Class 3 Chapter 8 Solution
সাবধানতা
Very Short Question Answer
১। কুমকুম গাড়িগুলিকে মুখোমুখি রেখে কোন্ দিক দিয়ে। হাঁটে?
উত্তর: ডানদিক দিয়ে হাঁটে।
২। কুমকুম গাড়িগুলিকে মুখোমুখি রেখে হাঁটে কেন?
উত্তর: যাতে সামনের দিক থেকে আসা গাড়িগুলি খেয়াল করতে পারে।
৩। ফুটপাথ থাকলে কুমকুম কী করে?
উত্তর: তার ওপর দিয়েই হাঁটে।
৪। রাস্তা পেরোবার আগে কী করা উচিত?
উত্তরঃ দু-দিক দেখে নেওয়া উচিত, গাড়ি আসছে কিনা।
৫। শহরে রাস্তা কার ওপর দিয়ে পেরোতে হয়?
উত্তর: জেব্রা ক্রসিং-এর ওপর দিয়ে পেরোতে হয়।
৬। জেব্রা ক্রসিং কী? (গভ. গার্লস এইচ. এস. স্কুল, পুরুলিয়া)
উত্তর: রাস্তায় টানা যে সাদা দাগগুলির ওপর দিয়ে সিগন্যাল মেনে আমরা রাস্তা পার করি সেগুলিই জেব্রা ক্রসিং।
৭। রাস্তা পারাপারের সময় কী দেখে পেরোতে হয়?
উত্তর: মানুষের ছবি দেওয়া সবুজ সিগন্যাল দেখে পেরোতে হয়।
৮। মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া কি উচিত?
উত্তরঃ না, উচিত নয়।
৯। মোটরবাইকে চাপলে কী পরে নিতে হবে?
উত্তরঃ হেলমেট পরে নিতে হবে।
১০। ঝড় এলে গাছতলায় যাওয়া উচিত নয় কেন?
উত্তরঃ গাছের ডালপালা ভেঙে পড়তে পারে, তাই ঝড় এলে গাছতলায় যাওয়া উচিত নয়।
১১। ঝড় এলে কোথায় আশ্রয় নেওয়া উচিত?
উত্তর: কোনো বাড়ির বারান্দায় আশ্রয় নেওয়া উচিত।
১২। ঝড়ের সময় ফাঁকা মাঠ দিয়ে যাওয়ার সময় বাজ পড়া শুরু হলে কী করা উচিত?
উত্তর: মাটিতে হাত-পা জড়ো করে ও মাথা নীচু করে বসে পড়া উচিত।
১৩। ভিজে জামা পরলে কী হয়?
উত্তরঃ হাঁচি, গলা খুশখুশ, নাকে জল প্রভৃতি কষ্ট হয়।
১। আনাজ কাটার আগে কী করা উচিত?
উত্তর: আনাজ ধুয়ে নেওয়া উচিত।
২। নখ কাটার আগে কী করা উচিত?
উত্তর: নখকে ভিজিয়ে নরম করে নেওয়া উচিত।
৩। কোদাল দিয়ে কী করা হয়?
উত্তর: বাগানের মাঠে মাটি কোপানো হয়।
৪। দরজার পাল্লার চাপে কার ল্যাজ কেটে যেতে পারে?
উত্তর: টিকটিকির ল্যাজ কেটে যেতে পারে।
৫। দরজা বন্ধ করার সময় কী খেয়াল রাখতে হবে?
উত্তর: যাতে দরজার চাপটা অন্য হাতে যেন না পড়ে-এই ব্যাপারে খেয়াল রাখতে হবে।।
Fill In The Blanks
১। খানিক পরে———————– পড়া বন্ধ হলো।
উত্তরঃ বাজ
২। শহরের রাস্তা পার হতে হয় ——————— দিয়ে।
উত্তরঃ জেব্রা ক্রসিং
৩। ———————- বাইকে চাপলে হেলমেট পরে নেয়।
উত্তরঃ মোটর
8। ———————- থাকলে তার ওপর দিয়েই হাঁটে।
উত্তরঃ ফুটপাথ
৫। বন্ধুর জামা ওদের একটু —————-হলো।
উত্তরঃ ঢিলে