WBBSE Class 5 Bangla Chapter 3 দারোগাবাবু এবং হাবু ভবানীপ্রসাদ মজুমদার Solution | Bengali Medium

Class 5 Bangla Chapter 3

দারোগাবাবু এবং হাবু ভবানীপ্রসাদ মজুমদার

1. Vary Short Question Answer

1. হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল?

উত্তরঃ হাবু একদিন ভোরবেলায় থানায় গিয়ে দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিল।

2. হাবুর বড়দা, মেজদা ও সেজদা ঘরে কী কী পোষেন?

উত্তরঃ হাবুর বড়দা ছোটো বড়ো সাতটি বেড়াল, মেজদা আটটা কুকুর, সেজদা দশটা ছাগল পোষেন।

3. সেজদা ঘরে রাখেন- দশটা ছাগল/দশটা পায়রা/দশটা কুকুর/দশটা গোরু।

উত্তরঃ সেজদা ঘরে রাখেন দশটা ছাগল।

4. হাবু থানায় গিয়েছিল – ভোরে/সকালে/দুপুরে/রাতে।

উত্তরঃ হাবু থানায় গিয়েছিল ভোরে।

5. হাবুদের মোট ছিল কত ভাই-দুই/তিন/চার/পাঁচ।

উত্তরঃ হাবুদের মোট ছিল চার ভাই।

6. হাবুর কোন্ দাদা পাগল?- মেজদা/সেজদা/বড়দা/ছোড়দা (পুরুলিয়া জেলা স্কুল)

উত্তরঃ হাবুর সেজদা পাগল।

7. বড়দার শখ যা পোষার- পায়রা/কুকুর/ছাগল/বেড়াল।

উত্তর: বড়দার শখ বেড়াল পোষার।

8. মেজদার কুকুরের সংখ্যা- ছয়/আট/দশ/বারো।

উত্তরঃ মেজদার কুকুরের সংখ্যা আট।

9. হাবুর মোট পায়রা ছিল- ১২৫/১৩০/১৪০/১৫০টি।

উত্তরঃ হাবুর মোট পায়রা ছিল ১৫০টি।

10. দারোগাবাবু এবং হাবু’ কবিতাটি প্রকৃতপক্ষে একটি মজার গল্প/শিক্ষামূলক রচনা/মজার ছড়া/দুঃখের ছড়া। (চাকদহ পূর্বাচল বালিকা বিদ্যালয়)

উত্তরঃ মজার ছড়া।

2. Short Question Answer

1. হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কীভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়?

উত্তরঃ হ্যাঁ। হাবুর করুণ অবস্থার জন্য হাবু নিজেও দায়ী ছিল। তার কারণ হাবু ঘরে পায়রাদের থাকার ব্যবস্থা না করে অন্যত্র তাদের রেখে, যথেষ্ট ভালোভাবেই নিজের ঘরে সুস্থিরভাবে, পরিচ্ছন্নভাবে বাস করতে পারত। আর নিজের এরকম করুণ অবস্থাও তাকে দেখতে হত না।

2. দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হল না কেন?

উত্তরঃ দারোগাবাবু হাবুকে জানলা দরজা খোলার পরামর্শ দিয়েছিল। কিন্তু হাবুর সে সব পরামর্শ পছন্দ হয়নি। তার কারণ হাবুর পোষা দেড়শোটি পায়রা উড়ে যাবে জানলা দরজা খোলা রাখলে।

3. দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল, তা নিজের ভাষায় লেখো।

উত্তরঃ দারোগাবাবুর কাছে হাবু গিয়ে জানায় যে তারা চারভাই একটি ঘরেই থাকে। তার বড়দা ছোটো বড়ো সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর পোষে। পাগল সেজদা দশটা ছাগল পোষে। গন্ধে প্রাণ যায় হাবুর। তাই সে দিনরাত ঈশ্বরকে ডাকে।

4. তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবি আঁকো বা তার সম্পর্কে বন্ধুকে লেখো। 

উত্তরঃ [ নিজেরা একটা পায়রা এঁকে ফেলো।] আমি পায়রা পুষতে চাই। সাদা পায়রা শান্তির প্রতীক। আর পায়রা খুব শান্ত নিরীহ প্রাণী। একঝাঁক পায়রা যখন আকাশে উড়ে যায়, তখন দেখতে খুব ভালো লাগে

5. হাবুরা মোট কতজন ভাই ছিল? তাদের মধ্যে কে, কোন্ প্রাণী পুষত?

উত্তরঃ হাবুরা মোট চার ভাই ছিল। হাবুর দাদারা বিভিন্ন প্রাণী পুষত। বড়ো দাদার ছিল সাতটা বেড়াল। মেজো দাদার ছিল কুকুর পোষার শখ। তার সংগ্রহে ছিল আটটি কুকুর। সেজদা ঘরে দশটা ছাগল বেঁধে রাখতেন। আর হাবুর নিজের ছিল দেড়শোটি পায়রা।

3. Long Question Answer

1. “বললে করুণ সুরে”।-কে করুণ সুরে কী বলেছিল?

উত্তরঃ হাবু করুণ সুরে দারোগাবাবুকে বলেছিল। দারোগাবাবু হাবুর নালিশ শুনে পরামর্শ দিয়েছিলেন বাড়ির দরজা জানালা খুলে রাখতে। তাহলে বাড়িতে আর গন্ধ হবে না। কিন্তু সে কথা শুনে হাবু বেজায় সমস্যায় পড়ে ছিল। কেন না তার নিজের ছিল দেড়শো পায়রা। তাই সে দারোগাবাবুর পরামর্শে জানিয়েছিল তার পোষ্যগুলির উড়ে পালানোর আশঙ্কার কথা। সে এই কথাই বলেছিল।

2. হাবুর নালিশ কী ছিল?

উত্তরঃ হাবুরা একই বাড়িতে চার ভাই বাস করত। তিন দাদার তিন ধরনের পোষ্য পোষার শখ ছিল। বড়দা পুষত বেড়াল। তার সংখ্যা ছিল সাত। মেজদার সংগ্রহে আটটি কুকুর ছিল। সেজদার ছিল দশটা ছাগল। সেগুলি ঘরে বাঁধা থাকত। তাদের গন্ধে হাবুর প্রাণ যায় যায় হয়ে গিয়েছিল। এর একটা বিহিত করার জন্য হাবু বড়োবাবুর কাছে নালিশ করেছিল।

4. Fill in The Blanks

1. নালিশ আমার মন দিয়ে খুব শুনন————————-।

উত্তরঃ নালিশ আমার মন দিয়ে খুব শুনন বড়োবাবু

2. মেজদা পোষেন———————— কুকুর যতই বারণ করো।

উত্তরঃ মেজদা পোষেন আটটা কুকুর যতই বারণ করো।

3. সদাই খুলে রাখবে ঘরের জানলা—————————।

উত্তরঃ সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো

4. ————————- পোষা পায়রা আমার যাবেই যে সব উড়ে।

উত্তরঃ দেড়শো পোষা পায়রা আমার যাবেই যে সব উড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *