময় কোন্ প্রক্রিয়ায় খনিজের স্থানান্তর ঘটে?

Ans• মাটি সৃষ্টির সময় এলুভিয়েশন প্রক্রিয়ায় খনিজের স্থানান্তর ঘটে।

11. হিউমিফিকেশন ও খনিজকরণ মাটি সৃষ্টির কোন্ প্রক্রিয়ার অন্তর্গত? 

Ans

12. ইলুভিয়েশন বলতে কী বোঝায়?

Ans

13. ইলুভিয়েশন পদ্ধতিতে মাটির কোন্ স্তর গঠিত হয়?

Ans• ইলুভিয়েশন পদ্ধতিতে মাটির B স্তর গঠিত হয়।

14. এলুভিয়েশন কাকে বলে?

Ans

15. এলুভিয়েশন পদ্ধতিতে কী হয়?

Ans

16. বিশেষ প্রক্রিয়া বা নির্দিষ্ট প্রক্রিয়া কাকে বলে?

Ans

17. পেডোক্যাল মৃত্তিকায় pH-এর মান কীরূপ হয়ে থাকে?

Ans

18. মাটিতে জীবাণুর মূল উৎস কোন্ পদার্থ?

Ans• জৈব পদার্থ হল মাটিতে জীবাণুর মূল উৎস।

19. হিউমাসের মধ্যে কোন্ উপাদানের শতকরা ভাগ সবচেয়ে বেশি থাকে?

Ans• হিউমাসের মধ্যে কার্বনের শতকরা ভাগ সবচেয়ে বেশি থাকে।

20. ভৌত শুষ্ক মাটির প্রধান বৈশিষ্ট্য কী?

Ans 

21. শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝায়?

Ans

22. কোন্ ধরনের মৃত্তিকা ‘শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা’ নামে পরিচিত?

Ans• উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মৃত্তিকা ‘শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা’ নামে পরিচিত।

23. ক্যালশিয়ামের প্রাধান্য থাকে কোন্ মাটিতে?

Ans> পেডোক্যাল মাটিতে ক্যালশিয়ামের প্রাধান্য থাকে। যেমন- চারনোজেম।

24. পেডোক্যাল মাটি কোন্ জলবায়ুতে সৃষ্টি হয়?

Ans• পেডোক্যাল মাটি শুষ্ক জলবায়ুতে সৃষ্টি হয়।

25. মাটি সৃষ্টির দুটি সক্রিয় উপাদান কী কী?

Ans> মাটি সৃষ্টির দুটি সক্রিয় উপাদান হল জলবায়ু ও জীবজগৎ।

26. মাটি সৃষ্টির নিষ্ক্রিয় উপাদানগুলি কী?

Ans

27. যান্ত্রিক আবহবিকার কোন্ জলবায়ু অঞ্চলে বেশি দেখা যায়?

Ans• যান্ত্রিক আবহবিকার উয় মরু ও শীতল জলবায়ু অঞ্চলে বেশি দেখা যায়।

28. রাসায়নিক আবহবিকার কোন্ জলবায়ু অঞ্চলে বেশি দেখা যায়?

Ans• রাসায়নিক আবহবিকার উয় ও আর্দ্র জলবায়ু অঞ্চলে বেশি দেখা যায়।

29. অধিক ঢালযুক্ত অঞ্চলে মৃত্তিকার গভীরতা বেশি হয় না কেন?

Ans>

30. অপরিণত মাটি কী?

Ans• পর্যাপ্ত সময়ের অভাবে যে মৃত্তিকায় সবকটি স্তর গড়ে উঠতে পারে না, তাকে অপরিণত মাটি বলে।

31. শল্কমোচন বা গোলাকৃতি আবহবিকার কীভাবে ঘটে?

Ans>

32. কোন্ প্রকৃতির শিলায় শল্কমোচন বা গোলাকৃতি আবহবিকার বেশি হয়?

Ans• সমজাতীয় খনিজ দ্বারা গঠিত শিলায় শল্কমোচন বা গোলাকৃতি আবহবিকার বেশি হয়।

33. কোন্ প্রকৃতির শিলায় ক্ষুদ্রকণা বিশরণ বেশি হয়?

Ans• তাপের কুপরিবাহী এবং সুপরিবাহী বিভিন্ন ধরনের খনিজে গঠিত শিলায় ক্ষুদ্রকণা বিশরণ বেশি হয়।

34. প্রস্তরচাঁই খন্ডীকরণ প্রক্রিয়া কীভাবে ঘটে?

Ans

35. ভূত্বকের ওপর সঞ্চিত আবহবিকারপ্রাপ্ত শিলাচূর্ণ দ্বারা গঠিত স্তরকে কী বলে?

Ans> ভূত্বকের ওপর সঞ্চিত আবহবিকারপ্রাপ্ত শিলাচূর্ণ দ্বারা গঠিত স্তরকে রেগোলিথ বলে।

36. ব্যাসল্ট শিলা জৈব-রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত হয়ে কোন্ মৃত্তিকা সৃষ্টি করে?

Ans>

37. ক্রান্তীয় উয়-আর্দ্র ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে মৃত্তিকা সৃষ্টির কোন্ বিশেষ প্রক্রিয়া অধিক কার্যকরী?

Ans>

38. উপত্যকার উচ্চ অংশ থেকে নিম্ন অংশ পর্যন্ত মাটির পরিলেখের পর্যায়ক্রমিক পরিবর্তনকে কী বলে?

Ans• উপত্যকার উচ্চ অংশ থেকে নিম্ন অংশ পর্যন্ত মাটির পরিলেখের পর্যায়ক্রমিক পরিবর্তনকে ক্যাটেনা বলে।

39. স্থিতিশীল মাটি কাকে বলে?

Ans

40. পরিবাহিত মাটি কী?

Ans>

41. আদিশিলা বা জনক শিলা কী?

Ans> যে শিলা থেকে প্রথমে রেগোলিথ ও পরে মৃত্তিকার সৃষ্টি হয় তাকে আদি শিলা বা জনক শিলা বলে।

42. স্যালিনাইজেশন কী?

Ans

43. পডসল মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কী বলা হয়?

Ans> পডসল মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে পডসলাইজেশন বা পডসলিকরণ বলা হয়।

44. পেডোলজি কী?

Ans> মৃত্তিকার উৎপত্তি, বৈশিষ্ট্য, শ্রেণিকরণ ইত্যাদি বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে পেডোলজি বলে।

45. হিউমিফিকেশন কাকে বলে?

Ans

46. ক্যালসিফিকেশন কী?

Ans>

47. ‘ল্যাটেরাইজেশন’ বলতে কী বোঝায়?

Ans> যে প্রক্রিয়ায় ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়, তাকে ল্যাটেরাইজেশন বলে।

————————————————————————————————-

MCQ

প্রতিটি প্রশ্নের মান 1

1. মৃত্তিকা পরিলেখ সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন 

a) ডকুচেভ   

b) জেনি 

c) ওয়ারমিং 

d) এগুলির কোনোটিই নয়

2. মাটির স্তর বা হোরাইজন দেখা যায়- 

a) পলি মাটিতে

b) চারনোজেম মাটিতে 

c) বগ মাটিতে 

d) লোয়েস মাটিতে

3. পেভোক্যাল-জাতীয় মাটির রং হয়– 

a) হলদে 

b) ধূসর  

c) লাল 

d) নীল

4. নীচের কোনটি পেডালফার মৃত্তিকার বৈশিষ্ট্য নয়? 

a) অনুস্রবণ প্রক্রিয়ায় সৃষ্ট 

b) আর্দ্র অঞ্চলে গঠিত হয়

c)  pH-এর মান 7-এর বেশি   

d) লোহা ও অ্যালুমিনিয়াম বেশি থাকে

5. মাটির ওপরের স্তরের দ্রবীভূত খনিজগুলি মাটির নীচের স্তরে যে প্রক্রিয়ায় সঞ্চিত হয়- 

a) এলুভিয়েশন 

b) কৈশিক 

c) ইলুভিয়েশন   

d) জারণ   

6. এলুভিয়েশন প্রক্রিয়ায় মাটির যে হোরাইজন বা স্তর সৃষ্টি হয়-

a) O 

b) C

c) A  

d) B

7. মাটির কোন্ স্তরকে সন্বয় স্তর বলা হয়?

a) O

b) A  

c) B

D) C

৪. মাটির উল্লম্ব প্রস্থচ্ছেদকে বলে- 

A) পরিলেখ 

B) হোরাইজন 

C) ক্যাটেনা 

D) গ্রথন  

9. ভূপৃষ্ঠের সমান্তরালে বিস্তৃত মাটির এক-একটি পুরু স্তরকে বলে- 

A) পরিলেখ 

B) ক্যাটেনা 

C) গঠন 

D) হোরাইজন   

10. মৃত্তিকার হিউমাস থাকে- 

a) O স্তরে  

b) B স্তরে

c) A স্তরে 

d) C স্তরে

————————————————————————————————-

অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

1. কর্তিত পরিলেখ কাকে বলে?

Ans

2. কর্তিত পরিলেখের প্রধান বৈশিষ্ট্য কী?

Ans

3. সাধারণত কোন্ জাতীয় মৃত্তিকাতে আদর্শ পরিলেখ দেখা যায়?

Ans> সাধারণত আঞ্চলিক পরিণত মৃত্তিকাতে আদর্শ পরিলেখ দেখা যায়।

4. যে মৃত্তিকায় সবকটি স্তর দেখা যায় তাকে কী বলে?

Ans• যে মৃত্তিকায় সবকটি স্তর দেখা যায় তাকে পরিণত মৃত্তিকা বলে।

5. ডাফ কী?

Ans

6. মাল কী?

Ans>

7. মৃত্তিকার হোরাইজন কী?

Ans

৪. মৃত্তিকার উল্লম্ব প্রস্থচ্ছেদকে কী বলা হয়?

Ans• মৃত্তিকার উল্লম্ব প্রস্থচ্ছেদকে মৃত্তিকা পরিলেখ বলা হয়।

9. মৃত্তিকা অনুক্রমের A ও B স্তরকে একত্রে কী বলে?

Ans• মৃত্তিকা অনুক্রমের A ও B স্তরকে একত্রে সোলাম বলে।

10. ‘সোলাম’ বলতে কী বোঝায়?

Ans• মৃত্তিকা অনুক্রমের A ও B স্তরকে একত্রে সোলাম বলে।

 ———————————————————————————————–