WBBSE Class 4 Bangla Chapter 10 Solution | Bengali Medium

Class 4 Chapter 10 Solution

বিচিত্র সাধ

Very Short Quetion Answer

১. সহজপাঠ বইটির লেখকের নাম কী?

উ: ‘সহজপাঠ’ গ্রন্থটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।

২. কবি রবীন্দ্রনাথ কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান?

উ: কবি রবীন্দ্রনাথ ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।

৩. কবিতার কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায়?

উ: কবিতার কথক বাড়ির গলি দিয়ে পাঠশালায় যায়।

৪. পাঠশালায় যাওয়ার পথে কথকের মনে কোন কল্পনা জেগে ওঠে?

উ: পাঠশালায় যাবার পথে কথকের মনে ফেরিওয়ালা হয়ে ফেরি করবার কল্পনা জাগে।

৫. সারাদিনের শেষে বাড়ি ফেরার পথে সে কী দেখতে পায়?

উ: সারাদিনের শেষে বাড়ি ফেরবার পথে কথক দেখতে পায় বাবুদের বাগানে মালি গাছের যত্ন করছে।

৬. রাতের বেলা জানলা দিয়ে বক্তা কাকে দেখে?

উ: রাতের বেলা জানালা দিয়ে বক্তা পাগড়িওয়ালা পাহারাদারকে দেখে।

Short Quetion Answer

১. মালির জীবনের সঙ্গে বক্তার নিজের জীবনের অমিলগুলি কী?

উ: মালির জীবনের সঙ্গে বক্তার জীবনের অমিলগুলি হল- মালি ইচ্ছামতো বাগানে গাছের পরিচর্যা করে। কিন্তু কথকের ক্ষেত্রে তা সম্ভব নয়। মালি মাটি ধুলো নিয়ে কাজ করে। তার গায়ে লাগে সে জন্য সে তার মা বাবার কাছে বকুনি খায় না। কিন্তু কথকের এমন কাজের জন্য বকুনি জোটার সম্ভাবনা আছে।

২. ফেরিওলার জীবনের কোন্ বিষয়গুলি বক্তাকে আকর্ষণ করে?

উ: ফেরিওলা স্বাধীন জীবনের অধিকারী। নিজের খেয়ালে তার চলা। খাবার বা বাড়ি ফেরার তার নির্দিষ্ট কোনো সময় নেই। ইচ্ছেমতো সে যে কোনো কাজ করতে পারে। এগুলিই কথককে আকর্ষণ করে।

৩. বক্তার দৃষ্টি অনুযায়ী রাতের দৃশ্য বর্ণনা করো।

উ: রাতের অন্ধকার গলিতে লোকজন খুব বেশি চলাফেরা করে না। গ্যাসের মিটমিটে আলোয় পাহারাওয়ালা লণ্ঠন হাতে বাড়ি পাহারা দেয়।

Grammar

১.বাক্যরচনা করো:

কোদাল, পাগড়ি, গলি, খুশি, ফেরিওলা

উ: কোদাল- কৃষক মাঠে কোদাল নিয়ে কাজ করে।

পাগড়ি – পাহারাওয়ালার পাগড়িটা নোংরা হয়ে আছে।

গলি – গলির মাথায় চায়ের দোকানে অনেক ছেলে আড্ডা দেয়।

খুশি – সন্তানের খুশিতে মা বাবার খুশি।

ফেরিওলা – পথে হাঁক দিয়ে ফেরিওলা ফেরি করে বেড়ায়।

২. বিপরীত অর্থ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো:

অখুশি, ময়লা, আলো, নেভে, যাই, অনিচ্ছা, কুড়িয়ে, বসে।

উ:  অখুশি-খুশি।  ময়লা-সাফ;  আলো- অন্ধকার।  নেভে-জ্বলে।  যাই-ফিরি।  অনিচ্ছা-ইচ্ছা। কুড়িয়ে-ফেলে।  বসে-দাঁড়িয়ে।

৩. প্রতিশব্দ লেখো:

মা, রাত, ধুলো, ফুল, বাগান, পাঠশালা

উ: মা- জননী, জন্মদাত্রী, মাতা, গর্ভধারিনী।

রাত – নিশি, নিশা, রজনী, শর্বরী।.

ধুলো- ধূলা, ধূলি, রজ, ধুল।

ফুল- প্রসূন, কুসুম, ফুল্ল, পুষ্প।

বাগান – উদ্যান, কানন।

পাঠশালা- বিদ্যালয়, শিক্ষালয়, শিক্ষাস্থল।