WBCHSE Class 12 History Chapter 1 Solution | Bengali Medium

Class 12 Chapter 1 Solution

অতীত স্মরণ

MCQs Question Answer

1. গ্রিক পুরাণের ‘শিল্পকলার পৃষ্ঠপোষক মিউজদের মন্দির’, এটির অর্থ হল-

a) Miuseion শব্দের

b) Mouseion শব্দের

c) Mauseion শব্দের

d) Meuseion শব্দের

উত্তর : d) Meuseion শব্দের

2. মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে বলা হয়-

a) জুলজি

b) মিউজিওলজি

c) মিউজিকোলজি

d) কোনোটিই নয়

উত্তর : b) মিউজিওলজি

3. ‘মিউজিয়াম’ শব্দটি এসেছে-

a) ‘মউসিয়ন’ শব্দ থেকে

b) ‘মিউসিয়ন’ শব্দ থেকে

c) ‘মাউসিয়ন’ শব্দ থেকে

d) ‘মুউসিয়ন’ শব্দ থেকে

উত্তর : a) ‘মউসিয়ন’ শব্দ থেকে

4. ২৮০ খ্রিস্টপূর্বাব্দে টলেমি প্রথম সোটার কর্তৃক প্রতিষ্ঠিত দর্শন কনস্টান্টিনোপলে মিউজিয়ামটি অবস্থিত ছিল-

a) রোমে

c) প্যারিসে

c) কনস্টান্টিনোপল 

d) আলেকজান্দ্রিয়াতে

উত্তর : d) আলেকজান্দ্রিয়াতে

5. ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?

a) লন্ডন

b) প্যারিস

c)  ফ্লোরেন্স

d) ব্রাসেল্স

উত্তর : b) প্যারিস

6. ইতিহাস তত্ত্বের জনক হলেন-

a) হেরোডোটাস

b) আমির খসরু

c) থুকিডিডিসকে

d) ইবন খালদুনকে

উত্তর : a) হেরোডোটাস

7. ‘আধুনিক ইতিহাস চর্চার জনক’ হলেন-

a) হেরোডোটাস

b) সু-মা-কিয়েন

c) ইবন খালদুনকে

d) থুকিডিডিসকে

উত্তর :c) ইবন খালদুনকে

৪. বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয়-

a) হেরোডোটাসকে

b) থুকিডিডিসকে

c) সু-মা-কিয়েন

d) ইবন খালদুনকে

উত্তর :  b) থুকিডিডিসকে

9. জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ভন র‍্যাঙ্কে এবং নেবুর যে ইতিহাস চর্চার পদ্ধতি চালু করেন তার নাম হয়- 

a) নব্য ইতিহাস চর্চা

b) অ্যানালিটিক্যাল অপারেশন

c)  তলা থেকে ইতিহাস চর্চা

d) উপযোগবাদী ইতিহাস চর্চা

উত্তর : b) অ্যানালিটিক্যাল অপারেশন

10. ‘ইতিহাস হল বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ”-উক্তিটির প্রবক্তা-

a) জ্যাকব গ্রিম

b) লর্ড রেগলান

c) ই. এইচ. কার

d) পল থমসন 

উত্তর : c) ই. এইচ. কার

11. ‘সব ইতিহাসই সমকালীন ইতিহাস’-এটি কার উক্তি?

a) ক্লোচের

b) র‍্যাঙ্কের

c) র‍্যালের

d) ই. এইচ. কার.এর 

উত্তর : a) ক্লোচের

12. ব‍্যাঙ্কে ছিলেন একজন বিখ্যাত-

a) বুশ ঐতিহাসিক

b) জার্মান ঐতিহাসিক

c) স্প্যানিশ ঐতিহাসিক

d)  ইংরেজ ঐতিহাসিক

উত্তর : b) জার্মান ঐতিহাসিক

13. বিশ্বের প্রথম ইতিহাস বিষয়ক পত্রিকা ‘Historische Zeitschrift’ প্রকাশ করেন-

a) বার্থোন্ড নেবুর

b) লিওপোল্ড ভন র‍্যাঙ্কে

c)  ফার্নান্দ ব্রদেল

d) ইমান্যুয়েল লাদুরি

উত্তর : b) লিওপোল্ড ভন র‍্যাঙ্কে

14. “ঐতিহাসিকের কাজ হল অতীত ঘটনাবলিকে পরিবর্তিত না করে উপস্থাপিত করা” উক্তিটির প্রবক্তা-

a) কার

b) র‍্যাঙ্কে

c) কোচে

d) বিউরি

উত্তর : b) র‍্যাঙ্কে

15. “The Historian’s Craft’— গ্রন্থটির লেখক হলেন-

a) মার্ক ব্লখ

b) স্মিথ

d) ই. এইচ. কার

d) বিউরি

উত্তর : a) মার্ক ব্লখ

16.  হেরোডোটাসের লেখা গ্রন্থটির নাম হল-

a) দ্য হিস্ট্রি

b) ন্যাচারাল হিস্ট্রি

c) ব্রিটিশ হিস্ট্রি

d)  ইন্ডিয়ান হিস্ট্রি

উত্তর : a) দ্য হিস্ট্রি

17. ভারতের ইতিহাসে প্রথম ঐতিহাসিক উপাদান হিসেবে স্বীকৃত গ্রন্থটি হল-

a) রাজতরঙ্গিনী

b) অর্থশাস্ত্র

c) রামায়ণ

d) মহাভারত

উত্তর : a) রাজতরঙ্গিনী

18. চৈনিক ইতিহাস চর্চার জনক নামে পরিচিত- 

a) হিউয়েন সাভ

b) ফাসিয়ান

c) ই-সিং

d) সু-মা-কিয়েন

উত্তর : d) সু-মা-কিয়েন

19. “ইতিহাস হল বিজ্ঞান-এর বেশিও নয়, কমও নয়।”-এটি কার উক্তি?

a) র‍্যাঙ্কে

b) ই এইচ কার

c) জেমস মিল

d) বিউরি

উত্তর : d) বিউরি

20. হিস্ট্রিজ অব দ্য পার্সিয়ান ওয়ারস’ গ্রন্থটির লেখক হলেন- হেরোডোটাস

a) হেরোডোটাস

b) ইবন খালদুন

c) ই এইচ কার

d) থুকিডিডিস

উত্তর : a) হেরোডোটাস

21. “History from below’ এই ধারার অন্যতম প্রবর্তক— 

a) ফুকো 

b) এরিক হবসবম

c) রাঙ্কে 

d) ক্রিস্টোফার হিল।

উত্তর : d) ক্রিস্টোফার হিল।

22. ম্যারাখন যুদ্ধের ইতিহাস রচনা করেন- 

a) থুকিডিডিস

b) সক্রেটিস

c) হেরোডোটাস

d) অ্যারিস্টটল 

উত্তর : c) হেরোডোটাস

23. ‘আফ্রিকা হল এমন একটি মহাদেশ যার কোনো ইতিহাস নেই’ এ কথা বলেন- দার্শনিক হেগেল

a) দার্শনিক হেগেল 

b) দার্শনিক মন্তেস্কু 

c) পল থমসন

d) এরিক জন হবসবম

উত্তর : a) দার্শনিক হেগেল 

24. “ইতিহাস মানুষকে নৈতিকতার শিক্ষাদান করে।” এই উক্তি করেছেন-

a) রজার বেকন

b) ফ্রান্সিস বেকন

c) চার্লস ডিকেন্স

d) আর্থার মারউইক

উত্তর : b) ফ্রান্সিস বেকন

25. ‘ওয়ার অ্যান্ড পিস’ মহাকাব্যের রচয়িতা হলেন-

a) চার্লস ডিকেন্দ

b) টমাস মেটকাফ

c) লিও টলস্টয়

d) হেরোডোটাস

উত্তর : c) লিও টলস্টয়

26. ইতিহাস রচনার পদ্ধতিকে বলা হয়-

a) ক্যালিওগ্রাফি

b) হিস্টোরিওগ্রাফি

c) হিস্টোরিক্যাল

d) হিস্ট্রি

উত্তর : b) হিস্টোরিওগ্রাফি

27. বহুমুখী জাদুঘরের নিদর্শন সালারজং জাদুঘরটি ভারতের-

a) দিল্লিতে অবস্থিত

b) মাদ্রাজে অবস্থিত

c) হায়দ্রাবাদে অবস্থিত

d) কলকাতার অবস্থিত

উত্তর : c) হায়দ্রাবাদে অবস্থিত

28. ‘ম্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি’ অবস্থিত-

a) লন্ডনে

b) প্যারিসে

c)  নিউইয়র্কে

d) ওয়াশিংটনে

উত্তর : d) ওয়াশিংটনে

29. বিশ্বের সর্বপ্রাচীন মিউজিয়াম হল-

a) ইন্ডিয়ান মিউজিয়াম

b) ক্যাপিটোলাইন মিউজিয়াম

c) ল্যুভর মিউজিয়াম

d) প্লেটোর গ্রন্থাগার

উত্তর : b) ক্যাপিটোলাইন মিউজিয়াম

30. ভ্যাটিকান মিউজিয়াম অবস্থিত—- 

a) প্যারিসে

b) দিল্লিতে

c) রোমে

d) লন্ডনে

উত্তর : c) রোমে

31. ইংল্যান্ডে সর্বসাধারণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত প্রথম জাদুঘর হল-

a) ক্যাপিটোলাইন মিউজিয়াম 

b) ভ্যাটিক্যান মিউজিয়াম

c)  ইন্ডিয়ান  মিউজিয়াম

d) রয়েল আরমারিজ

উত্তর : d) রয়েল আরমারিজ

32. ‘ভারচুয়াল মিউজিয়াম অব কানাডা’ হল একটি- 

a) চলমান জাদুঘর 

b) জীবন্ত জাদুঘর

c) ঐতিহাসিক গৃহজাদুঘর

d) নেট জাদুঘর

উত্তর : d) নেট জাদুঘর

33. শিশু জাদুঘরের নিদর্শন মাউন্ট রায়ান্ড চিলড্রেন্স মিউজিয়াম জাদুঘরটি অবস্থিত-

a)  আলজিয়ার্সে

b) লন্ডনে 

c) হংকংএ

d) প্যারিসে

উত্তর : a)  আলজিয়ার্সে

34. বিশ্ববিদ্যালয় ও কলেজ জাদুঘরের নিদর্শন ইয়েল ইউনিভার্সিটি আর্ট ইংল্যান্ডে ইটালিতে গ্যালারি জাদুঘরটি অবস্থিত- 

a) ইংলেন্ড

b) ইটালিতে  

c) আমেরিকাতে

d) ফ্রান্সে

উত্তর : c) আমেরিকাতে

35. আধুনিক কলা জাদুঘরের নিদর্শন বিলিরোজ কলা উদ্যানটি অবস্থিত-

a) আলেকজান্দ্রিয়াতে

b) জেরুজালেমে

c) কলম্বোতে

d) দিল্লিতে

উত্তর : b) জেরুজালেমে

36. স্মৃতি জাদুঘরের নিদর্শন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল অবস্থিত-

a) কলকাতায়

b) মুম্বাইয়ে

c) নয়া দিল্লিতে

d) মাদ্রাজে

উত্তর : a) কলকাতায়

37. ভূতাত্ত্বিক জাদুঘরের নিদর্শন শিবপুরের বোটানিক্যাল গার্ডেন অবস্থিত ভারতের-

a) ওড়িশায়

b) বিহারে

c)  পশ্চিমবঙ্গে

d) গুজরাটে

উত্তর : c)  পশ্চিমবঙ্গে

38. বিজ্ঞান জাদুঘরের নিদর্শন মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অবস্থিত-

a) প্যারিসে

b) শিকাগোতে

c)  সিঙ্গাপুরে

d) লন্ডনে

উত্তর : a) প্যারিসে

2. Very Short Question Answer

 1. র‍্যাঙ্কের ইতিহাস চর্চার ধারা কী নামে পরিচিত?

উত্তর: ঐতিহাসিক র‍্যাকের ইতিহাস চর্চার ধারা বার্লিন বিপ্লব নামে পরিচিত।

2. History from below’ বা ‘নীচের দিক থেকে’ ইতিহাস চর্চার ধারার প্রবর্তক কারা?

উত্তর: ‘History from below’ বা ‘নীচের দিক থেকে’ ইতিহাস চর্চার ধারার প্রবর্তক হলেন ইংল্যান্ডের ক্রিস্টোফার হিল এবং ই. পি. টমসন।

3. এ. অপরাধ-সংক্রান্ত ইতিহাস চর্চার ধারাকে কারা পরিপুষ্ট করেন?

উত্তর: এরিক জন হবসবম, মিশেল ফুকো প্রমুখ অপরাধ-সংক্রান্ত ইতিহাস চর্চার ধারাকে পরিপুষ্ট করেন।

 4. সাবলটার্ন গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে?

উত্তর: সাবলটার্ন গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ড. রণজিৎ গুহ।

5. ‘Founder of Modern Source based History’ এর লেখক কে?

উত্তর : ‘Founder of Modern Source based History’-এর লেখক হলেন লিওপোল্ড ভন র‍্যাঙ্কে।

6. কে কোন্ শতককে ইতিহাসের শতক বলে উল্লেখ করেছেন?

উত্তর : ব্রিটিশ ঐতিহাসিক জর্জ পেবডি পুচ উনিশ শতককে ইতিহাসের শতক বলে উল্লো করেছেন।

 7. ব্রিটিশ ইতিহাসের জনক নামে কে পরিচিত?

উত্তর : ব্রিটিশ ঐতিহাসিক ভেনেরাবেল বিড ব্রিটিশ ইতিহাসের জনক নামে পরিচিত।

8. What is History’ বইটি কার লেখা? (মাকড়দহ গার্লস হাই স্কুল।

উত্তর : ‘What is History’ বইটি ই এইচ কারের লেখা।

9. . কে ইতিহাসের সময়কালকে তিনটি যুগে ভাগ করেছেন?

উত্তর : ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ইতিহাসের সময়কালকে তিনটি যুগে ভাগ করেছেন।

 10. ভারতীয় জাদুঘরের পূর্বেকার নাম কী ছিল?

উত্তর : ভারতীয় জাদুঘরের পূর্বেকার নাম ছিল ওরিয়েন্টাল সংগ্রহশালা।

11. সরকারি উদ্যোগে কোন্ দেশে প্রথম জাদুঘর গড়ে তোলা হয়?

উত্তর : সরকারি উদ্যোগে প্রাচীন রোম দেশে প্রথম জাদুঘর গড়ে তোলা হয়।

12. বিশ্বের প্রথম আর্ট মিউজিয়ামের নাম কী?

উত্তর : বিশ্বের প্রথম আর্ট মিউজিয়ামের নাম হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসমোলেন মিউজিয়াম।

13. কোন্ ঐতিহাসিক ভারতকে প্রত্নতত্ত্বের জাদুঘর বলে উল্লেখ করেছেন?

উত্তর : ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতকে প্রত্নতত্ত্বের জাদুঘর বলে উল্লেখ করেছেন।

14. দুজন কেম্ব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকের নাম লেখো।

উত্তর : দুজন কেম্ব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক হলেন ড. অনিল শীল এবং গর্ডন জনসন।

15. দুজন জাতীয়তাবাদী ঐতিহাসিকের নাম লেখো।

উত্তর : দুজন জাতীয়তাবাদী ঐতিহাসিক হলেন ড. রমেশচন্দ্র মজুমদার ও ড. তারাচাঁদ।

16. দুজন মার্কসবাদী ঐতিহাসিকের নাম লেখো।

উত্তর : দুজন মার্কসবাদী ঐতিহাসিক হলেন ইরফান হাবিব ও রোমিলা থাপার।

3. Short Question Answer

1. আধুনিক ইতিহাস তত্ত্বের কয়েকটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর:  আধুনিক ইতিহাসতত্ত্বের কয়েকটি বৈশিষ্ট হল-জাতীয়তাবাদ, যুক্তিবাদ, প্রগতির ধারণা, দুষ্টবাদ, অবয়ববাদ ও উত্তর অবয়ববাদ, আধুনিকতা ও উত্তর আধুনিকতা, আপেক্ষিকতাবাদ, বিজ্ঞানধর্মিতা ও নৈতিকতাবাদ ইত্যাদি।

 2. History from below’ বা ‘নীচের দিক থেকে’ ইতিহাস চর্চার ধারার প্রবর্তক কারা?

উত্তর: ‘History from below’ বা ‘নীচের দিক থেকে’ ইতিহাস চর্চার ধারার প্রবর্তক হলেন ইংল্যান্ডের ক্রিস্টোফার হিল এবং ই. পি. টমসন।

 3. বিংশ শতকে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতির ক্ষেত্রে বিভিন্ন তত্ত্বের উল্লেখ করেছেন, এমন কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো।

উত্তর: বিংশ শতকে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতির ক্ষেত্রে বিভিন্ন তত্ত্বের উল্লেখ করেন-মার্ক লিওপোল্ড বেঞ্জামিন ব্লক, এডওয়ার্ড হ্যালেট কার, এ. জে. পি. টেলর, লুই নেমিয়ার, ক্রিস্টোফার হিল, আর. জি. কলিংউড, বেনেদেতো ক্রোচে, মিশেল ফুকো, ফারনান্দ ব্রদেল প্রমুখ।

4. আধুনিক ইতিহাস তত্ত্বে প্রগতির ধারণাটি কী?

উত্তর: আধুনিক ইতিহাস তত্ত্ব অনুযায়ী ইতিহাসে প্রগতির ধারা নিরবচ্ছিন্ন নয়, তাতে উত্থান যেমন আছে, পতনও তেমন আছে। ইতিহাসে প্রগতির আসল অর্থ হল- মানুষের ক্ষমতা ও সম্ভাবনার বিপুল বিস্তার।

5. আধুনিক ইতিহাস তত্ত্ব অনুযায়ী দৃষ্টবাদী পদ্ধতি মেনে ঐতিহাসিককে কী কী কাজ করতে হয়?

উত্তর: আধুনিক ইতিহাস তত্ত্বে দৃষ্টবাদী পদ্ধতি মেনে ঐতিহাসিককে দুটি কাজ করতে হয়, যথা- ঐতিহাসিক তথ্য আবিষ্কার ও ঐতিহাসিক তথ্যসূত্রের দ্বারা ঘটনার ব্যাখ্যা দান।

6. ইতিহাস চর্চায় কার্যকারণ পদ্ধতিটি কী?

উত্তর: ইতিহাসে বলা হয় যে প্রতিটি কাজ ঘটার অন্তরালে কোনো-না-কোনো কারণ থাকে। ইতিহাস চর্চায় এই কাজ বা ঘটনা ঘটার কারণ অনুসন্ধান ও বিশ্লেষণ পদ্ধতিটি হল কার্যকারণ পদ্ধতি।

7. অবয়ববাদ কী?

উত্তর : অবয়ববাদ হল আসলে প্রথাগত ও আচারগত ঐতিহ্যের ওপর নির্ভরশীল মানব ইতিহাস। ঐতিহাসিক ধারণায় অবয়বের পরিবর্তন ঘটলে বিষয়বস্তুরও পরিবর্তন ঘটে।

8. . ইতিহাস চর্চায় আপেক্ষিকতাবাদ বলতে কী বোঝ?

উত্তর : ইতিহাস চর্চায় আপেক্ষিকতাবাদ অনুযায়ী ইতিহাসে বিষয়বস্তুর গুরুত্ব, সময়ের গুরুত্ব, ঘটনার পরিণতির গুরুত্ব সবই আপেক্ষিক। এই মতবাদে সময়ের সঙ্গে ইতিহাসের তথ্যসূত্রগুলির সত্যতা আপেক্ষিক বলে প্রমাণিত হয়।

9. পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব লেখো।

উত্তর : পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের কয়েকটি গুরুত্ব হল-ইতিহাস অতীতের ধারণাদানে, জ্ঞানের বিকাশে, ঘটনার ধারাবাহিকতা অনুধাবনে, অতীত ও বর্তমানের মধ্যে সম্পর্ক স্থাপনে সাহায্য করে থাকে। এ ছাড়াও ইতিহাস সঠিক সত্য নিরূপণে, আর্থ-সাংস্কৃতিক উন্নতির ধারণালাভে এবং জাতীয়তাবাদের বিকাশে সাহায্য করে থাকে।

10. ইতিহাস তত্ত্ব কী?

উত্তর : একজন ইতিহাসবিদ যে সমস্ত নিয়মনীতি, আদর্শ ও পদ্ধতি মেনে ইতিহাস রচনা করে থাকেন, তা হল ইতিহাস তত্ত্ব।

11. আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি বা চর্চার বিভিন্ন ভাগগুলি কী কী?

উত্তর : আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি বা চর্চার বিভিন্ন ভাগগুলি হল-সাম্রাজ্যবাদী জাতীয়তাবাদী, কেমব্রিজ গোষ্ঠী, মার্কসবাদী এবং নিম্নবর্গীয় (সাবলটার্ন) প্রভৃতি। 

12. আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে কেন বলা হয়?

উত্তর : আরবীয় ঐতিহাসিক ইবন খালদুনকে আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়। কারণ তিন্নি প্রথম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস রচনার সূচনা করেন এবং ত্রুটিবিচ্যুতিগুলি তুলে ধরেন।

13. সাধারণ মানুষের ইতিহাস রচনার বিষয়টি গুরুত্বপূর্ণ কেন?

উত্তর : আধুনিক ইতিহাসবিদগণ মনে করেন উচ্চবর্গীয়দের ইতিহাস খণ্ডিত ও অসম্পূর্ণ সমাজের গরিষ্ঠ শ্রেণির জীবনচর্চা তাতে থাকে না। তাই সমাজের বৃহত্তর অংশের জীবচর্চার ধারণা লাভের জন্য সাধারণ মানুষের ইতিহাস রচনা গুরুত্বপূর্ণ।

14. বার্লিন বিপ্লব বলতে কী বোঝ?

উত্তর : জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ভন র‍্যাঙ্কে বার্লিন বিশ্ববিদ্যালয়ে ইতিহাস চর্চ সময়কালে মহাফেজখানার তথ্য এবং দলিলগুলির উপর বিশেষ গুরুত্ব দেন। এই দুই উপাদান থেকে তথ্য নিয়ে নৈবক্তিক ইতিহাস রচনা করা যায় বলে তিনি প্রচার করেন। তাঁর প্রচারিত ইতিহাস চর্চার এই ধারা বার্লিন বিপ্লব নামে পরিচিত।

15. নীচের দিক থেকে ইতিহাস (History from below) চর্চার ধারা বলতে কী বোঝ?

উত্তর : আধুনিক ইতিহাস চর্চায় সমাজের অনালোচিত অথচ সংখ্যাগরিষ্ঠ শ্রেণির ভূমিকা তুলে ধরার প্রচেষ্টা দেখা যাচ্ছে। এই ধরনের আধুনিক ইতিহাসচর্চায় তৃণমূল স্তরের মানুষে দিনগত জীবনযাপনের বিশ্লেষণ, জনতার মানসিকতা ও কার্যকলাপ স্থান পায়। এ ধরনের ইতিহাস চর্চাকে নীচের দিক থেকে ইতিহাস (History from below) ধারা বলে।

16. অ্যানালিটিক্যাল অপারেশন বলতে কী বোঝ?

উত্তর : জার্মান ঐতিহাসিক র‍্যাঙ্কে এবং নেবুর যে ইতিহাস বিশ্লেষণ পদ্ধতি প্রবর্তন করে তার নাম অ্যানালিটিক্যাল অপারেশন। এই ইতিহাস বিশ্লেষণ পদ্ধতির দুটি ভাগ। প্রথ ভাগে ঘটনাকে ছোটো ছোটো অংশে ভাগ করে তথ্যের সত্যতা যাচাই করা হয়। আ দ্বিতীয় ভাগে ঘটনার ছোটো ছোটো অংশগুলি যোগ করে একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়।

17. ইতিহাস চর্চায় গৌণ উপাদান (Secondary source) বলতে কী বোঝ?

উত্তর : ইতিহাস চর্চায় ঐতিহাসিকগণ আকর তথ্যগুলির ব্যবহারের দ্বারা যে গ্রন্থ রচনা করে তাকে গৌণ উপাদান বা Secondary source বলা হয়।

18. র‍্যাঙ্কের মতে ঘটনা (fact) ইতিহাস রচনায় কতটা গুরুত্বপূর্ণ?

উত্তর : জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ভন র‍্যাঙ্কে বলেন ইতিহাস রচনায় ঘটনা ও তথ্যগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে ঘটনা ও তথ্যগুলি সাজালে সেগুলির দ্বারাই ইতিহাস রস করা যাবে।

19. ই. এইচ. কার-এর মতে ঘটনা (fact) ইতিহাস রচনায় ঐতিহাসিক ই. এইচ. কার (এডওয়ার্ড হ্যালেট কার)-এর ধারণায় ঘটনা জোগাড় করে কতটা গুরুত্বপূর্ণ?

উত্তর : ঐতিহাসিকের দায়িত্ব শেষ হয় না। তার বড়ো দায়িত্ব হল ঘটনাগুলির নির্বাচন এ সেগুলির যথাযথ ব্যাখ্যা। তবে এক্ষেত্রে ঐতিহাসিকই ঠিক করবেন যে ইতিহাস রচনা কোন ঘটনার উপর কতখানি গুরুত্ব দেবেন। 

20. প্রত্যক্ষবাদ (Positivism) কী?

উত্তর : প্রত্যক্ষবাদ হল এমন এক ইতিহাস চর্চার ধারা যাতে বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের সুযো থাকে। অর্থাৎ যে মতবাদে বিজ্ঞানকে সমস্ত জ্ঞান ও প্রগতির ভিত্তি হিসেবে এবং সক সমস্যার সমাধান হিসেবে ব্যবহার করা হয় তা হল প্রত্যক্ষবাদ।

21. হুইগ ইতিহাস চর্চা কী?

উত্তর : উনিশ শতকে ইংল্যান্ডের ঐতিহাসিকরা জাতীয় প্রতিষ্ঠানগুলির অতীত গৌরবের বিষয় তুলে ধরেন এবং রাজনৈতিক দ্বন্দ্ব ও সংঘাতের বিষয়ে যে ইতিহাস চর্চা শুরু করেন তাহই ইতিহাস চর্চা নামে পরিচিত। এই ইতিহাস চর্চায় উল্লেখযোগ্য অবদান রাখেন বিশ স্ট্যাবস, টাউট, লর্ড অ্যাকটন প্রমুখ ইতিহাসবিদগণ।

22. মার্কসীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝ।

উত্তর : যে ইতিহাস চর্চায় বলা হয় শ্রেণিশোষণ ও শ্রেণিদ্বন্দ্বের মধ্যে দিয়ে সর্বহারা শ্রেণির একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং যেখানে রাষ্ট্রব্যবস্থার অবসান ঘটবে সেই ধারণাভিত্তিক ইতিহাসচর্চা হল মার্কসীয় ইতিহাসচর্চা। এই ইতিহাসচর্চার দুই পথিকৃৎ হলেন কার্ল মার্কস ও ফেডারিক এঙ্গেলস।

23. Total History বলতে কী বোঝ?

উত্তর : ফ্রান্সের অ্যানাল গোষ্ঠীর ইতিহাসবিদগণ বিশ শতকের মাঝামাঝি সময়ে যে ইতিহাস চর্চা পদ্ধতির সূচনা করেন তা Total History নামে পরিচিত। এই ইতিহাস চর্চায় রাজনৈতিক ইতিহাসের পরিবর্তে সমাজের সাধারণ মানুষের জীবনের নানা দিকগুলি তুলে ধরা হয়।

 24. ক্রেমব্রিজ ব্যাখ্যা বলতে কী বোঝ?

উত্তর : ক্রেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিছু ঐতিহাসিক ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে এক বিশেষ ব্যাখ্যা দেন যা ক্রেমব্রিজ ব্যাখ্যা নামে পরিচিত। এই ব্যাখ্যায় বলা হয় ভারতীয় জাতীয়তাবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের লড়াই ছিল এক সাজানো লড়াই। প্রকৃত দ্বন্দ্ব ছিল মূলত ভারতীয়দের মধ্যেই।

25. হিউরিসটিক পদ্ধতি বলতে কী বোঝ?

উত্তর : যে পদ্ধতিতে একজন ঐতিহাসিক তাঁর ইতিহাস লেখার উপাদানকে যাচাই ও বিচার করার জন্য বিজ্ঞানসম্মত পদ্ধতি গ্রহণ করেন ও ইতিহাস রচনায় বিষয়গত অনুসন্ধানের ওপর জোর দেন, সেই পদ্ধতির নাম হিউরিসটিক পদ্ধতি।

26. জার্মান দার্শনিক হেগেল সমাজের ভেতরকার ঘাত- প্রতিঘাতকে কীভাবে ব্যাখ্যা করেছেন?

উত্তর : জার্মান দার্শনিক হেগেল বলেন সমাজে যে শক্তি স্থিতাবস্থা ধরে রাখে তার নাম থিসিস (thesis), যে শক্তি স্থিতাবস্থা ভাঙতে চায় তা হল অ্যান্টিথিসিস (Antithesis)। আর সমাজে এই দুই শক্তির প্রতিনিয়ত ঘাত-প্রতিঘাতের ফলে ধীরে ধীরে যে পরিবর্তন ও সমন্বয় ঘটে তা হল সিনথেসিস (Synthesis)।

27. ইতিহাস রচনায় পরীক্ষানিরীক্ষা ও পর্যবেক্ষণের কয়টি স্তর ও কী কী?

উত্তর :  ইতিহাস রচনায় পরীক্ষানিরীক্ষা ও পর্যবেক্ষণের চারটি স্তর। এগুলি হল- [1] হিউরিসটিক (Heuristic) বা বাহ্যিক সমালোচনার স্তর, [ii] হারমিনিউটিকস (Hermeneutics) বা অভ্যন্তরীণ সমালোচনার স্তর, [iii] সিনথেসিস (Synthesis) বা সমন্বয়সাধনের স্তর এবং [iv] এক্সপোজিশন (Exposition) বা বর্ণনাগত স্তর।

4. Long Question Answer

1. অ্যানাল গোষ্ঠীর ইতিহাসবিদ ফার্নান্দ ব্রদেল “Total History’ নামক ইতিহাস চর্চার ধারণায় কী অবদান রাখেন?

উত্তর : ফারনান্দ ব্রদেল ‘Total History’ নামক ইতিহাস চর্চায় বলেন ঐতিহাসিক সময়ের তিনটি ভাগ, যথা-দীর্ঘকালীন পর্যায় (Long term), মাঝামাঝি পর্যায় (Medium term) এবং স্বল্পকালীন পর্যায় (Short term)। তিনি এই তিন সময়কালের মধ্যে সমগ্র বিশ্বকেন্দ্রিক এক ইতিহাস রচনা করেন। এই ইতিহাস রচনার ক্ষেত্রে তিনি অর্থনীতি, রাষ্ট্রনীতি, ভূগোল-সহ নানা বিষয়কে ব্যবহার করে “Total History’ নামক ইতিহাস চর্চায় নতুন পথ দেখান।

2. নেমিয়ার পদ্ধতি কী? অথবা, Prosopography কী?

উত্তর : ঐতিহাসিক লুই লিমিয়ার তাঁর ‘স্ট্রাকচার অব পলিটিক্স’ গ্রন্থে ইংল্যান্ডের পার্লামেন্টের সদস্যদের সামাজিক কাঠামো বা কাজের পদ্ধতি আলোচনা করেন যা Prosopography নামে পরিচিত। এই পদ্ধতিতে তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের জীবন কার্যকলাপ সামাজিক যোগাযোগ ইত্যাদির পাশাপাশি রাজনৈতিক গোষ্ঠীগুলির উদ্দেশ্য ও কাজকে বিশ্লেষণ করে পথ দেখান যা নেমিয়ার পদ্ধতি নামে পরিচিত।

জাদুঘরের সংজ্ঞা দাও। 

উত্তর : সাধারণভাবে বলা যায় জাদুঘর হল বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা, যেখানে ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, শিল্প-বিষয়ক ইত্যাদি পুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ করে তা জনসাধারণের উদ্দেশ্যে স্থায়ী বা অস্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এককথায়, বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে সেগুলি যেসব প্রতিষ্ঠান বা ভবনে সংরক্ষণ করে রাখা হয় সেসব প্রতিষ্ঠান বা ভবনকে জাদুঘর বলা হয়।

 3. জাদুঘরের কয়েকটি মূল উদ্দেশ্য লেখো।

উত্তর : জাদুঘরের কয়েকটি মূল উদ্দেশ্য হল প্রত্ননিদর্শন সংগ্রহ ও সংরক্ষণ, অতীত সমাজ সভ্যতার ধারণা দান, জনসচেতনতা গঠন, জ্ঞানের প্রসার, ঐতিহাসিক নিদর্শন নিয়ে গবেষণার সুযোগ করে দেওয়া প্রভৃতি। এ ছাড়াও অতীত ইতিহাসের পুনরাবির্ভাব ঘটানোর লক্ষ্যে এবং প্রতিকৃতি নির্মাণের উদ্দেশ্যেও জাদুঘর গড়ে ওঠে।

4. জাদুঘরের কয়েকটি রূপ লেখো অথবা জাদুঘরের প্রকারভেদ উল্লেখ করো।

উত্তর : জাদুঘরের বিভিন্ন ভাগগুলি হল-[i] সাধারণ জাদুঘর বহুমুখী জাদুঘর, শিশু জাদুঘর, বিশ্ববিদ্যালয় ও কলেজ জাদুঘর; [ii] কলা জাদুঘর-শিল্প সংরক্ষণ জাদুঘর, শিল্প দ্রব্য ও প্রতিকৃতি প্রদর্শশালা, আধুনিক কলা জাদুঘর, লোককলা ও কারুশিল্প জাদুঘর। [iii] ঐতিহাসিক জাদুঘর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, ব্যক্তিবিষয়ক জাদুঘর, রাজপ্রাসাদ জাদুঘর, স্মৃতি জাদুঘর; [iv] বিজ্ঞানবিষয়ক জাদুঘর-ভূতাত্ত্বিক জাদুঘর, প্রাণীবিদ্যা জাদুঘর, প্রাকৃতিক ইতিহাস জাদুঘর, বিজ্ঞান জাদুঘর ইত্যাদি।

5. কয়েকটি কলা বিষয়ক জাদুঘরের নাম উল্লেখ করো।

উত্তর : কয়েকটি কলা বিষয়ক জাদুঘরের নাম হল-ভারতের নিউ দিল্লির ন্যাশনাল ফোক অ্যান্ড ক্র্যাফট মিউজিয়াম (১৯৫৬ খ্রি.), কলকাতার আশুতোষ মিউজিয়াম অব ইন্ডিয়ান আর্ট (১৮৩৭ খ্রি.), হংকং-এর কলা জাদুঘর (১৯৬২ খ্রি.), জেরুজালেমের বিলিরোজ কলা উদ্যান, আমেরিকার ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্ট (১৮৭৬ খ্রি.), প্যারিসের ল্যুভর (১৭৯২ খ্রি.), লন্ডনের ন্যাশনাল অ্যান্ড টেল গ্যালারিজ প্রভৃতি।

6. ইতিহাস রচনা করতে গেলে ঐতিহাসিককে যেসব পদ্ধতি মেনে এগোতে হয় সেগুলির কয়েকটি উল্লেখ করো।

উত্তর : ইতিহাস রচনা করতে গেলে ঐতিহাসিককে যে সমস্ত পদ্ধতি মেনে এগোতে হয়, তার কয়েকটি হল-[i] উৎসের অনুসন্ধান, [ii] উৎস থেকে তথ্য চয়ন, [iii] তথ্যের যাচাইকরণ, [iv] তথ্যসমূহের বিশ্লেষণ, [v] ঘটনা ও বক্তব্যের মধ্যে সম্পর্ক স্থাপন, [vi] ধারাবাহিকতা ও কালানুক্রম, [vii] কার্যকারণ পদ্ধতি, ভৌগোলিক অবস্থানের গুরুত্ব, [viii] তথ্য সংরক্ষণ প্রভৃতি।

5. Fill in The Blanks

1. ——————– গ্রন্থটির লেখক জেমস মিল।

a) ওরিয়েন্টালিজম

b)  দ্য স্পিরিট অব লজ

c) দাস ক্যাপিটাল

d)  হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া

উত্তর : d)  হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া

2. ———————- -এর আমল থেকে ভারতে ব্রিটিশ শাসনকালে দেশীয় ইতিহাস চর্চার সূচনা ঘটে।

a) বেন্টিঙ্ক

b) ওয়েলেসলি

c) হেস্টিংস

d) ডালহৌসি

উত্তর : c) হেস্টিংস

3. ‘রাজাবলি’ (১৮০৮ খ্রি.) গ্রন্থটি রচনা করেন।

a) রামরাম বসু

b)  কুমুদনাথ মল্লিক

c)  মৃত্যুঞ্জয় বিদ্যালংকার

d)  কালীকিঙ্কর দত্ত

উত্তর : c)  মৃত্যুঞ্জয় বিদ্যালংকার

4. Cambridge History of India ‘ গ্রন্থের রচয়িতা হলেন———————।

a)  এলফিনস্টোন

b) জন ম্যালকম

c) ডডওয়েল

d) ম্যালেসন

উত্তর :c) ডডওয়েল

5. ‘Unrest India’ বা ‘অশান্ত ভারত’ গ্রন্থের রচয়িতা হলেন———————-। 

a)  ভ্যালেন্টাইন চিরোল

b) উইলিয়াম জোন্স

c) মাক্সমুলার 

d)  জন স্টুয়ার্ট মিল

উত্তর : a)  ভ্যালেন্টাইন চিরোল

6. ঔপনিবেশিক শাসনকালে বাংলার সামাজিক ইতিহাস’ গ্রন্থটি রচনা করেন—————।

a)  সালাউদ্দিন আহমেদ।

b) দুর্গাদাস সান্যাল

c) প্রদীপ সিংহ

d) নগেন্দ্রনাথ বসু

উত্তর : b) দুর্গাদাস সান্যাল

7. ঔপনিবেশিক পর্বে ‘বীরবিনোদ’ নামে মেবারের ইতিহাস লেখেন———————।

a) রাজেন্দ্রলাল মিত্র

b) নরেন্দ্রনাথ রায়

c)  বিজয় তেন্ডুলকর

d) শ্যামল দাস

উত্তর : d) শ্যামল দাস

৪. ঔপনিবেশিক শাসনকালে ‘ভারতীয় মধ্যযুগের সাধনার ধারা ও ভারতের সংস্কৃতি’ লিখে সমন্বয়বাদী সাংস্কৃতিক ঐতিহ্যের পুনঃপ্রতিষ্ঠান ঘটান——————–।

a) প্রমথনাথ মুখার্জি

b) সতীশচন্দ্র মিত্র

c)  ক্ষিতিমোহন সেন

d) কৈলাসচন্দ্র সিংহ

উত্তর : c)  ক্ষিতিমোহন সেন

9. ঔপনিবেশিক পর্বে ‘বিপ্লবী রাশিয়া ‘ নামে গ্রন্থটি লেখেন———————-। 

a) রাজনারায়ণ ভট্টাচার্য

b)  শ্যামল দাস

c)  সৌমেন্দ্রনাথ রায়

d)  বিনয় কুমার সরকার

উত্তর :c)  সৌমেন্দ্রনাথ রায়

10. দাদাভাই নওরোজি নির্গমন তত্ত্ব (drain theory) পেশ করেন তাঁর———————গ্রন্থে।

a)  পভার্টি অ্যান্ড আন-ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া

c)  ইন্ডিয়া উইন্স ফ্রিডম

b)  দ্য ওয়েলথ অব নেশন্স

d) দি ইকোনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া

উত্তর :a)  পভার্টি অ্যান্ড আন-ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *