WBBSE Class 6 Geography Chapter 3 Solution | Bengali Medium

Class 6 Chapter 3 Solution

তুমি কোথায় আছো

MCQ

1. নিরক্ষরেখার পরিধি-

(i) সবথেকে ছোটো

(ii) সবথেকে বড়ো

(iii) অক্ষরেখাগুলির সমান

উত্তর: (iii) অক্ষরেখাগুলির সমান

2. মকরক্রান্তিরেখার মান হল-

(i) 667° উত্তর

(ii) 23° উত্তর

(iii) 23° দক্ষিণ

উত্তর: (ii) 23° উত্তর

3. পৃথিবীর অক্ষ অক্ষতলের সঙ্গে হেলে রয়েছে-

(i) 66½° কোণে

(ii) 23° কোণে

(iii) 90° কোণে

উত্তর: (i) 66½° কোণে

4. পৃথিবীর উত্তরমেরুকে বলে-

(i) কুমেরু

(ii) সুমেরু

(iii) পূর্ব মেরু

উত্তর: (ii) সুমেরু

5. নীচের কোনটি পূর্ণবৃত্ত?

(i) অক্ষরেখা

(ii) দ্রাঘিমারেখা

(iii) পৃথিবীর কক্ষপথ

উত্তর: (i) অক্ষরেখা

6. নিরক্ষরেখা পৃথিবীকে ভাগ করেছে-

(i) পূর্ব-পশ্চিম গোলার্ধে

(ii) উত্তর-দক্ষিণ গোলার্ধে

(iii)উত্তর-পশ্চিম গোলার্ধে

উত্তর: (ii) উত্তর-দক্ষিণ গোলার্ধে

7. পৃথিবীর মাঝখানে ঠিক কেন্দ্র ভেদ করে প্রসারিত রেখাটি হল-

(i) পৃথিবীর অক্ষ

(ii) উত্তরমেরু

(iii) পৃথিবীর কক্ষ

উত্তর: (i) পৃথিবীর অক্ষ

৪. অক্ষরেখাগুলির পরিধি-

(i) সর্বত্র সমান

(ii) মেরুর দিকে ক্রমশ বড়ো হতে থাকে

(iii) মেরুর দিকে ক্রমশ ছোটো হতে থাকে

উত্তর: (iii) মেরুর দিকে ক্রমশ ছোটো হতে থাকে

9. মূলমধ্যরেখা যে শহরের ওপর দিয়ে গেছে-

(i)   লন্ডন

(ii)  জার্মান

(iii) আমেরিকা যুক্তরাষ্ট্র

উত্তর: (i)   লন্ডন

10. মোট দ্রাঘিমারেখার সংখ্যা হল-

(i) 300টি

(ii)  360টি

(iii)  90টি

উত্তর: (ii)  360টি

11. দ্রাঘিমারেখা দ্বারা জানা যায় কোন স্থান-

(i) মূলমধ্যরেখার কতটা উত্তরে বা দক্ষিণে আছে

(ii) মূলমধ্যরেখার কতটা পূর্বে বা পশ্চিমে আছে

(iii) নিরক্ষরেখার কতটা উত্তরে বা দক্ষিণে আছে

উত্তর: (ii) মূলমধ্যরেখার কতটা পূর্বে বা পশ্চিমে আছে

12. পৃথিবীতে কোনো জায়গার অবস্থান নির্ণয় করা হয়-

(i) নির্দিষ্ট বিন্দুর সাহায্যে

(ii) কাল্পনিক রেখার সাহায্যে

(iii) নির্দিষ্ট বিন্দু ও কাল্পনিক রেখার সাহায্যে

উত্তর: (iii) নির্দিষ্ট বিন্দু ও কাল্পনিক রেখার সাহায্যে

13. পৃথিবীর কৌণিক মাপ হল-

(i) 360°

(ii) 300°

(iii) 90°

উত্তর: (ii) 300°

14. নিরক্ষরেখার মান হল-

(i) 180°

(ii) 90°

(iii) 0°

উত্তর: (ii) 90°

15. অক্ষরেখাগুলি হল-

(i) পূর্ণবৃত্ত

(ii) লম্বাটে

(iii) অর্ধবৃত্ত

উত্তর: (i) পূর্ণবৃত্ত

16. পৃথিবীতে মোট অক্ষরেখা কল্পনা করা হয়েছে-

(i) 90টি

(ii) 180টি

(iii) 179টি

উত্তর: (iii) 179টি

17. মূলমধ্যরেখার মান-

(i) 90°

(ii) 0°

(iii) 180°

Very Short Question Answer

  1. x থেকে x’ যেতে গেলে সবথেকে ছোটো পথ কোনটা? সরলরেখাটা না বক্ররেখাটা?
    উত্তর: বক্ররেখাটি।

2. দ্রাঘিমারেখা বলতে কী বোঝো?

উত্তর: ভূগোলকের ওপর সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত যে অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত আছে, তাদের দ্রাঘিমারেখা বলে। এগুলি অক্ষরেখাগুলিকে 90° কোণে ছেদ করেছে।

3. পৃথিবীর কোনো স্থানের পরিচয় জানতে কোন্ কোন্ রেখার সাহায্য নেওয়া হয়?

উত্তর: পৃথিবীর কোনো স্থানের পরিচয় জানতে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার সাহায্য নেওয়া হয়।

4. মূলমধ্যরেখা কাকে বলে?

উত্তর: গ্রেটার লন্ডনের রয়‍্যাল গ্রিনউইচ নামক স্থানের ওপর দিয়ে যে ০° দ্রাঘিমারেখা কল্পনা করা হয়েছে, তাকে মূলমধ্যরেখা বলে। এই রেখাটি পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে।

5. দেশান্তররেখা কী?

উত্তর: দ্রাঘিমারেখার সাহায্যে কোন্ দেশ কতটা পূর্বে অথবা পশ্চিমে তা জানা যায়। তাই দ্রাঘিমারেখাকে দেশান্তররেখা বলে।

6. পৃথিবীর কক্ষপথ কাকে বলে?
উত্তর: যে নির্দিষ্ট পথ, ধরে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, সেই পথটিকে পৃথিবীর কক্ষ বা কক্ষপথ (orbit) বলে। এই কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার এবং পরিধি প্রায় 96 কোটি কিমি।

(i) লন্ডনের গ্রিনউইচ শহরের ওপর দিয়ে যে রেখা টানা হয়েছে।

উত্তর: মূলমধ্যরেখা

(ii) যে পূর্ণবৃত্তরেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে।

উত্তর: মহাবৃত্ত

সূত্র: উপর-নীচ-

(i) 66½° দক্ষিণ অক্ষরেখা।

উত্তর: কুমেরুবৃত্তরেখা

(ii) নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে।

উত্তর: নিরক্ষীয় তল

1. নিরক্ষরেখার মান কত ডিগ্রি?

উত্তর:

2. মূলমধ্যরেখা পৃথিবীকে ক-টি গোলার্ধে ভাগ করেছে?

উত্তর: দুটি।

3. উত্তরমেরু বিন্দুর মান কত ডিগ্রি?

উত্তর: 90° উত্তর।

4. দ্রাঘিমার সংখ্যা মোট ক-টি?

উত্তর: 360টি।

5. সূর্যের উন্নতি কোণ মাপা হয় কোন্ যন্ত্র দ্বারা?

উত্তর: সেক্সট্যান্ট যন্ত্রের দ্বারা।

6. অক্ষরেখাগুলির মধ্যে পারস্পরিক ব্যবধান কত?

উত্তর: 111.1 কিলোমিটার।

7. প্রত্যেক দ্রাঘিমারেখা নিরক্ষরেখাকে কত ডিগ্রি কোণে ছেদ করে?

উত্তর: 90°।

৪. পৃথিবীর অক্ষ কাকে বলে?

উত্তর: পৃথিবীর কেন্দ্র ভেদ করে প্রসারিত যে রেখাটি উত্তর ও দক্ষিণ মেরুকে সংযুক্ত করে, তাকে পৃথিবীর অক্ষ বলে।

9. সুমেরুবৃত্তরেখার মান কত?

উত্তর: 66° উত্তর।

10. নিরক্ষরেখার অপর নাম কী?

উত্তর: বিষুবরেখা।

11. নিরক্ষরেখা পৃথিবীকে কোন্ কোন্ গোলার্ধে ভাগ করেছে?

উত্তর: উত্তর ও দক্ষিণ গোলার্ধ।

12. পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা কল্পনা করা হয়েছে?

উত্তর: 179টি।

13. কোন্ দ্রাঘিমারেখা ভারতবর্ষকে পূর্ব-পশ্চিমে সমান দু-ভাগে ভাগ করেছে?

উত্তর:  82°30′ পূর্ব দ্রাঘিমারেখা।

14. কত খ্রিস্টাব্দে মূলমধ্যরেখার স্থান নির্ধারণ করা হয়?

উত্তর 1884 খ্রিস্টাব্দে।

15. কক্ষতল কাকে বলে?

উত্তর: জন কক্ষপথ যে তলে অবস্থান করে, তাকে কক্ষতল বলে।

16. মূলমধ্যরেখাটি কোন শহরের ওপর দিয়ে গেছে?

উত্তর: লন্ডনের গ্রিনউইচ।

17. পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে?

উত্তর: 66 1°

              2 

18. ভারতের ওপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখাটি বিস্তৃত হয়েছে?

উত্তর:  কর্কটক্রান্তিরেখা।

19. 180° দ্রাঘিমারেখাটির অপর নাম কী?

উত্তর: আন্তর্জাতিক তারিখরেখা।

20. ‘বিষুব’ কথাটির অর্থ কী?

উত্তর: দিনরাত সমান।

21. ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমার মান কত?

উত্তর: 82°30′ পূর্ব।

22. যে রেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ সমান দুটি ভাগে ভাগ করছে, তার নাম কী?
উত্তর: ত্তির বিষুবরেখা।

23.উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধের কমপক্ষে পাঁচটি করে দেশের নাম খুঁজে বার করে লিখে ফেলো।

উত্তর: গোলার্ধের দেশ: ভারত, মেক্সিকো, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কানাডা।

24.দক্ষিণ গোলার্ধের দেশ: ব্রাজিল, আর্জেন্টিনা, অ্যাঙ্গোলা, নিউজিল্যান্ড, বলিভিয়া।

25. তোমার দেশটা কোন্ গোলার্ধে আছে?
উত্তর: আমার দেশ ভারতবর্ষ পৃথিবীর উত্তর গোলার্ধে আছে।

26. পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সব দিকই দক্ষিণ দিক হবে বলোতো?
উত্তর: উত্তরমেরু বিন্দু বা সুমেরু বিন্দুতে দাঁড়ালে সব দিকই দক্ষিণ দিক হবে।

Short Question Answer

1. একটা লেবুকে কি শুধু মাঝখান দিয়ে কেটে দুটো সমান ভাগ করা যায়? আর কীভাবে কাটলে সমান ভাগে ভাগ করা যায় ভেবে দ্যাখো-
উত্তর একটা লেবুকে শুধু মাঝখান দিয়ে কেটে সমান দুটো ভাগে ভাগ করা যায় না, আরও বিভিন্নভাবে কাটলে সমান ভাগে ভাগ করা যায়। যদি লেবুকে গোলকের সাথে তুলনা করি তাহলে যে-কোনো ব্যাস বা কেন্দ্রীয় তল বরাবর কাটলে সমান ভাগে ভাগ করা যায়।

2. পৃথিবীর অক্ষ বলতে কী বোঝো?  

উত্তর: পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে সুমেরু ও কুমেরু বিন্দুকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকেই পৃথিবীর অক্ষ (Axis) বা মেরুদণ্ড বা মেরুরেখা বলে। পৃথিবীর এই মেরুরেখা কক্ষতলের সঙ্গে 66½° কোণে হেলে থাকে।

3. নিরক্ষরেখা (equator) কাকে বলে?

উত্তর: পৃথিবীর সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দু থেকে সমান দূরে পৃথিবীর ঠিক মাঝখানে যে কাল্পনিক বৃত্তাকার রেখাটি পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে আছে, তাকেই নিরক্ষরেখা বলে। এর মান ০০।

4. নিরক্ষরেখাকে ‘বিষুবরেখা’ বলা হয় কেন?

উত্তর: ‘বিষুব’ কথার অর্থ দিন ও রাত্রি সমান। নিরক্ষরেখী ভূগোল বরাবর সারাবছর 12 ঘন্টা দিন ও 12 ঘণ্টা রাত হয়। তাই নিরক্ষরেখাকে বিষুবরেখা বলে।

5. অক্ষরেখা কাকে বলে?

উত্তর:  নিরক্ষরেখার উভয়দিকে নিরক্ষরেখার সমান্তরালে একই অক্ষাংশবিশিষ্ট স্থানের ওপর দিয়ে পূর্ব-পশ্চিমে বিস্তৃত যে রেখাগুলি কল্পনা করা হয়েছে, তাদের অক্ষরেখা বলে। 1° অন্তর পৃথিবী পৃষ্ঠের ওপর ৪৭টি উত্তর এবং ৪৭টি দক্ষিণ অক্ষরেখা কল্পনা করা হয়েছে।

6. নিরক্ষীয় তল কী?

উত্তর: নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে সমান দুটি ভাগে বিভক্ত করলে যে তল পাওয়া যাবে, তাকে নিরক্ষীয় তল বলে। নিরক্ষীয় তলের উত্তর দিককে বলে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ দিককে বলে দক্ষিণ গোলার্ধ।

7. নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন?

উত্তর পৃথিবীর আকৃতি হল অভিগত গোলাকার। তাই পৃথিবীর মধ্যভাগ স্ফীত এবং উত্তর ও দক্ষিণদিক ক্রমশ চাপা। নিরক্ষরেখা পৃথিবীর মাঝবরাবর বিস্তৃত বলে এর পরিধি সবথেকে বড়ো এবং নিরক্ষরেখার আকৃতি বৃত্তাকার বলে একে মহাবৃত্ত বলে।

8. পৃথিবীর কক্ষতল কাকে বলে?

উত্তর: পৃথিবীর কক্ষপথটি যে সমতলে অবস্থান করে, তাকে কক্ষতল বলে। পৃথিবীর কেন্দ্র এবং সূর্যের কেন্দ্র একই কক্ষতলে অবস্থিত। পৃথিবীর অক্ষ এই কক্ষতলের সঙ্গে 66° কোণে হেলে আছে এবং নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে 23° কোণে হেলে আছে।

9. উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ কাকে বলে?

উত্তর:  দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝবরাবর পূর্ব- পশ্চিমে বিস্তৃত নিরক্ষরেখার উত্তরের অংশকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণের অংশকে দক্ষিণ গোলার্ধ বলা হয়।

10. কৌণিক দূরত্ব কী?

উত্তর  ভূপৃষ্ঠে অথবা ভূগোলকে অবস্থিত যে-কোনো দুটি স্থান থেকে ভূকেন্দ্র অথবা গোলকের কেন্দ্র পর্যন্ত কল্পিত অথবা অঙ্কিত ব্যাসার্ধ দুটি দ্বারা যে কোণ উৎপন্ন হয়, তাকেই ওই দুটি স্থানের মধ্যে কৌণিক দূরত্ব বলে।

11. রৈখিক দূরত্ব কী?

উত্তর  যখন কোনো সমতল জায়গায় দুটি স্থানের দূরত্ব বা দড়ি দিয়ে মাপা কোনো স্থানের দূরত্বের মাপটিকে ইঞ্চি, ফুট, গজ, মাইল বা মিটার, কিলোমিটার ইত্যাদির মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে বলা হয় ‘রৈখিক দূরত্ব’।

                                                                   

12. কক্ষ বা কক্ষপথের বৈশিষ্ট্য লেখো।

উত্তর কক্ষ বা কক্ষপথের বৈশিষ্ট্যগুলি নিম্নলিখিত- ① পৃথিবীর কক্ষটি উপবৃত্তাকার। ② সূর্য এই উপবৃত্তের নাভিতে অবস্থান করছে। পৃথিবীর কক্ষের পরিধি প্রায় 96 কোটি কিমি।④ পৃথিবী তার এই কক্ষপথে ঘণ্টায় 1 লক্ষ কিমি বেগে মোটামুটিভাবে সূর্যকে এক বছরে পূর্ণ পরিক্রমণ করে। পৃথিবীর মেরুরেখা সর্বদা কক্ষতলের সঙ্গে 66½° কোণে হেলে থাকে।

13. নিরক্ষরেখার বৈশিষ্ট্য লেখো।

উত্তর নিরক্ষরেখার বৈশিষ্ট্যগুলি নিম্নলিখিত-

① নিরক্ষরেখা পৃথিবীকে মাঝবরাবর পূর্ব-পশ্চিমে বেষ্টন করে রয়েছে। নিরক্ষরেখা একটি পূর্ণবৃত্তাকার রেখা। ③ নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। ④ নিরক্ষরেখার কৌণিক মান 360°। ⑤ নিরক্ষরেখা পৃথিবীর কোনো স্থানের উত্তর ও দক্ষিণের অবস্থান সুনির্দিষ্ট করে।

Long Question Answer

1. অক্ষরেখার বৈশিষ্ট্য লেখো।

উত্তর  অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি নিম্নলিখিত-

① অক্ষরেখা পরস্পর সমান্তরাল ও পূর্ণবৃত্ত।

② অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব-পশ্চিমে বিস্তৃত।

③ অক্ষরেখার পরিধি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ – কমে যায়।

④ অক্ষরেখার মান মেরুর দিকে বৃদ্ধি পায়।

⑤ অক্ষরেখার পার্থক্যে উন্নতার পার্থক্য ঘটে।

⑥ একই অক্ষরেখা বরাবর স্থানগুলিতে একই সময়ে দিন ও রাত হয় না।

 ⑦ অক্ষরেখাগুলি পৃথিবীকে তিনটি তাপমণ্ডলে বিভক্ত করেছে।

⑧ অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা (0°) সবচেয়ে গুরুত্বপূর্ণ।

⑨ পৃথিবীতে মোট 179টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে (নিরক্ষরেখা সহ)।

2. মহাবৃত্তরেখার বৈশিষ্ট্য লেখো।

উত্তর মহাবৃত্তরেখার বৈশিষ্ট্যগুলি নিম্নলিখিত-

① এই পূর্ণবৃত্তরেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করেছে। ② নিরক্ষরেখা ও দুটি বিপরীত দ্রাঘিমারেখা মিলিত হয়ে এই বৃত্তরেখা গঠন করে। ও এই রকম অসংখ্য মহাবৃত্ত পৃথিবীর ওপর দিয়ে টানা যায়। ④ মহাবৃত্তগুলি পূর্ণবৃত্তাকারে গঠিত হয়। মহাবৃত্তের তল বরাবর কৌণিক দূরত্ব পরিমাপ করে যে-কোনো জায়গার অক্ষাংশ নির্ণয় করা যায়।

3. মূলমধ্যরেখার বৈশিষ্ট্য লেখো।

উত্তর মূলমধ্যরেখার বৈশিষ্ট্যগুলি নিম্নলিখিত-

① মূলমধ্যরেখা এবং এর বিপরীত দিকের 180° দ্রাঘিমারেখা যুক্ত করলে একটি পূর্ণবৃত্ত বা মহাবৃত্ত হয় এবং এর সাহায্যে পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করা যায় (পূর্ব ও পশ্চিম গোলার্ধ)। ভূপৃষ্ঠের যে-কোনো জায়গা কতটা পূর্বে বা পশ্চিমে অবস্থিত তা মূলমধ্যরেখার সাহায্যে বোঝা যায়। ③ কাজের সুবিধার জন্য মূলমধ্যরেখার স্থানীয় সময়কে পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরা হয়।

4. প্রধান প্রধান অক্ষরেখাগুলি সম্পর্কে লেখো।

উত্তর পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলি পাঁচটি ভাগে ভাগ করা হয়। যথা-①  নিরক্ষরেখা; ② কর্কটক্রান্তিরেখা; মকরক্রান্তিরেখা; ④ সুমেরুবৃত্ত রেখা; ⑤ কুমেরুবৃত্ত রেখা।

• নিরক্ষরেখা: সুমেরু ও কুমেরু বিন্দু থেকে সমান দূরে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব-পশ্চিমে বিস্তৃত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলা হয়। নিরক্ষরেখার উত্তরাংশকে বলা হয় উত্তর গোলার্ধ এবং দক্ষিণাংশকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। এর মান ০০।

• কর্কটক্রান্তিরেখা: নিরক্ষরেখার উত্তরে 23°30′ কৌণিক দূরত্বে অঙ্কিত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে কর্কটক্রান্তিরেখা বলে।

ভূগোল

• মকরক্রান্তিরেখা: নিরক্ষরেখার দক্ষিণে 23°30′ কৌণিক দূরত্বে অবস্থিত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে মকরক্রান্তি রেখা বলে।

সুমেরুবৃত্ত রেখা: নিরক্ষরেখার উত্তরে 66°30′ কৌণিক দূরত্বে অঙ্কিত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে সুমেরু বৃত্তরেখা বলে।
• কুমেরুবৃত্ত রেখা: নিরক্ষরেখার দক্ষিণে 66°30′ কৌণিক দূরত্বে অঙ্কিত রেখাটিকে কুমেরু বৃত্তরেখা বলে।

True and False

1. নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে।

উত্তর: শুদ্ধ

2. মহাবৃত্তের উদাহরণ হল মূলমধ্যরেখা।

উত্তর: অশুদ্ধ

3. 0° দ্রাঘিমাকে মূলমধ্যরেখা বলে।

উত্তর: শুদ্ধ

4. পৃথিবীতে মোট 360টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে।

উত্তর: অশুদ্ধ

5. গ্লোব হল পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ।

উত্তর: শুদ্ধ

6. সুমেরু ও কুমেরু হল দুটি বিন্দু।

উত্তর: শুদ্ধ

7. অক্ষরেখাগুলি অর্ধবৃত্ত।

উত্তর: অশুদ্ধ

8. 180° পূর্ব ও 180° পশ্চিম দ্রাঘিমাটি একটিই রেখা।

উত্তর: শুদ্ধ

9. পৃথিবীতে মোট 179টি অক্ষরেখা আছে।

উত্তর: শুদ্ধ

10. পৃথিবী তার কক্ষপথের সঙ্গে 90° কোণে হেলে অবস্থান করে।

উত্তর: অশুদ্ধ

Fil in the blanks

1. ————— অবস্থান দেখে উত্তর মেরুবিন্দুর অবস্থান নির্ণয় করা হয়।

উত্তর: ধ্রুবতারার

2. উত্তর থেকে দক্ষিণমেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্তাকার রেখাগুলি হল ————– রেখা।

উত্তর: দ্রাঘিমা

3. মূলমধ্যরেখা লন্ডনের ————- শহরের ওপর দিয়ে টানা হয়েছে। 

উত্তর: গ্রিনউইচ

4. পৃথিবীর অক্ষের উত্তর প্রান্তকে বলা হয় ——————– ।

উত্তর: উত্তর মেরু

5. পৃথিবীর অক্ষের দক্ষিণ প্রান্তকে বলা হয় ———————।

উত্তর:  দক্ষিণ মেরু

6. পৃথিবীর অক্ষরেখাগুলি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ দৈর্ঘ্যে ——————— হয়।

উত্তর: কম

7.  —————প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন।

উত্তর: ইউরোপীয়রা

৪. কলকাতার দ্রাঘিমা ———————— ।

উত্তর: 88°30′ পূর্ব

9. মকরক্রান্তিরেখার মান ——————- দক্ষিণ।

উত্তর: 23

10. নিরক্ষরেখার ——————-অংশ হল দক্ষিণ গোলার্ধ।

উত্তর: দক্ষিণ

11. নিরক্ষরেখার দৈর্ঘ্যে সবচেয়ে ————————– ।

উত্তর: বড়ো

12. পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে  ————————- কোণ করে হেলে থাকে। 

উত্তর:  66½

13. ————– তলের সঙ্গে পৃথিবীর অক্ষ 90° কোণ করে আছে।

উত্তর: নিরক্ষীয়

14. কোনো জায়গা পৃথিবীর কতটা উত্তরে বা কতটা দক্ষিণে তা ————- থেকে বোঝা যায়।

উত্তর:  অক্ষরেখা

15. সমাক্ষরেখাগুলির মধ্যে একমাত্র ————— মহাবৃত্ত।

উত্তর: নিরক্ষরেখা

16. কোনো স্থানের অবস্থান নির্ণয় করার জন্য প্রয়োজন হয় ————— এর পরিমাপ।

উত্তর: কৌণিক দূরত্ব

17. পৃথিবী যে পথে সূর্যের চারদিকে ঘোরে তা হল ————————-।

উত্তর: কক্ষপথ

18. নিরক্ষরেখার দক্ষিণে 66 1° দক্ষিণ অক্ষরেখাটি ——————–নামে পরিচিত।

উত্তর:  কুমেরুবৃত্তরেখা

                                          2

19. নিরক্ষরেখার মান ——————–।

উত্তর: 19.0°

20. পৃথিবীর উত্তর মেরু বিন্দুর মান ————- ।
উত্তর: 90° উত্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *