WBBSE Class 4 Amader Paribesh Chapter 9 Solution | Bengali Medium

Class 4 Chapter 9 Solution

আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ

Very Short Quetion Answer

১। পানীয় জলের কারখানার জন্য জলে কী কী খারাপ ব্যাপার ঘটতে লাগল?

উত্তর: পানীয় জলের কারখানার জন্য নদীতে জল কমতে লাগল। পুকুরের মাছ মরতে লাগল।

২। যাঁরা কারখানা চালাবেন, তাঁদের কী বিষয়ে নজর রাখা দরকার?

উত্তর: যাঁরা কারখানা চালাবেন, তাঁদের দেখা উচিত যাতে কারখানার কাজের জন্য চারপাশের মাটি, জল, বাতাস যেন খারাপ না হয়।

৩। মাঠে বসানো জনা গাছটা মরে গেল কেন ? 

উত্তব়:মাঠেব় মাটি নোংব়া পড়ে বিষাক্ত হয়ে  গিয়েছিল। তাই জবা গাছটা মরে গেল।

৪। মাধোপুর গ্রামে খালটা কী কাজে লাগত?

উত্তর: মাধোপুর গ্রামে খাল থেকে চাষের জন্য জল নেওয়া হত। তাছাড়া খালের জলে মাছও পাওয়া যেত।

৫। খালটা প্রথমে কেমন ছিল?

উত্তর: প্রথমে খালে জল বয়ে যেত। তাতে মাছ খেলা করত।

৬। খাল মজে যাওয়ার ফলে কী হল?

উত্তর: খাল মজে যাওয়ার জন্য অল্প বৃষ্টিতে গ্রামে জল জমতে শুরু করল। কারণ খাল দিয়ে জল নামছিল না।

৭। তিন্নির অসুখ কী ছিল?

উত্তর: তিন্নির খুব কাশি হত। তার শ্বাস নিতে সমস্যা হত। 

৮। কীসের কীসের ধোঁয়া তিন্নিকে কষ্ট দিচ্ছিল?

উত্তর: সিগারেট ও গাড়ির ধোঁয়া তিন্নিকে কষ্ট দিচ্ছিল। 

৯। ডাস্টবিন থেকে পাড়ার কী ক্ষতি হচ্ছিল?

উত্তর: ডাস্টবিনে মরা ইঁদুর ও অন্যান্য নোংরা গলে পচে পড়েছিল, এর প্রভাবে নোংরা পরিবেশ তৈরি হয়েছিল।

১০। কীসের প্রভাবে তিন্নির দম আটকে যেত?

উত্তর: সিমেন্টের ধুলো ও রঙের ফোঁটায় তিন্নির দম আটকে যেত।

১১। জামভাজি কোথাকার মানুষ ছিলেন?

উত্তর: রাজস্থানের মানুষ ছিলেন।

২। বিশনয়রা জামভাজির কটা উপদেশ মেনে চলে?

উত্তর: উনত্রিশটা উপদেশ মেনে চলে।

৩। বিশনয় মানে কী?

উত্তর: উনত্রিশ।

৪। আমাদের দেশের উত্তরভাগ জুড়ে কোন পর্বতমালা রয়েছে?

উত্তর: হিমালয়।

৫। আরাবারি কোথায় অবস্থিত?

উত্তর: পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত।

৬। শিলং কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: মেঘালয় অবস্থিত।

৭। মফলং পবিত্র বনভূমিতে কী করা গভীরভাবে নিষিদ্ধ?

উত্তর: ফুল-ফল বা পাতা ছেঁড়া নিষিদ্ধ।

৮। শিলং থেকে মফলং বনভূমি কত কিমি দূরে অবস্থিত?

উত্তর: ২৫ কিমি।

১৯। বিশনয় কারা?

উত্তর: রাজস্থানের কিছু মানুষ জামভাজির উনত্রিশটা উপদেশ মেনে চলেন। এঁরা হলেন বিশনয়।

২০। বিশনয়রা পরিবেশের সঙ্গে কীভাবে চলে?

উত্তর: বিশনয়রা পশুপাখির ক্ষতি করে না। তারা কারণ ছাড়া গাছপালা কাটে না।

২১। বিশনয়দের গ্রামে দেখা যায় এমন একটি পশু ও পাখির নাম লেখো।

উত্তর: বিশনয়দের গ্রামে হরিণ ও ময়ূর দেখা যায়।

২২। গাছ কোথায় কোথায় লাগানো যেতে পারে?

উত্তর: রাস্তার দুধারে, ফাঁকা জমিতে গাছ লাগানো যেতে পারে।

২৩। হিমালয়ের গাছকাটা কেন ভারত সরকার নিষিদ্ধ করলেন?

উত্তর: সুন্দরলাল বহুগুণা কলকারখানা আর জ্বালানির জন্য

Short Quetion Answer

১। রসুলদের গ্রামে প্রথমে কীরকম অবস্থা ছিল?

উত্তর: রসুলদের গ্রামের পাশে নদী থাকার জন্য সারাবছর জলের জোগান ছিল। সবারই জমি ছিল বলে চাষবাস ভালো হত। অনেক ফসল ফলত।

২। পানীয় জলের কারখানার জন্য গ্রামের মাটির কী ক্ষতি হল?

উত্তর: পানীয় জলের কারখানার নোংরা গ্রামের মাটিতে মিশতে লাগল। ফলে মাটি বিষিয়ে উঠল। এথেকে মানুষজন অসুখে ভুগতে লাগল।

৩। যাঁরা কারখানা চালাবেন, তাঁদের কী বিষয়ে নজর রাখা দরকার?

উত্তর: যাঁরা কারখানা চালাবেন, তাঁদের দেখা উচিত যাতে কারখানার কাজের জন্য চারপাশের মাটি, জল, বাতাস যেন খারাপ না হয়।

৪। বাবলিদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল কেন?

উত্তর: বাবলিলেছিপাড়ার মাঠের পাশে ডাস্টবিন তৈরির কাজ তাই বহু লোক পাঁচিল ভাঙা, গাছ কাটার মতো কাজ করছিল। এর ফলে চারদিকের বাতাসে ধুলো ছড়িয়ে যায়। ফলে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।

৫। অমিতাভদের পাড়ায় ডাস্টবিন তৈরি হওয়ার পর কী হল?

উত্তর: অমিতাভদের পাড়ায় ডাস্টবিন তৈরি হওয়ার পর লোকে সেখানে নোংরা ফেলতে থাকে। ক্রমশ চারদিকেই জঞ্জাল ছড়িয়ে যায়। দুর্গন্ধে গা গোলাতে থাকল।

৬। মাটি কেন খারাপ হয়?

উত্তর: যদি মাটির কণা জলে ধুয়ে যায়, তবে মাটি খারাপ হয়। আবার যে বিষাক্ত পদার্থগুলি মাটিতে ফেলা উচিত নয়, সেগুলি মাটিতে মিশলেও মাটি খারাপ হয়।

৭। মাটি নোংরা হলে কী কী ক্ষতি হয়?

উত্তর: মাটি নোংরা হলে মাটির গুণ নষ্ট হয়। তখন মাটিতে গাছ হয় না। আর বিষাক্ত নোংরা মাটিতে থাকা প্রাণীদের শেষ করে দেয়।

৮। খালটা মজে গেল কীভাবে?

উত্তর: গ্রামের যাবতীয় নোংরা খালের জলে ফেলা হতে লাগল। বহু রকমের নোংরা, প্লাস্টিকের বোতল,প্যাকেট ইত্যাদি পড়ে খালে জলের প্রবাহকে আটকে দিল। ফলে খালটা মজে গেল।

৯। পোকামারা বিষ খালের কী ক্ষতি করল?

উত্তর: চাষের খেতে ব্যবহার করা পোকামারা বিষ নালার জলে গুলে এসে মেশে। নালার মাধ্যমে সেই জল খালে মিশে মাছেদের মেরে দেয়।

১০। জামভাজি কে ছিলেন?

উত্তর: রাজস্থানে আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে জামভাজি নামে এক জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে ও শান্তিতে থাকতে উপদেশ দিতেন। পরিবেশ ভালো রাখতেও বলতেন।

১১। বিশনয়ি মেয়েরা কীভাবে প্রাণ দিল?

উত্তর: রাজার লোকেরা জঙ্গলে গাছ কাটতে এসেছিল। বিশনয়ি মেয়েরা গাছ জড়িয়ে ছিল। বাধা পেয়ে শেষ পর্যন্ত রেগে গিয়ে সৈন্যরা গাছের সঙ্গে তাদেরও হত্যা করল।

১২। হিমালয়ের গাছকাটা কেন ভারত সরকার নিষিদ্ধ করলেন?

উত্তর: সুন্দরলাল বহুগুণা কলকারখানা আর জ্বালানির জন্যহিমালয়ে গাছ কাটা থামাতে এলেন। তিনি গ্রামের মানুষকে বোঝালেন। সেই মানুষরাও গাছ বাঁচাবার জন্য গাছ জড়িয়ে ধরে ছিল। গাছ বাঁচানোর উদ্দেশ্যে সবাই গোটা হিমালয় জুড়ে হাঁটলেন। তখন ভারত সরকার হিমালয়ে নীচের জঙ্গলের গাছ কাটা নিষিদ্ধ করেন।

১৩। আরাবারিতে কী হয়েছিল?

উত্তর: আরাবারিতে জীবন চালাবার জন্য মানুষ গাছ কাটত। এই গাছ কমে যাওয়া থামাতে এগিয়ে এলেন অজিত কুমার ব্যানার্জি। তাঁর বোঝানোর ফলে গ্রামের মানুষরা শাল গাছের চারা বসাতে শুরু করল। এর থেকেই গড়ে উঠল একটি বিশাল বন।

১৪। পবিত্র বনভূমি সম্বন্ধে দুকথা লেখো।

উত্তর: মেঘালয়ের শিলং থেকে ২৫ কিমি দূরে মফলং বনভূমি আছে। এই জঙ্গল শান্ত ও ঘন। বনে কুর্জি গাছ ও অনেক ভেষজ উদ্ভিদ আছে। খাসি ও জয়ন্তিয়ারা একে রক্ষা করে। এই জঙ্গলে ফুল, ফল ও পাতা ছেঁড়া বারণ।

Fill In The Blanks

১। কারখানার প্রভাবে—————মাছ মরতে লাগল।

২। কারখানার নোংরা জল থেকে মাটিতে———— মিশতে লাগল।

৩। কারখানা হলে অনেকে —————-পায়।

৪। রাসায়নিক বিষে —————দূষিত হয়।

উত্তর: ১। জমি, ২। পানীয় জল, ৩। পুকুরের, ৪। বিষ, ।

৫। বাবলিদের পাড়ার মাঠের পাশে কেউ——————ভাঙছিল।

৬। মাঠের গায়ে একটা————– তৈরি হল।

৭। পাড়ায় সর্বত্র —————-ছড়িয়ে গেল।

৮। মাটির কণা ————–ধুয়ে বেরিয়ে গেলে মাটি খারাপ হয়। 

৯। মাটি নোংরা হলে মাটির —————নষ্ট হয়।

উত্তর: ৫। পাঁচিল, ৬। ডাস্টবিন, ৭। জন্মাল, ৮। জলে, ৯। গুণ।

১০। খালের মধ্যে————–বোতল ভাসছে। 

 ১১। খালের পাশে————–জমি ছিল।

১২। বাড়ির নোংরা————- ফেলাহচ্ছিল।

১৩।——————- বিষের কারণে খালে মাছ মরছিল।

১৪। একটু —————-হলেই গ্রামে জল জমে যেত।

উত্তর: ১০। প্লাস্টিক, ১১। চাষের, ১২। খালে, ১৩। পোকামারা, ১৪। বৃষ্টি।

১৫। জামভাজি আজ থেকে প্রায়————– বছর আগে ছিলেন।

১৬। বিশনয়দের গ্রামের আনাচে কানাচে————— চরে বেড়ায়।

১৭।—————- মেয়েরা গাছ বাঁচাতে প্রাণ দিল।

১৮। ——————গাছ থেকে আরাবাবিতে মানুষের জীবন চালানোর খরচ উঠতে লাগল।

১৯।—————– ও কলকারখানার জন্য হিমালয়ের নীচের জঙ্গল কাটার চেষ্টা হয়েছিল।

২০। —————, জয়ন্তিয়ারা মফলং বনভূমিতে রক্ষা করেন।

উত্তর: ১৫। সাড়ে পাঁচশো। ১৬। ময়ূর। ১৭। বিশনয়ি। ১৮। জ্বালানি। ১৯। শাল। ২০। খাসি।

True And False

১. জঞ্জাল ফেলা হয়- ডাস্টবিনে/মাঠে/বারান্দায়।

২. মাটি নোংরা হলেও মাটির জীব-বেঁচে থাকে/বাড়ে/মরে যায়।

৩. মাটির কণা জলে ধুয়ে গেলে মাটি ভালো থাকে/নষ্ট হয়ে যায়/কম উর্বর হয়।

৪. জৈব সার/রাসায়নিক সার/হাড় গুঁড়ো/ মাটিকে বিষিয়ে দেয়।

৫. পরিবেশের ধুলোয়/জলে/পাতায় শ্বাস কষ্ট হয়।

উত্তর: ১। ডাস্টবিনে ২। মরে যায়। ৩। নষ্ট হয়ে যায়। ৪। রাসায়নিক সার। ৫। ধুলোয়।

৬। বিশনয়িরা জামভাজির (পঁচিশটা / উনত্রিশটা/ ছাব্বিশটা) উপদেশ মানে।

৭। রাস্তার (দুধারে/ মাঝখানে/ একপাশে) গাছ লাগানো উচিত।

৮। হিমালয়ের (গ্রামগুলোকে/ শহরগুলোকে) ঘিরে রেখেছে বন।

৯। আরাবারিতে গাছ লাগানোর ব্যবস্থা করেন (রণজিত দাস/সুজিত কুমার ভট্টাচার্য/অজিত কুমার ব্যানার্জি)।

১০। মফলং-এ (ভুর্জি/ কুর্জি/সুজি) গাছ পাওয়া যায়।

উত্তর: ৬। উনত্রিশটা, ৭। দুধারে, ৮। গ্রামগুলোকে, ৯। অজিত কুমার ব্যানার্জি, ১০। ভুর্জি।