WBCHSE Class 12 History Chapter 3 Solution | Bengali Medium

Class 12 Chapter 3 Solution

ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি: নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য

1. MCQs Question Answer

1. প্রাচীনকালে প্রাচ্যের বিভিন্ন পণ্যসামগ্রী কাদের মাধ্যমে ইউরোপে পৌঁছোেত?

a) চিনাদের

b) ভারতীয়দের

c)  আরবদের

d) ফরাসিদের

উত্তর : c)  আরবদের 

2. ভাস্কো-দা-গামা ছিলেন-

a) ওলন্দাজ

b) ইংরেজ

c) পোর্তুগিজ

d) ফরাসি

উত্তর : c) পোর্তুগিজ

3. ভাস্কো-দা-গামা প্রথম ভারতের যে বন্দরে আসেন, তা হল-

a) কালিকট

b) গোয়া

c) সুরাট

d) কোচিন

উত্তর : a) কালিকট

4. স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয়-

a) ১৭২২ খ্রি.

b) ১৭২৪ খ্রি.

c) ১৭২৬ খ্রি.

d) ১৭২৮ খ্রি.

উত্তর : b) ১৭২৪ খ্রি.

5. সাদাত খাঁ যে অঞ্চলের সুবাদার বা নবাব ছিলেন তা হল-

a) বাংলার

b) হায়দ্রাবাদের

c)  অযোধ্যার

d) মহীশূরের

উত্তর : c)  অযোধ্যার

6. পন্ডিচেরির ফরাসি শাসনকর্তা কে ছিলেন?

a) ক্লাইভ

b) ডুপ্লে 

c) কাউন্ট লালি

d) হেস্টিংস

উত্তর : b) ডুপ্লে 

7. ভারতের ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন-

a) জোসেফ ডুপ্লে

b)  রবার্ট ক্লাইভ

c) টমাস রো

d) ভাস্কো-ডা-গামা

উত্তর : a) জোসেফ ডুপ্লে

৪. ইংরেজ কোম্পানি যার কাছ থেকে বাংলায় বিনাশুল্কে বাণিজ্যের অধিকার পায়, তিনি হলেন-

a) বাহাদুর শাহ

b) মহম্মদ শাহ

c) দ্বিতীয় শাহ আলম

d) ফারুখশিয়ার

উত্তর : d) ফারুখশিয়ার

9. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুখশিয়ারের কাছ থেকে ফরমান বা দস্তক লাভ করে-

a) ১৭০৭ খ্রি.

b) ১৭১৭ খ্রি.

c) ১৭২৪ খ্রি.

d) ১৭৩৩ খ্রি.

উত্তর : b) ১৭১৭ খ্রি.

10. ভারতের কোন্ রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে?

a) বোম্বাই

b) গুজরাট

c) মাদ্রাজ

d) বাংলা

উত্তর :d) বাংলা

11. সিরাজ-উদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন-

a)  ঘসেটি বেগম

b) আলিবর্দি খাঁ

c)  আমিনা বেগম

d) মীরমদন

উত্তর :a)  ঘসেটি বেগম

12. ইংরেজরা কলকাতায় আশ্রয় দিয়েছিল-

a)  রাজবল্লভকে

b)  ঘসেটি বেগমকে

c)  মানিকচাঁদকে

d)  কৃষ্ণদাসকে

উত্তর :d)  কৃষ্ণদাসকে

13. সিরাজ-উদ্দৌলা তাঁর দূত হিসেবে কাকে ইংরেজদের কাছে কলকাতায় পাঠিয়েছিলেন?

a) কৃষ্ণদাসকে

b) রাজবল্লভকে

c)  নারায়ণ দাসকে

d) মানিকচাঁদকে

উত্তর :c)  নারায়ণ দাসকে

14 . সিরাজ-উদ্‌দ্দৌলার প্রধান সেনাপতি ছিলেন-

a) মিরজাফর

b) মোহনলাল

c)  মিরমদন

d) মিরকাশিম

উত্তর : a) মিরজাফর

15. কার আদেশে সিরাজ-উদদৌলা নিহত হন?

a) মিরজাফরের

b) মিরনের

c)  মিরকাশিমের

d)  জগৎ শেঠের

উত্তর :b) মিরনের

16. বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন-

a)  সিরাজ-উদ্দৌলা

b) মিরকাশিম

c)  আলিবর্দি খাঁ

d)  মুর্শিদকুলি খাঁ

উত্তর :a)  সিরাজ-উদ্দৌলা

17. সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়-

a)  ১৮১৬ খ্রিস্টাব্দে

b) ১৯১৬ খ্রিস্টাব্দে

c)  ১৮২৬ খ্রিস্টাব্দে

d)  ১৯২৬ খ্রিস্টাব্দে

উত্তর :a)  ১৮১৬ খ্রিস্টাব্দে

18. কোম্পানির পরিচালক সভা কোথায় অবস্থান করে ভারতে কোম্পানির কাজকর্মের তদারকি করত?

a) মাদ্রাজে

b) দিল্লিতে

c) কলকাতায়

d) ইংল্যান্ডে

উত্তর : d) ইংল্যান্ডে

19. পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল-

a) ১৭৬১ খ্রি.

b) ১৭৬২ খ্রি.

c) ১৭৭২ খ্রি.

d) ১৭৭৪ খ্রি.

উত্তর : a) ১৭৬১ খ্রি.

20. বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর দেখা দেয়-

a) ১৭৭০ খ্রি.

b) ১৭৭৬ খ্রি.

c) ১৭৮০ খ্রি.

d) ১৭৮৬ খ্রি.

উত্তর : a) ১৭৭০ খ্রি.

21. ‘রেগুলেটিং অ্যাক্ট’ কবে চালু হয়েছিল?

a) ১৭৭০ খ্রি.

b) ১৭৭৩ খ্রি.

c) ১৭৭৫ খ্রি.

d) ১৭৭৬ খ্রি.

উত্তর :b) ১৭৭৩ খ্রি.

22. ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের দ্বারা পরিচালক সভার সদস্য সংখ্যা হয়-

a) ১২

b) ১৮

c) ২৪

d) ২৮

উত্তর :c) ২৪

23. ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কোন্ প্রদেশের গভর্নর ভারতের গভর্নর-জেনারেলের ক্ষমতা পান?

a) বাংলার

b) বোম্বাইয়ের

c) বিহারের

d)  মাদ্রাজের

উত্তর :a) বাংলার

24. কলকাতায় সুপ্রিমকোর্ট স্থাপিত হয়-

a) ১৭৭৩ খ্রি.

b) ১৭৭৪ খ্রি.

c) ১৭৭৫ খ্রি.

d) ১৭৭৬ খ্রি.

উত্তর : b) ১৭৭৪ খ্রি.

25. কলকাতা সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন-

a) ক্লেভারিং

b)  বারওয়েল

c)  ফিলিপ ফ্রান্সিস

d)  স্যার এলিজা ইম্পে

উত্তর :d)  স্যার এলিজা ইম্পে

26. চিরস্থায়ী বন্দোবস্ত-এর প্রবর্তক ছিলেন-

a)  লর্ড কর্নওয়ালিশ

b)  ওয়ারেন হেস্টিংস

c)  লর্ড মিন্টো

d) বারওয়েল

উত্তর : a)  লর্ড কর্নওয়ালিশ

27. ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট (১৭৮৪ খ্রি.) কার উদ্যোগে পাস হয়?

a)  হেস্টিংসের

b) ক্লাইভের

c) পিটের

d)  কর্নওয়ালিশের

উত্তর : c) পিটের

28. পিটের ভারত শাসন আইনের দ্বারা গঠিত ‘বোর্ড অব কন্ট্রোল’-এর সদস্য সংখ্যা ছিল-

a) ৬ জন

b) ৮ জন

c) ১২ জন

d) ১৬ জন

উত্তর : a) ৬ জন

29. ‘বোর্ড অব ট্রেড’ গঠিত হয়-

a) ১৭৭০ খ্রিস্টাব্দে

b)  ১৭৬০ খ্রিস্টাব্দে

c) ১৭৭৫ খ্রিস্টাব্দে

d) ১৭৭৪ খ্রিস্টাব্দে

উত্তর : d) ১৭৭৪ খ্রিস্টাব্দে

30. ‘বোর্ড অব রেভিনিউ’ গঠন করেন- লর্ড লিটন

a) লর্ড রিপন

b) লর্ড লিটন 

c) লর্ড কর্নওয়ালিশ

d) ওয়ারেন হেস্টিংস 

উত্তর : d) ওয়ারেন হেস্টিংস 

31 . কোন চার্টার অ্যাক্ট অনুযায়ী ভারতের ব্রিটিশ কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে?

a)  ১৭৯৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট

b) ১৮১৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট

c)  ১৮৩৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট

d) ১৮৫৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট

উত্তর : b) ১৮১৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট

32. প্রথম সনদ আইন বা চার্টার অ্যাক্ট কবে পাস হয়?

a) ১৭৯৩ খ্রি.

b) ১৮১৩ খ্রি.

c) ১৮৩৩ খ্রি.

d) ১৮৫৩ খ্রি

উত্তর : a) ১৭৯৩ খ্রি.

33. সর্বশেষ চার্টার অ্যাক্টটি পাস হয়-

a) ১৮১৩ খ্রি.

b) ১৮৩৩ খ্রি.

c) ১৮৫৩ খ্রি.

d) ১৮৭৩ খ্রি.

 উত্তর :c) ১৮৫৩ খ্রি.

34. কত খ্রিস্টাব্দের সনদ আইনের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব থেকে ভারতীয়দের ভাষা ও সাহিত্য শিক্ষার জন্য বার্ষিক ১ লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয়?

a) ১৭৮৪ খ্রি.

b) ১৭৯৩ খ্রি.

c) ১৮১৩ খ্রি.

d) ১৮৩৩ খ্রি.

উত্তর :c) ১৮১৩ খ্রি.

2. Very Short Question Answer

1. ১৬১২ খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়?

উত্তর : ১৬১২ খ্রিস্টাব্দে সুরাটে প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়।

 2. কোন্ আইনের দ্বারা কলকাতা সুপ্রিমকোর্ট স্থাপিত হয়? [HS ’17]

উত্তর : ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়।

3. ভারতের সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? [HS ’18]

উত্তর : ভারতের সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে।

4. ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক কে?

উত্তর : ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক হলেন কর্নওয়ালিশ।

5. প্রথম ভারতীয় আইসিএস (ICS)-এর নাম কী?

উত্তর : প্রথম ভারতীয় আইসিএস (ICS)-এর নাম সত্যেন্দ্রনাথ ঠাকুর।

6. ওয়ারেন হেস্টিংস ভারতে কোন্ কোন্ ভূমি বন্দোবস্ত চালু করেন?

উত্তর : ওয়ারেন হেস্টিংস ভারতে পাঁচসালা ও একসালা বন্দোবস্ত চালু করেন।

7. রায়তওয়ারি ব্যবস্থার জনক কে?

উত্তর : টমাস মনরো ছিলেন রায়তওয়ারি ব্যবস্থার জনক।

 8. কোন্ ভূমিব্যবস্থা জমিদারদের জমির ওপর মালিকানা স্বত্ব দিয়েছিল?

উত্তর : চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের জমির ওপর মালিকানা স্বত্ব দিয়েছিল।

9. কে, কোন্ কমিটি বাতিল করে কবে রাজস্ব বোর্ড গঠন করেন?

উত্তর : লর্ড ওয়ারেন হেস্টিংস ভ্রাম্যমাণ কমিটি বাতিল করে ১৭৭৩ খ্রিস্টাব্দে রাজস্ব বোর্ড গম করেন। 

10. বৈদেশিক বাণিজ্যের জন্য চিনের কোন্ বন্দর দুটি সীমাবদ্ধ ছিল? 

উত্তর : চিনের ক্যান্টন ও ম্যাকাও বন্দর দুটি বৈদেশিক বাণিজ্যের জন্য সীমাবদ্ধ ছিল।

11. ‘তাইপিং’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘তাইপিং’ শব্দের অর্থ হল ‘মহান শান্তি’।

12. ইউরোপের প্রথম কোন্ নাবিক কবে চিনে পৌঁছোন?

উত্তর : প্রথম পোর্তুগিজ নাবিক রাফয়েল পেরস্টেলো ১৫১৬ খ্রিস্টাব্দে চিনে পৌঁছোন।

 13. চিনে কোন্ বছর আফিম আমদানি বন্ধ হয়?

উত্তর : ১৮৩৯ খ্রিস্টাব্দে চিনে আফিম আমদানি বন্ধ হয়।

14. কে, কবে ও কাদের ওপর ওয়াংসিয়ার অসম চুক্তি

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র ১৮৪৪ খ্রিস্টাব্দে চিনের ওপর ওয়াংসিয়ার অসম চুক্তি আরোপ করে।

15. কে, কবে ও কাদের ওপর হোয়ামপোয়ার অসম চুক্তি আরোপ করে?

উত্তর : ফ্রান্স ১৮৪৪ খ্রিস্টাব্দে চিনের ওপর হোয়ামপোয়ার অসম চুক্তি আরোপ করে।

16 কবে, কারা, কাদের বিরুদ্ধে দ্বিতীয় অহিফেন যুদ্ধ ঘোষণা করে?

উত্তর : ১৮৫৬ খ্রিস্টাব্দে ব্রিটেন চিনের বিরুদ্ধে দ্বিতীয় অহিফেন যুদ্ধ ঘোষণা করে ।

3. Short Question Answer

1. সর্বপ্রথম কোন্ ইউরোপীয় নাবিক কবে জলপথে আসেন?

উত্তর : পোর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা ১৪৯৮ খ্রিস্টাব্দে ভারতে আসেন।তিনি ভারতে ভারতে পশ্চিম উপকূলে কালিকট বন্দরে এসে পৌঁছান।

2. এশিয়ার কোন্ দুটি দেশে ইউরোপীয়দের সর্বাধিক আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং এখানে কোন্ শক্তির সর্বাধিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়?

উত্তর : এশিয়া মহাদেশের ভারত ও চিনে ইউরোপীয়দের সর্বাধিক আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং এখানে সর্বাধিক আধিপত্য প্রতিষ্ঠা করে ব্রিটেন।

3. মোগল সাম্রাজ্যের অবক্ষয়ের সময় ভারতে গড়ে ওঠা কয়েকটি আঞ্চলিক শক্তির নাম লেখো।

উত্তর : মোগল সাম্রাজ্যের অবক্ষয়ের সময় ভারতে গড়ে ওঠা কয়েকটি উল্লেখযোগ্য আঞ্চলিক শক্তি ছিল বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা, মহীশূর, মারাঠা প্রভৃতি।

4. মুর্শিদকুলি খাঁ কে ছিলেন?

উত্তর : মুর্শিদকুলি খাঁ ছিলেন মোগল সম্রাট ঔরঙ্গজেবের বিশ্বস্ত অনুচর। তিনি ১৭০০ খ্রিস্টাব্দে বাংলার দেওয়ান এবং ১৭১৭ খ্রিস্টাব্দে বাংলা ও উড়িষ্যার সুবাদার বা নবাব নিযুক্ত হন। 

5. পোর্তুগিজরা ভারতের কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে?

উত্তর : পোর্তুগিজরা ভারতের কালিকট, কোচিন, গোয়া, দমন, দিউ, সলসেট, বেসিন, বোম্বাই, হুগলি প্রভৃতি স্থানে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে।

6. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে?

উত্তর : ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের সুরাট, আগ্রা, আহম্মদনগর, ব্রোচ, মাদ্রাজ, কলকাতা প্রভৃতি স্থানে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে।

৪. স্যার টমাস রো কবে, কী উদ্দেশ্যে এবং ভারতের কোন্ সম্রাটের দরবারে হাজির হন?

উত্তর : ব্রিটিশ-রাজ প্রথম জেমসের দূত স্যার টমাস রো ১৬১৫ খ্রিস্টাব্দে মোগল সম্রাট জাহাঙ্গিরের দরবারে হাজির হন। তার উদ্দেশ্য ছিল জাহাঙ্গিরের কাছ থেকে কিছু বাণিজ্যিক সুযোগসুবিধা লাভ করা।

9. ‘দস্তক’ কী?

উত্তর : মোগল সম্রাট ফারুখশিয়ার ১৭১৭ খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে এক ‘ফরমান’ জারি করেন। এই ফরমান অনুসারে কোম্পানি বার্ষিক ৩ হাজার টাকার বিনিময়ে বাংলায় বিনাশুল্কে বাণিজ্য ও অন্যান্য কিছু অধিকার পায়। এটি ফারুখশিয়ারের ফরমান বা ‘দস্তক’ নামে পরিচিত।

. কবে, কাদের মধ্যে এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষরিত হয়?

উত্তর : ১৭৬৫ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং অয্যোধার নবাব সুজা-উদদৌলার ৯ এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষরিত হয়।

19. কবে, কাদের মধ্যে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি স্বাক্ষরিত হয়? 

উত্তর : ১৭৬৫ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং দিল্লির মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম মধ্যে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি স্বাক্ষরিত হয়।

20. কে, কবে ভারতের প্রথম গভর্নর-জেনারেল নিযুক্ত হন? 

উত্তর : লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ১৮৩৫ খ্রিস্টাব্দে ভারতের প্রথম গভর্নর-জেনারেল নিযুক্ত হন।

21. ওয়ারেন হেস্টিংসের কাউন্সিলের প্রথম চারজন সদস্য কারা ছিলেন?

উত্তর : ওয়ারেন হেস্টিংসের কাউন্সিলের প্রথম চারজন সদস্য ছিলেন ক্লেভারিং, মায় বারওয়েল এবং ফিলিপ ফ্রান্সিস।

22. পিটের ভারত শাসন আইন বলতে কী বোঝ?

উত্তর : ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের উদ্যোগে ১৭৮৪ খ্রিস্টাব্দে ‘ইস্ট ইন্ডিয়া কো অ্যাক্ট’ নামে একটি আইন পাস হয়। এটি ‘পিটের ভারত শাসন আইন’ নামে পরিচিত।

 ব্রিটিশ ভারতে চার্টার অ্যাক্ট বা সনদ আইনগুলি কী?

উত্তর : ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সনদ নবীকরণের উদ্দেশ্যে ব্রিটিশ পার্লামে ১৭৯৩ খ্রিস্টাব্দ থেকে প্রতি ২০ বছর অন্তর মোট ৪টি আইন পাস করে। এগুলি চাটা অ্যাক্ট বা সনদ আইন নামে পরিচিত।

29. ১৭৯৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট-এর দুটি ধারা উল্লেখ করো ।

উত্তর : ১৭৯৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট-এর দুটি উল্লেখযোগ্য ধারা হল-[i] ভারতে ইস্ট ইন্ডি কোম্পানির একচেটিয়া বাণিজ্যের আধিকার আরও ২০ বছর বাড়ানো হয়। [ii] বোর্ড জা কন্ট্রোলের সদস্য সংখ্যা ৬ থেকে কমিয়ে ৫ জন করা হয়।

30. কোন্ চার্টার আইনে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়?অথবা, কোন্ চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে?

উত্তর : ১৮১৩ খ্রিস্টাব্দের চার্টার আইন দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেলি বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়।

31. ১৮১৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট-এর দুটি ধারা উল্লেখ করো।

উত্তর : ১৮১৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট-এর দুটি উল্লেখযোগ্য ধারা হল-[i] ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরও ২০ বছরের জন্য ভারতে শাসন পরিচালনার অধিকার পায়। [ii] ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ করা হয় এবং যে-কোনো ইংরেজ বণিক ভারতে ব্যাবসা করার অধিকার পান।

32. ১৮৩৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট-এর দুটি ধারা উল্লেখ করো।

উত্তর : ১৮৩৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট-এর দুটি উল্লেখযোগ্য ধারা হল- [i] ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরও ২০ বছরের জন্য ভারতে শাসন পরিচালনার অধিকার পায়। [ii] বাংলার গভর্নর-জেনারেল সেই সময় থেকে ‘ভারতের গভর্নর-জেনারেল’ বলে বিবেচিত হন।

33. সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়?

উত্তর : সর্বশেষ চার্টার আইন প্রবর্তিত হয় ১৮৫৩ খ্রিস্টাব্দে।

34. ১৮৫৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট-এর দুটি ধারা উল্লেখ করো।

উত্তর : ১৮৫৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট-এর দুটি উল্লেখযোগ্য ধারা হল-[i] অবাধ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কোম্পানির আমলাদের নিয়োগের সিদ্ধান্ত হয়। [ii] আইন প্রণয়নের উদ্দেশ্যে বড়োলাটের অধীনে ১২ জন সদস্যবিশিষ্ট আইন পরিষদ গঠিত হয়।

35. ১৮৫৮ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দুটি ধারা উল্লেখ করো।

উত্তর : ১৮৫৮ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দুটি উল্লেখযোগ্য ধারা হল-[i] ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। [ii] ভারতের শাসনভার ব্রিটিশ সরকার অর্থাৎ ইংল্যান্ডের মহারানি ভিক্টোরিয়ার হাতে প্রদান করা হয়।

36. ঔপনিবেশিক ভারতের নিরিখে ‘আইনের শাসন’ বলতে কী বোঝ?

উত্তর : ব্রিটিশ শাসকরা ঔপনিবেশিক ভারতে ‘আইনের শাসন’-এর ধারণার প্রবর্তন করেন। এর অর্থ ছিল যে, ব্রিটিশ প্রশাসন আইন মেনে শাসন পরিচালনা করবে।

37. কোন্ আইনের দ্বারা ভারতে ‘ভাইসরয়’ পদের সৃষ্টি হয় এবং ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উত্তর : ১৮৫৮ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা ‘ভাইসরয়’ পদের সৃষ্টি হয় এবং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।

38. ‘কর্নওয়ালিশ কোড’ কী? 

উত্তর : লর্ড কর্নওয়ালিশ সুষ্ঠুভাবে শাসন পরিচালনার জন্য ও বিচারব্যবস্থায় সংস্কারের জন্য তৎকালীন ঔপনিবেশিক ভারতে প্রচলিত আইনগুলিকে সংহত করে ১৭৯৩ খ্রিস্টাব্দে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন, তা ‘কর্নওয়ালিশ কোড’ নামে পরিচিত।

39. কে, কবে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?

উত্তর :  ভারতের বড়োলাট লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন।

40. লর্ড ওয়েলেসলি কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?

উত্তর :  ভারতে ইংরেজ প্রশাসকদের ভারতীয় ভাষা, সংস্কৃতি, সামাজিক রীতিনীতি প্রভৃতি বিষয়ে যথার্থ প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন।

 41. কবে, কার উদ্যোগে ভারতে নিয়মিত পুলিশ বাহিনী গড়ে ওঠে?

উত্তর : ১৭৮৭ খ্রিস্টাব্দে ভারতের বড়োলাট লর্ড ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে এদেশে নিয়মিত পুলিশ বাহিনী গড়ে ওঠে।

42. কে, কবে ভারতে স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন?

উত্তর : ক্যাপটেন স্ট্রিঞ্জার লরেন্স ১৭৪৮ খ্রিস্টাব্দে ভারতীয়দের নিয়ে এদেশে একটি স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন।

43. ইংরেজরা কোন্ জাতিগুলিকে ‘যুদ্ধোপযোগী জাতি’ হিসেবে চিহ্নিত করে সেনাবাহিনীর নিয়োগে অগ্রাধিকার দেয়?

উত্তর : ইংরেজরা তাদের অনুগত উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের পাঠান, পাঞ্জাবের জাঠ, উত্তর ভারতের রাজপুত, নেপালের গোরখা প্রভৃতিকে ‘যুদ্ধোপযোগী জাতি’ হিসেবে চিহ্নিত করে তাদের সেনাবাহিনীতে নিয়োগে অগ্রাধিকার দেয়।

 44. রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয়?

উত্তর : দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম ভারতে রায়তওয়ারি বন্দোবস্ত এবং উত্তরপ্রদেশ, উত্তর-পশি সীমান্ত প্রদেশ, পাঞ্জাব ও মধ্য ভারতের কোনো কোনো অঞ্চলে মহলওয়ারি বন্দোবস্ত হয়।

4. Long Question Answer

1. পিটের ভারত শাসন আইনের দুটি শর্ত উল্লেখ করো।

উত্তর : পিটের ভারত শাসন আইনের দ্বারা- [i] ব্রিটিশ অর্থসচিব, একজন রাষ্ট্রসচিব ও মনোনী প্রিভি কাউন্সিলের ৪ জন সদস্যকে নিয়ে ‘বোর্ড অব কন্ট্রোল’ (Board of Control) হয়। [ii] বোর্ড অব কন্ট্রোলের যাবতীয় নির্দেশ ভারতে কোম্পানির কাছে পাঠানো দায়িত্ব প্রদানের উদ্দেশ্যে কোম্পানির ৩ জন ডিরেক্টরকে নিয়ে ‘সিক্রেট কমিটি’ গঠিত হয়।

2. পিটের ভারত শাসন আইনের দুটি ত্রুটি উল্লেখ করো।

উত্তর : পিটের ভারত শাসন আইনের দুটি ত্রুটি হল-[i] কোম্পানির শাসন পরিচালনার জা পূর্বেকার পরিচালক সভার অস্তিত্ব থাকলেও নতুন এই আইনের দ্বারা ‘বোর্ড অব কন্ট্রো প্রতিষ্ঠিত হয়। [ii] বোর্ড অব কন্ট্রোলের নির্দেশগুলি ‘সিক্রেট কমিটি’-র মাধ্যমে ভারা আসতে প্রচুর সময় লাগত। ফলে গভর্নর-জেনারেল অধিকাংশ সময় নিজে সিদ্ধান্ত নিয়ে বাধ্য হতেন।

3. পিটের ভারত শাসন আইনের দুটি শর্ত উল্লেখ করো।

উত্তর : পিটের ভারত শাসন আইনের দ্বারা- [i] ব্রিটিশ অর্থসচিব, একজন রাষ্ট্রসচিব ও মনোনী প্রিভি কাউন্সিলের ৪ জন সদস্যকে নিয়ে ‘বোর্ড অব কন্ট্রোল’ (Board of Control) হয়। [ii] বোর্ড অব কন্ট্রোলের যাবতীয় নির্দেশ ভারতে কোম্পানির কাছে পাঠানো দায়িত্ব প্রদানের উদ্দেশ্যে কোম্পানির ৩ জন ডিরেক্টরকে নিয়ে ‘সিক্রেট কমিটি’ গঠিত হয়।

4. পিটের ভারত শাসন আইনের দুটি ত্রুটি উল্লেখ করো।

উত্তর : পিটের ভারত শাসন আইনের দুটি ত্রুটি হল-[i] কোম্পানির শাসন পরিচালনার জা পূর্বেকার পরিচালক সভার অস্তিত্ব থাকলেও নতুন এই আইনের দ্বারা ‘বোর্ড অব কন্ট্রো প্রতিষ্ঠিত হয়। [ii] বোর্ড অব কন্ট্রোলের নির্দেশগুলি ‘সিক্রেট কমিটি’-র মাধ্যমে ভারা আসতে প্রচুর সময় লাগত। ফলে গভর্নর-জেনারেল অধিকাংশ সময় নিজে সিদ্ধান্ত নিয়ে বাধ্য হতেন।

5. হিতবাদ বা উপযোগিতাবাদ কাকে বলে?অথবা, হিতবাদের মূলকথা কী?

উত্তর : হিতবাদী বা উপযোগিতাবাদী দর্শনের মৌলিক আদর্শ হল সর্বাধিক মানুষের সুখের বিধ দুঃখমোচন এবং মঙ্গলসাধন। উপযোগবাদী মতাদর্শের উদ্ভাবক ছিলেন জেরেমি বেশ্বাম উপযোগবাদের অন্যান্য প্রবক্তাগণের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেমস মিল, জেমস মিলে পুত্র জন স্টুয়ার্ট মিল, জন অস্টিন প্রমুখ। তাঁদের মতে, যখন কোনো কাজের ফল কোনে ব্যক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে বা ক্ষতি করে না, তখন সেটাকেই উপযোগিতাবাদ অনুসারী কর্মোদ্যোগ বলা হয়।

 6. শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এবং এই সন্ধির দুটি প্রধান শর্ত উল্লেখ করো।

উত্তর : ১৭৯২ খ্রিস্টাব্দে মহীশূরের শাসক টিপু সুলতান এবং ইরেজদের মধ্যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়। শ্রীরঙ্গপত্তমের সন্ধির দুটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল-[i] টিপু সুলতান যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ৩ কোটি ৩০ লক্ষ টাকা এবং নিজ রাজ্যের অর্ধাংশ ইংরেজ, নিজাম ও মারাঠাদের ছেড়ে দেবেন। [ii] ক্ষতিপূরণের টাকার জামিন হিসেবে টিপু তাঁর দুই পুত্রকে ইংরেজদের হাতে তুলে দেবেন।

7. ঔপনিবেশিক ভারতের নিরিখে ‘সম্পদের বহির্গমন’ বলতে কী বোঝ? অথবা, ‘সম্পদের বহির্গমন’ বলতে কী বোঝ?

উত্তর : পলাশির যুদ্ধ জয়ের পর কোম্পানি অষ্টাদশ শতকের মধ্যভাগে বাংলা ও ভারতের অন্যান্য প্রান্ত থেকে কোনো প্রতিদান ছাড়াই বিপুল পরিমাণ অর্থ, বিভিন্ন পণ্য ও উৎপাদিত দ্রব্যসামগ্রী ইংল্যান্ডে চালান করেছিল। এই ঘটনাটিই ঐতিহাসিক ও সমালোচকদের মতে সম্পদের নির্গমন ও অর্থনৈতিক নিষ্ক্রমণ (Economic Drain) নামে পরিচিত।

4. Fill in The Blanks

1. নাদির শাহ ভারত আক্রমণ করেন——————– খ্রিস্টাব্দে।

a) ১৭০৭

b) ১৭২৭

c) ১৭৩৯

d) ১৭৫২

উত্তর : c) ১৭৩৯

2. পন্ডিচেরি ছিল————————-দের প্রধান ঘাঁটি।

a) ইংরেজ

b) পোর্তুগিজ

c) ফরাসি

d)  ওলন্দাজ

উত্তর : c) ফরাসি

3. বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন———————-। 

a) মুর্শিদকুলি খাঁ

b) আলিবর্দি খাঁ

c) সিরাজ-উদ্দৌলা

d) মিরকাশিম

উত্তর : a) মুর্শিদকুলি খাঁ

4. কলকাতা নগরীর প্রতিষ্ঠা করেন———————–।

a)  লর্ড ক্লাইভ

b) জব চার্নক

c)  সিরাজ-উদ্দৌলা

d)  ওয়ারেন হেস্টিংস

উত্তর : b) জব চার্নক

5. পলাশির যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ খ্রিস্টাব্দের———————।

a) ২৩ মার্চ

b) ২৩ এপ্রিল

c) ২৩ মে

d) ২৩ জুন

উত্তর : d) ২৩ জুন

6. বাংলার প্রথম গভর্নর ছিলেন————————। 

a)  রবার্ট ক্লাইভ

b) ওয়ারেন হেস্টিংস

c) উহলিয়াম বেন্টিঙ্ক

d) লর্ড ডালহৌসি

উত্তর : a)  রবার্ট ক্লাইভ

7. রেগুলেটিং অ্যাক্ট পাস হয় খ্রিস্টাব্দে।

a) ১৭৭৩

b) ১৭৯৩

c) ১৮১৩

d) ১৮৩৩

উত্তর :  a) ১৭৭৩

৪. ব্রিটিশ ভারতে মোট———————— চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাস হয়।

a) ২টি

b) ৪টি

c) ৬টি

d) ৮টি

উত্তর :  b) ৪টি

9. ভারতের গভর্নর-জেনারেল———————খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা ‘ভাইসরয়’ উপাধিতে ভূষিত হন।

a) ১৭৮৪

b) ১৮৫৮

c) ১৮৬১

d) ১৮৯২

উত্তর : b) ১৮৫৮

10. ভারতীয় সিভিল সার্ভিসের উদ্যোক্তা ছিলেন——————-।

a)  লর্ড ডালহৌসি

b)  লর্ড কর্নওয়ালিশ

c) লর্ড রিপন

d) ওয়ারেন হেস্টিংস

উত্তর : b)  লর্ড কর্নওয়ালিশ

11. ভারতে ব্রিটিশ শাসনের ‘ইস্পাত কাঠামো’ হল——————–।

a) পুলিশি ব্যবস্থা

b) আমলাতন্ত্র.

c)  সেনাবাহিনী

d) বিচারব্যবস্থা

উত্তর :  b)  লর্ড কর্নওয়ালিশ

12. ———————– ভারতের ভূমিরাজস্ব ব্যবস্থায় প্রথম সুপারভাইজার নিয়োগ করেন।

a) ক্লাইভ

b)  ভেরেলস্ট

c) ওয়ারেন হেস্টিংস

d)  কার্টিয়ার

13.—————————- সদর দেওয়ানি আদালত প্রতিষ্ঠা করেন।

a) লর্ড ক্লাইভ

b) ডুপ্লে 

c) ক্যানিং

d) ওয়ারেন হেস্টিংস

উত্তর : d) ওয়ারেন হেস্টিংস

14. রাজস্ব বোর্ড বা বোর্ড অব রেভিনিউ ——————–প্রতিষ্ঠা করেন।

a) ক্লাইভ

b) ওয়ারেন হেস্টিংস

c)  কর্নওয়ালিশ

d) রিপন

উত্তর : b) ওয়ারেন হেস্টিংস

15. পাঁচসালা বন্দোবস্ত————————-খ্রিস্টাব্দে চালু হয়।

a) ১৭৭২

b) ১৭৭৩

d) ১৭৯৩

উত্তর : a) ১৭৭২

16. একসালা বন্দোবস্ত———————খ্রিস্টাব্দে চালু হয়।

a) ১৭৭২

b) ১৭৭৩

c) ১৭৭৭

d) ১৭৮৩

উত্তর : c) ১৭৭৭

17. সূর্যাস্ত আইন————————- বন্দোবস্তের সঙ্গে যুক্ত ছিল।

a) চিরস্থায়ী

b)  রায়তওয়ারি

c)  মহলওয়ারি

d) ভাইয়াচারি

উত্তর : a) চিরস্থায়ী

18. রায়তওয়ারি বন্দোবস্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন 

a)  উইলিয়াম বেন্টিঙ্ক

b) টমাস মনরো

c)  ফিলিপ ফ্রান্সিস

d)  মাউন্টস্টুয়ার্ট এলফিনস্টোন

উত্তর : b) টমাস মনরো

19. ভাইয়াচারি বন্দোবস্ত———————-অঞ্চলে প্রচলিত ছিল।

a) বিহার

b) উড়িষ্যা

c) গুজরাট

d) পাঞ্জাব

উত্তর :  d) পাঞ্জাব

20 খ্রিস্টাব্দ থেকে ভারতীয়রা সিভিল সার্ভিসের উচ্চপদে—————————নিযুক্ত হওয়ার সুযোগ পায়।

a) ১৮৭০

b) ১৮৮০

c) ১৮৯০

d) ১৯০০

উত্তর : a) ১৮৭০

21. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুকশিয়রের কাছ থেকে দস্তক লাভ করেন——————–খ্রিস্টাব্দে।

a) ১৭১৭

b) ১৮১৭

c) ১৯১৭

d) ১৭৬৫

উত্তর : a) ১৭১৭

22.———————-সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন।

a) বেন্টিঙ্ক

b) ডালহৌসি

c) ক্যানিং

d) রামমোহন রায়

উত্তর :  a) বেন্টিঙ্ক

23. জেমস মিল মনে করতেন যে ভারতীয়রা হল——————-। 

a) অত্যন্ত সভ্য

b) সভ্য

c)  অর্ধসভ্য

d) অসভ্য

উত্তর : d) অসভ্য

24 . ইন্ডিয়ান পেপার মিল্স স্থাপিত হয়———————-। 

a) রানিগঞ্জে

b) আসানসোলে

c)  কাঁকিনাড়ায়

d)  ছোটোনাগপুরে

উত্তর : c)  কাঁকিনাড়ায়

26. ——————–সিংহাসনের অধিকার নিয়ে চাঁদাসাহেব ও আনোয়ারউদ্দিনের মধ্যে বিবাদ বাধে।

a) ১৮৫৩

b) ১৮৫৭

c) ১৮৬৯

d) ১৮৭৬

উত্তর : c) ১৮৬৯

27. মিরকাশিম বাংলার রাজধানী ——————— স্থানান্তর করেন।

a)  মুঙ্গের-এ

b)  দৌলতাবাদ-এ

c) দেবগিরি-তে

d)  পলাশি-তে

উত্তর :  a)  মুঙ্গের-এ

28.—————————— সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান ঘটে।

a) মাদ্রাজ

b) পুনা

c)  এলাহাবাদ

d) পুরন্দর

উত্তর : a) মাদ্রাজ

29. শিখদের সুকারচাকিয়া মিসলের অধিপতি ছিলেন————————-। 

a) রণজিৎ সিং

b)  দলপৎ সিং

c)  দিলীপ সিং

d)  ঝিন্দন রাই

উত্তর : a) রণজিৎ সিং

30. বক্সারের যুদ্ধ হয়েছিল———————— খ্রিস্টাব্দে।

a) ১৭৫৭

b) ১৭৫৮

c) ১৭৬৪

d) ১৭৬৫

উত্তর : c) ১৭৬৪

31. ভারতের——————– রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে।

a) বোম্বাই

b) গুজরাট

c) মাদ্রাজ

d) বাংলায়

উত্তর : d) বাংলায়