WBBSE Class 10 Science & Environment Chapter 2 গ্যাসের আচরণ Solution | Bengali Medium

Class 10 Chapter 2 Bengali Medium

গ্যাসের আচরণ

1. MCQs Question Answer

1. নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ p ও আয়তন । উন্নতা স্থির রেখে চাপ 25% বৃদ্ধি করলে আয়তন হবে-

(i) 0.8V

(ii) 0.6V

(iii) 0.75V 

(iv) 0.85 V

উত্তর  0.8V 

2. 1 Pa = কত dyn/cm²? 

(i) 1

(ii) 10 

(iii) 100 

(iv) 1000

উত্তর  10

3. বয়েলের সূত্রের p-V লেখচিত্রের প্রকৃতি হল-

(i) সরলরেখা

(ii) বৃত্ত 

(iii) অধিবৃত্ত 

(iv) সমপরাবৃত্ত

উত্তর সমপরাবৃত্ত

4. বয়েলের সূত্রের pv-p লেখচিত্রটি হল-

(i) p-অক্ষের সমান্তরাল

(ii)  pV-অক্ষের সমান্তরাল 

(iii)  সমপরাবৃত্ত 

(iv)  অর্ধবৃত্তাকার

উত্তর  অক্ষের সমান্তরাল

5. বয়েলের সূত্রের p – V লেখচিত্রটি হল- অথবা, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উন্নতা স্থির থাকলে p – V লেখচিত্রটি হল-

এই কেইটা পিছত বনাম

6. কোনো আবদ্ধ পাত্রের এ ক্ষেত্রফলযুক্ত তলে গ্যাস লম্বভাবে F বল প্রয়োগ করলে গ্যাসের চাপ- 

(i) p= F. A

(ii) p = AF

(iii)  p = FA

(iv)  p = FA

উত্তর   p = FA

7. 1 m^ 3 = কত cm ^ 3 ?

(i) 103

(ii) 104

(iii) 105

(iv) 106

উত্তর 106

8. lm3 =কত L?

(i) 1

(ii) 10

(iii) 100

(iv) 1000

উত্তর  1000

9. ঘরের তাপমাত্রায় 76 cm পারদস্তম্ভের চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1L। তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 38 cm পারদস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন হবে

(i) 1.5L

(ii)  2L

(iii) 3L 

(iv) 4L

উত্তর 2l

10. স্থির উন্নতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ভাগ করা হলে আয়তন বাড়বে- 

(i) 2 গুণ

(ii) 3 গুণ 

(iii) 4 গুণ 

(iv) 5 গুণ

উত্তর 4 গুণ

11. স্থির উন্নতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে ওর আয়তন

(i) দ্বিগুণ হবে

(ii) চারগুণ হবে 

(iii) অর্ধেক হবে 

(iv) একই থাকবে

উত্তর  অর্ধেক হবে

12. নীচের কোন্টি চাপের SI একক?

(i) N.m2

(ii) N.m-2

(iii) N.m

(iv) N

উত্তর N.m-2

13. 0 deg * C উয়তায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন । চাপ স্থির রেখে তাপমাত্রা 100 deg * C করা হলে আয়তন

(i) 293273V0

(ii) 283273V0

(iii) 303273V0

(iv) 373273V0

উত্তর  373273V0

14. স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো আদর্শ গ্যাসের v – t লেখচিত্র, তাপমাত্রা অক্ষকে কোন্ তাপমাত্রায় ছেদ করে? 

(i) 00C

(ii)  -136.50C

(iii) -2730C

(iv)  2730C

উত্তর -2730C

15. তাপমাত্রার কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়?

(i) সেলসিয়াস স্কেল

(ii) ফারেনহাইট স্কেল 

(iii) পরম স্কেল, 

(iv) পরম স্কেল (d) (a), (b), © তিনটিই

উত্তর  পরম স্কেল

16. স্থিরচাপে নির্দিষ্ট ভরের গ্যাসের V – T লেখচিত্রটি হল-

(i) মূলবিন্দুগামী সরলরেখা 

(ii) X-অক্ষের সমান্তরাল সরলরেখা 

(iii) উপবৃত্তাকার 

(iv) সমপরাবৃত্তাকার 

উত্তর  মূলবিন্দুগামী সরলরেখা

17. স্থিরচাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ৮ বনাম – t deg * C উয়তার লেখচিত্রটি হল

এই কেইটা পিছত বনাম

18. কোন্ ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক হয় না? 

(i) P বনাম T

(ii) V বনাম T

(iii) V বনামt 

(iv) V বনাম p

উত্তর V বনাম p

19. কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে v বনাম 1p   লেখচিত্রের প্রকৃতি হবে: 

(i) মূলবিন্দুগামী সরলরেখা 

(ii) X -অক্ষের সমান্তরাল সরলরেখা 

(iii) সমপরাবৃত্তাকার

(iv) কোনোটিই নয়

উত্তর মূলবিন্দুগামী সরলরেখা 

20. পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান হল- 

(i) 373 K 

(ii) 273 K

(iii)100 K

(iv) 0 K

উত্তর 373 K 

21. ফারেনহাইট স্কেলে পরম শূন্য উয়তার মান হল– – 

(i) -452.40F

(ii) -462.40F

(iii) -459.40F

(iv) -463.40F

উত্তর   -459.40F

22. সেন্টিগ্রেড স্কেলে পরম শূন্য উন্নতার মান কত? 

(i) 273 K

(ii) 323K 

(iii) 237 K

(iv) কোনোটিই নয়

উত্তর কোনোটিই নয়

23. প্রমাণ উন্নতার মান

(i) 0 K 

(ii) 100 K 

(iii) 273 K

(iv) 237 K

উত্তর   273 K

24. নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের স্থির চাপে তাপমাত্রা 0 deg * C থেকে 30 deg * C পর্যন্ত বৃদ্ধি করলে গ্যাসটির প্রাথমিক ও অন্তিম আয়তনের অনুপাত হল- 

(i) 91: 101

(ii) 91:100 

(iii) 91: 111

(iv) 91: 121

উত্তর 91: 101

25. কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে 0*C থেকে 273 deg * C পর্যন্ত উত্তপ্ত করা হলে অন্তিম আয়তন হবে প্রাথমিক আয়তনের- 

(i) 1.2 গুণ 

(ii) 1.5 গুণ 

(iii) 2 গুণ

(iv) 3 গুণ

উত্তর 2 গুণ

26. নীচের কোন্টি 303K-এর সমান? 

(i) 270C

(ii) 170C

(iii) 400C

(iv) 300C

উত্তর 

27. নীচের কোন্ উয়তাটির বাস্তবে অস্তিত্ব নেই?

(i) -2600C

(ii) -300C

(iii) 10K

(iv) -5 K

উত্তর  -5 K

28. কোন্ ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক হয় না? 

PV বনাম p 

V বনাম T

p বনাম V

V বনাম1p

উত্তর p বনাম V

29. পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদ্বুদ জলের ওপরে উঠে আসলে এর আয়তন

(i) কমে 

(ii) বাড়ে 

(iii) প্রথমে বাড়ে পরে কমে 

(iv) একই থাকে

উত্তর বাড়ে

30. বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কোন্‌ন্টি?

(i) আয়তন

(ii) উন্নতা 

(ii) ভর 

(iv) চাপ

উত্তর ভর

31. চার্লসের সূত্রে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ধ্রুবক রাশি হল গ্যাসের 

(i) আয়তন

(ii) কেলভিন স্কেলে উন্নতা

(iii) চাপ

(iv) সেলসিয়াস স্কেলে উয়তা   

উত্তর চাপ

32. বয়েল সূত্র অনুযায়ী pV – p লেখচিত্র কোন্টি?

এই কেইটা পিছত বনাম

33. অপরিবর্তিত চাপে আদর্শ গ্যাসেরএর মান মোল-সংখ্যার 

(i) ব্যস্তানুপাতিক 

(ii) সমানুপাতিক

(iii) বর্গের সমানুপাতিক 

(iv) বর্গের ব্যস্তানুপাতিক V/T

উত্তর সমানুপাতিক

2. Very Short Question Answer

1. CGS পদ্ধতিতে চাপের একক কী?

উত্তর CGS পদ্ধতিতে চাপের একক dyn/cm² |

2. SI-তে গ্যাসের চাপের একক কী?

[Madhyamik 2022]

উত্তর SI-তে গ্যাসের চাপের একক হল N / (m ^ 2) বা Pa।

3. Pa (পাস্কাল) ও N / (m ^ 2) -এর মধ্যে সম্পর্ক কী?

উত্তর Pa ও N / (m ^ 2) এর মধ্যে সম্পর্কটি হল-1 Pa = 1N / (m ^ 2) |

4. কোনো গ্যাসের চাপ কী কী বিষয়ের ওপর নির্ভর করে?

উত্তর কোনো গ্যাসের চাপ গ্যাসটির ভর, আয়তন ও উয়তার ওপর নির্ভর করে।

5. নির্দিষ্ট চাপে রাখা কিছু পরিমাণ গ্যাসের আয়তন কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?

উত্তর নির্দিষ্ট চাপে রাখা কিছু পরিমাণ গ্যাসের আয়তন গ্যাসটির উয়তার ওপর নির্ভর করে।

6. গ্যাসের আয়তন পরিমাপক একক কী?

উত্তর গ্যাসের আয়তন পরিমাপক একক হল লিটার (L)।

7. লিটারের সঙ্গে SI-তে আয়তনের এককের সম্পর্ক লেখো। অনুরূপ প্রশ্ন, লিটারের সঙ্গে ঘন মিটারের সম্পর্ক কী?

অনুরূপ প্রশ্ন, 1L= overline Phi*Phi * m ^ 3 ?

উত্তর লিটারের সঙ্গে SI-তে আয়তনের একক ঘন মিটারের সম্পর্ক: 1m ^ 3 = 10 ^ 3 * L

৪. কঠিন, তরল ও গ্যাস—এই তিন ধরনের পদার্থের মধ্যে কোন্‌ন্টিতে অণুগুলির মধ্যে আকর্ষণ সবচেয়ে বেশি?

উত্তর কঠিন, তরল ও গ্যাস-এই তিন ধরনের পদার্থের মধ্যে কঠিন পদার্থে অণুগুলির মধ্যে আকর্ষণ সবচেয়ে বেশি।

9. কঠিন, তরল ও গ্যাস-এই তিন ধরনের পদার্থের মধ্যে কোল্টিতে অণুগুলির মধ্যে আকর্ষণ সবচেয়ে কম?

উত্তর কঠিন, তরল ও গ্যাস-এই তিন ধরনের পদার্থের মধ্যে গ্যাসীয় পদার্থে অণুগুলির মধ্যে আকর্ষণ সবচেয়ে কম।

10. বয়েলের সূত্রে ধ্রুবক কী কী?

[Baharu Girls’ High School; Para Girls’ High School]

উত্তর বয়েলের সূত্রে ধ্রুবক হল-① গ্যাসের ভর ও② গ্যাসের উন্নতা।

 11. আন্তর্জাতিক সিদ্ধান্ত অনুযায়ী সেলসিয়াস স্কেলে পরম শূন্য উয়তা কত ধরা হয়?

উত্তর আন্তর্জাতিক সিদ্ধান্ত অনুযায়ী – 273.15 deg * C উয়তাকে পরম শূন্য উন্নতা ধরা হয়।

12. কোনো চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 deg * C উন্নতায় আয়তন

 13. আন্তর্জাতিক সিদ্ধান্ত অনুযায়ী সেলসিয়াস স্কেলে পরম শূন্য উয়তা কত ধরা হয়?

উত্তর আন্তর্জাতিক সিদ্ধান্ত অনুযায়ী – 273.15 deg * C উয়তাকে পরম শূন্য উন্নতা ধরা হয়।

14. পরম উয়তা কী?

উত্তর পরম স্কেল বা কেলভিন স্কেলে কোনো বস্তুর উন্নতা পরিমাপ করা হলে সেটাই হল পরম উয়তা।

15. পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত?

[Tarangapur Baral Haralal Girls’ High School]

উত্তর পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক 373 K।

16. চার্লসের সূত্রের V-: লেখচিত্রের প্রকৃতি কী?

উত্তর চার্লসের সূত্রের V-1 লেখচিত্রের প্রকৃতি হল সরলরেখা।

17. চার্লসের সূত্রের – লেখচিত্র উন্নতা অক্ষকে কোন্ উয়তায় ছেদ করে?

উত্তর চার্লসের সূত্রের V-! লেখচিত্র উন্নতা অক্ষকে – 273 deg * C উন্নতায় ছেদ করে।

18. চার্লসের সূত্রের V-T লেখচিত্রের প্রকৃতি কী? [Madhyamik 2020;

Taki Ramkrishna Mission High School;

উত্তর চার্লসের সূত্রের V-T লেখচিত্রের প্রকৃতি হল মূলবিন্দুগামী

Inter Madrasah (M.S.S.S.)] সরলরেখা।

19. চার্লসের সূত্রের V-T লেখচিত্র উয়তা অক্ষকে কোন্ উন্নতায় ছেদ করে?

উত্তর চার্লসের সূত্রের V-T লেখচিত্র উয়তা অক্ষকে 0K উন্নতায় ছেদ করে।

20. পরম শূন্য উন্নতার চেয়ে কম উয়তা বাস্তবে সম্ভব কি? উত্তর না, পরম শূন্য উয়তার চেয়ে কম উন্নতা বাস্তবে সম্ভব নয়।

25. স্থির চাপে কত °C উয়তায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে?

উত্তর চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে – 273 deg * C উয়তায় কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে।

26. কোনো বস্তুর উন্নতা 273 K পরিবর্তন হলে সেলসিয়াস স্কেলে এই পরিবর্তনের মান কত?

উত্তর 1K-এর পরিবর্তন = 1 deg * C এর পরিবর্তন। তাই বস্তুটির উয়তা 273 K পরিবর্তন হলে সেলসিয়াস স্কেলে এই পরিবর্তনের মান 273 deg * C

27. সেলসিয়াস স্কেলে 400 K উয়তার মান কত?

উত্তর সেলসিয়াস স্কেলে 400 K উয়তার মান = (400 – 273) deg * C = 127 deg * C |

28. কোনো বস্তুর উন্নতা 270 K থেকে বেড়ে 273 K হলে সেলসিয় স স্কেলে এর উয়তা কত বৃদ্ধি পাবে?

উত্তর বস্তুটির উন্নতা বৃদ্ধি = (273 – 270) * K = 3l যেহেতু 1K-এর পরিবর্তন = 1 deg * C -এর পরিবর্তন, তাই সেলসিয়াস স্কেলে উয়তা বৃদ্ধি হবে 3 deg * C ।

29. কোনো বস্তুর উয়তা 270K থেকে বৃদ্ধি পেয়ে 273 K হলে সেলসিয়াস স্কেলে বর্তমানে বস্তুটির উয়তা কত?

উত্তর বর্তমানে বস্তুটির উয়তা = 273K = (273 – 273) deg * C = 0 deg * C |

30. পরম শূন্য উয়তার মান কি গ্যাসের প্রকৃতি, ভর, আয়তন বা চাপের ওপর নির্ভরশীল?

উত্তর না, পরম শূন্য উয়তার মান গ্যাসের প্রকৃতি, ভর, আয়তন বা চাপের ওপর নির্ভরশীল নয়।

31. একটি আবদ্ধ পাত্রে কিছু গ্যাস আছে। বায়ু নিষ্কাশন পাম্পের সাহায্যে কিছু পরিমাণ গ্যাস বের করে নেওয়ায় গ্যাসের চাপ কমে গেল। চার্লসের সূত্র প্রয়োগ করে কি বলা যায় গ্যাসের উয়তা কমবে?

উত্তর এখানে গ্যাসের ভর স্থির থাকে না, তাই এক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য হবে না।

32. চাপ (p)-কে X-অক্ষ এবং চাপ ও আয়তনের গুণফল (pv)-কে Y- অক্ষ ধরে লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রটি কীরূপ হবে?

উত্তর লেখচিত্রের প্রকৃতি হল সরলরেখা। এটি চাপ অক্ষের সমান্তরাল হয়।

33. চার্লসের সূত্রানুযায়ী স্থির চাপে কোন্ উয়তায় যে-কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়?

উত্তর চার্লসের সূত্রানুযায়ী স্থির চাপে -273°C উয়তায় যে-কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়।

34. পরম উয়তা কী?

উত্তর পরম স্কেল বা কেলভিন স্কেলে কোনো বস্তুর উন্নতা পরিমাপ করা হলে সেটাই হল পরম উয়তা।

35. পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত?

উত্তর পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক 373 K।

36. চার্লসের সূত্রের V-: লেখচিত্রের প্রকৃতি কী?

উত্তর চার্লসের সূত্রের V-1 লেখচিত্রের প্রকৃতি হল সরলরেখা।

37. চার্লসের সূত্রের – লেখচিত্র উন্নতা অক্ষকে কোন্ উয়তায় ছেদ করে?

উত্তর চার্লসের সূত্রের V-! লেখচিত্র উন্নতা অক্ষকে – 273 deg * C উন্নতায় ছেদ করে।

38. চার্লসের সূত্রের V-T লেখচিত্রের প্রকৃতি কী? ;

উত্তর চার্লসের সূত্রের V-T লেখচিত্রের প্রকৃতি হল মূলবিন্দুগামী সরলরেখা।

39. চার্লসের সূত্রের V-T লেখচিত্র উয়তা অক্ষকে কোন্ উন্নতায় ছেদ

করে?

উত্তর চার্লসের সূত্রের V-T লেখচিত্র উয়তা অক্ষকে 0K উন্নতায় ছেদ করে।

40. কোনো বস্তুর উন্নতা 273 K পরিবর্তন হলে সেলসিয়াস স্কেলে এই পরিবর্তনের মান কত?

উত্তর 1K-এর পরিবর্তন = 1 deg * C এর পরিবর্তন। তাই বস্তুটির উয়তা 273 K পরিবর্তন হলে সেলসিয়াস স্কেলে এই পরিবর্তনের মান 273 deg * C

41. সেলসিয়াস স্কেলে 400 K উয়তার মান কত?

উত্তর সেলসিয়াস স্কেলে 400 K উয়তার মান = (400 – 273) deg * C = 127 deg * C |

42. কোনো বস্তুর উন্নতা 270 K থেকে বেড়ে 273 K হলে সেলসিয় স স্কেলে এর উয়তা কত বৃদ্ধি পাবে?

উত্তর বস্তুটির উন্নতা বৃদ্ধি = (273 – 270) * K = 3l যেহেতু 1K-এর পরিবর্তন = 1 deg * C -এর পরিবর্তন, তাই সেলসিয়াস স্কেলে উয়তা বৃদ্ধি হবে 3 deg * C ।

43. কোনো বস্তুর উয়তা 270K থেকে বৃদ্ধি পেয়ে 273 K হলে সেলসিয়াস স্কেলে বর্তমানে বস্তুটির উয়তা কত?

উত্তর বর্তমানে বস্তুটির উয়তা = 273K = (273 – 273) deg * C = 0 deg * C |

44. পরম শূন্য উয়তার মান কি গ্যাসের প্রকৃতি, ভর, আয়তন বা চাপের ওপর নির্ভরশীল?

উত্তর না, পরম শূন্য উয়তার মান গ্যাসের প্রকৃতি, ভর, আয়তন বা চাপের ওপর নির্ভরশীল নয়।

45. একটি আবদ্ধ পাত্রে কিছু গ্যাস আছে। বায়ু নিষ্কাশন পাম্পের সাহায্যে কিছু পরিমাণ গ্যাস বের করে নেওয়ায় গ্যাসের চাপ কমে গেল। চার্লসের সূত্র প্রয়োগ করে কি বলা যায় গ্যাসের উয়তা কমবে?

উত্তর এখানে গ্যাসের ভর স্থির থাকে না, তাই এক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য হবে না।

46. চাপ (p)-কে X-অক্ষ এবং চাপ ও আয়তনের গুণফল (pv)-কে Y- অক্ষ ধরে লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রটি কীরূপ হবে?

উত্তর লেখচিত্রের প্রকৃতি হল সরলরেখা। এটি চাপ অক্ষের সমান্তরাল হয়।

47. চার্লসের সূত্রানুযায়ী স্থির চাপে কোন্ উয়তায় যে-কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়?

উত্তর চার্লসের সূত্রানুযায়ী স্থির চাপে -273°C উয়তায় যে-কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়।

3. Short Question Answer

1 গ্যাসীয় পদার্থ বলতে কী বোঝ?

উত্তর: গ্যাসীয় পদার্থ হল পদার্থের এমন এক ভৌত অবস্থা যার নির্দিষ্ট আকার ও আয়তন নেই, আন্তরাণবিক আকষণ বল খুবই কম হওয়ায় অণুগুলির মধ্যে ব্যবধান অনেক বেশি হয় এবং অণুগুলি এলোমেলোভাবে সবদিকে গতিশীল হয়।

2 গ্যাসের ভৌত আচরণগুলি কোন্ কোন্ ভৌত রাশির সাহায্যে ব্যাখ্যা করা যায়?

উত্তর  গ্যাসের ভৌত আচরণগুলি নিম্নলিখিত ভৌত রাশিগুলি দ্বারা ব্যাখ্যা করা যায়-চাপ (p), আয়তন (V), উয়তা (T) ও গ্যাসের ভর (M)।

 3 বায়ুমণ্ডলীয় চাপ কীভাবে পরিমাপ করা হয়?

উত্তর ৯ ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করা হয়। ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা h হলে বায়ুমণ্ডলের চাপ, p = hdg যেখানে ঐ হল পারদের ঘনত্ব ও ৪ হল ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ।

 4. বায়ুপূর্ণ একটি বেলুনকে চাঁদে নিয়ে গেলে কী হবে?

উত্তর চাঁদে বায়ু না থাকার জন্য বায়ুর চাপও নেই। বায়ুপূর্ণ একটি বেলুনকে চাঁদে নিয়ে গেলে বেলুনের ভিতরের চাপের তুলনায় বাইরের চাপ একদম নগণ্য হবে। এই কারণে বেলুনটি আরও ফুলতে থাকবে বা প্রসারিতহতে থাকবে এবং অল্প সময় পরে সেটি ফেটে যাবে।

5. কেলভিন স্কেলে উন্নতার পাঠ ঋণাত্মক হওয়া সম্ভব কি?

উত্তর কেলভিন স্কেলে উয়তার পাঠ ঋণাত্মক হয় না কারণ OK বা -273°C-এর কম উয়তা বাস্তবে পাওয়া সম্ভব নয়। কেলভিন স্কেলে উয়তা ঋণাত্মক হলে চার্লসের সূত্রানুযায়ী স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের

আয়তন ঋণাত্মক হত যা বাস্তবে সম্ভব নয়।

Long Question Answer

1 গ্যাসের ধর্মগুলি লেখো।

উত্তর  গ্যাসের ধর্মগুলি নিম্নরূপ-

① গ্যাসের অণুর গতি: গ্যাসীয় পদার্থের অণুগুলি সর্বদাই গতিশীল। এদের গতি এলোমেলো এবং বেগের মান শূন্য থেকে অসীম পর্যন্ত হতে পারে।

② আকার ও আয়তন: গ্যাসের নির্দিষ্ট আকার ও আয়তন নেই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন দখল করে।

সংকোচনশীলতা ও প্রসারণশীলতা: গ্যাসের আন্তরাণবিক আকর্ষণ

বল খুবই কম হওয়ায় অণুগুলির মধ্যে ব্যবধান অনেক বেশি তাই উয়তা বৃদ্ধি বা চাপ হ্রাস করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় আবার উন্নতা হ্রাস বা চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হ্রাস পায়।

গ্যাসের চাপ: গ্যাসের অণুগুলি সর্বদা নিজেদের মধ্যে ও পাত্রের দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। অণুগুলি দেয়ালে ধাক্কা দিলে অণুগুলির ভরবেগের পরিবর্তন হয় অর্থাৎ অণুগুলি দেয়ালের ওপর বল প্রয়োগ করে। পাত্রের দেয়ালে লম্বভাবে প্রযুক্ত এই ধাক্কাজনিত বলই গ্যাসের চাপ।

2 গ্যাসের আয়তন কাকে বলে? CGS পদ্ধতি ও SI-তে আয়তনের একক কী?

2+1

উত্তর গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার বা আয়তন নেই। গ্যাসের অণুগুলির

মধ্যে আকর্ষণ নগণ্য এবং অণুগুলি এলোমেলোভাবে সর্বদা গতিশীল। কোনো

পাত্রে রাখলে গ্যাসের অণুগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে। কোনো পাত্রে রাখলে

গ্যাস সেই পাত্রের আয়তন দখল করে তাই কোনো আবদ্ধ পাত্রে গ্যাস রাখলে

আবদ্ধ পাত্রের আয়তনকেই গ্যাসের আয়তন ধরা হয়।

[ CGS পদ্ধতি ও SI-তে আয়তনের একক যথাক্রমে cm³ ও m³ |

3 বয়েলের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। [Sarada Prasad Institution] অনুরূপ প্রশ্ন, যে সূত্র থেকে আদর্শ গ্যাসের আয়তন ও চাপের মধ্যে সম্পর্কটি জানা যায় সেই সূত্রটি বিবৃত করো।অনুরূপ প্রশ্ন, যে সূত্র থেকে P₁V₁ = P₂V₂ সম্পর্কটি প্রতিষ্ঠিত হয়, সেই সূত্রটি বিবৃত করো।

উত্তর বয়েলের সূত্র: উয়তা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।

ব্যাখ্যা: নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ও চাপ p হলে, বয়েলের সূত্রানুযায়ী, Va (যখন উয়তা স্থির) p বা, V = p বা, PV = K যেখানে K একটি ধ্রুবক। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উয়তা স্থির থাকলে, P₁ চাপে গ্যাসের আয়তন V₁ এবং p₂ চাপে গ্যাসের আয়তন V₂ হলে বয়েলের সূত্রানুযায়ী, P1V1 = P2V2

V চিত্র 11

4 বয়েলের সূত্র অনুযায়ী গ্যাসের p-V লেখচিত্র আঁকো। লেখচিত্রের প্রকৃতি কী? 1+1 

উত্তর বয়েলের সূত্রানুযায়ী, স্থির উয়তায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে PV = ধ্রুবক হয়। গ্যাসের আয়তন (V)-কে ভুজ ও চাপ (p)-কে কোটি ধরে যে লেখচিত্র পাওয়া যায় তা 11 নং চিত্রে দেখানো হয়েছে। [ লেখচিত্রের প্রকৃতি সমপরাবৃত্ত।

5 বয়েলের সূত্র বিবৃত করার সময় নির্দিষ্ট ভরের গ্যাসের উল্লেখ থাকে কেন? বয়েলের সূত্রে সমানুপাতিক ধ্রুবকটির মান কীসের ওপর নির্ভরশীল? 2+1

উত্তর বয়েলের সূত্রটি বিবৃত করবার সময় নির্দিষ্ট ভরের কথা উল্লেখ করা হয়। গ্যাসের উন্নতা ও চাপ স্থির থাকলে ভর বাড়লে আয়তন বাড়ে ও ভর কমলে আয়তন কমে আবার গ্যাসের উয়তা ও আয়তন স্থির থাকলে ভর বাড়লে চাপ বাড়ে ও ভর কমলে চাপ কমে। গ্যাসের ভর যদি পরিবর্তিত হয় তাহলে গ্যাসের চাপ ও আয়তনও পরিবর্তিত হবে। [ কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ p ও আয়তন ৮ হলে বয়েলের সূত্রানুযায়ী, pV = K, যেখানে K একটি ধ্রুবক। এই ধ্রুবকটির মান গ্যাসের ভর, প্রকৃতি ও উন্নতার ওপর নির্ভরশীল।

 6. বয়েলের সূত্র থেকে গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করো।

উত্তর[ m ভরের কোনো গ্যাসের নির্দিষ্ট উয়তায় আয়তন ও চাপ p হলে বয়েলের সূত্রানুযায়ী PV = K, যেখানে K হল ধ্রুবক। p₁ চাপে গ্যাসটির আয়তন V₁ হলে ঘনত্ব,

P1 = m বা, V₁ = m P1 এবং p₂ চাপে একই উন্নতায় গ্যাসটির আয়তন V₂ হলে ঘনত্ব, P2 m = বা, V2 = বয়েলের সূত্রানুযায়ী পাই, m P2 P₁V₁ = P2V2 বা, P1m = P2m P1 P2 B = ধ্রুবক [যেখানে হল গ্যাসের ঘনত্ব] ρ বা, P1 = P2 P1 P2

এটিই হল স্থির উয়তায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক।

7. স্থির উয়তায় নির্দিষ্ট ভরের গ্যাসের pV-p লেখচিত্রে লেখচিত্রটি p-অক্ষের সমান্তরাল একটি সরলরেখা হয় কেন?

উত্তর নির্দিষ্ট ভরের গ্যাসের উয়তা স্থির থাকলে বয়েলের সূত্রানুযায়ী, pV = K, যেখানে p হল গ্যাসের চাপ, V হল আয়তন এবং K একটি ধ্রুবক।

এখন x-অক্ষ বরাবর চাপ p ও y-অক্ষ বরাবর PV-কে প্রকাশ করে লেখচিত্র আঁকলে লেখচিত্রটি অক্ষের সমান্তরাল একটি সরলরেখা হয় কারণ এক্ষেত্রে চাপ পরিবর্তন হলে pv পরিবর্তন হয় না, অর্থাৎ PV ধ্রুবক থাকে।

8 বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায়। এক্ষেত্রে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হয়? অথবা, বেলুনে ফুঁ দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে। এখানে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে কি? ব্যাখ্যা করো।

উত্তর বেলুন ফোলানোর সময় বেলুনের ভিতরের বায়ুর ভর স্থির থাকে না, আরও বায়ু প্রবেশ করানোর জন্য বেলুনের ভিতরের বায়ুর ভর বাড়তে থাকে। বয়েলের সূত্রে দুটি ধ্রুবক হল-গ্যাসের ভর ও উন্নতা। এক্ষেত্রে গ্যাসের ভর স্থির না থাকার জন্য বয়েলের সূত্র প্রযোজ্য হয় না। তাই যেখানে বয়েলের সূত্র প্রযোজ্যই নয়, সেক্ষেত্রে লঙ্ঘিত হওয়ার প্রশ্নও নেই।

9 একটি বেলুনের আকার বা আয়তন উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় কেন?

উত্তর ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়লে বায়ুর চাপ কমতে থাকে। বয়েলের সূত্রানুযায়ী আমরা জানি, নির্দিষ্ট ভরের গ্যাসের উয়তা স্থির থাকলে, চাপ কমলে আয়তন বাড়ে। যদি ধরে নেওয়া যায় ভূপৃষ্ঠ থেকে বেশ কিছুটা উচ্চতা পর্যন্ত উয়তা স্থির থাকে, তাহলে বেলুন ওপর দিকে উঠলে চাপ কমতে থাকে, তাই আয়তন বৃদ্ধি পায়।

10 গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদ্বুদ ওপরের দিকে ওঠার সময় আয়তনে বাড়ে কেন? 

উত্তর। গভীর হ্রদের নীচ থেকে যত ওপরের দিকে ওঠা যায়, জলের চাপ ততই কমতে থাকে। বায়ুর বুদ্বুদ গভীর হ্রদের তলদেশ থেকে ওপরদিকে উঠতে থাকলে বুদ্বুদের ওপর চাপ ক্রমশ কমতে থাকে। জলের উয়তা সর্বত্র সমান ধরে বয়েলের সূত্রানুযায়ী বলা যায় যে, বায়ুর গভীর হ্রদের তলদেশ থেকে ওপরের দিকে ওঠার সময় এর আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিকভাবে বাড়তে থাকে, অর্থাৎ চাপ কমলে আয়তন বাড়ে।

11 গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো।চার্লসের সূত্রটি ব্যাখ্যা করো।

উত্তর চার্লসের সূত্র: চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1°C উয়তা বৃদ্ধি বা হ্রাস করলে ০°C উয়তায় ওই গ্যাসের 1 আয়তনের হাও অংশ যথাক্রমে বৃদ্ধি 273 বা হ্রাস পায়।

ব্যাখ্যা: মনে করি, 0°C উয়তায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন Vo। চাপ স্থির রেখে গ্যাসের উন্নতা পরিবর্তন করা হলে চার্লসের সূত্রানুযায়ী, ° C উন্নতায় গ্যাসটির আয়তন হবে, V₁ = Vo(1+273)

12 পরম শূন্য উন্নতা কাকে বলে?চার্লসের সূত্র থেকে পরম শূন্য উয়তার মান নির্ণয় করো।1+2

উত্তর চার্লসের সূত্রানুযায়ী, স্থির চাপে -273° C উয়তায় যে-কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। এই উন্নতাকে পরম শূন্য উন্নতা বলা হয়।

[ 0°C উয়তায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন v₁ হলে চার্লসের সূত্রানুযায়ী, স্থির চাপে। °C উয়তায় গ্যাসটির আয়তন হবে, V₁ = Vo(1+273) এখন V₁ = বা, 1+ ০ হবে যদি Vo (1+273) 1+273 = 0 বা, = -1 273 = 0 হয়। বা, 1 = -273 অর্থাৎ চার্লসের সূত্রানুযায়ী-273°C উয়তায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাই-273°C হল পরম শূন্য উন্নতা।

13. পরম শূন্য উয়তাকে ‘পরম’ বলা হয় কেন?

উত্তর  চার্লসের সূত্র থেকে পরম শূন্য উয়তার যে ধারণা পাওয়া যায় তা গ্যাসের প্রকৃতি, ভর, আয়তন, চাপ বা অন্য ভৌত অবস্থার ওপর নির্ভরশীল নয়। যে-কোনো গ্যাসের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। এর চেয়ে কম উয়তা বাস্তবে পাওয়া সম্ভব নয়। পরম উয়তার ধারণা অনেক বেশি বিজ্ঞানসম্মত ও সর্বজনীন। এইজন্য পরম শূন্য উয়তাকে ‘পরম’ বলা হয়।

14. উয়তার পরম স্কেল কাকে বলে? সেলসিয়াস স্কেলের সঙ্গে কেলভিন স্কেলের সম্পর্ক লেখো। 2+1

উত্তর বিজ্ঞানী কেলভিন উয়তার একটি নতুন স্কেল প্রবর্তন করেন যার শূন্য বিন্দু (0) ধরা হয় -273 °C-কে এবং প্রতি ডিগ্রির মান ধরা হয় সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রির সমান। উয়তার এই স্কেলকে বলা হয় পরম স্কেল।

[ সেলসিয়াস স্কেলে কোনো বস্তুর উয়তার পাঠ। °C হলে পরম স্কেলে ওই উয়তার পাঠ, T = (273+1) K হবে।

 15 উয়তার কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে কোল্টি বেশি মৌলিক ও কেন?

উত্তর উয়তার কেলভিন স্কেলে OK বা পরম শূন্য উয়তার যে ধারণা পাওয়া যায় তা গ্যাসের ভর, আয়তন, চাপ বা অন্যান্য ভৌত

অবস্থার ওপর নির্ভর করে না। তাই পরম শূন্য উন্নতার ধারণা অনেক বেশি বিজ্ঞানসম্মত ও সর্বজনীন। কিন্তু তাপমাত্রার অন্য স্কেলে যে নিম্নস্থিরাঙ্ক ধরা হয় যেমন সেলসিয়াস স্কেলে জলের একটি বিশেষ ভৌত ধর্মকে ধরা হয়েছে যা বায়ুমণ্ডলীয় চাপের ওপর নির্ভরশীল। তাই কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে কেলভিন স্কেল অনেক বেশি মৌলিক।

16. পরম শূন্য উন্নতায় কোনো গ্যাসের আয়তন বাস্তবে কি শূন্য হয়ে যায়?

উত্তর চার্লসের সূত্রানুযায়ী, -273 °C উন্নতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। যদিও প্রকৃতপক্ষে বাস্তবে এরূপ ঘটে না কারণ ওই উন্নতায় পৌঁছোনোর অনেক আগেই গ্যাস তরলে রূপান্তরিত হয় এবং তরলের ক্ষেত্রে চার্লসের সূত্রটি প্রযোজ্য নয়। তাই বাস্তবে কোনো গ্যাসকে পরম শূন্য উন্নতা

পর্যন্ত ঠান্ডা করে গ্যাসের আয়তন শূন্য করা যায় না।

17. চার্লসের সূত্রটিকে লেখচিত্রের (৮ বনাম।) সাহায্যে প্রকাশ করো। লেখচিত্র থেকে পরম শূন্য উন্নতার ধারণা দাও।

উত্তর চার্লসের সূত্রানুযায়ী, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উন্নতা (৫)-কে ভুজ ও গ্যাসের আয়তন (V)-কে কোটি ধরে লেখচিত্র অঙ্কন করা হলে লেখচিত্রটি হবে একটি সরলরেখা [চিত্র 17]।

2+1

Po

-273°C

(°C)

18. [ সরলরেখাটিকে পিছন দিকে বাড়ালে রেখাটি উন্নতা অক্ষকে -273°C-এ ছেদ করে। অর্থাৎ স্থির চাপে -273 °C উয়তায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। এই উয়তাকে পরম শূন্য উয়তা বলা হয়।

চিত্র 17

Fill In The Blanks

True And False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *