WBBSE Class 6 History Chapter 4 Solution | Bengali Medium

Class 6 Chapter 4 Solution

ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা

MCQ

1. ঋগ্বেদের যুগে গুরুত্বপূর্ণ নদী হল-

(i) গঙ্গা

(ii)যমুনা

(iii)  সিধু

উত্তর:  (iii)  সিধু

2. বিশপতি বলতে বোঝায়-

(i) পরিবারের প্রধানকে   

(ii) সমাজের প্রধানকে

(iii) গোষ্ঠীর প্রধানকে

উত্তর:   (ii) সমাজের প্রধানকে

3. বৈদিক যুগে বিশ বলতে বোঝানো হয়েছে-

(i) কুড়ি

(ii) গোষ্ঠী

(iii) সম্প্রদায়

উত্তর: (iii) সম্প্রদায়

4. বৈদিক সমাজ ছিল-

(i) ধনতান্ত্রিক

(ii) মাতৃতান্ত্রিক

(iii) পিতৃতান্ত্রিক

উত্তর: (iii) পিতৃতান্ত্রিক

5. একলব্যের পিতা ছিলেন-

(i) আয়োদধৌম্য

(ii) উদ্দালক

(iii) হিরণ্যধনু

উত্তর:  (iii) হিরণ্যধনু

6. বৈদিক সমাজে সবচাইতে নীচে ছিল-

(i)হ্মণ

(ii) শূদ্র

(iii)ক্ষত্রিয়

উত্তর: (ii) শূদ্র

7. চতুরাশ্রমের প্রথম আশ্রম হল-

(i) ব্রহ্মচর্য

(ii) গার্হস্থ্য

(iii) সন্ন্যাস

উত্তর: (i) ব্রহ্মচর্য

৪. বৈদিক যুগে যে-খেলা জনপ্রিয় ছিল, তা হল-

(i) জুয়াখেলা

(ii) পাশাখেলা

উত্তর: (ii) পাশাখেলা

9. বৈদিক যুগে শিক্ষার মূলবিষয় ছিল

(i) পুরাণ পাঠ

(ii) বেদ পাঠ

(ii) পাশাখেল

উত্তর: বেদ পাঠ

10. বৈদিক যুগে প্রজারা নিরাপদে থাকার জন্য রাজাকে স্বেচ্ছায় যে কর দিত-

 (i) ভাগ

 (ii) বলি

 (iii) মনা

উত্তর: বলি

11. বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন-

 (i) মাতা

 (ii) বয়স্ক ব্যক্তি

 (iii) পিতা

উত্তর: পিতা

12. বৈদিক সাহিত্যগুলিকে ঠিকমতো বোঝার জন্য রচিত হয়েছিল-

(i) বেদাঙ্গ

 (ii)উপনিষদ

 (iii) গীতা

উত্তর:  বেদাঙ্গ

13. অবেস্তার শ্রেষ্ঠ দেবতার নাম-

 (i) অহুর

 (ii) রা

(iii) দয়ের

উত্তর: অহুর

14. আর্য শব্দটি হল-

 (i) জাতি

 (ii) ভাষা

 (iii) সাহিত্য

উত্তর:  ভাষা

15. বৈদিক সাহিত্যে ছন্দে বাঁধা কবিতাকে বলে-

(i) সংহিতা

 (ii)ব্রাহ্মণ

 (iii)আরণ্যক

উত্তর: সংহিতা

16. বৈদিক সাহিত্য থেকে জানা যায় পুজো, যজ্ঞ, বেদ পাঠ ইত্যাদি করতেন-

 (i) ব্রাহ্মণরা

 (ii) বৈশ্যরা

 (iii) ক্ষত্রিয়রা

উত্তর:  ব্রাহ্মণরা

17. পরবর্তী বৈদিক যুগের মানুষদের জীবনযাপনের চারটি পর্যায়ের শেষ পর্যায়টি ছিল-

(i) গার্হস্থ্যাশ্রম

 (ii) বাণপ্রস্থাশ্রম

(iii)সন্ন্যাস আশ্রম

উত্তর: সন্ন্যাস আশ্রম                                                               

শূন্যস্থান পূরণ করো:

1. Roaming শব্দটির মানে হল——————–।

(i) দাঁড়িয়ে থাকা

(ii) ঘোরা

(iii) বেরিয়ে আসা

উত্তর: ঘোরা

2. মহীপতি হলেন————- রাজা।

(i) পৃথিবীর

(ii) রাজ্যের

(iii) দেশের

উত্তর: পৃথিবীর

3. ঋগ্বেদের যুগে সম্পদ হিসেবে -ৃ——————র চাহিদাও ছিল।

(i)  ঘোড়া

(ii) গোরু

(iii) হাতি

উত্তর: ঘোড়া

4. ঋগ্বেদের স্বেচ্ছাকর —————-নামে পরিচিত।

(i) দান

(ii) বলি

(iii) উপরিকর

উত্তর: বলি

5. যুদ্ধবন্দি দাসরাই মূলত ————– ছিল।

(i) শূদ্র

(ii) ব্রাহ্মণ

(iii) বৈশ্য

উত্তর: শূদ্র

6. প্রত্নতাত্ত্বিকরা বৈদিক যুগের কোনো ————–র খোঁজ পাননি।

(i) লিপি

(ii) ধ্বংসাবশেষ

(iii) হাড়গোড়

উত্তর:  লিপি

7. বৈদিক যুগে —————– অনুষ্ঠানের মধ্যদিয়ে ছাত্র- জীবনের সূত্রপাত হত।

(i) সমাবর্তন

(ii) জন্মদিন

(iii) উপনয়ন

উত্তর: উপনয়ন

৪. ছাত্রজীবনের পরিসমাপ্তি ঘটত ————— মধ্য দিয়ে। অনুষ্ঠানের

(i) উপনয়ন

(ii) গোদান

(iii) সমাবর্তন

উত্তর:  গোদান

9. ঋগ্‌বৈদিক যুগের প্রধান দেবতা ছিলেন —————।

(i) বরুণ

(ii) ইন্দ্র

(iii) ব্রহ্মা

উত্তর: ইন্দ্র

10. ————– বেদ আসলে, জাদুমন্ত্রের সংকলন। 

(i) ঋগ্‌

(ii) অর্থব

(iii) সাম

উত্তর:  সাম

11. ঋগ্বেদে ————- বলতে গায়ের রংকেই বোঝায়।

(i) বর্ণ

(ii) ভাষা

(iii)জাতি
উত্তর: বর্ণ

1. বিবৃতি: রামায়ণের রাবণের দশটি মাথা ছিল।

(i)  রাবণ একজন দস্যু ছিলেন।

(ii)  রাবণ রাক্ষসদের রাজা ছিলেন।

 (iii) রাবণের মাথা দশদিকে খাটত।

উত্তর:  রাবণের মাথা দশদিকে খাটত।

2. বিবৃতি : সংস্কৃত, বাংলা, ইংরেজি ও পালি ভাষায় ‘মা’ শব্দের উচ্চারণগত মিল রয়েছে।

(i)   এই ভাষাগুলি একটি পরিবারের অন্তর্ভুক্ত।

(ii)  এই ভাষাগুলি দ্রাবিড় ভাষা থেকে উৎপত্তি হয়েছে।

(iii) এই ভাষা ব্যবহারকারীরা একই অঞ্চলের বাসিন্দা ছিলেন।

উত্তর:   এই ভাষাগুলি একটি পরিবারের অন্তর্ভুক্ত।

3. বিবৃতি: আর্যরা সপ্তসিন্ধু অঞ্চলে তাদের বসতি স্থাপন করেছিল।

(i)  ঋগ্বেদে সিন্ধু ও তার পূর্বদিকের উপনদী ঘেরা অঞ্চলের উল্লেখ পাওয়া যায়।

(ii) ঋগ্বেদে সবরমতী নদীর উল্লেখ পাওয়া যায়।

(iii) ঋগ্বেদে হিমালয় পর্বতের উল্লেখ পাওয়া যায়।

উত্তর:  ঋগ্বেদে সিন্ধু ও তার পূর্বদিকের উপনদী ঘেরা অঞ্চলের উল্লেখ পাওয়া যায়।

4. বিবৃতি : মেগালিথ হল বড়ো পাথর দিয়ে তৈরি সমাধিক্ষেত্র।

(i) মৃত ব্যক্তিকে সমাধি করে তার ওপর পাথর দিয়ে সমাধি চিহ্নিত করা হত।

(ii) সমাধি দেখে বোঝা যায় সমাজে ধনী- দরিদ্রের ভাগ ছিল।

(iii) কোথাও কোথাও একসঙ্গে পরিবারের সকলকে সমাধিস্থ করা হত।
উত্তর: মৃত ব্যক্তিকে সমাধি করে তার ওপর পাথর দিয়ে সমাধি চিহ্নিত করা হত।

1. ঋগ্‌, সংহিতা, যজু, অথর্ব

উত্তর:   সংহিতা

2. সংহিতা, বেদ, আরণ্যক, উপনিষদ

উত্তর:   বেদ

3. সভা, জন, গণ, বিশ

উত্তর:    সভা

4. অশ্বমেধ, নরমেধ, বাজপেয়, রাজসূয়

উত্তর:  নরমেধ 

5. ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, চণ্ডাল

উত্তর:   চণ্ডাল

G সঠিক জোড়াটি খুঁজে লেখো :

1. রাম Roaming

(i) রাবণ — মহাভারত

(ii) কুরুক্ষেত্র — রামায়ণ

(iii) বালি — মুদ্রা

উত্তর:  রাবণ — মহাভারত

2. ভাষা ইন্দো  — ইউরোপীয়

(i)  ভাষা পরিবার ইন্দো — ইউরোপীয়

(ii)  উপভাষা ইন্দো — ইউরোপীয়

(iii)  অপভাষা ইন্দো —- ইউরোপীয়

উত্তর:  উপভাষা ইন্দো — ইউরোপীয়

3. বেদ রামায়ণ

(i) বেদ — মহাভারত

(ii) বেদ — ৪টি

(iii) বেদ – পুরাণ

উত্তর:  বেদ – পুরাণ

4.  নৃপতি — মানুষের রক্ষাকারী

(i)  বিশ্বপতি – ভূমির মালিক

(ii) ভূপতি —  গবাদি পশুর প্রভু

(iii)  গোপতি — গোষ্ঠীর প্রধান

উত্তর:  বিশ্বপতি – ভূমির মালিক

5. যুদ্ধের দেবতা বরুণ

(i) বৃষ্টির দেবতা — অগ্নি

(ii) প্রধান দেবতা — ইন্দ্র

(iii) সূর্যের দেবতা — সোম

উত্তর:   সূর্যের দেবতা — সোম

H ফাঁকা ঘরে সঠিক অক্ষর-বর্ণ বসিয়ে শব্দ গঠন করো:

1. রা —- , —— 

2. সং —- —–

3. অ — , —– বেদ

4. হি —– ব —- 

5. সপ্ত — , —-

Short Question Answer

Very Short Question Answer

1. কোন শব্দের সঙ্গে Roaming শব্দের মিল খুঁজে পাওয়া যায়?

উত্তর:  রাম শব্দের সঙ্গে Roaming শব্দের মিল খুঁজে পাওয়া যায়।

2. রামায়ণে রাবণকে দস্যু বলা হয়েছে কেন?

উত্তর:  অনার্য রাবণ যুদ্ধে হেরে গিয়েছিল, সেই কারণে রামায়ণে রাবণকে দস্যু বা রাক্ষস বলা হয়েছে।

3. ইন্দো-আর্য ভাষার প্রাচীনতম সাহিত্যগ্রন্থ কোন্টি?

উত্তর:  ইন্দো-আর্য ভাষার প্রাচীনতম সাহিত্যগ্রন্থ ঋগ্বেদ।

4. ঋগ্বেদ ও জেন্দ অবেস্তায় কোন ভাষার প্রভাব দেখা যায়?

উত্তর:  ঋগ্বেদ ও জেন্দ অবেস্তায় ইন্দো-ইরানীয় ভাষার প্রভাব দেখা যায়।

5. ঋগ্‌বৈদিক যুগে সমাজের মূলভিত্তি কী ছিল?

উত্তর:  ঋবৈদিক যুগে সমাজের মূলভিত্তি ছিল পরিবার।

6. সমগ্র বৈদিক সাহিত্য ক-টি ভাগে বিভক্ত?

উত্তর:  সমগ্র বৈদিক সাহিত্য চার ভাগে বিভক্ত।

7. ভারতের দুটি মহাকাব্যের নাম কী?

উত্তর:  ভারতের দুটি মহাকাব্যের নাম হল রামায়ণ ও মহাভারত।

৪. দেবতারা কাকে প্রথম রাজা নির্বাচন করেন?

উত্তর:  দেবতারা ইন্দ্রকে প্রথম রাজা নির্বাচন করেন।

9. ঋগবেদে কোন্ ধাতুর উল্লেখ নেই?

উত্তর:  ঋগবেদে লোহার উল্লেখ নেই।

10. বেদের মন্ত্রোচ্চারণ করতেন এমন দুজন নারীর নাম উল্লেখ করো।

উত্তর:  বেদের মন্ত্রোচ্চারণ করতেন এমন দুজন নারীর নাম হল অপালা ও লোপামুদ্রা।

11. কারা ইনামগাঁও অধিকার করেছিল?

উত্তর:  আর্যরা ইনামগাঁও অধিকার করেছিল।

12. ইনামগাঁও কোন রাজ্যে অবস্থিত?

উত্তর:   ইনামগাঁও মহারাষ্ট্রে অবস্থিত।

13. যজ্ঞে কোন্ কোন্ পশু বলি দেওয়া হত?

উত্তর:  যজ্ঞে গোরু ও ঘোড়া বলি দেওয়া হত।

15. মহর্ষি আয়োদধৌম্য কে ছিলেন?

উত্তর:  মহর্ষি আয়োদধৌম্য ছিলেন একজন আদর্শ গুরু।

16.  দ্রোণাচার্যের কথা কোন গ্রন্থ থেকে জানা যায়?

উত্তর:  মহাভারত থেকে দ্রোণাচার্যের কথা জানা যায়।

17.  ঋগ্বেদের বর্ণাশ্রম আর কী নামে পরিচিত ছিল?

উত্তর:   ঋগ্বেদের বর্ণাশ্রম চতুর্বর্ণ প্রথা নামে পরিচিত ছিল।

18. আদি বৈদিক মানুষের বাসস্থান কোথায় ছিল?

উত্তর:   আদি বৈদিক মানুষের বাসস্থান ছিল নদীর কাছাকাছি এলাকাগুলিতে।

19. সমাবর্তন অনুষ্ঠান কী?

উত্তর:  বারো বছর ধরে গুরুর গৃহে পড়াশোনা শেষ হলে যে অনুষ্ঠানের মধ্যদিয়ে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হত। তাকে সমাবর্তন অনুষ্ঠান বলে।

20.  বেদের আর-এক নাম কী?
উত্তর: বেদের আর-এক নাম শ্রুতি।

21. বেদ-কে ‘শ্রুতি’ বলা হয় কেন?

উত্তর:  বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখতে হত। তাই বেদের আর-এক নাম ‘শ্রুতি’।

22. বৈদিক সাহিত্যের ক-টি ভাগ? কী কী?

উত্তর:  বৈদিক সাহিত্যের চারটি ভাগ-সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ।

23. প্রাচীনকালে রাজারা কী কী যজ্ঞ করতেন?

উত্তর:  প্রাচীনকালে রাজারা অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, রাজসূয় যজ্ঞ করতেন।

Short Question Answer

1. ঋগ্বেদের ভূগোল থেকে আদি বৈদিক সভ্যতার বিস্তৃতি সম্পর্কে কী তথ্য পাওয়া যায়?

উত্তর:   বৈদিক সাহিত্যে বিশেষ করে ঋগ্বেদে ভূগোল বিষয়ে আলোচনা হয়েছে। ঋগ্বেদের ভূগোল থেকে জানা যায়-

(i) বর্তমান আফগানিস্তান ও পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তে আদি বৈদিক সভ্যতা ছড়িয়ে পড়েছিল।

(ii) সিধুনদ ও তার পূর্বদিকের উপনদী অঞ্চলই ছিল আদি বৈদিক যুগের মানুষের বাসস্থান। ইতিহাসে এই অঞ্চলই ‘সপ্তসিধু’ অঞ্চল নামে পরিচিত।

2. রামায়ণের বিষয়বস্তু কী?

উত্তর:  ধর্মীয় দৃষ্টিকোণ অনুযায়ী রামায়ণ হল প্রজাবৎসল রাম, দস্যু রাবণের সঙ্গে যুদ্ধ করে কীভাবে স্ত্রী সীতাকে উদ্ধার করেছিলেন তার কাহিনি। ইতিহাসের দিক থেকে দক্ষিণ ভারতে আর্য সভ্যতার বিস্তৃতি এবং আর্য ও অনার্যদের সংঘাত রামায়ণে বর্ণিত হয়েছে।

3. আর্য কারা?

উত্তর:  আর্য কারা এ নিয়ে পণ্ডিতদের মধ্যে নানা মত আছে। একটি মত অনুযায়ী যারা আর্য ভাষায় কথা বলত তারা আর্য। অন্যমত অনুযায়ী, খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে ভারতের উত্তর- পশ্চিম সীমান্ত দিয়ে যে-জাতি ভারতে প্রবেশ করেছিল, তারা আর্য।

4.  বিদথ কী?

উত্তর:  ঋবৈদিক যুগে একটি সমিতি বা প্রতিষ্ঠান ছিল বিদথ। এখানে রাজা ও বিশের সদস্যরা যুদ্ধ করা ও যুদ্ধে প্রাপ্ত সম্পদের ভাগ-বাঁটোয়ারা নিয়ে আলোচনা করত।

5. পরবর্তী বৈদিক যুগে রাজা কী কী নামে পরিচিত হন?

উত্তর:  পরবর্তী বৈদিক যুগে রাজা ভূপতি অর্থাৎ জমির মালিক, মহীপতি অর্থাৎ পৃথিবীর রাজা, নৃপতি অর্থাৎ মানুষের রক্ষাকারী নামে পরিচিত হয়।

6.  বৈদিক যুগে কীসের মাধ্যমে ব্যাবসাবাণিজ্য চলত?

উত্তর:  বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করা হত। এ যুগে মুদ্রার ব্যবহার ছিল বলে মনে হয় না। যদিও ‘নিষ্ক’ বা ‘শতমান’ মুদ্রার মতোই ব্যবহার করা হত।

7.  বৈদিক যুগে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের কাজ কী ছিল?

উত্তর:  বৈদিক যুগে ব্রাহ্মণরা পুজো, যজ্ঞ, বেদ পাঠ করতেন। আর ক্ষত্রিয়দের কাজ ছিল যুদ্ধ করা ও সম্পদ লুঠ করা। এরা রাজা ও শাসকের দায়িত্বও পালন করতেন।

8.  সভা ও সমিতি কী?

উত্তর:  পরবর্তী বৈদিক যুগে সমাজের ‘বয়স্ক ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত পরামর্শ পরিষদ ছিল সভা। আর সাধারণ মানুষদের নিয়ে তৈরি হত সমিতি।

9. বৈদিক যুগে শিক্ষার ক্ষেত্রে কোন্ কোন্ বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হত?

উত্তর:  বৈদিক যুগে বেদ পাঠ, গণিত, ব্যাকরণ ও ভাষা শিক্ষার ওপর জোর দেওয়া হত। তা ছাড়া হাতেকলমে অনেক কিছু সে-যুগের ছাত্রদের শিখতে হত। মেয়েরা অন্যান্য বিষয়েও সঙ্গে সঙ্গে নাচ ও গানের চর্চাও করত।

11.  কীনাশ ও শ্রেষ্ঠী কারা?
উত্তর: পরবর্তী বৈদিক যুগে কৃষক বা হলকর্ষকেরা কীনাশ এবং ধনী বনিকগোষ্ঠী শ্রেষ্ঠী নামে পরিচিত ছিল।

Long Question Answer

1.  আর্য কারা?

উত্তর:  আর্য কারা এই নিয়ে পণ্ডিতদের মধ্যে নানা মতপার্থক্য আছে। যেমন-

(i) আর্য একটি ভাষার নাম। সংস্কৃত, হিন্দি, বাংলা, গুজরাটি, জার্মান ইত্যাদি ইন্দো-ইউরোপীয়ান ভাষাগুলির মধ্যে যে-কোনো একটিতে যারা কথা বলত তারা ‘আর্য’ নামে পরিচিত ছিল।

(ii) আর্য শব্দটি এসেছে ‘অরি’ শব্দ থেকে এর অর্থ ‘নবাগত’ বা ‘নবাগতের প্রতি পক্ষপাতীত্ব’।

(iii) খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত দিয়ে যে-দীর্ঘকায়, টিকালো নাক, গৌরবর্ণ বিদেশিরা ভারতে প্রবেশ করেছিল তারাই আর্য।

3.1. বেদ শুনে শুনে মনে রাখতে হত। এর কারণ কী বলে তোমার মনে হয়?

উত্তর:  বৈদিক যুগে বেদ শুনে শুনে মনে রাখতে হত, কারণ-

(i) বৈদিক যুগের শুরুতে বেদ-এর কোনো লিখিত রূপ ছিল না।

(ii) সে-সময় লিখন রীতির প্রচলনও ছিল না। ফলে পুথিপত্রের অভাব ছিল।

(iii) তা ছাড়া এটা মনে করা হত যে, বেদ হল ঈশ্বরের বাণী। তাই ঈশ্বরের বাণী যাতে সঠিকভাবে উচ্চারিত হয় সেদিকে নজর রাখা হত। বেদ যেহেতু শুনে শুনে মুখস্থ করা হত সে কারণে বেদ-এর অপর নাম ‘শ্রুতি’।

3.2. বৈদিক সমাজ চারটি ভাগে কেন ভাগ হয়েছিল বলে তোমার মনে হয়?

উত্তর:  বৈদিক সাহিত্য সে-যুগের সমাজের কথা তুলে ধরে। বৈদিক সমাজের সবথেকে ছোটো অংশ ছিল পরিবার। পরিবারের সবথেকে বয়স্ক ব্যক্তিই ছিলেন পরিবারের প্রধান। একই পরিবারের সদস্যরা নানান কাজের সঙ্গে যুক্ত থাকতেন। অন্যদিকে, বৈদিক সমাজে কৃষি ও ব্যাবসাবাণিজ্যের যথেষ্ট উন্নতি হয়। শিক্ষারও বেশ প্রসার ঘটে। এ ছাড়া অনেক জনপদ ও শাসক গোষ্ঠীরও উদ্ভব হয়। ফলে মানুষের কাছে নানা ধরনের কাজের সুযোগ আসে। এই কাজগুলি করার জন্যই বৈদিক সমাজকে (পেশাভিত্তিক) চারটি ভাগে ভাগ করা হয়, যথা-ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।

            ব্রাহ্মণরা পুজো, যাগযজ্ঞ ও বেদ পাঠ করতেন। ক্ষত্রিয়দের কাজ ছিল দেশের জন্য যুদ্ধ করা ও যুদ্ধে পরাজিত ব্যক্তির সম্পদ লুঠ করা। বৈশ্যরা কৃষি, পশুপালন ও ব্যাবসাবাণিজ্য করত। আর ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের সেবা করত শূদ্ররা।

3.3. বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল বলে তোমার মনে হয়?

উত্তর:   বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। সেযুগে মূলত মৌখিকভাবেই শিক্ষা চর্চা হত। গুরু কোনো একটি অংশ পড়ে তার অর্থ বুঝিয়ে দিতেন। অন্যদিকে ছাত্ররা গুরুর শেখানো অংশটি পুরোটা শোনার পর আবৃত্তি করত এবং মনে রাখত। মুখস্থ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণের ওপর গুরুত্ব দেওয়া হত। বাল্যকালে ব্রাহ্মণ সন্তানরা (উপনয়নের পর) গুরুগৃহে থেকে ব্রহ্মচর্য পালন করত। গুরুগৃহে থাকা, খাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্ররা গুরুর কাছে শিক্ষালাভ করত। গুরু ছাত্রদের নিজের সন্তানের মতো পালন করতেন। অন্যদিকে ছাত্ররা গুরুদক্ষিণা স্বরূপ গুরুর বাড়ির নানা কাজ করত এবং গুরুর আদেশ মেনে চলত। এর ফলে গুরু ও শিষ্যের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠত।

3.4. আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থার কি কোনো বদল হয়েছিল? বদল হয়ে থাকলে কেন তা হয়েছিল বলে মনে হয়?

উত্তর: আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থার অনেক বদল ঘটেছিল।

            কর্মের ভিত্তিতে বৈদিক সমাজ চারটি ভাগে বিভক্ত হওয়ায় নারীদের সামাজিক মর্যাদার ক্ষেত্রে পরিবর্তন ঘটে। আদি বৈদিক যুগে সমাজে নারীদের যথেষ্ট মর্যাদা ছিল। গৃহে নারীরাই ছিল সর্বময়ী কর্ত্রী। তারা উপযুক্ত শিক্ষাগ্রহণ করার সুযোগ পেত। সমাজের নানা কাজে তারা যোগ দিত। নাচ- গান থেকে শুরু করে যুদ্ধবিদ্যাতেও তারা সমান পারদর্শী হয়ে উঠত। সে-সময় নারীরা নিজেদের স্বামী মনোনয়ন করতে পারত।

কিন্তু পরবর্তী বৈদিক যুগে সমাজে নারীর মর্যাদা হ্রাস পায়। এসময় কন্যাসন্তানের জন্মকে অকাম্য ধরা হত। সমাজে বাল্যবিবাহ ও সতীদাহপ্রথার প্রচলন ঘটে। ধর্মীয় ক্রিয়াকলাপ পরিচালনার দায়িত্ব নারীদের হাত থেকে পুরুষদের হাতে চলে যায়। এ ছাড়া পুরুষের বহুবিবাহ, পণপ্রথা প্রভৃতি কারণে নারীদের জীবন দুর্বিসহ হয়ে ওঠে।

True and False

1. ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর এক সদস্য হল ইন্দো- ইরানীয় ভাষা।

উত্তর:  ঠিক

2. ‘সংহিতা’ কথার অর্থ গান।

উত্তর:  ভুল

3. বৈদিক সাহিত্য মূলত ধর্মীয় সাহিত্য।

উত্তর: ঠিক

4. আদি বৈদিক সমাজে লোহার ব্যবহার ছিল না।

উত্তর:  ঠিক

5. বৈদিক যুগে জিনিসের পরিবর্তে জিনিস কেনাবেচা করা হত।

উত্তর:  ঠিক

6. বৈদিক যুগে শূদ্ররাও চতুরাশ্রম প্রথা পালন করত।

উত্তর:   ভুল

7. পুরো ভারতীয় উপমহাদেশ জুড়ে বৈদিক সভ্যতা ছড়িয়ে পড়েছিল।

উত্তর:  ভুল

৪. বৈদিক সাহিত্য ১৫০০ খ্রিস্টাব্দ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রচিত হয়েছিল।

উত্তর:   ভুল

9. গ্রামের থেকে বড়ো জনসমষ্টিকে বলা হত বিশ।

উত্তর:  ঠিক

10. আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান ঋগ্বেদ।
উত্তর: ঠিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *