WBCHSE Class 12 Political Science Chapter 4 Solution | Bengali Medium

Class 12 Chapter 4 Solution

সম্মিলিত জাতিপুঞ্জ

1. MCQs Question Answer

1. সম্মিলিত জাতিপুঞ্জের অঙ্গের সংখ্যা হল-

(a) ৭টি

(b) ৬টি

(c ) ৫টি

(d) ৪টি

উত্তৰ:(b) ৬টি

2. UNO-র সাধারণ সভায় সহ-সভাপতির সংখ্যা হল-

(a )২১ জন

(b) ২২ জন

(c ) ২৫ জন

(d) ২৮ জন

উত্তৰ:(a )২১ জন

3. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা হল-

(a)৪

(b) ৫

(c )৬

(d) ৭       

উত্তৰ:(b) ৫

4. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা হল-

(a) ১০

(b) ৫

(c ) ৮

(d) ৯         

উত্তৰ:(a) ১০

5. UNO-র মহাসচিবের কার্যকাল হল-

(a) ৫ বছর

(b) ৭ বছর

(c ) ৯ বছর

(d) ৮ বছর    

উত্তৰ:(a) ৫ বছর

6. নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা হল-

(a) ১০

(b) ১৫

(c ) ২০

(d) ২৫    

উত্তৰ:(b) ১৫

7. জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা হল-

(a) ৫০

(b) ৫২

(c ) ৫৪

(d) ৫৫                  

উত্তৰ:(c ) ৫৪

8. আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হল-

(a) ৯

(b) ১০

(c ) ১৫

(d) ১৬                 

উত্তৰ:(c ) ১৫

9. আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হল-

(a) ৫ বছর

(b) ৯ বছর

(c ) ৭ বছর

(d) ১০ বছর

উত্তৰ:(b) ৯ বছর

10. UNO-র একটি আন্তঃসরকার সংগঠনের নাম হল-

(a) SAARC

(b) UNESCO

(c) EU

(d) SAFTA

উত্তৰ:(c )EU

11. আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হল-

(a) তিনটি 

(b) চারটি 

(c ) পাঁচটি

(d) ছয়টি

উত্তৰ:(a) তিনটি 

12. সাধারণ সভায় ‘শান্তির জন্য ঐক্য’র প্রস্তাব গৃহীত হয়-

(a) ১৯৬০ সালে

(b)১৯৭০ সালে

(c ) ১৯৫০ সালে

(d) ১৯৬৫ সালে

উত্তৰ:(c ) ১৯৫০ সালে

13. প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় সদস্য পাঠাতে পারে সর্বাধিক-

(a) ৫ জন 

(b) ৬ জন 

(c )৮ জন

(d) ১০ জন

উত্তৰ:(a) ৫ জন 

14 . সাধারণ সভার প্রত্যেক রাষ্ট্র ভোট দিতে পারে-

(a) ১টি 

(b) ২টি

(c ) ৩টি

(d) ৪টি

উত্তৰ:(a) ১টি 

15. UNO-র প্রথম মহাসচিব হলেন-

(a) ট্রিগভি লি

(b) উ-থান্ট

(c ) প্যারেজ দ্য কুয়েলার

(d) বান কি মুন

উত্তৰ:(a) ট্রিগভি লি

16. ১৯৫০ খ্রিস্টাব্দে ‘শান্তির জন্য ঐক্য’-এর প্রস্তাব গ্রহণ করে যে সংস্থা-

(a) নিরাপত্তা পরিষদ

(b) সাধারণ সভা

(c ) অছিপরিষদ

(d) সচিবালয়

উত্তৰ:(b) সাধারণ সভা

17. সাধারণ সভাকে ‘বিশ্ব-বিবেকের কণ্ঠস্বর’ বলেছেন-

(a) অস্টিন

(b) ফ্র্যাঙ্কেল

(c ) মর্গেনথাউ

(d) পামার এবং পারকিনস্

উত্তৰ:(a) অস্টিন

18. ‘বিশ্বের বিতর্ক সভা’-টি হল-

(a) সচিবালয়

(b) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

(c ) সাধারণ সভা

(d) নিরাপত্তা পরিষদ

উত্তৰ:(c ) সাধারণ সভা

19. আন্তর্জাতিক বিচারালয়ের সদর দফতরটি রয়েছে-

(a) লন্ডনে

(b) নিউ ইয়র্কে

(c ) হেগ শহরে

(d) ওয়াশিংটনে

উত্তৰ:(a) লন্ডনে

20. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ নির্বাচিত হন-

(a) ২ বছরের জন্য

(b) ৩ বছরের জন্য

(c ) ৫ বছরের জন্য

(d) ৭ বছরের জন্য

উত্তৰ:(c ) ৫ বছরের জন্য

21. UNO-র সনদ সংশোধনের কথা বলা হয়েছে-

(a) ১০১ ধারায়

(b) ১০৫ ধারায়

(c ) ১০৮ ধারায়

(d) ১১০ ধারায়

উত্তৰ:(a) ১০১ ধারায়

22. UNO-র জন্মলগ্নে সদস্যসংখ্যা ছিল-

(a) ৫০

(b) ৫১

(c ) ৫৫

(d) ১০০

উত্তৰ:(c ) ৫৫

23. রাষ্ট্রসংঘের বাজেট অনুমোদন করে-

(a) সাধারণ সভা

(c ) অছিপরিষদ

(b) নিরাপত্তা পরিষদ

(d) সচিবালয়

উত্তৰ:(b) নিরাপত্তা পরিষদ

24. সাধারণ সভায় কতজন সহ-সভাপতি থাকে?

(a) ২১

(b) ২২

(c )২৩

(d) ২৪

উত্তৰ:(a) ২১

25. সাধারণ সভার কমিটিগুলিকে ক-টি ভাগে ভাগ করা যায়?

(a) ২

(b) ৩

(c ) 8

(d) ৫

উত্তৰ:(a) ২

26. সাধারণ সভায় ‘শান্তির জন্য ঐক্যের প্রস্তাব’ গৃহীত হয় কোন্ সালে?

(a) ১৯৪৮ খ্রি.

(b) ১৯৫০ খ্রি.

(c ) ১৯৫৫ খ্রি.

(d) ১৯৬০ খ্রি.   

উত্তৰ:(b) ১৯৫০ খ্রি.

27. ‘শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব’ জাতিপুঞ্জের কোন্ সংস্থায় গৃহীত হয়?

(a) নিরাপত্তা পরিষদ

(b) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

(c ) সাধারণ সভা

(d) অছিপরিষদ

উত্তৰ:(b) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

28. প্রথমে নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা কত ছিল?

(a) ১০

(b) ১১

(c ) ১২

(d) ১৫

উত্তৰ:(c ) ১২

29. বর্তমানে নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা কত?

(a) ১০

(b) ১২

(c ) ১৪

(d) ১৫

উত্তৰ:(b) ১২

30. সাধারণ সভায় প্রতি সদস্য সর্বাধিক কতজন প্রতিনিধি পাঠাতে পারে?

(a) ১

(b) ২

(c ) ৪

(d) ৫

উত্তৰ:(d) ৫

31. বলকান সমস্যা কোন্ সময়ে দেখা দেয়?

(a) ১৯৪৫-৪৬ খ্রিস্টাব্দে

(b) ১৯৪৬-৪৭ খ্রিস্টাব্দে

(c ) ১৯৪৭-৪৮ খ্রিস্টাব্দে

(d) ১৯৪৮-৪৯ খ্রিস্টাব্দে

উত্তৰ:(d) ১৯৪৮-৪৯ খ্রিস্টাব্দে

32. কাশ্মীর সমস্যা কোন্ সময় দেখা দেয়?

(a) ১৯৪৮-৫২ খ্রিস্টাব্দে

(b) ১৯৫০-৬০ খ্রিস্টাব্দে

(c ) ১৯৫২-৬২ খ্রিস্টাব্দে

(d) ১৯৪৮-৬৪ খ্রিস্টাব্দে

উত্তৰ:(b) ১৯৫০-৬০ খ্রিস্টাব্দে

33.প্য়ালেস্টাইন সমস্যার উদ্ভব কখন হয়?

(a) ১৯৪৫-৫২ খ্রিস্টাব্দে

(b) ১৯৪৭-৬৩ খ্রিস্টাব্দে

(c ) ১৯৪৭-৫২ খ্রিস্টাব্দে

(d) ১৯৪৬-৫৬ খ্রিস্টাব্দে

উত্তৰ:(d) ১৯৪৬-৫৬ খ্রিস্টাব্দে

34. লেবানন সমস্যার উদ্ভব কখন হয়?

(a) ১৯৫৮ খ্রিস্টাব্দে

(b) ১৯৫৯ খ্রিস্টাব্দে

(c ) ১৯৬০ খ্রিস্টাব্দে

(d) ১৯৬১ খ্রিস্টাব্দে

উত্তৰ:(b) ১৯৫৯ খ্রিস্টাব্দে

35. ইয়েমেন সমস্যার উদ্ভব কখন হয়?

(a) ১৯৬০-৬১ খ্রিস্টাব্দে

(b) ১৯৬১-৬২খ্রিস্টাব্দে

(c ) ১৯৬৩-৬৪ খ্রিস্টাব্দে

(d)১৯৬৪-৬৫ খ্রিস্টাব্দে

উত্তৰ:(a) ১৯৬০-৬১ খ্রিস্টাব্দে

36. ইরাকের ওপর মার্কিন সেনাবাহিনী কোন্ সালে বোমাবর্ষণ করে?

(a) ১৯৯১ খ্রিস্টাব্দে

(b) ১৯৯২ খ্রিস্টাব্দে

(c )১৯৯৩ খ্রিস্টাব্দে

(d) ১৯৯৪ খ্রিস্টাব্দে

উত্তৰ:(c )১৯৯৩ খ্রিস্টাব্দে

37. মার্কিন প্রশাসন সাদ্দাম হোসেনকে কোন্ বছর ফাঁসি দেয়?

(a) ২০০৪ খ্রিস্টাব্দে

(b) ২০০৫ খ্রিস্টাব্দে

(c) ২০০৬ খ্রিস্টাব্দে

(d) ২০০৭ খ্রিস্টাব্দে

উত্তৰ:(a) ২০০৪ খ্রিস্টাব্দে

38. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ প্রথমে কতজন সদস্য নিয়ে গঠিত হয়?

(a) ১৭ জন

(b) ১৮ জন

(c ) ১৯ জন

(d) ২০ জন

উত্তৰ:(c ) ১৯ জন

39. খাদ্য ও কৃষি সংস্থা যে পরিচালকমণ্ডলীর দ্বারা পরিচালিত হয় তার সদস্যসংখ্যা কত?

(a) ৪৬

(b) ৪৭

(c ) ৪৮

(d) ৪৯

উত্তৰ:(b) ৪৭

40. আন্তর্জাতিক শ্রম সংস্থার বর্তমান সদস্যসংখ্যা কত?

(a) ১৮৫

(b) ১৮৬

(c )১৮৭

(d) ১৮৮

উত্তৰ:(d) ১৮৮

41. আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর কার্যালয় কোথায় অবস্থিত?

(a) প্যারিস

(b) নিউ ইয়র্ক

(c ) জেনেভা

(d) ওয়াশিংটন

উত্তৰ:(a) প্যারিস

42. ইউনেস্কোর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত?

(a) লন্ডন

(b) প্যারিস

(c ) মন্ট্রিল

(d) লন্ডন

উত্তৰ:(c ) মন্ট্রিল

43. ইউনেস্কোর বর্তমান সদস্যসংখ্যা কত?

(a) ১৯৫

(b) ১৯৬

(c ) ১৯৭

(d) ১৯৮            

উত্তৰ:(b) ১৯৬

44. আন্তর্জাতিক অর্থভাণ্ডার প্রতিষ্ঠার ঘোষণা কোন বছর হয়?

(a) ১৯৪২ খ্রি.

(b) ১৯৪৩ খ্রি.

(c ) ১৯৪৪ খ্রি.

(d) ১৯৪৫ খ্রি.

উত্তৰ:(d) ১৯৪৫ খ্রি.

45. বিশ্বব্যাংক কবে থেকে কাজ শুরু করে?

 (a) ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর

(b) ১৯৪৫ সালের ২৮ ডিসেম্বর

(c ) ১৯৪৫ সালের ২৯ ডিসেম্বর

(d) ১৯৪৫ সালের ৩০ ডিসেম্বর

উত্তৰ:(c ) ১৯৪৫ সালের ২৯ ডিসেম্বর

46. আন্তর্জাতিক অর্থ প্রতিষ্ঠান কবে প্রতিষ্ঠিত হয়?

(a) ১৯৫৪ খ্রি.

(b) ১৯৫৫ খ্রি.

(c ) ১৯৫৬ খ্রি.

(d) ১৯৫৭ খ্রি.

উত্তৰ:(a) ১৯৫৪ খ্রি.

47. আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কবে স্থাপিত হয়?

(a) ১৯৬১ খ্রি.

(b) ১৯৬২ খ্রি.

(c ) ১৯৬৩ খ্রি.

(d) ১৯৬৪ খ্রি.

উত্তৰ:(c ) ১৯৬৩ খ্রি.

48. সম্মিলিত জাতিপুঞ্জের সাময়িক যুদ্ধবিরতি তত্ত্বাবধান সংস্থা কবে গঠিত হয়?

(a) ১৯৪৬ খ্রিস্টাব্দে

(b) ১৯৪৭ খ্রিস্টাব্দে

(c ) ১৯৪৮ খ্রিস্টাব্দে

(d) ১৯৪৯ খ্রিস্টাব্দে

উত্তৰ:(a) ১৯৪৬ খ্রিস্টাব্দে

49. ভারত ও পাকিস্তানে সম্মিলিত জাতিপুঞ্জের সামরিক পর্যবেক্ষক গোষ্ঠী কখন গঠিত হয়?

(a) ১৯৪৭ খ্রিস্টাব্দে

(b) ১৯৪৮ খ্রিস্টাব্দে

(c ) ১৯৪৯ খ্রিস্টাব্দে

(d) ১৯৫০ খ্রিস্টাব্দে

উত্তৰ:(c ) ১৯৪৯ খ্রিস্টাব্দে

50. ১৯৪৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত রাষ্ট্রসংঘের শান্তিরক্ষামূলক কার্যকলাপের মোট সংখ্যা কত?

(a) ৬৭

(b) ৬৮

(c ) ৬৯

(d) ৭০

উত্তৰ:(b) ৬৮

51. পারমাণবিক অস্ত্রের প্রসাররোধ, পারমাণবিক অস্ত্রপরীক্ষা নিষিদ্ধকরণ প্রভৃতি বিষয়ে ১৯৭৬ সালে সাধারণ সভা ক-টি প্রস্তাব নেয়?

(a) ১৯

(b) ২০

(c ) ২১

(d) ২৪

উত্তৰ:(a) ১৯

52. জাতিপুঞ্জ প্রতিষ্ঠার সময় মোট ক-টি অছি-অঞ্চল ছিল?

(a) ১০

(b) ১১

(c ) ১২

(d) ১৩

উত্তৰ:(c ) ১২

53 . নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে-

(a) মহাসচিব

(b) সমস্ত সদস্য

(c ) স্থায়ী সদস্য়রা

(d) অস্থায়ী সদস্য়রা

উত্তৰ:(c ) স্থায়ী সদস্য়রা

54. সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য হতে পারেন-

(a) সমস্ত সদস্য়

(b) অধিকাংশ সদস্য

(c ) দুই-তৃতীয়াংশ সদস্য

(d) তিন-চতুর্থাংশ সদস্য

উত্তৰ:(b) অধিকাংশ সদস্য

55. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা নির্বাচিত হন-

(a) ৯ বছরের জন্য

(b) ৩ বছরের জন্য

(c ) ৫ বছরের জন্য

(d) ৭ বছরের জন্য

উত্তৰ:(a) ৯ বছরের জন্য

56. সম্মিলিত জাতিপুঞ্জের অধীনে আন্তর্জাতিক বিচারালয়ে-

(a) শুধুমাত্র স্বেচ্ছামূলক এলাকা আছে

(b) শুধুমাত্র আবশ্যিক এলাকা আছে

(c ) স্বেচ্ছামূলক ও আবশ্যিক এলাকা আছে

(d) স্বেচ্ছামূলক, আবশ্যিক ও পরামর্শদানমূলক এলাকা আছে

উত্তৰ:(b) শুধুমাত্র আবশ্যিক এলাকা আছে

57. প্রতি বছর বিশ্বস্বাস্থ্য দিবস পালিত হয়-

(a) ৫ আগস্ট

(b) ১৪ নভেম্বর

(c ) ৭ এপ্রিল

(d) ১২ জানুয়ারি

উত্তৰ:(d) ১২ জানুয়ারি

58. ‘আন্তর্জাতিক অর্থভাণ্ডার’-এর সদর কার্যালয় রয়েছে-

(a) প্যারিসে

(b) ওয়াশিংটনে

(c ) লন্ডনে

(d) হেগে

উত্তৰ:(b) ওয়াশিংটনে

59. আন্তর্জাতিক বিচারালয়ে স্বীকৃত ভাষা হল-

(a) ইংরেজি

(b) ইংরেজি ও ফরাসি

(c ) ফরাসি

(d) কোনোটিই নয়

উত্তৰ:(b) ইংরেজি ও ফরাসি

60. সাধারণ সভার বার্ষিক অধিবেশন প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতী_____ আহবান করা হয়।

(a) সোমবার

(b) মঙ্গলবার

(c ) বুধবার

(d) বৃহস্পতিবার

উত্তৰ:(a) সোমবার

61. সাধারণ সভার বার্ষিক অধিবেশন প্রতি বছর যে মাসের তৃতীয় মঙ্গলবার আহ্বান করা হয়,তা হল-

(a) নভেম্বর

(b) অক্টোবর

(c ) সেপ্টেম্বর

(d) ডিসেম্বর

উত্তৰ:(b) অক্টোবর

62. ‘কূটনৈতিক বিশ্বের আয়না’ বলে অভিহিত করা হয় জাতিপুঞ্জের-

(a) নিরাপত্তা পরিষদকে

(b) সাধারণ সভাকে

(c ) অছিপরিষদকে

(d) অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে

উত্তৰ:(c ) অছিপরিষদকে

63. সাধারণ সভাকে ‘গল্পগুজবের আসর’ বলেছেন-

(a) নিকোলাস

(b) গেটেল

(c ) পামার ও পারকিনস্

(d) মর্গেনথাউ

উত্তৰ:(b) গেটেল

64. নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা (স্থায়ী ও অস্থায়ী) ১১ জন থেকে বাড়িয়ে ১৫ জন করা হয়-

(a) ১৯৬০ খ্রিস্টাব্দে

(b) ১৯৬২ খ্রিস্টাব্দে

(c ) ১৯৬৬ খ্রিস্টাব্দে

(d) ১৯৭০ খ্রিস্টাব্দে

উত্তৰ:(a) ১৯৬০ খ্রিস্টাব্দে

65. নিরাপত্তা পরিষদের সভাপতির কার্যকালের মেয়াদ হল-

(a) ১ মাস

(b) ২ মাস

(c ) ৩ মাস

(d) ৬ মাস

উত্তৰ:(c ) ৩ মাস

66. সাধারণ সভা প্রত্যেক অধিবেশনের জন্য সহ-সভাপতি নির্বাচন করে- 

(a) ১০ জনকে 

(b) ১৫ জনকে

(c ) ২১ জনকে

(d) ৩০ জনকে 

উত্তৰ:(a) ১০ জনকে 

67. জাতিপুঞ্জের যে সংস্থার অধীনে সামরিক পরিষদ কাজ করে-

(a) সাধারণ সভা

(b) নিরাপত্তা পরিষদ

(c ) সচিবালয়

(d) অর্থনৈতিক ও সামাজিক পরিষ

উত্তৰ:(c ) সচিবালয়

2. Very Short Question Answer

1. সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কী? 

উত্তৰ: সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম ‘জাতিসংঘ’ বা ‘লিগ অব নেশন্স’।

2. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন্ আন্তর্জাতিক প্রতিষ্ঠান তৈরি হয়?

উত্তৰ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হয়।

3. জাতিপুঞ্জের প্রস্তাবনার অন্তর্ভুক্ত একটি লক্ষ্য কী?

উত্তৰ: জাতিপুঞ্জের প্রস্তাবনার অন্তর্ভুক্ত একটি লক্ষ্য হল যুদ্ধের করাল গ্রাস থেকে ভাবী প্রজন্মকে মুক্ত রাখা।

4. সম্মিলিত জাতিপুঞ্জের প্রস্তাবনা কি সনদের মূল অংশ?

উত্তৰ: না, সম্মিলিত জাতিপুঞ্জের প্রস্তাবনা সনদের মূল অংশ নয়।

5. সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী?

উত্তৰ: যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায়, জাতিপুঞ্জের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান।

6. সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হওয়ার সময়ে সদস্যরাষ্ট্রের সংখ্যা উল্লেখ করো।  

উত্তৰ: সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হওয়ার সময়ে সদস্যরাষ্ট্রের সংখ্যা ছিল ৫৯।

7. জাতিসংঘের অপমৃত্যু কবে হয়?

উত্তৰ: ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জাতিসংঘের অপমৃত্যু হয়।

 8. অতলান্তিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

উত্তৰ: চার্চিল ও রুজভেল্টের মধ্যে অতলান্তিক সনদ স্বাক্ষরিত হয়।

9.চার্চিল ও রুজভেল্ট কোন্ যুদ্ধজাহাজে মিলিত হন?

উত্তৰ: চার্চিল ও রুজভেল্ট ‘প্রিন্স অব্ ওয়েলস’ নামে যুদ্ধজাহাজে মিলিত হন।

10. অতলান্তিক সনদের ক-টি ধারা ছিল?

উত্তৰ: অতলান্তিক সনদের ৮টি ধারা ছিল।

11. সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠায় কোন্ ঘটনা অনুপ্রেরণা জুগিয়েছিল? 

উত্তৰ: সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠায় অতলান্তিক সনদ অনুপ্রেরণা জুগিয়েছিল।

12. কোন্ ঘোষণার দ্বারা অতলান্তিক সনদের নীতিগুলির প্রতি সমর্থন জানানো হয়? 

উত্তৰ: ওয়াশিংটন ঘোষণার দ্বারা অতলান্তিক সনদের নীতিগুলির প্রাপ্তি সমর্থন জানানো হয়।

13. ডাম্বারটন ওক্স-এ ১৯৪৪ সালের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সম্মেলন চলে?

উত্তৰ: ১৯৪৪ সালের ২১ আগস্ট থেকে ৭ অক্টোবর পর্যন্ত ডাম্বারটন ওক্স এ সম্মেলন চলে।

14.সম্মিলিত জাতিপুঞ্জের ত্রাণ ও পুনর্বাসন প্রশাসন কবে গঠিত হয়েছিল?

উত্তৰ: সম্মিলিত জাতিপুঞ্জের ত্রাণ ও পুনর্বাসন প্রশাসন ১৯৪৩ সালে গঠিত হয়েছিল।

15. সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ক-টি উদ্দেশ্যের কথা বলা আছে?

উত্তৰ: সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ৪টি উদ্দেশ্যের কথা বলা আছে।

16. জাতিপুঞ্জের সনদে ক-টি নীতির কথা বলা আছে?

উত্তৰ: জাতিপুঞ্জের সনদে সাতটি নীতির কথা বলা আছে।

17. এমন একটি আন্তর্জাতিক সংস্থার নাম উল্লেখ করো যা প্রথম বিশ্বযুদ্ধের পরে গঠিত হয়।

উত্তৰ: একটি আন্তর্জাতিক সংস্থা যা প্রথম বিশ্বযুদ্ধের পরে গঠিত হয় তা হল লিগ অব নেশন্স বা জাতিসংঘ।

18. ‘সম্মিলিত জাতিপুঞ্জ’ কথাটি প্রথম কে ব্যবহার করেন?

 উত্তৰ: ‘সম্মিলিত জাতিপুঞ্জ’ কথাটি প্রথম মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ব্যবহার করেন।

19. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?

উত্তৰ: ১৯৩৯ খ্রিস্টাব্দের ৩ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।

20. সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে?

উত্তৰ: প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে।

21. সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি অঙ্গ আছে?

উত্তৰ: সম্মিলিত জাতিপুঞ্জের ৬টি অঙ্গ আছে।

22. সাধারণ সভার অধিবেশনে কতজন সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হন?

উত্তৰ: সাধারণ সভার অধিবেশনে একজন সভাপতি এবং ২১ জন সহসভাপতি নির্বাচিত হন।

23. সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ক-টি ধারা আছে?

উত্তৰ:সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট ১১১টি ধারা আছে।

3. Short Question Answer

 1. সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ কীভাবে অর্জন করা যায়?

উত্তর: UNO-র সনদের ৪ নং ধারা অনুসারে UNO-র সদস্যপদ গ্রহণ করতে ইচ্ছুক যে-কোনো শান্তিকামী রাষ্ট্র, এই আন্তর্জাতিক সংস্থার কয়েকটি নিয়মকানুন মানার পর নিরাপত্তা পরিষদের সুপারিশ মতো সাধারণ সভার দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি পেলে UNO-র সদস্যপদ অর্জন করতে পারে।

2. সম্মিলিত জাতিপুঞ্জ থেকে কোনো সদস্যরাষ্ট্রকে কীভাবে অপসারণ করা হয়?

উত্তর: জাতিপুঞ্জের সনদের ৬ নং ধারা অনুযায়ী কোনো সদস্যরাষ্ট্র সনদের নীতিগুলি ক্রমাগত লঙ্ঘন করতে থাকলে নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভা ওই সদস্যরাষ্ট্রকে জাতিপুঞ্জ থেকে অপসারণ করতে পারবে।

3. কোন্ শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থায় সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করেছিল?

উত্তর: মিত্রশক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থায় সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করেছিল।

4. মস্কো ঘোষণা কী?

উত্তর: ১৯৪৩ খ্রিস্টাব্দের ৩০ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পূর্বজ্ঞা সোভিয়েত ইউনিয়ন ও ফরমোজা চিনের পররাষ্ট্রমন্ত্রীরা মস্কোতে মিলিত হয়ে যে ঘোষণার দ্বারা জাতিপুঞ্জ প্রতিষ্ঠার জন্য একটি যুগ্ম-ইস্তেহার প্রকাশ করেন, তাকে মস্কো ঘোষণা বলে।

5. ‘তেহেরান ঘোষণা’ কী?

উত্তর: ১৯৪৩ খ্রিস্টাব্দের ১ ডিসেম্বর রুজভেল্ট, স্তালিন ও চার্চিল তেহেরান শহরে মিলিত হয়ে যে ঘোষণাপত্র প্রকাশ করেন, তাই হল তেহেরান ঘোষণা। 

6. জাতিপুঞ্জের প্রতিষ্ঠা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এইচ জি নিকোলাস কী বলেছিলেন?

উত্তর: জাতিপুঞ্জের প্রতিষ্ঠা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এইচ জি নিকোলাস বলেছিলেন, “এইভাবে জাতিসংঘ প্রতিষ্ঠার ২৬ বছর পরে বিশ্বের মানুষ ঐক্যবদ্ধভাবে দ্বিতীয়বার শান্তি প্রতিষ্ঠার জন্য পরীক্ষানিরীক্ষা শুরু করেছিল”।

7. জাতিপুঞ্জ (বা রাষ্ট্রসংঘ) প্রতিষ্ঠিত হয়েছিল মানবজাতিকে কোনো স্বর্গে নিয়ে যাওয়ার জন্য নয়, তা প্রতিষ্ঠিত হয়েছিল মানুষকে নরকযন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য” কথাটি কে বলেছেন? 

উত্তর: “জাতিপুঞ্জ (বা রাষ্ট্রসংঘ) প্রতিষ্ঠিত হয়েছিল মানবজাতিকে কোনো স্বর্গে নিয়ে যাওয়ার জন্য নয়, তা প্রতিষ্ঠিত হয়েছিল মানুষকে নরকযন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য”- কথাটি বলেছেন হ্যামারশিল্ড। 

8. সাধারণ সভার সিদ্ধান্তগ্রহণে ভোটদান পদ্ধতিটি কীরূপ?

উত্তর: সনদের ১৮(২) নং ধারা অনুযায়ী যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তগ্রহণের জন্য সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশের সম্মতির প্রয়োজন হয়।

9. সাধারণ সভার একটি নির্বাচনমূলক কাজ লেখো।

উত্তর: সাধারণ সভার একটি নির্বাচনমূলক কাজ হল নিরাপত্তা পরিষদের ১০ জন অস্থায়ী সদস্যকে নির্বাচন করা।

10. জাতিপুঞ্জের সনদ কীভাবে সংশোধন করা হয়?

উত্তর: নিরাপত্তা পরিষদের সম্মতিক্রমে সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশের ভোটে জাতিপুঞ্জের সনদ সংশোধিত এবং কার্যকরী হয়।

11. নিরাপত্তা পরিষদের ‘পদ্ধতিগত বিষয়’ ছাড়া অন্যান্য বিষয়ে সিদ্ধান্তগ্রহণে ভোটদান পদ্ধতিটি কীরূপ?

উত্তর:নিরাপত্তা পরিষদের ‘পদ্ধতিগত বিষয়’ ছাড়া অন্যান্য বিষয়ে সিদ্ধান্তগ্রহণের জন্য পাঁচজন স্থায়ী সদস্যের সমর্থন-সহ মোট নয়জন সদস্যের সম্মতি প্রয়োজন। 

12. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে গৃহীত একটি শান্তিপূর্ণ পদ্ধতি কী?

উত্তর: জাতিপুঞ্জের সনদের ৩৩নং ধারা অনুযায়ী শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে গৃহীত সাতটি শান্তিপূর্ণ পদ্ধতির একটি হল আলাপ-আলোচনা।

13. নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা লেখো।

উত্তর: ভিটো’ ব্যবস্থার প্রচলনের ফলে শান্তিভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা হল নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা।

14. সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো।

উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি মূল কাজ হল মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সংরক্ষণ করা।

15. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কমিশনের নাম লেখো।

উত্তর: অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কমিশন হল কার্যনির্বাহী কমিশন।

16. আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কীভাবে নির্বাচিত হন?

উত্তর: নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভায় পৃথকভাবে অনুষ্ঠিত ভোটে যে প্রার্থীরা সবচেয়ে বেশি ভোট পান তাঁরা আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি হিসেবে নির্বাচিত হন।

17. আন্তর্জাতিক বিচারালয়ের ‘আধা-আবশ্যিক এলাকা’-ভুক্ত একটি ক্ষমতা লেখো।

উত্তর: সন্ধি বা চুক্তিপত্রের ব্যাখ্যাদান হল আন্তর্জাতিক বিচারালয়ের ‘আধা- আবশ্যিক এলাকা’-ভুক্ত একটি ক্ষমতা।

18. সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন?

উত্তর: নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্র-সহ মোট নয়টি সদস্যরাষ্ট্র মহাসচিব নির্বাচনে সম্মতি জানানোর পর সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সংখ্যাগরিষ্ঠ সদস্যের দ্বারা সমর্থিত হলে কোনো ব্যক্তি সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নিযুক্ত হন।

19. সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের যে-কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো।

উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের একটি গুরুত্বপূর্ণ কাজ হল প্রশাসন এবং বিভিন্ন শাখা-সংগঠনের কাজকর্মের মধ্যে সমন্বয়সাধন করা।

20. সম্মিলিত জাতিপুঞ্জের কোন্ দুটি সংগঠন জাতিপুঞ্জের সনদ সংশোধনে অংশগ্রহণ করে?

উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ জাতিপুঞ্জের সনদ সংশোধনে অংশগ্রহণ করে।

21. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীন একটি সংস্থার নাম লেখো।

উত্তর: অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীন একটি সংস্থার নাম হল আন্তর্জাতিক শ্রমসংস্থা (ILO)।

22. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের দেওয়া ভিটো প্রদান ক্ষমতার অর্থ কী? অথবা, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভিটো ক্ষমতা বলতে কী বোঝ?

উত্তর: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের দেওয়া ভিটো ক্ষমতার অর্থ হল পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে তাদের অসম্মতিসূচক ভোটদানের অধিকার রয়েছে।

23. সম্মিলিত জাতিপুঞ্জের ‘মিলিটারি স্টাফ কমিটি’র প্রধান কাজ কী?

উত্তর: ‘মিলিটারি স্টাফ কমিটি’র কাজ হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণের প্রয়োজনে তার অধীনে থাকা সামরিক বাহিনীকে কাজে লাগানো এবং পরিচালনা করা।

24. আন্তর্জাতিক বিচারালয়ের নিজস্ব সংবিধি (statute) কীসের ভিত্তিতে রচিত?

উত্তর: জাতিসংঘের স্থায়ী আন্তর্জাতিক সংবিধির ভিত্তিতে UNO-র আন্তর্জাতিক বিচারালয়ের সংবিধি গড়ে উঠেছে।

4. Long Question Answer

1. নিরাপত্তা পরিষদের সনদ সংশোধন করার ক্ষমতা আছে কি?

উত্তৰ: সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধনের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের গুরত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সনদ সংশোধনের কোনো প্রস্তাব যদি সাধারণ সভার দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে গৃহীত হয় এবং নিরাপত্তা পরিষদের ৫ জন স্থায়ী সদস্য-সহ ৯ জনের সমর্থন নিয়ে জাতিপুঞ্জের

দুই-তৃতীয়াংশ সদস্য কর্তৃক অনুমোদিত হয়, তবেই তা কার্যকরী হয়ে থাকে।

2. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সৃষ্টি হয় কেন?

উত্তৰ: অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবতাবাদের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্যাবলির সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতার নীতি যাতে সব রাষ্ট্র অনুসরণ করে, তা লক্ষ রাখার জন্য অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সৃষ্টি হয়েছে।

 3. অছিপরিষদ’ বলতে কী বোঝায়?

উত্তৰ: অছিপরিষদ হল সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্বপূর্ণ একটি সংস্থা। পৃথিবীর যেসব অঞ্চলের স্বায়ত্তশাসনের অধিকার নেই, সেগুলিকে পরিচালনা ও তদারকি করার জন্য জাতিপুঞ্জের সনদে একটি সংস্থার উল্লেখ আছে তা-ই হল অছিপরিষদ।

4. . ‘বাফার স্টেট’ কাকে বলে? 

উত্তৰ: বাফার স্টেট হল আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি-সাম্য বজায় রাখার একটি কৌশল। আন্তর্জাতিক রাজনীতিতে দুই বৃহৎ শক্তিধর রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে নিরপেক্ষ রাষ্ট্র শান্তি ও নিরাপত্তা এবং শক্তি-সাম্য বজায় রাখতে সাহায্য করে।