WBCHSE Class 12 Political Science Chapter 3 Solution | Bengali Medium

Class 12 Chapter 3 Solution

বিদেশনীতি

1. MCQs Question Answer

1. The Limits of Foreign Policy গ্রন্থের লেখক হলেন-

(a) চার্লস বার্টন মার্শাল

(b) জোশেফ ফ্র্যাঙ্কেল

(c )  মর্গেনথাউ

(d) হার্টম্যান 

উত্তৰ:(a) চার্লস বার্টন মার্শাল

2. The Making of Foreign Policy গ্রন্থের লেখক হলেন-

(a)  রবীন্দ্রনাথ ঠাকুর

(b) মর্গেনথাউ

(c ) জোশেফ ফ্র্যাঙ্কেল

(d)  ইভান লুয়ার্ড

উত্তৰ:(c ) জোশেফ ফ্র্যাঙ্কেল

3. বারাক ওবামা সিরিয়া আক্রমণের প্রস্তুতি নেন-

(a)  ২০১২ খ্রিস্টাব্দে

(b) ২০১৩ খ্রিস্টাব্দে

(c )২০১১ খ্রিস্টাব্দে

(d ) ২০১০ খ্রিস্টাব্দে

উত্তৰ:(b) ২০১৩ খ্রিস্টাব্দে

4. কোনো একটি বিশেষ উদ্দেশ্যসাধনের জন্য কোনো দেশের সরকার বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি যে পথ অনুসরণ করে তাকে কী বলে?

(a) উদ্দেশ্য

(b)  নীতি

(c )লক্ষ্য

(d) কর্মসূচি

উত্তৰ:(b)  নীতি

5. কোনো একটি রাষ্ট্রের সরকার তার উদ্দেশ্যসাধনের জন্য যেসব নীতি অনুসরণ করে তাকে কী বলে?

(a)  অভ্যন্তরীণ নীতি

(b)বাহ্যিক নীতি

(c )আন্তর্জাতিক নীতি

(d) জাতীয় নীতি

উত্তৰ:(d) জাতীয় নীতি

6. জাতীয় নীতি কত ধরনের হয়?

(a) দুই

(b) তিন

(c )চার

(d) পাঁচ

উত্তৰ:(a) দুই

7. পররাষ্ট্রনীতিকে কী অর্থে ব্যাখ্যা করা যায়?

(a) সংকীর্ণ

(b) ব্যাপক

(c )আধা-সংকীর্ণ, আধা-ব্যাপক

(d) সংকীর্ণ ও ব্যাপক

উত্তৰ: (d) সংকীর্ণ ও ব্যাপক

8. পররাষ্ট্রনীতির কীরূপ উদ্দেশ্য থাকে?

(a)  সংকীর্ণ

(b)  ব্যাপক

(c) বহু ও বিবিধ

(d) প্রকট

উত্তৰ:(c) বহু ও বিবিধ

9. ব্রিটেন ও ফ্রান্স কখন তাদের উপনিবেশগুলিকে সংরক্ষণ করাই মুখ্যস্বার্থ বলে মনে করত?

(a)  প্রথম বিশ্বযুদ্ধের আগে

(b)  প্রথম বিশ্বযুদ্ধের পরে

(c ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে

(d) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে

উত্তৰ:(c ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে

10. কখন রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সমগ্র বিশ্ব কার্যত দুটি মেরুতে বিভক্ত হয়ে পড়ে?

(a)  প্রথম বিশ্বযুদ্ধের আগে

(b) প্রথম বিশ্বযুদ্ধের পরে

(c )দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে

(d)  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে

উত্তৰ:(d)  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে

11. ‘পাশ্চাত্যের উদারনৈতিক গণতন্ত্রের বিবর্তন ও বিশ্বজনীনতা লাভ’-কে কে ‘ইতিহাসের পরিসমাপ্তি’ বলে চিহ্নিত করেন?

(a) কুশ্চেভ

(b) ফ্রান্সিস ফুকুয়ামা

(c )লেনিন

(d) ডিমিট্রভ

উত্তৰ:(b) ফ্রান্সিস ফুকুয়ামা

12. “আন্তর্জাতিক স্বার্থের সঙ্গে জাতীয় স্বার্থের সমন্বয়সাধন করাই হল বিদেশনীতি”-উক্তিটি করেছেন-

(a) হ্যারল্ড নিকলসন

(b) হলস্টি

(c )বার্কার

(d) লিঙ্কন

উত্তৰ:(a) হ্যারল্ড নিকলসন

13. “জাতীয় স্বার্থ হল বিদেশনীতির মূল ধারণা”- কথাটি বলেছেন- 

(a) বার্কার 

(b) গ্রিন

(c ) ফ্র্যাঙ্কেল

(d) মর্গেনথাউ

উত্তৰ:(c ) ফ্র্যাঙ্কেল

14. জোটনিরপেক্ষ সম্মেলনের জন্ম হয়েছিল-

(a) বান্দুং সম্মেলনে

(b) সানফ্রান্সিসকো সম্মেলনে

(c )কায়রো সম্মেলনে

(d)বেলগ্রেড সম্মেলনে    

উত্তৰ: (a) বান্দুং সম্মেলনে

15. জাতীয় স্বার্থের বাস্তববাদী প্রবক্তা হলেন-

(a) মর্গেনথাউ

(b)  লাসওয়েল 

(c )গুডরিচ

(d) ফ্র্যাঙ্কেল

উত্তৰ:(a) মর্গেনথাউ

16. শান্তিপূর্ণ সহাবস্থান নীতিকে যার অংশ বলে মনে করা হয় তা হল-

(a) পঞ্চশীল নীতি

(c ) রাজতান্ত্রিক নীতি

(b)  গণতান্ত্রিক নীতি

(d) সামরিক নীতি

উত্তৰ:(a) পঞ্চশীল নীতি

17. বিদেশনীতি প্রণয়ন একটি-

(a)  ব্যক্তিগত প্রক্রিয়া

(b) যৌথ প্রক্রিয়া

(c ) সম্মিলিত প্রক্রিয়া

(d)  কোনোটিই নয়

উত্তৰ:(c ) সম্মিলিত প্রক্রিয়া

18. মার্কিন বিদেশনীতি তৈরির ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেন-

(a)মার্কিন রাষ্ট্রপতি 

(b) মার্কিন আইনসভা

(c) সিনেট

(d) মার্কিন সুপ্রিমকোর্ট

উত্তৰ:(a)মার্কিন রাষ্ট্রপতি 

19. সংসদীয় ব্যবস্থায় বিদেশনীতি তৈরির ক্ষেত্রে প্রধান ভূমিকা হল-

(a) সংসদের

(b) ক্যাবিনেটের

(c )রাষ্ট্রপতির

(d) প্রধানমন্ত্রীর

উত্তৰ:(d) প্রধানমন্ত্রীর

20. বিদেশনীতি তৈরির ব্যাপারে বেশি ক্ষমতা ভোগ করে-

(a)  ভারতের সংসদ

(b)  ব্রিটেনের আইনসভা

(c ) রাশিয়ার আইনসভা

(d) মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা

উত্তৰ:(d) মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা

21. বিদেশনীতি প্রণয়নে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা সবথেকে বেশি দেখা যায়-

(a) ভারতে

(b) বাংলাদেশে

(c )পাকিস্তানে

(d)মার্কিন যুক্তরাষ্ট্রে

উত্তৰ: (d)মার্কিন যুক্তরাষ্ট্রে

22. “জনমত হল বিদেশনীতির চালিকাশক্তি”- বলেছেন-

(a) উইলসন 

(b) মর্গেনথাউ 

(c ) ফ্র্যাঙ্কেল 

(d)নেহরু

উত্তৰ: (a) উইলসন 

23. প্রাচীন ভারতে কূটনীতির বিশদ উল্লেখ পাওয়া যায়-

(a) কৌটিল্যের অর্থশাস্ত্রে

(b) মনুসংহিতায়

(c ) মহাভারতে

(d) বৌদ্ধশাস্ত্রে

উত্তৰ:(a) কৌটিল্যের অর্থশাস্ত্রে

24. পৃথিবীর বৃহৎ শক্তিগুলি বিদেশনীতি প্রয়োগের দায়িত্ব পুরোপুরি কূটনীতিকদের ওপরে ছেড়ে দিয়েছিল-

(a) প্রথম বিশ্বযুদ্ধের আগে

(b) প্রথম বিশ্বযুদ্ধের পরে

(c) দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে

(d) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে

উত্তৰ:(a) প্রথম বিশ্বযুদ্ধের আগে

25. শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন-

(a) রাষ্ট্রপ্রধানরা

(b) কূটনীতিকরা

(c) সরকারি কর্মীরা

(d) আমলারা

উত্তৰ: (a) রাষ্ট্রপ্রধানরা

26. প্রচারকার্যকে পররাষ্ট্রনীতির বাস্তব রূপায়ণের তৃতীয় গুরুত্বপূর্ণ উপ। বলে অভিহিত করেছেন-

(a)  মর্গেনথাউ

(b) ফ্র্যাঙ্কেল

(c ) লিপম্যান

(d) রাসেল

উত্তৰ: (a)  মর্গেনথাউ

27. একটি রাষ্ট্রের বিদেশনীতির সাফল্য যে বিষয়টির ওপরে অনেক একা নির্ভরশীল, তা হল-

(a)  সামরিক ক্ষমতা

(b) জনমত

(c ) স্থায়ী সরকার

(d) কূটনীতি

উত্তৰ: (a)  সামরিক ক্ষমতা

28. একমের বিশ্বের আবির্ভাব ত্বরান্বিত হয়-

(a) সোভিয়েতের পতনে

(b) ভিয়েতনাম সংকটে

(c ) আরব-ইজরায়েল যুদ্ধে

(d) কুয়েত সংকটে

উত্তৰ: (a) সোভিয়েতের পতনে

29. Evolution of Diplomacy গ্রন্থের রচয়িতা হলেন-

(a) হ্যারল্ড নিকলসন

(b) হার্টম্যান

(c )  বার্টন মার্শাল

(d)কালভোক্রেসি

উত্তৰ:(a) হ্যারল্ড নিকলসন

30. প্রকাশ্য কূটনীতির প্রবক্তা হলেন-

(a) উড্রো উইলসন

(b) উইনস্টন চার্চিল

(c ) নিকিতা ক্রুশ্চেভ

(d) এটলি

উত্তৰ:(a) উড্রো উইলসন

31. Imperialism and Social Changes গ্রন্থের রচয়িতা-

(a) জোশেফ শুম্পিটার

(b)জোশেফ ফ্র্যাঙ্কেল

(c ) মর্গেনথাউ

(d) কুইন্সি রাইট

উত্তৰ:(a) জোশেফ শুম্পিটার

32. “পররাষ্ট্রনীতি বলতে স্বেচ্ছাকৃতভাবে নির্বাচিত জাতীয় স্বার্থসমা একটি সুসংবদ্ধ বিবৃতিকে বোঝায়”- মন্তব্যটি করেছেন-

(a) হার্টম্যান

(b) শ্লেইচার

(c )মডেলস্কি

(d) রডি, অ্যান্ডারসন ও ক্রিস্টল

উত্তৰ:(a) হার্টম্যান

33. একাধিক রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের সঙ্গে জড়িত সিদ্ধান্ত কার্যকলাপের সমষ্টিকে পররাষ্ট্রনীতি বলে চিহ্নিত করেছেন-

(a) লার্কে ও সইদ

(b) ফ্র্যাঙ্কেল

(c )শ্লেইচার

(d) মডেলস্কি

উত্তৰ: (b) ফ্র্যাঙ্কেল

34 . হলস্টি পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলিকে ভাগ করেছেন-

(a) ২ ভাগে

(b) ৩ ভাগে

(c ) ৪ ভাগে

(d) ৫ ভাগে

উত্তৰ:(b) ৩ ভাগে

35. পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হল-

(a)  ভৌগোলিক অবস্থান ও আয়তন

(b)ক্ষমতা কাঠামো

(c )বিশ্ব জনমত

(d) আন্তর্জাতিক সংগঠনসমূহ

উত্তৰ:(a)  ভৌগোলিক অবস্থান ও আয়তন

36. পররাষ্ট্রনীতির একটি বাহ্যিক নির্ধারক হল-

(a) ভৌগোলিক অবস্থান ও আয়তন

(b) ইতিহাসের প্রভাব

(c )ক্ষমতা কাঠামো

(d) প্রাকৃতিক সম্পদ

উত্তৰ:(c )ক্ষমতা কাঠামো

37. বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হল-

(a)  ক্ষমতা প্রদর্শন

(b) জাতীয় স্বার্থরক্ষা

(c)অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ

(d)ভীতি প্রদর্শন

উত্তৰ:(b) জাতীয় স্বার্থরক্ষা

38. 123 Agreement স্বাক্ষরিত হয়েছিল-

(a) ২০০৫ খ্রিস্টাব্দে

(b) ২০০৭ খ্রিস্টাব্দে

(c)২০০৮ খ্রিস্টাব্দে

(d)২০১৩ খ্রিস্টাব্দে

উত্তৰ:(b) ২০০৭ খ্রিস্টাব্দে

2. Very Short Question Answer

1. পঞ্চশীল নীতি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

উত্তৰ: ভারত ও চিনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়। 

2. ভারত কবে পরীক্ষামূলকভাবে পরমাণু বিস্ফোরণ ঘটায়?

উত্তৰ: ভারতের বিদেশনীতির মূল উপাদান হল জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন করা।

3. ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী?   

উত্তৰ:ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ পঞ্চশীল নীতি।

4. কোন্ প্রেক্ষাপটে জোটনিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে?

উত্তৰ: দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতির প্রেক্ষাপটে জোটনিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে।

5. ১৯৯৮ খ্রিস্টাব্দে পরমাণু বোমা বিস্ফোরণের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তৰ:১৯৯৮ খ্রিস্টাব্দে পরমাণু বোমা বিস্ফোরণের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটলবিহারী বাজপেয়ী।

6. কবে মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলা হয়?

উত্তৰ: ২০০৮ খ্রিস্টাব্দে মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলা হয়।

7. ভারতের পরমাণু নীতির মূল কথা কী?   

উত্তৰ: ভারতের পরমাণু নীতির মূল কথা হল ‘প্রথম আঘাত নয়’ (No First Strike)।

8. ভারতের পররাষ্ট্রনীতি কীসের সমন্বয়ে গড়ে উঠেছে?

উত্তৰ: আদর্শবাদ ও বাস্তববাদের সমন্বয়ে ভারতের পররাষ্ট্রনীতি গড়ে উঠেছে।

9. প্রকৃত অর্থে জোটনিরপেক্ষতা বলতে কী বোঝায়?

উত্তৰ: জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতির অনুসরণকে জোটনিরপেক্ষতা বোঝায়।

10. নিরপেক্ষতা বলতে কী বোঝায়?

উত্তৰ: নিরপেক্ষতা বলতে যে-কোনো আন্তর্জাতিক সমস্যার ব্যাপারে নিস্পৃহ মনোভাব বা ঔদাসীন্য প্রদর্শনকে বোঝায়।

11. ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো।  

উত্তৰ: ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হল জোটনিরপেক্ষতা।  

12. পঞ্চশীল কীসের অনুকরণে ঘোষিত হয়?

উত্তৰ: ইন্দোনেশিয়ার ‘পঞ্চৎ শিলা’-এর অনুকরণে পঞ্চশীল ঘোষিত।

13. জোটনিরপেক্ষ মতাদর্শ কোন্ ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্কপ্রসূত?   

 উত্তৰ: ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মস্তিষ্কপ্রসূত মতাদর্শ হল জোটনিরপেক্ষতা।

14. সর্বপ্রথম কীভাবে পঞ্চশীল নীতিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করা হয়?

উত্তৰ: ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং চিনের প্রধানমন্ত্রী চৌ এন লাই কর্তৃক সম্পাদিত চুক্তির প্রস্তাবনায় পঞ্চশীল নীতিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।

15. কে এস মূর্তি পঞ্চশীলকে কী বলে চিহ্নিত করেছেন?

উত্তৰ: কে এস মূর্তি পঞ্চশীলকে ‘জোটনিরপেক্ষতার পরিণতি’ বলে চিহ্নিত করেছেন।

16. জোটনিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কী?   

উত্তৰ: জোটনিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল জাতীয় স্বার্থানুযায়ী স্বাধীন নীতির অনুসরণ।

17. ভারতের পররাষ্ট্রনীতির লক্ষ্য কী?

উত্তৰ: ভারতের পররাষ্ট্রনীতির লক্ষ্য হল বিশ্বশান্তি প্রতিষ্ঠা। 

18. ‘সিমলা চুক্তি’ কোন্ দুটি দেশের মধ্যে সম্পাদিত হয়?

উত্তৰ: ‘সিমলা চুক্তি’ ভারত ও পাকিস্তান-এর মধ্যে সম্পাদিত হয়। 

19. ভারত পারমাণবিক শক্তি কী উদ্দেশ্যে ব্যবহারের পক্ষপাতী?

উত্তৰ: ভারত পারমাণবিক শক্তি শান্তির উদ্দেশ্যে ব্যবহারের পক্ষপাতী।

20. CTBT কী?    

উত্তৰ: CTBT হল জাতিপুঞ্জের ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ আণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি।

 21. ‘কমনওয়েলথ’ কী?

উত্তৰ: ‘কমনওয়েলথ’ হল স্বাধীন রাষ্ট্রগুলির এক স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান।

22.’৭৭টি রাষ্ট্রের গোষ্ঠী’ কোন্ দেশগুলিকে নিয়ে গড়ে ওঠে?

উত্তৰ: ‘৭৭টি রাষ্ট্রের গোষ্ঠী’ জোটনিরপেক্ষ দেশগুলিকে নিয়ে গড়ে ওঠে।

23. ভারত-চিন সংঘর্ষ কোন্ নীতির ব্যর্থতাকে সূচিত করে? 

উত্তৰ: ভারত-চিন সংঘর্ষ পঞ্চশীল নীতির ব্যর্থতাকে সূচিত করে।

24. বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে কত সালে ভারত সামরিক বাহিনী প্রেরণ করেছিল? 

উত্তৰ: বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে ১৯৭১ সালে ভারত সামরিক বাহিনী প্রেরণ করেছিল।

25. ভারতের বাজার বিদেশি রাষ্ট্রগুলির কাছে উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত কে গ্রহণ করেছিলেন?

উত্তৰ: ভারতের বাজার বিদেশি রাষ্ট্রগুলির কাছে উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও।

26. ভারতের পররাষ্ট্রনীতির যে-কোনো একটি বৈশিষ্ট্য লেখো।

উত্তৰ: ভারতের পররাষ্ট্রনীতির একটি বৈশিষ্ট্য হল প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সদ্ভাব ও সম্প্রীতি রক্ষা।

27. ‘Look East Policy’ বা ‘পূবে তাকাও নীতি’র রূপকার কারা?

► ‘Look East Policy’ বা ‘পূবে তাকাও নীতি’র রূপকার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের নেতৃত্বাধীন UPA সরকার। 

28. ভারতের বৈদেশিক নীতির মর্মবস্তু কী?

উত্তৰ: ভারতের বৈদেশিক নীতির মর্মবস্তু হল জোটনিরপেক্ষতা বা সাম্রাজ্যবাদ বিরোধিতা।

29. একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো।        

উত্তৰ: একটি পঞ্চশীল নীতি হল শান্তিপূর্ণ সহাবস্থান।

30. ভারতের সংবিধানের কত নম্বর ধারায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং আন্তর্জাতিক বিবাদ মীমাংসার কথা বলা হয়েছে?

উত্তৰ: ভারতের সংবিধানের ৫১ নং ধারায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং আন্তর্জাতিক বিবাদ মীমাংসার কথা বলা হয়েছে।

31. ভারত কি CTBT চুক্তিতে স্বাক্ষর করেছে?

উত্তৰ: না, ভারত CTBT চুক্তিতে স্বাক্ষর করেনি।

32. কোন্ ভাষাভাষীদের নিয়ে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের বিরোধ বাঁধে? 

উত্তৰ: তামিল ভাষাভাষীদের নিয়ে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের বিরোধ বাঁধে।

33. ২০১৩ সালে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার সিরিয়া আক্রমণের পরিকল্পনা কেন বাতিল হয়? 

উত্তৰ: জনমতের প্রবল চাপে এবং মার্কিন আইনসভার বিরোধিতায় বারাক ওবামার সিরিয়া আক্রমণের পরিকল্পনা বাতিল হয়।

34. আধুনিক ভারতের বিদেশনীতির মূল ভিত্তি কী? 

উত্তৰ: আধুনিক ভারতের বিদেশনীতির মূল ভিত্তি পঞ্চশীল ও জোটনিরপেক্ষতার নীতি।

35. বর্তমান একমেরু বিশ্বে জোটনিরপেক্ষতার কোনো গুরুত্ব আছে কি?

উত্তৰ: না, বর্তমান একমের বিশ্বে জোটনিরপেক্ষতার কোনো গুরুত্ব নেই।

36 . জোটনিরপেক্ষতার বর্তমান অবস্থা কীরূপ?

উত্তৰ: জোটনিরপেক্ষতা বর্তমানে ইতিহাস।

37 . বৃহৎ শক্তির হস্তক্ষেপের ক্ষেত্রে ভারতের অবস্থান কী?

উত্তৰ: বৃহৎ শক্তির হস্তক্ষেপের ক্ষেত্রে ভারতের অবস্থান খুব স্পষ্ট, ভারত বরাবরই এধরনের হস্তক্ষেপের বিরোধী।

38. বৃহৎ শক্তির হস্তক্ষেপের ঘটনায় ভারতের প্রতিবাদের একটি সাম্প্রতিক দৃষ্টান্ত উল্লেখ করো।

 উত্তৰ: বৃহৎশক্তির হস্তক্ষেপের ঘটনায় ভারতের প্রতিবাদের একটি সাম্প্রতিক দৃষ্টান্ত হল ইরাকে মার্কিন সামরিক আগ্রাসনে ভারতের বিরোধিতা।

39. ভিয়েতনাম যুদ্ধে মার্কিন আগ্রাসনে ভারতের ভূমিকা কী ছিল? 

উত্তৰ: ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনকে ভারত মেনে নেয়নি।

40. CTBT-তে সই না করার পেছনে ভারতের নীতি কী ছিল?

উত্তৰ: CTBT-তে সই না করার পেছনে ভারতের নীতি ছিল পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধ করতে হলে সবার ক্ষেত্রেই তা করতে হবে। 

41. SAPTA-র পুরো কথাটি কী?

উত্তৰ: SAPTA-র পুরো কথাটি হল South Asian Preferential Trade Agreement ।

42. আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে ভারতের বিদেশনীতির পরিবর্তনের একটি দৃষ্টান্ত উল্লেখ করো।

উত্তৰ: ভারত-ইজরায়েল সম্পর্ক।

43. জোটনিরপেক্ষতা এবং নিরপেক্ষতা কি একই ধরনের?

উত্তৰ:না, নিরপেক্ষতা ও জোটনিরপেক্ষতা একই ধরনের নয়।

44. আন্তর্জাতিক ক্ষেত্রে একটি নিরপেক্ষ রাষ্ট্রের নাম উল্লেখ করো।

উত্তৰ: আন্তর্জাতিক ক্ষেত্রে একটি নিরপেক্ষ রাষ্ট্রের নাম হল সুইটজারল্যান্ড।

45. ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারণে কে মুখ্য ভূমিকা পালন করেন?

উত্তৰ:ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারণে মূখ্য ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রী।

46. ভারতের পররাষ্ট্রনীতির যে-কোনো একটি বৈশিষ্ট্য লেখো।

উত্তৰ: ভারতের পররাষ্ট্রনীতির একটি বৈশিষ্ট্য হল শান্তিপূর্ণ উপায়ে বিরো মীমাংসা ও যুদ্ধ পরিহার।

47. NPT-র পুরো কথাটি কী? [HS’17] 

উত্তৰ: NPT-র পুরো কথাটি হল-Non-Proliferation Treaty |

48 ভারতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কী?

উত্তৰ:ভারতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হল পঞ্চশীল ও জোটনিরপেক্ষতা নীতি।

3. Short Question Answer

1. ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য হিসেবে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভারত সরকারের ইতিবাচক পদক্ষেপগুলির মধ্যে যে-কোনো দুটি উল্লেখ করো।

উত্তৰ: ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য হিসেবে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভারত সরকারের ইতিবাচক পদক্ষেপগুলির মধ্যে যে-কোনো দুটি হল তাসখন্দ ঘোষণা (১৯৬৬), সিমলা চুক্তি (১৯৭২)।

2. ভারতীয় পররাষ্ট্রনীতির মতাদর্শগত নিরপেক্ষতা বলতে কী বোঝায়?

উত্তৰ: ভারতীয় পররাষ্ট্রনীতির মতাদর্শগত নিরপেক্ষতার অর্থ হল, ভারত মতাদর্শের ভিত্তিতে কোনো রাষ্ট্রকে শত্রু এবং অন্য রাষ্ট্রকে মিত্র বলে মনে করে না।

3. . ভারত ও পাকিস্তান কেন ‘পারমাণবিক নিবৃত্তিকরণ’ বা ‘পারমাণবিক প্রতিরোধ’ তত্ত্বের প্রতি আস্থাশীল হয়ে উঠেছে?

উত্তৰ: ভারত ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও বিদ্বেষ তাদে ‘পারমাণবিক নিবৃত্তিকরণ’ তত্ত্বের প্রতি আস্থাশীল করে তুলেছে।

4. তিব্বতকে নিয়ে ভারত ও চিনের মধ্যে চুক্তি কোন্ বছর স্বাক্ষরিত হয়।

উত্তৰ: তিব্বতকে নিয়ে ভারত ও চিনের মধ্যে ২০০৩ সালে যৌথ ঘোষণাপত্রে মাধ্যমে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

5. পঞ্চশীলের দুটি মূলনীতি উল্লেখ করো।

উত্তৰ: পঞ্চশীলের দুটি মূল নীতি হল-① অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষা হস্তক্ষেপ না করা।② শান্তিপূর্ণ সহাবস্থান।

6. সার্কের একটি টেকনিক্যাল কমিটির নাম লেখো। 

উত্তৰ: সার্কের একটি টেকনিক্যাল কমিটির নাম হল- টেকনিক্যাল কমিটি অন এগ্রিকালচার অ্যান্ড বুরাল ডেভেলপমেন্ট।

7. যেসব উদ্দেশ্যে সার্ক গঠিত হয়েছিল সেগুলির মধ্যে যে-কোনো দুটি উল্লেখ করো। 

উত্তৰ: সার্ক গঠনে মূল দুটি উদ্দেশ্য ছিল① দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণসাধন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, ② দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়ার পরিবেশ গড়ে তোলা।

8. সার্কের যে-কোনো দুটি নীতি উল্লেখ করো।       

উত্তৰ: সার্কের দুটি উল্লেখযোগ্য নীতি হল-① অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা, ② পারস্পরিক সহযোগিতার নীতি কার্যকর করা।

9. সার্কের নতুন দিল্লি সম্মেলনে (২০০৭) যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছিল তার মধ্যে যে-কোনো দুটি উল্লেখ করো।

উত্তৰ: সার্কের নতুন দিল্লি সম্মেলনে গৃহীত দুটি সিদ্ধান্ত হল-① একটি সুদৃঢ় সংযুক্ত ও পারস্পরিক বন্ধনে আবদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তোলা, ② দূষণমুক্ত পরিবেশ গঠনে অগ্রাধিকার প্রদান।

10. ২০১১ সালে আড্ড সিটিতে অনুষ্ঠিত সার্ক সম্মেলনে গৃহীত ‘সেতুবন্ধন কর্মসূচি’ বলতে কী বোঝ?

উত্তৰ: ২০১১ সালে আড্ডু সিটিতে অনুষ্ঠিত সার্ক সম্মেলনে গৃহীত ‘সেতুবন্ধন কর্মসূচি’ প্রকল্প আসলে সার্ক দেশগুলির মধ্যে অর্থনৈতিক ও আয়বণ্টনের ক্ষেত্রে অসম বিকাশ দূর করা এবং নারী-পুরুষ বৈষম্য হ্রাসের জন্য পারস্পরিক সহযোগিতার বাতাবরণ তৈরি করার কথা বলে।

11. ১৯৯৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সপ্তম শীর্ষ সম্মেলনে ‘সাফটা’ বা দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্যিক অঞ্চল চুক্তিতে কী বলা হয়েছে?

উত্তৰ: ২০২৫ সালের মধ্যে দক্ষিণ এশীয় অঞ্চলকে ‘একটি মুক্ত বাণিজ্যিক অঞ্চল’ হিসেবে গড়ে তোলার কথা ১৯৯৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সপ্তম শীর্ষ সম্মেলনে সাফটা বা দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্যিক অঞ্চল চুক্তিতে বলা হয়েছে।

12. সার্ক সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসানে ভারতের যে-কোনো দুটি প্রয়াস উল্লেখ করো।

উত্তৰ: সার্ক সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি অবসানে ভারতের দুটি প্রয়াস হল-① ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার জলবণ্টনের ব্যাপারে চুক্তি সম্পাদন,② ভারত-বাংলাদেশ ও ভারত-পাকিস্তান সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগগ্রহণ।

13. সার্কের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো।

উত্তৰ: সার্কের একটি সীমাবদ্ধতা হল দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলির সম্মিলিত প্রয়াস গ্রহণের অভাব।

14. জোশেফ ফ্র্যাঙ্কেলের মতে পররাষ্ট্রনীতি কী?

► একাধিক রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের সঙ্গে জড়িত সিদ্ধান্ত বা কার্যকলাপের সমষ্টিকে ফ্র্যাঙ্কেল পররাষ্ট্রনীতি বলেছেন।

15. ফ্রান্সিস ফুকুয়ামা-এর মতে ‘ইতিহাসের পরিসমাপ্তি’ কী?

উত্তৰ: মনুষ্যোচিত শাসনব্যবস্থার চূড়ান্ত রূপ হিসেবে পাশ্চাত্যের উদারনৈতিক গণতন্ত্রের বিবর্তন ও বিশ্বজনীনতা লাভকে ‘ইতিহাসের পরিসমাপ্তি’ বলে চিহ্নিত করেন ফ্রান্সিস ফুকুয়ামা।

16. পররাষ্ট্রনীতির পারিপার্শ্বিক অবস্থা সংক্রান্ত লক্ষ্যসমূহ বলতে কী বোঝায়?

উত্তৰ: পররাষ্ট্রনীতির পারিপার্শ্বিক অবস্থা সংক্রান্ত লক্ষ্যসমূহ বলতে একটি রাষ্ট্রের বাইরের সেইসব অবস্থাকে বোঝায় যেগুলির পরিবর্তনসাধন সংশ্লিষ্ট রাষ্ট্রটি করতে চায়।

17. দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কী বোঝায়?  

উত্তৰ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সমগ্র বিশ্বের দুটি মেরুতে বিভক্ত হওয়াকেই দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলা হয়।

18. ব্রিক্স (BRICS) কী?

 উত্তৰ: ব্রিক্স হল পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা দেশগুলির আদ্যক্ষরের সমন্বয় নামকরণ কৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সংঘ।

19. আন্তর্জাতিক রাজনীতির চূড়ান্ত লক্ষ্য যাই থাকুক না কেন, সবসময় ক্ষমতার লক্ষ্যই হল জরুরি”-এ কথা কে বলেছেন? 

উত্তৰ: “আন্তর্জাতিক রাজনীতির চূড়ান্ত লক্ষ্য যাই থাকুক না কেন, সবসময় ক্ষমতার লক্ষ্যই হল জরুরি”-এ কথা বলেছেন হ্যান্স জে মর্গেনথাউ। 

4. Long Question Answer

1. ভারতের জোটনিরপেক্ষতার প্রকৃতি সম্পর্কে নেহরু কী বলেছিলেন?

উত্তৰ: ভারতের জোটনিরপেক্ষতার প্রকৃতি সম্পর্কে নেহরু বলেছিলেন ‘আমরা কেবল নিরপেক্ষ বা নেতিবাচক নীতি অনুসরণের পক্ষপাতী নই, আমরা ইতিবাচক নীতি অনুসরণ করতে চাই। যে দেশ ন্যায্য পথে চলবে আমরা তাদের সাহায্য করব। কিন্তু যারা আমাদের পছন্দ বিরোধী কাজ করবে, আমরা তাদের বিরোধিতা করতে দ্বিধা করব না’।

2. বিদেশনীতির বিষয়ে জনমতের প্রভাবের একটি সাম্প্রতিক দৃষ্টান্ত দাও। 

উত্তৰ: সম্প্রতি ২০১৩ সালের সেপ্টেম্বরে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওব সিরিয়া আক্রমণের প্রস্তুতি সেরে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে জনমা প্রবল চাপে সরে আসেন। মার্কিন রাষ্ট্রপতি শেষ পর্যন্ত সিরিয়া আক্রমা সিদ্ধান্ত স্থগিত রাখতে বাধ্য হন।

3. পরাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে?

উত্তৰ: কে জে হলসটি পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলিকে তিনভাগে ভাগ কর গিয়ে দূর পাল্লার লক্ষ্যের কথা উল্লেখ করেছেন। তাঁর মতে পররাষ্ট্রনীি দূরপাল্লার লক্ষ্য হল চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাি ব্যবস্থার পুনর্গঠন।

4. পররাষ্ট্রনীতির নির্ধারক উপাদানগুলি কী কী? 

উত্তৰ: পররাষ্ট্রনীতি কোনো একটিমাত্র উপাদানের দ্বারা নির্ধারিত হয় 1 পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে বহু ধরনের উপাদান কাজ করে থাকে। এ মধ্যে উল্লেখযোগ্য হল-জনসংখ্যা, অর্থনৈতিক সম্পদ, মতাদর্শ, জাই স্বার্থ, জনমত প্রভৃতি।