WBBSE Class 7 Sahityamela Chapter 23 Solution | Bengali Medium

Class 7 Chapter 23 Solution

তুমি নিৰ্মল করো মঙগল করে 

Very Short Question Answer

১. তব পুণ্য দিয়ে যাক, মোর মোহ- ঘুচায়ে

উত্তর: কিরণ, কালিমা

২. আছে–চির নভনীলে, -গহনে।

উত্তর: অনল অনিলে, ভূধর সলিলে।

৪. শশী-তারকায় তপনে।

উত্তর: অধিকরণ কারকে ‘য়’ বিভক্তি।

৫. আমি নয়নে বসন বাঁধিয়া।

উত্তর: আমি-কর্তৃকারকে ‘শূন্য’ বিভক্তি।

নয়নে-করণকারকে ‘এ’ বিভক্তি। বসন-কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি।

৬. আমি দেখি নাই কিছু।

উত্তর: কিছু-কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি।

৭. নীচের বিশেষণগুলিকে বিশেষ্য পদে পরিণত করো : নির্মল, মলিন, গভীর, মত্ত।

উত্তর: নির্মল-নির্মলতা, মলিন-মলিনতা, গভীর-গভীরতা, মত্ত-মত্ততা।

৭. কবিতায় ব্যবহৃত শব্দগুলির গদ্যরূপ লেখো: তব, মোর, দেখায়ে, গহনে।

উত্তর : তব-তোমার, মোর-আমার, দেখায়ে – দেখিয়ে, গহনে-গভীরে।

Short Question Answer

১. অন্তত দুটি করে সমার্থক শব্দ লেখো: নির্মল, মঙ্গল, মলিন, মর্ম, পুণ্য, কামিলা, গরল, পাথার, বিপদ, বিটপী,

শশী, তারকা, তপন।

উত্তর: নির্মল-অমলিন, পরিচ্ছন্ন; গরল- বিষ, হলাহল; মঙ্গল- শুভ, কল্যাণ; মলিন- অপরিচ্ছন্ন, আবিল; মর্ম- মন, অন্তর, হৃদয়; পুণ্য- সৎকর্ম, পবিত্র, কালিমা- কলঙ্ক, মালিন্য; গরল- বিষ,

হলাহল; পাথার- সাগর, বারিধি; বিপদ- সংকট, আপদ; বিটপী- গাছ, বৃক্ষ; শশী- চাঁদ, ইন্দু; তারকা- তারা, নক্ষত্র; তপন- ভানু, রবি।