WBBSE Class 7 Geography Chapter 6 Solution | Bengali Medium BM

শিলা ও মাটি

MCQs Question Answer

1 শিলা একটি-

Ⓐ মৌলিক পদার্থ, Ⓑ যৌগিক পদার্থ,

© মিশ্র পদার্থ,

① কোনোটিই নয়।

উত্তর: B) যৌগিক পদার্থ।

2. ভূত্বকে আগ্নেয় শিলার পরিমাণ প্রায়-

Ⓐ 10%, B) 45% C), 75%,D) 90% |

উত্তর: D) 90%।

3. গ্রানাইট ও ব্যালস্ট হল-

Ⓐ আগ্নেয় শিলা,

Ⓑ পাললিক শিলা,

C) রূপান্তরিত শিলা,

D) জৈব শিলা।

উত্তর: Ⓐ আগ্নেয় শিলা।

4. শিলাস্তর থাকে-                                                       

Ⓐ গ্রানাইট,

Ⓑ ব্যাসল্ট

C)চুনাপাথর

D) মারবেল শিলা স্তর

উত্তর: D)চুনাপাথর।

5. কয়লা একটি-

Ⓐ প্রাথমিক শিলা,

Ⓑ আগ্নেয় শিলা,

C) পাললিক শিলা,

D) রূপান্তরিত শিলা।

উত্তর:C)পাললিক শিলা।

6. সিমেন্ট তৈরির কাজে লাগে-

Ⓐ ব্যাসাল্ট, Ⓑ গ্রানাইট,C) কোয়ার্টজাইট,

D)চুনাপাথর।

উত্তর:D) চুনাপাথর।

7. কয়লা, খনিজ তেল পাওয়া যায়-               

Ⓐ আগ্নেয়,

B) পাললিক,

C) রূপান্তরিত,

D) সকল শিলায়।

উত্তর:B) পাললিক শিলায়।

৪. মাটির উপাদানগুলির মধ্যে জৈব পদার্থের পরিমাণ থাকে

A) 5%,B) 15%,C) 25%,D) 35% ।

উত্তর: D) 35%।

9. মৃত্তিকা সৃষ্টির হার দ্রুততর হয়-

Ⓐ উয়-আর্দ্র জলবায়ুতে,

 Ⓑ উয় মরু জলবায়ুতে,

C) তৈগা জলবায়ুতে,

D)চিরতুষারাবৃত জলবায়ুতে।

উত্তর: Ⓐ উয়-আর্দ্র জলবায়ুতে।

10. কৃষিকাজের জন্য উপযুক্ত নয়-

Ⓐ পলিমাটি, Ⓑ দোআঁশ মাটি,

C)বেলেমটি,D) এঁটেল মাটি।

উত্তর:C)বেলেমাটি।

11. সবচেয়ে বেশি জলধারণ ক্ষমতাযুক্ত মাটি-

Ⓐ দোআঁশ মাটি,

B) বেলেমাটি,

C) ল্যাটেরাইট মাটি,

D) এঁটেল মাটি।

(কণ্টাই মডেল ইনস্টিটিউশন)

উত্তর: D) এঁটেল মাটি।

12. মাটিতে বাতাস থাকে-

A) 10

B) 15

C)20

D) 25 শতাংশ

উত্তর: D) 25 শতাংশ।

Very Short Question Answer

1. ব্যাসল্ট, পরফাইরি। গ্রানাইট, চুনাপাথর।

উত্তর: চুনাপাথর।

2. কাদাপাথর, বেলেপাথর, কয়লা, কংগ্লোমারেট।

উত্তর: কয়লা।

3. অভ্র, ফেল্ডসপার, কোয়ার্টজ, শিলা।

উত্তর: শিলা।

4. বেলেপাথর, চুনাপাথর, কাদাপাথর, শিস্ট।

উত্তর: শিস্ট।

1. পৃথিবীতে সর্বপ্রথম কোন্ শিলার সৃষ্টি হয়েছে?

উত্তর: আদি শিলা বা প্রাথমিক শিলা বা আগ্নেয় শিলা।

2. একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ দাও।

উত্তর: ব্যাসল্ট/অ্যান্ডিসাইট/রায়োলাইট।

3. কোন্ শিলাকে স্তরীভূত শিলা বলা হয়?

উত্তর: পাললিক শিলা।

4. বিশ্ববিখ্যাত তাজমহল কোন্ শিলা দিয়ে তৈরি হয়েছে?

উত্তর: মার্বেল পাথর।

5. বেলেপাথর কোন্ শিলায় রূপান্তরিত হয়? অথবা, একটি রূপান্তরিত শিলার উদাহরণ দাও। (সোদপুর হাইস্কুল)

উত্তর: কোয়ার্টজাইট।

6. একটি আম্লিক শিলার উদাহরণ দাও।

উত্তর: গ্রানাইট।

7. কোন্ মাটিতে তরমুজ, ফুটি, শালগম ভালো উৎপন্ন হয়?

উত্তর: বেলেমাটি।

৪. একটি আঞ্চলিক মাটির উদাহরণ দাও

উত্তর: পডসল।

9. ট্রেন ও ট্রাম লাইনে কোন্ শিলা ব্যবহার করা হয়?

উত্তর: ব্যাসল্ট।

10. মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখো।

 (পর্ষদ নমুনা)

উত্তর: জলবায়ু/জীবজগৎ/ভূপ্রকৃতি/জনকশিলা।

► প্রশ্ন-5 তোমার এলাকায় ধান বা পাটের খেত আছে?

উত্তর: হ্যাঁ, ধান ও পাট দু’রকম খেতই আছে।

▶ প্রশ্ন-1 তোমার অঞ্চলটার ভূপ্রকৃতি সমতল/ঢেউ খেলানো/খুব উঁচু নীচু।

উত্তর: সমতল।

প্রশ্ন-2 আশপাশে কোনো বনভূমি বা জঙ্গল আছে?

উত্তর: না, নেই।

▶ প্রশ্ন-3 জঙ্গল বা বাড়ির আশপাশের কী কী গাছ দেখতে পাও?

 উত্তর: আম, জাম, কাঠাল, বট, অশ্বত্থ, লিচু, শিমুল, নিম, তেঁতুল, তাল, বাঁশ, খেজুর, কলাগাছ প্রভৃতি।

▶ প্রশ্ন-6 গ্রামে বা পাড়ায় কীরকম ঘর বাড়ি আছে? কটা পাকা • বাড়ি ও কটা কাঁচা বাড়ি।

উত্তর: গ্রামে প্রায় অধিকাংশ বাড়িই কাঁচা বাড়ি। কাঁচা বাড়ির সংখ্যা প্রায় 780-810 টি। পাকাবাড়ির সংখ্যা প্রায় 230-240 টি।

▶ প্রশ্ন-7 কাঁচা বাড়িগুলি কী দিয়ে তৈরি?

উত্তর: অধিকাংশ কাঁচাবাড়িগুলি মাটির দেয়াল, বাঁশের চালা এবং টালি ও অ্যাসবেস্টাস দিয়ে ছাউনি করা। কিছু কাঁচাবাড়ির ছাউনি ধানের খড় দিয়ে তৈরি করা আছে।

প্রশ্ন-৪ বেশিরভাগ মানুষের জীবিকা বা পেশা কী?

উত্তর: কৃষিকাজ।

▶ প্রশ্ন-9 তোমার অঞ্চলে মাটি দিয়ে বানানো কোন্ কোন্ জিনিস তৈরি হয়?

উত্তর: পালপাড়ার কুমোর সম্প্রদায়ের মানুষরা মাটি দিয়ে হাঁড়ি, কলসি, ভাঁড়, ঘট, সরা, ঘড়া, মালসা, প্রদীপ, ধুনুচি, পাতকুয়াের পাত, প্রতিমা, পুতুল, মেটে (চাল রাখার পাত্র), চায়ের ভাঁড় প্রভৃতি।

প্রশ্ন-10 তাহলে তোমার অঞ্চলের মাটি কোন্ ধরনের বলে তোমার মনে হয়?

উত্তর: আমার অঞ্চলের অধিকাংশ মাটি মূলত এঁটেল মাটি। তবে গ্রামের প্রান্তভাগে বিক্ষিপ্তভাবে দোআঁশ মাটি লক্ষ করা যায়।

Short Question Answer

▶ প্রশ্ন-4 কোন্ কোন্ সবজি চাষ হয়?

উত্তর: আলু, পটল, উচ্ছে, বেগুন, লাউ, কুমড়ো, ঢেঁড়শ, কলা, সিম, বাঁধাকপি, ফুলকপি, পালংশাক, নটেশাক (সাদা ও লাল),

কাঁচালঙ্কা, বিনস, ওল, গাজর, বিট, ধনেপাতা, মেথিশাক, লাল আলু, ক্যাপসিকাম, টমেটো প্রভৃতি।

প্রশ্ন-২ ধারালো, সূঁচালো এই পাথরগুলি কি এভাবেই তৈরি হয়েছে? নাকি এভাবে ভাঙা হয়?

উত্তর: রেললাইনে ব্যবহৃত ব্যাসল্ট শিলা প্রাথমিক ও আগ্নেয়

শিলাস্তর থেকে সংগ্রহ করা হয়। প্রথমে পাহাড়-পর্বতকে ডিনামাইট দিয়ে ফাটানো হয়। এরপরে বিশালাকৃতির পাথরগুলিকে সেখানে ক্রেনের সাহায্যে তুলে পাথর ভাঙা মেশিনের মধ্যে দেওয়া হয়। এই পাথর ভাঙা মেশিনের সাহায্যে মানুষ তার নিজের প্রয়োজনে পাথরের বিশাল বিশাল টুকরোকে সূঁচালো, ছোটো, বড়ো বিভিন্ন আকৃতিতে তৈরি করে নেয়। রেললাইন সহ রাস্তাঘাট, বাড়িঘর বা মঠ-মন্দির বানাতে ব্যবহৃত হয়।

▶ প্রশ্ন-1 মাটিতে কী থাকে?

উত্তর: মাটি হল যৌগিক পদার্থ। এর মধ্যে খনিজ পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। মাটি যেসব উপাদান দিয়ে তৈরি, সেগুলি হল-(i) খনিজ পদার্থ (45%), (ii) জল (25%), (iii) বায়ু (25%), (iv) অন্যান্য পদার্থ (5%)। উল্লেখ্য এই অন্যান্য পদার্থের মধ্যে যেসব উপাদান থাকে, সেগুলি হল- (ক) উদ্ভিদ ও প্রাণীর পচে যাওয়া দেহ বা হিউমাস (80%), (খ) উদ্ভিদের পাতা, শিকড় (10%), (গ) অণুজীব (10%)।

► প্রশ্ন-2 এবার তোমার নিজের অঞ্চলের একটা সমীক্ষা করে ফেলো।

উত্তর: উত্তর সংকেত = তোমার পাঠ্যপুস্তকে প্রদত্ত সমীক্ষা পত্রটির সাহায্যে তোমরা তোমাদের নিজ নিজ অঞ্চলের বৈশিষ্ট্য অনুসারে সমীক্ষা করো।

বি.দ্র.-এখানে একটি নমুনা সমীক্ষা করে দেওয়া হলো।

  • শিক্ষার্থীর নাম: সৌজন্যা পাল। বিদ্যালয়ের নাম: কাশীনগর হাইস্কুল (উ.মা)। শ্রেণি: সপ্তম। বিভাগ-ক। ক্রমিক সংখ্যা-1। * বিষয়: ভূগোল। অধ্যায়: ষষ্ঠ (শিলা ও মাটি)। সমীক্ষার বিষয়: নিজ অঞ্চলের মৃত্তিকার প্রকৃতি, ফসল ও মানুষের জীবনযাত্রার প্রকৃতি অনুসন্ধান করা। জেলার নাম: দক্ষিণ ২৪ পরগনা। গ্রাম বা পাড়ার নাম: কাশীনগর (থানা, রায়দিঘি)। 05.10.2021। সময় বিকাল 3 টা। তারিখ :

Long Question Answer

• প্রশ্ন-1 ভেবে দেখেছো পৃথিবীতে এই পাথরগুলি এল কোথা থেকে?

উত্তর: পৃথিবী তার জন্মলগ্নে অত্যন্ত উত্তপ্ত গ্যাসীয় পদার্থের

একটি অগ্নিপিন্ড ছিল। তারপরে ক্রমশ তাপ বিকিরণ করে পৃথিবী তরল হয়। অতঃপর তরল পদার্থ থেকে আরও তাপ বিকিরণ করে শীতল কঠিন অবস্থায় এসেছে। পৃথিবী সৃষ্টির প্রাথমিক পর্যায়ে সর্বপ্রথম এই শিলার উৎপত্তি হয় বলে, একে প্রাথমিক শিলা বা আদি শিলা (Pry- Mary rock) বলে। এর পর ভূগর্ভস্থ ম্যাগমা বা ভূপৃষ্ঠস্থ লাভারূপে সঞ্চিত হয়ে আদি শিলারূপে আগ্নেয় শিলার (Igneous rock) উৎপত্তি হয়েছে, এই আগ্নেয় শিলা পরবর্তীকালে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়ের মাধ্যমে নুড়ি, কাঁকর, বালিতে পরিণত হচ্ছে। পরবর্তী সময়ে নদী বা বায়ু দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নীচে স্তরে স্তরে সঞ্চিত হয়ে পাললিক শিলার সৃষ্টি করেছে। ভূগর্ভের তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ায় পাললিক ও আগ্নেয় শিলা রূপান্তরিত শিলায় পরিণত হয়। পৃথিবীবতে এই পাথরগুলি হল বিভিন্ন ধরনের শিলা যা বিভিন্ন ভূতাত্ত্বিক প্রক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Fil In The Blanks

1. মৃত্তিকা সৃষ্টির পূর্ব শর্ত হল—।

উত্তর: রেগোলিথ।

2. —-মাটি কৃষিকাজের পক্ষে বিশেষ উপযোগী।

উত্তর: দোআঁশ মাটি।

3. মাটিতে জলের পরিমাণ থাকে —%।

উত্তর: 25।

4. ব্ল‍্যাকবোর্ড তৈরি করতে — পাথর ব্যবহার করা হয়।

উত্তর: শ্লেট।

5. সৈধব লবণ একপ্রকার — শিলা।

(আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল)

উত্তর: পাললিক।

6. তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত মাটি বলা হয় —- মৃত্তিাকাকে।

(বেলডাঙা সি. আর.জি. এস হাইস্কুল)

উত্তর: বেলে।

7. মাটিতে সম্পূর্ণভাবে বিশ্লিষ্ট জীব দেহাবশেষকে  — বলে। 

উত্তর: হিউমাস।

Ture And False

1. বিট লবণ এক ধরনের খনিজ পদার্থ।

উত্তর: শুদ্ধ

2. এঁটেল মাটিতে পলি বা কাদার পরিমাণ থাকে 75-90%।

উত্তর: শুদ্ধ

3. উপক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়।

উত্তর: অশুদ্ধ (নিরক্ষীয়)

4. শিলা একটি মৌলিক পদার্থ।

উত্তর: অশুদ্ধ (যৌগিক)

5. পাললিক শিলা নরম ও সহজেই ভেঙে যায়।

উত্তর: শুদ্ধ

6. শিল ও নোড়া চুনাপাথর দিয়ে তৈরি হয়।

উত্তর: অশুদ্ধ (বেলেপাথর)

7. স্কুলে ব্যবহৃত চক হল একটি পাললিক শিলা।

উত্তর: শুদ্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *