Class 8 Chapter 2 Bengali Medium
পদার্থের প্রকৃতি
MCQs Question Answer
এই বিক্রিয়াটিতে বিজারক পদার্থটি হল-
(v) Cuco(s) + 2NH3(g) 3Cu(s) + N2(g) + 3H2O
(a) Cuco
(b) NH3
(c) Cu
(d) N2
উত্তর: (b) NH3
(vi) Zone(s) + C(s) Zn(s) + CO(g) এই বিক্রিয়াটিতে জারিত হয়-
(a) Zone
(b) C
(c) Zn
(d) CO
উত্তর: (b) C
(vii) 2Fe3+ + Sn2+ 2Fe2+ + Sn4+ বিক্রিয়াটিতে বিজারিত হয়-
(a) Fe3+
(b) Sn2+
(c) Fe2+
(d) Sn4+
উত্তর: (a) Fe3+
(viii) নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে জারক পদার্থ হল-
(a) NH3
(b) H2
(c) H2S
(d) HNO3
উত্তর: (d) HNO3
(ix) নিম্নলিখিতগুলির মধ্যে বিজারক পদার্থটি হল-
(a) H2S
(b) O2
(c) H2O2
(d) H2SO4
উত্তর: (a) H2S
(x) জারণে অক্সিজেন ছাড়াও আর কোন্ মৌলের সংযোজন ঘটতে পারে?
(a) ক্লোরিন
(b) লোহা
(c) তামা
(d) রুপো
উত্তর: (a) ক্লোরিন।
(i) হাইড্রোজেন ও ক্লোরিনের বিক্রিয়ায় হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়ার প্রভাবক হল-
(a) তাপ
(b) তড়িৎ
(c) আলো
(d) দ্রাবক
উত্তর : (c) আলো।
(ii) খেলনা বন্দুকের ক্যাপ ফাটানোর সময় প্রভাবক হল-
(a) চাপ
(b) তাপ
(c) শব্দ
(d) আলো
উত্তর : (a) চাপ।
(iii) জৈব যৌগের বিক্রিয়ায় দ্রাবক হিসেবে ব্যবহার হয়-
(a) জল
(b) মিথানল
(c) বেঞ্জিন
(d) কোনোটিই নয়।
উত্তর: (c) বেঞ্জিন।
(iv) বেশির ভাগ ক্ষেত্রে অজৈব যৌগের বিক্রিয়ায় দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়-
(a) ইথার
(b) ক্লোরোফর্ম
(c) জল
(d) বেঞ্জিন।
উত্তর: (c) জল।
(v) কিউপ্রিক নাইট্রেটের বিয়োজন বিক্রিয়ায় প্রভাবক হল-
(a) আলো
(b) তাপ
(c) চাপ
(d) তড়িৎ।
উত্তর: (b) তাপ।
(vi) উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ার প্রভাবক হল-
(a) চাপ
(b) তাপ
(c) আলো
(d) তড়িৎ।
উত্তর: (c) আলো।
(vii), 6CO2 + 6H2O → C6H12O6 + ?
(a) 6O2
(b) 6N2
(c) 6C
(d) 6H2
উত্তর: (a) 6O2
(viii) অন্ধকারে রাসায়নিক বিক্রিয়া ঘটে-
(a) সিনেমা হলে
(b) স্টুডিওর ডার্করুমে
(c) বাজারে
(d) প্লেনে।
উত্তর: (a) স্টুডিওর ডার্করুমে।
1 সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন:
(i) কোন্ গ্যাসটিকে তার বর্ণ দ্বারা শনাক্ত করা যায়?
(a) 02
(b) NO
(c) N02
(d) No2
উত্তর: (d) No2
(ii) পচা মাছের মতো গন্ধ বিশিষ্ট গ্যাসটি হল-
(a) হাইড্রোজেন সালফাইড
(b) ফসফিন
(c) ওজোন
(d) ক্লোরিন
উত্তর: (b) ফসফিন।
(iii) কোল্টি চুম্বক দ্বারা আকর্ষিত হয় না?
(a) লোহা
(b) নিকেল
(c) কোবাল্ট
(d) তামা
উত্তর: (d) তামা।
(iv) নিম্নলিখিতগুলির মধ্যে কোল্টি চট্টে তরল পদার্থ?
(a) জল
(b) পারদ
(c) গ্লিসারিন
(d) পেট্রোল
উত্তর: (c) গ্লিসারিন।
(v) কেরোসিনে দ্রাব্য পদার্থটি হল-
(a) চিনি
(c) নুন
(b) কপূর
(d) ছুঁতে
উত্তর: (b) কপূর।
(vi) জলের সহিত বিক্রিয়ায় তাপ উৎপন্ন করে-
(a) চিনি
(b) তুঁতে
(c) চুন
(d) নুন
উত্তর: (c) চুন।
(vil) লাল বর্ণের তরল পদার্থটি হল-
(a) অ্যালকোহল
(b) পারদ
(c) ক্লোরিন
(d) ব্রোমিন
উত্তর: (d) ব্রোমিন।
(viii) তীব্র ঝাঁঝালো গন্ধবিশিষ্ট গ্যাসটি হল-
(a) H2S
(b) NH2
(c) NO2
(d) CO2
উত্তর: (b) NH2
(ix) উত্তপ্ত করলে কালো হয়ে যায়-
(a) নুন
(b) পারদ
(c) চিনি
(d) নিশাদল
উত্তর: (c) চিনি।
(x) ব্লিচিং পাউডারের গন্ধবিশিষ্ট গ্যাসটি হল-
(a) নাইট্রোজেন
(b) হাইড্রোজেন সালফাইড
(c) অ্যামোনিয়া
(d) ক্লোরিন
উত্তর: (d) ক্লোরিন।
(i) ইলেকট্রিক তার তৈরি করতে কোন্ ধাতুটি ব্যবহার করা হয়?
(a) লোহা
(b) তামা
(c) সিসা
(d) পারদ
উত্তর: (b) তামা।
(ii) উজ্জ্বল অধাতুটি হল-
(a) গ্রাফাইট
(b) পারদ
(c) ফসফরাস
(d) সালফার
উত্তর: (a) গ্রাফাইট।
(iii) নীচের পদার্থগুলির মধ্যে কাঠিন্য সবচেয়ে বেশি যার সেটি হল-
(a) অ্যালুমিনিয়াম
(b) সিসা
(c) লোহা
(d) সোডিয়াম
উত্তর: (c) লোহা।
(iv) সবচেয়ে নমনীয় ধাতুটি হল-
(a) তামা
(b) সিসা
(c) রূপো
(d) সোনা
উত্তর: (d) সোনা।
(v) তাপের সুপরিবাহী অধাতব পদার্থটি হল-
(a) সালফার
(c) হিরে
(b) আয়োডিন
(d) ফসফরাস
উত্তর: (c) হিরে।
(vi) তড়িৎ পরিবাহী নয়-
(a) সিসা
(b) গ্রাফাইট
(c) কাঠকয়লা
(d) অ্যালুমিনিয়াম
উত্তর: (c) কাঠকয়লা।
(vii) জলের সহিত বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না-
(a) পটাশিয়াম (b) ক্যালশিয়াম
(c) জিঙ্ক (d) তামা
উত্তর: (d) তামা।
(viii) সক্রিয়তা শ্রেণিতে হাইড্রোজেনের নীচে অবস্থিত ধাতুটি হল-
(a) Na
(b) Al
(c) Ag
(d) Fe
উত্তর: (c) Ag
(ix) তুঁতের দ্রবণে একটি লোহার পেরেক ডুবিয়ে রাখলে কোন্ ধাতু মুক্ত হয়?
(a) Fe
(b) PBS
(c) Cu
(d) Al
উত্তর: (c) Cull
(x) লঘু অ্যাসিডের সঙ্গে ম্যাগনেশিয়ামের বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয়-
(a) হাইড্রোজেন
(b) অক্সিজেন
(c) ক্লোরিন
(d) কোনোটিই নয়
উত্তর: (a) হাইড্রোজেন।
(i) লেড ঘটিত একটি যৌগ হল-
(a) KOH
(b) CuO
(c) CdCl2
(d) PbO
উত্তর: (d) PbO
(ii) রাসায়নিক সারের একটি অত্যাবশ্যকীয় উপাদান হল-
(a) নাইট্রোজেন
(c) ক্লোরিন
(b) অক্সিজেন
(d) তামা
উত্তর: (a) নাইট্রোজেন।
(iii) ফটোগ্রাফিক ফিল্মে কোন্ ধাতুটি যৌগরূপে উপস্থিত থাকে?
(a) তামা
(b) লোহা
(c) অ্যালুমিনিয়াম
(d) সিলভার
উত্তর: (d) সিলভার।
(iv) স্টেইনলেস স্টিলের একটি উপাদান হল-
(a) অ্যালুমিনিয়াম
(b) ক্রোমিয়াম
(c) জিঙ্ক
(d) সিসা
উত্তর: (b) ক্রোমিয়াম।
(v) মানবদেহে কোন্ মৌলটি সর্বাধিক পরিমাণে উপস্থিত থাকে?
(a) হাইড্রোজেন
(b) কার্বন
(c) অক্সিজেন
(d) নাইট্রোজেন
উত্তর: (c) অক্সিজেন।
(vi) মানবদেহে জলের ভারসাম্য রক্ষায় যে ধাতুটির গুরুত্ব আছে সেটি হল-
(a) ক্যালশিয়াম (b) সোডিয়াম
(c) লোহা (d) নিকেল
উত্তর: (b) সোডিয়াম।
(vii) রক্ততঞ্চনে অংশগ্রহণকারী উপাদানকে সক্রিয় করায় ভূমিকা আছে যার সেটি হল-
(a) পটাশিয়াম
(b) ফসফরাস
(c) ক্যালশিয়াম
(d) কার্বন
উত্তর: (c) ক্যালশিয়াম।
(viii) হিমোগ্লোবিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
(a) নিকেল
(b) কোবাল্ট
(c) লোহা
(d) ম্যাগনেশিয়াম
উত্তর: (b) কোবাল্ট।
(ix) যে মৌলটির মানবদেহে অতিরিক্ত উপস্থিতির জন্য কিডনি বিকল হতে পারে সেটি হল-
(a) ক্যাডমিয়াম
(b) নিকেল
(c) অ্যালুমিনিয়াম
(d) আর্সেনিক
উত্তর: (a) ক্যাডমিয়াম।
(x) মানবদেহে যে মৌলটির অতিরিক্ত উপস্থিতির দরুণ পারকিনসন্ নামক মারাত্মক মস্তিষ্ক ঘটিত রোগের সৃষ্টি হয় সেটি হল-
(a) পারদ
(b) নিকেল
(c) অ্যালুমিনিয়াম
(d) সোডিয়াম
উত্তর: (c) অ্যালুমিনিয়াম।
(xi) স্কিন অ্যালার্জি সৃষ্টি হয় যে মৌলটির মানবদেহে অতিরিক্ত উপস্থিতির জন্য সেটি হল-
(a) লোহা
(b) অ্যালুমিনিয়াম
(c) সিসা
(d) নিকেল
উত্তর: (d) নিকেল।
(v) যে বিজ্ঞানী অণুর ধারণা দেন তিনি হলেন-
(a) নিউটন
(b) ডালটন
(c) অ্যাভোগাড্রো
(d) রাদারফোর্ড
উত্তর: (c) অ্যাভোগাড্রো।
(vi) পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা হল-
(a) ইলেকট্রন
(b) প্রোটন
(c) নিউট্রন
(d) কোনোটিই নয়
উত্তর: (c) নিউট্রন।
(vii) নিউট্রন কণা আবিষ্কার করেন-
(a) ডালটন
(b) রাদারফোর্ড
(c) থমসন
(d) স্যাডউইক
উত্তর: (d) স্যাডউইক।
(viii) Mg পরমাণুটির সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা-
(a) 1টি
(b) ২টি
(c) 12টি
(d) ৪টি
উত্তর: (b) ২টি।
(ix) 1 মিলিগ্রাম সোনাতে সোনার পরমাণু সংখ্যা প্রায়-
(a) 3
(b) 3 102
(c) 3 1018
(d) 3 1015
উত্তর: (c) 3 1018
(x) একটি পরমাণুর ব্যাসার্ধ পরমাণুটির নিউক্লিয়াসের ব্যাসার্ধের প্রায়-
(a) 10 গুণ
(b) 100 গুণ
(c) 1000 গুণ
(d) 1,00,000 গুণ
উত্তর: (d) 1,00,000 গুণ।
(i) যে পদার্থের অণুগুলির মধ্যেকার আকর্ষণ বল সর্বাধিক তা হল-
(a) কঠিন
(b) তরল
(c) গ্যাসীয়
(d) প্লাজমা।
উত্তর: (a) কঠিন।
(ii) পদার্থের চতুর্থ অবস্থাটি হল-
(a) কঠিন
(b) তরল
(c) গ্যাসীয়
(d) প্লাজমা।
উত্তর: (d) প্লাজমা।
(iii) নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে-
(a) কঠিনের
(b) তরলের
(c) গ্যাসের
(d) কোনোটিই নয়।
উত্তর: (b) তরলের।
(iv) প্লাজমা হল গ্যাসের-
(a) আণবিক অবস্থা
(b) পারমাণবিক অবস্থা
(c) আয়নিত অবস্থা
(d) তরলীভূত অবস্থা।
উত্তর: (c) আয়নিত অবস্থা।
(i) নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোন্টি আয়নীয় যৌগ?
(a) CH4
( b) H2O
(c) NH3
(d) Nave
উত্তর: (d) Nave
(ii) অ্যালুমিনিয়াম ধাতু ইলেকট্রন বর্জন করে যে ক্যাটায়ন উৎপন্ন করে সেটি হল-
(a) Al+
(b) Al2+
© Nl3+
(d) Al3-
উত্তর: © Nl3+
(iii) সোডিয়াম সালফাইডের সংকেত হল-
(a) Naps
(b) Na2S
(c) NaS2
(d) Na2S3
উত্তর: (b) Na2S
(iv) নিম্নলিখিতগুলির মধ্যে কোল্টিন্ট তড়িৎযোজী যৌগ নয়?
(a) CaCl2
(b) MgO
(c) KF
(d) HF
উত্তর: (d) HF
(v) ফসফেট মূলকের সংকেতটি হল-
(a) FO3–
(b) PO33–
(c) PO 33–
(d) PO24-
উত্তর : (c) PO 33-
(vi) অ্যামোনিয়ার অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা-
(a) 1
(b) 2
(c) 3
(d) 4
উত্তর: (c) 3
(vii) CaCl₂ যৌগ গঠনের সময় একটি ক্যালশিয়াম পরমাণু দ্বারা বর্জিত ইলেকট্রনের সংখ্যা-
(a) 1
(b) 2
(c) 3
(d) 0
উত্তর: (b) 2
(viii) মারকিউরিক ক্লোরাইড যৌগে মারকারির যোজ্যতা কত?
(a) 1
(b) 2
(c) 3
(d) 4
উত্তর: (b) 2
(ix) ক্যালশিয়াম বাইকার্বনেট যৌগ গঠনে কতগুলি বাইকার্বনেট মূলক যুক্ত হয়?
(a) 1টি
(b) 2টি
(c) 3টি
(d) 5টি।
উত্তর: (b) ২টি।
(x) একটি সমযোজী একবন্ধন গঠনে কতগুলি ইলেকট্রন অংশগ্রহণ করে?
(a) 2টি
(b) 3টি
(c) 4টি
(d) 1টি।
উত্তর: (a) 2টি।
(i) অজৈব অনুঘটকটি হল-
(a) ক্যাটালেজ
(b) ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড
(c) ইউরিয়েজ
(d) কোনোটিই নয়।
উত্তর: (b) ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড।
(ii) ‘ক্যাটালেজ’ একটি-
(a) জৈব অনুঘটক
(b) অজৈব অনুঘটক
(c) উদ্দীপক
(d) প্রভাবক।
উত্তর: (a) জৈব অনুঘটক।
(iii) জৈব অনুঘটকগুলি প্রধানত-
(a) শর্করা জাতীয় পদার্থ
(b) ফ্যাটজাতীয় পদার্থ
(c) প্রোটিন জাতীয় পদার্থ
(d) কোনোটিই নয়।
উত্তর: (c) প্রোটিন জাতীয় পদার্থ।
(iv) নিম্নলিখিতগুলির মধ্যে জীবদেহে কোন্টি অনুঘটকের উপস্থিতিতে ঘটে?
(a) প্রোটিন তৈরি
(b) DNA তৈরি
(c) খাদ্য পরিপাক
(d) সবগুলিই।
উত্তর: (d) সবগুলিই।
(i) কঠিন অবস্থায় তড়িৎ পরিবহণ করে না-
(a) গ্রাফাইট
(b) তামা
(c) সোডিয়াম ক্লোরাইড
(d) লোহা
উত্তর : (c) সোডিয়াম ক্লোরাইড।
(ii) যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে রাসায়নিক পরিবর্তন হয় সেটি হল-
(a) নুনজল
(b) অ্যালুমিনিয়াম
(c) তামা
(d) কোনোটিই নয়
উত্তর : (a) নুনজল।
(iii) ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহণ করে-
(a) ইলেকট্রন
(b) ক্যাটায়ন
(c) অ্যানায়ন
(d) প্রোটন
উত্তর: (a) ইলেকট্রন।
(iv) তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহণ করে-
(a) ইলেকট্রন
(b) ধনাত্মক আয়ন
(c) ঋণাত্মক আয়ন
(d) ধনাত্মক ও ঋণাত্মক আয়ন উভয়ই
উত্তর: (d) ধনাত্মক ও ঋণাত্মক আয়ন উভয়ই।
(v) ব্যাটারির ধনাত্মক মেরুর সহিত যুক্ত তড়িৎদ্বারটি হল-
(a) ক্যাথোড
(b) অ্যানোড
(c) ক্যাটায়ন
(d) অ্যানায়ন
উত্তর: (b) অ্যানোড।
(vi) একটি লোহার চাবির উপর নিকেলের প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়-
(a) নিকেল দণ্ড
(c) লোহার চাবি
(b) লোহার দণ্ড
(d) কোনোটিই নয়
উত্তর: (a) নিকেল দণ্ড।
(vii) জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হল-
(a) হাইড্রোজেন
(b) অক্সিজেন
(c) জলীয় বাষ্প
(d) নাইট্রোজেন
উত্তর: (a) হাইড্রোজেন।
(viii) জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাস দুটির আয়তনের অনুপাত-
(a) 2:1
(b) 1:2
(c) 8:1
(d) 1:8
উত্তর: (a) 2:11
(ix) কোল্টি তড়িৎ বিশ্লেষ্য নয়?
(a) সামান্য H₂SO₄ মিশ্রিত জল
(b) গলিত সোডিয়াম ক্লোরাইড
(c) চিনির জলীয় দ্রবণ
(d) ভিনিগারের জলীয় দ্রবণ
উত্তর: (c) চিনির জলীয় দ্রবণ।
(x) তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হল-
(a) KCI
(b) চিনি
(c) গ্লুকোজ
(d) অ্যালকোহল
উত্তর: (a) KCII
Very Short Question Answer
(x) তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়নগুলি কোন্ তড়িৎদ্বারের দিকে ধাবিত হয়?
উত্তর: ক্যাথোড।
(xi) কোন্ তড়িৎদ্বারে বিজারণ ঘটে?
উত্তর: ক্যাথোড।
(ii) কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক হল ওই মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত সংখ্যা।
উত্তর: প্রোটন।
(iii) পরমাণু প্রায় সমস্ত ভর কোথায় জমা থাকে?
উত্তর: নিউক্লিয়াসে।
(iv) কোন্ বিজ্ঞনী পরমাণুর মধ্যে প্রোটনের অস্তিত্ব প্রমাণ করেন?
উত্তর: রাদারফোর্ড।
(i) সালফার ঘটিত একটি অম্লধর্মী তরলের নাম লেখো।
উত্তর: সালফিউরিক অ্যাসিড (H₂SO₄)।
(ii) মানবদেহে ওজনের কত শতাংশ হাইড্রোজেন থাকে?
উত্তর: প্রায় 10 শতাংশ।
(iii) কলিচুনে উপস্থিত ধাতব মৌলটির নাম লেখো।
উত্তর: ক্যালশিয়াম।
(iv) মোমবাতির মধ্যে মধ্যে উপস্থিত মৌলগুলি কী কী?
উত্তর: কাবর্ন ও হাইড্রোজেন।
(i) একটি নরম ধাতুর নাম লেখো।
উত্তর: সোডিয়াম।
(ii) উচ্চ কাঠিন্য বিশিষ্ট একটি ধাতুর নাম লেখো।
উত্তর: টাংস্টেন।
(ix) লোহা স্টিমের সহিত বিক্রিয়ায় কোন্ কোন্ গ্যাস উৎপন্ন করে?
উত্তর: হাইড্রোজেন।
(x) ‘লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহিত তামার বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়’-সত্য না মিথ্যা?
উত্তর: মিথ্যা।
(xi) তড়িতের পরিবাহী অধাতব পদার্থটির নাম লেখো।
উত্তর: গ্রাফাইট।
(iii) পচা ডিমের গন্ধবিশিষ্ট গ্যাসটির নাম কী?
উত্তর: হাইড্রোজেন সালফাইড (H₂S)।
(iv) জলে দ্রবীভূত হয় না এরূপ একটি কঠিন অধাতব মৌলের নাম লেখো।
উত্তর: সালফার।
(v) সবুজাভ হলুদ বর্ণের গ্যাস কোন্টি?
উত্তর: ক্লোরিন।
(vi) সালফার হয় কার্বন ডাইসালফাইডে।
উত্তর: দ্রবীভূত।
(vii) নিশাদল জলে দ্রবীভূত করলে উয়তার কী পরিবর্তন হয়?
উত্তর: উন্নতা কমে।
(viii) লোহার সহিত স্টিমের বিক্রিয়ায় কোন্ গ্যাস উৎপন্ন হয়?
উত্তর: হাইড্রোজেন।
(ix) ‘অ্যালকোহলের স্ফুটনাঙ্ক জল অপেক্ষা কম’-সত্য না মিথ্যা লেখো।
উত্তর: সত্য।
(x) চুনাপাথরকে উত্তপ্ত করলে কোন্ গ্যাস উৎপন্ন হয়?
উত্তর: কার্বন ডাইঅক্সাইড (CO₂)
(v) কোন্ ধাতুর তড়িৎ পরিবাহিতা সর্বাধিক?
উত্তর: বুপো।
(vi) কোন্ ধাতুর প্রসারণশীলতা ধর্ম সবচেয়ে বেশি?
উত্তর: সোনা।
(vii) ‘সালফার তড়িতের সুপরিবাহী’-সত্য না মিথ্যা?
উত্তর: মিথ্যা।
(vi) সিমেন্ট প্রস্তুতিতে যে গ্যাসীয় মৌলটির প্রয়োজন সেটির নাম লেখো।
উত্তর: অক্সিজেন।
(ix) আইসোবারগুলি কি একই মৌলের পরমাণু?
উত্তর: না, এরা ভিন্ন মৌলের পরমাণু।
(x) পরমাণুর প্রথম কক্ষপথে সর্বাধিক কটি ইলেকট্রন থাকতে পারে?
উত্তর: ২টি।
(xi) পরমাণুর মধ্যে গতিশীল কণা কোনগুলি?
উত্তর: ইলেকট্রন।
(xii) হাইড্রোজেনের কোন্ আইসোটোপটি ভারী জল তৈরিতে কাজে লাগে?
উত্তর: ডয়টেরিয়াম।
(i) CCl4 যৌগটি তড়িৎযোজী না সমযোজী?
উত্তর: সমযোজী।
(ii) 3Ca2+ + = Ca3 (PO4)2। (শূন্যস্থান পূরণ করো)
উত্তর: 2PO43+
(iii) সালফাইট মূলকের সংকেত লেখো।
উত্তর: SO32-
(iv) ফেরিক ক্লোরাইডের সংকেত লেখো।
উত্তর: FeCl3
(v) সালফেট মূলকের যোজ্যতা কত?
উত্তর: ২।
(xiii) Nalco, HCI, PCl3 যৌগগুলির মধ্যে কোন্টি আয়নীয় যৌগ?
উত্তর: Nalco
(xiv) PO3-4 আয়নের চার্জকে প্রশমিত করতে কতগুলি আয়নের প্রয়োজন।
উত্তর: ওটি।
(xv) একটি সমযোজী যৌগের নাম লেখো যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে।
উত্তর: হাইড্রোজেন ক্লোরাইড (HCI)।
Short Question Answer
(i) আয়নীয় যৌগ কাদের বলে? দুটি উদাহরণ দাও।
উত্তর: একটি মৌলের ক্যাটায়ন (বা ধনাত্মক মূলক) এবং অন্য মৌলের অ্যানায়ন (বা ঋণাত্মকমূলক) তড়িদাকর্ষণের ফলে পরস্পর যুক্ত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে আয়নীয় যৌগ বলা হয়। যেমন-পটাশিয়াম ক্লোরাইড (KCI), সোডিয়াম কার্বনেট (Na2CO3)
(ii) সমযোজী যৌগ কাদের বলে? দুটি উদাহরণ দাও।
উত্তর: ভিন্ন মৌলের দুটি পরমাণু তাদের সর্ববহিস্থ কক্ষ থেকে সমসংখ্যক ইলেকট্রন দানের ফলে সৃষ্ট ইলেকট্রন জোড়কে (বা জোড়গুলিকে) সমভাবে ব্যবহার করে সমযোজী বন্ধন সৃষ্টির মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে সমযোজী যৌগ বলা হয়।
যেমন-মিথেন (CH4) হাইড্রোেজন ক্লোরাইড (HCI)।
(iii) নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনগুলি আয়নীয় ও কোনগুলি সমযোজী লেখো।
CCl4 , MgO,MgCl2, HBr |
উত্তর: আয়নীয় যৌগ: MgO এবং MgCl₂।
সমযোজী যৌগ: CCl4 এবং HBr।
(1) তড়িৎ পরিবাহিতা বলতে কী বোঝায়? একটি তড়িৎ পরিবাহী অধাতব পদার্থের নাম লেখো।
উত্তর: কোনো পদার্থ কত সহজে তড়িৎ পরিবহণ করতে পারে তা যে ধর্মের সাহায্যে জানা যায় তাকে তড়িৎ পরিবাহিতা বলে। একটি তড়িৎ পরিবাহী অধাতব পদার্থ হল গ্রাফাইট।
(ii) গহনা প্রস্তুতিতে সোনা ও রূপো ব্যবহার করা হয় কেন?
উত্তর: সোনা ও রূপোর নমনীয়তা অত্যন্ত বেশি। তাই এগুলিকে পিটিয়ে খুব সহজেই পাতলা করা যায়। এর ফলে এই ধাতুগুলির উপর শৌখিন নকশা তোলা সহজ হয়। এই কারণে গহনা প্রস্তুতিতে সোনা ও রুপো ব্যবহার করা হয়।
(iii) তাপ পরিবাহিতা কাকে বলে? তাপের সুপরিবাহী কিন্তু তড়িৎ পরিবহণে অক্ষম একটি পদার্থের নাম লেখো।
উত্তর: কোনো পদার্থ কত সহজে তাপ পরিবহণ করতে পারে তা যে ধর্মের সাহায্যে জানা যায় তাকে তাপ পরিবাহিতা বলে। ‘হিরে’ তাপের সুপরিবাহী কিন্তু তড়িৎ পরিবহণে অক্ষম।
(i) উর্ধ্বপাতন কাকে বলে?
উত্তর: তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের তরল অবস্থায় না যেয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের ঘটনাকে ঊর্ধ্বপাতন বলা হয়।
(ii) উর্ধ্বপাতিত হয় এমন চারটি পদার্থের নাম লেখো।
উত্তর: কপূর, ন্যাপথ্যালিন, আয়োডিন ও নিশাদল ঊর্ধ্বপাতিত হয়।
(iii) পদার্থের ভৌতধর্ম বলতে কী বোঝায়?
উত্তর: যে ধর্ম থেকে কেবলমাত্র পদার্থের বাহ্যিক অবস্থা ও গুণের পরিচয় পাওয়া যায়, কিন্তু অভ্যন্তরীণ আণবিক গঠনের পরিচয় পাওয়া যায় না, তাকে পদার্থের ভৌত ধর্ম বলা হয়।
(iv) পদার্থের রাসায়নিক ধর্ম বলতে কী বোঝায়?
উত্তর: যে ধর্ম থেকে কেবলমাত্র পদার্থের বাহ্যিক অবস্থা ও গুণের পরিচয়ের পাশাপাশি অভ্যন্তরীণ আণবিক গঠনের পরিচয় পাওয়া যায়, তাকে পদার্থের রাসায়নিক ধর্ম বলা হয়।
(v) তাপ প্রয়োগ দ্বারা চিনি ও নুনকে কীভাবে শনাক্ত করা যায় ব্যাখ্যা করো।
উত্তর: চিনিকে উত্তপ্ত করলে এর মধ্য থেকে 11 অণু জল বেরিয়ে যায় এবং এটি কালো রঙের কার্বনে পরিণত হয়।
কিন্তু নুনকে উত্তপ্ত করলে এরূপ কোনো পরিবর্তন ঘটে না। সুতরাং দুটি আলাদা পাত্রে চিনি ও নুন নিয়ে তীব্রভাবে উত্তপ্ত করলে যেটি কালো হয়ে যায় সেটি চিনি এবং যেটির পরিবর্তন ঘটে না সেটি নুন।
(vi) দ্রাব্যতা ধর্ম দ্বারা চিনি ও ন্যাপথ্যালিনের গুঁড়ো কীভাবে শনাক্ত করবে?
উত্তর: চিনি জলে দ্রবীভূত হয় কিন্তু ন্যাপথ্যালিন গুঁড়ো জলে দ্রবীভূত হয় না। আবার, ন্যাপথ্যালিন গুঁড়ো কার্বন ডাইসালফাইডে (CS₂) দ্রবীভূত হয় কিন্তু চিনি কার্বন ডাইসালফাইডে দ্রবীভূত হয় না। দ্রাব্যতার এই পার্থক্য দেখে চিনি ও ন্যাপথ্যালিন গুঁড়ো শনাক্ত করা যায়।
(vii) নাইট্রিক অক্সাইড পূর্ণ গ্যাসজারের মুখ খুললে বাদামি গ্যাস নির্গত হতে দেখা যায় কেন?
উত্তর: নাইট্রিক অক্সাইড গ্যাস বর্ণহীন তবুও নাইট্রিক অক্সাইড পূর্ণ গ্যাসজারের মুখ খুললে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয়, কারণ নাইট্রিক অক্সাইড বায়ুর অক্সিজেনের সহিত বিক্রিয়ায় বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস উত্তপ্ত করে।
বিক্রিয়া: 2NO + O2 = 2NO2
(viii) ম্যাগনেশিয়াম তারকে তীব্রভাবে উত্তপ্ত করলে কী ঘটবে?
উত্তর: ম্যাগনেশিয়াম তারকে তীব্রভাবে উত্তপ্ত করলে তীব্র আলো উৎপন্ন হয় এবং এটি বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সাদা রঙের ম্যাগনেশিয়াম অক্সাইড (MgO) উৎপন্ন করে।
বিক্রিয়া: 2Mg + O2 = 2MgO
(ix) প্রস্রাবাগারে কোন্ গ্যাসের গন্ধ পাওয়া যায়? এই গ্যাসের গন্ধ অপেক্ষা পৃথক গন্ধবিশিষ্ট একটি যৌগিক গ্যাসের নাম লেখো।
উত্তর: প্রস্রাবাগারে অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। পৃথক গন্ধ বিশিষ্ট একটি যৌগিক গ্যাস হল হাইড্রোজেন সালফাইড। এর গন্ধ পচা ডিমের মতো।
(xi) চিনির গুঁড়ো ও চুনের গুঁড়োকে জলে মিশিয়ে কীভাবে এদের শনাক্ত করবে?
উত্তর: চুনের গুঁড়ো জলে মেশালে চুনের (CaO) সহিত জলের রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয় এবং কলিচুন [Ca(OH)2] তৈরি হয়।
বিক্রিয়া: CaO + H2O = Ca(OH)2 + তাপ
কিন্তু চিনির গুঁড়ো জলে মেশালে এরূপ বিক্রিয়া হয় না। সুতরাং, দুটি গ্লাসে জল নিয়ে একটিতে চুনের গুঁড়ো ও অন্যটিতে চিনির গুঁড়ো মেশালে যে গ্লাসটি গরম হবে সেই গ্লাসে চুন মেশানো হয়েছে বুঝতে হবে।.
(vi) লোহার উপর দিয়ে স্টিম পাঠানো হলে কী ঘটে সমীকরণ সহ লেখো।
উত্তর: লোহার উপর দিয়ে স্টিম পাঠানো হলে ফেরোসো ফেরিক অক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়ার সমীকরণ:
3Fe + 4H2O (স্টীম) = Fe3O4+ 4H2
(vii) তুঁতের জলীয় দ্রবণে একটি লোহার পেরেক ডুবিয়ে রাখলে কী ঘটবে সমীকরণ সহ লেখো।
উত্তর: তুঁতে বা কপার সালফেটের জলীয় দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে রাখলে পেরেকের উপর তামার আস্তরণ পড়তে দেখা যায়, কারণ লোহা দ্বারা কপার সালফেটের তামা প্রতিস্থাপিত হয়। বিক্রিয়ার সমীকরণ:
Fe + CuSO2 + Cu
(viii) Zn এর সঙ্গে লঘু HCI-র বিক্রিয়ায় H₂ গ্যাস উৎপন্ন হয়, কিন্তু Cu-এর সঙ্গে লঘু HCI-এর বিক্রিয়ায় H₂ উৎপন্ন হয় না কেন?
উত্তর: যে সকল ধাতু সক্রিয়তা শ্রেণিতে হাইড্রোজেনের উপরে অবস্থিত সেই ধাতুগুলিই লঘু অ্যাসিডের সহিত বিক্রিয়ায় H₂ গ্যাস উৎপন্ন করতে পারে। Zn সক্রিয়তা শ্রেণিতে হাইড্রোজেনের উপরে অবস্থিত তাই Zn এর সঙ্গে লঘু HCI এর বিক্রিয়ায় H₂ উৎপন্ন হয়। কিন্তু Cu সক্রিয়তা শ্রেণিতে হাইড্রোজেনের নীচে অবস্থিত, তাই Cu এর লহিত লঘু HCI এর বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয় না।
বামস্তম্ভ
(x) নিম্নলিখিত মৌলগুলি বায়ুতে পোড়ালে কোন্টির ক্ষেত্রে আম্লিক ও কোন্টির ক্ষেত্রে ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন হবে? কার্বন, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, সাদা ফসফরাস
উত্তর: কার্বন আম্লিক অক্সাইড সোডিয়াম ক্ষারকীয় অক্সাইড ম্যাগনেশিয়াম ক্ষারকীয় অক্সাইড সাদা ফসফরাস আম্লিক অক্সাইড
(x) আয়নীয় যৌগগুলি গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহণ করতে পারে কেন?
উত্তর: আয়নীয় যৌগগুলি গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহণ করতে পারে কারণ, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নীয় যৌগের ক্যাটায়ন ও অ্যানায়নগুলির মধ্যেকার তড়িৎ আকর্ষণ বল দুর্বল হয়ে যায় এবং এর ফলে এরা মুক্তভাবে চলাচল করতে পারে। এই মুক্ত আয়নগুলিই একস্থান থেকে অন্যস্থানে তড়িৎ আধান বহন করে নিয়ে যায়।
(i) রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক কাদের বলে?
উত্তর: যে সকল বাহ্যিক বিষয় (যেমন-তাপ, চাপ, আলো, তড়িৎ ইত্যাদি) রাসায়নিক বিক্রিয়া ঘটতে সাহায্য করে তাদের রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক বলা হয়।
(ii) তাপের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে এরূপ একটি উদাহরণ দাও।
উত্তর: লেড নাইট্রেটকে [Pb(NO₃)₂] কে কড়া তাপে উত্তপ্ত করা হলে এটি বিয়োজিত হয়ে লেড অক্সাইড (PbO), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂) এবং অক্সিজেন (O₂) উৎপন্ন হয়।
বিক্রিয়ার সমীকরণ: [2Pb(NO3)2] 2PbO + 4NO2 + O2
(iii) রাসায়নিক বিক্রিয়ার উপর চাপের প্রভাব উল্লেখ করো।
উত্তর: অনেক রাসায়নিক বিক্রিয়া কম চাপে সংঘটিত হতে পারে না। কিন্তু চাপ বাড়ালে বিক্রিয়া সংঘটিত হয়। প্রকৃতপক্ষে চাপ বাড়ানোর ফলে বিক্রিয়ক পদার্থের অণুগুলি খুব সহজে পরস্পরের কাছাকাছি আসতে পারে। ফলে বিক্রিয়া ঘটতে সুবিধা হয়।
(iv) আলোর প্রভাবে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণসহ একটি উদাহরণ দাও।
উত্তর: হাইড্রোজেন ও ক্লোরিন সূর্যালোকের উপস্থিতিতে পরস্পর বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে।
বিক্রিয়ার সমীকরণ: H₂ + Cl₂ (সূর্যালোক), 2HCI
(v) সালোকসংশ্লেষ বিক্রিয়ায় সূর্যালোকের ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্ভিদের সালোকসংশ্লেষ বিক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে জল ও কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন করে। এক্ষেত্রে আলোক শক্তি সমযোজী যৌগ জল ও কার্বন ডাইঅক্সাইডের সমযোজী বন্ধন ভেঙে দেয়। সমযোজী বন্ধন ভেঙে যাওয়ার দরুণ মুক্ত পরমাণুগুলি সহজেই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার দরুন গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন হয়।
(vi) শুকনো খাবার সোডা ও টারটারিক অ্যাসিডের মধ্যে কোনো বিক্রিয়া হয় না কিন্তু মিশ্রণে জল ঢেলে ঝাঁকালে বিক্রিয়া ঘটে কেন?
উত্তর: খাবার সোডা একটি আয়নীয় যৌগ। শুকনো অবস্থায় এর আয়নগুলি টারটারিক অ্যাসিডের অণুর সংস্পর্শে আসতে পারে না। তাই বিক্রিয়া হয় না। কিন্তু জল ঢাললে খাবার সোডা (NaHCO3 আয়নে ভেঙে যায় এবং টারটারিক অ্যাসিড ও জলের উপস্থিতিতে ভেঙে H+ আয়ন উৎপন্ন করে, উৎপন্ন এই আয়নগুলি সহজেই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে।
(vii) জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসগুলির নাম লেখো। ইলেকট্রোপ্লেটিং এর সময় তড়িৎশক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর: জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাস হল হাইড্রোজেন এবং অ্যানোডে উৎপন্ন গ্যাস হল অক্সিজেন। ইলেকট্রোপ্লেটিং এর সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
(i) জারণ কাকে বলে?
উত্তর: যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থের সহিত অক্সিজেন (বা কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের) পরমাণু যুক্ত হয় অথবা কোনো পদার্থ থেকে হাইড্রোজেন (বা কোনো তড়িৎ ধনাত্মক মৌলের) পরমাণু অপসারিত হয়, তাকে জারণ বলে।
(ii) উদাহরণ সহ ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণের সংজ্ঞা দাও।
উত্তর: যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন বা মূলক এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলে।
উদাহরণ: (i) Fe2+-e Fe3+
(ii) Na – e Na+
(iii) বিজারণ কাকে বলে?
উত্তর: যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থের সহিত হাইড্রোজেন (বা কোনো তড়িৎ ধনাত্মক মৌলের) পরমাণু যুক্ত হয় অথবা কোনো পদার্থ থেকে অক্সিজেন (বা কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের) পরমাণু অপসারিত হয় তাকে বিজারণ বলে।
(iv) উদাহরণ সহ ইলেক্ট্রনীয় মতবাদ অনুসারে বিজারণের সংজ্ঞা দাও।
উত্তর: যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন বা মূলক এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে।
উদাহরণ: (i) CI + e CI-
(ii) Cu2+ + 2e Cu
(v) জারক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যে পদার্থ রাসায়নিক বিক্রিয়ার সময় অন্য পদার্থকে জারিত করে এবং নিজে বিজারিত হয় তাকে জারক পদার্থ বলে।
উদাহরণ: CuO + H₂→ Cu + H₂O এই বিক্রিয়াটিতে CuO হল জারক পদার্থ। কারণ, এটি H2 কে জলে (H2O) জারিত করে এবং নিজে বিজারিত হয়ে ধাতব কপারে (Cu) পরিণত হয়।
(vi) বিজারক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যে পদার্থ রাসায়নিক বিক্রিয়ার সময় অন্য পদার্থকে বিজারিত করে এবং নিজে জারিত হয় তাকে বিজারক পদার্থ বলে।
উদাহরণ: CuO + H₂→ Cu + H₂O এই বিক্রিয়াটিতে H2 হল বিজারক পদার্থ। কারণ, এটি CuO কে Cuতে বিজারিত করে এবং নিজে জারিত হয়ে জলে (H2O) পরিণত হয়।
(vii) ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারক ও বিজারকের সংজ্ঞা দাও।
উত্তর: যে পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক পদার্থ বলে।
যে পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন করে তাকে বিজারক পদার্থ বলে।
(viii) 2Fe3+ + Sn2+ 2Fe2+ + Sn4+ এই বিক্রিয়াটিতে কোল্টিন্ট জারক ও কোন্টি বিজারক পদার্থ ব্যাখ্যা করো।
উত্তর: বিক্রিয়াটিতে Fe3+ ইলেকট্রন গ্রহণ করে Fe2+ এ পরিণত হয়। তাই Fe3+ হল জারক পদার্থ।
2Fe3+ + 2e 2Fe2+
আবার, Sn2+ ইলেকট্রন বর্জন করে Sn4+ এ পরিণত হয়। সুতরাং Sn2+ হল বিজারক পদার্থ।
Sn2+ – 2e Sn4
Long Question Answer
(xxvi) একটি লোহার পেরেককে ক্যাথোড ও তামার পাতকে অ্যানোড হিসেবে ব্যবহার করে তুঁতের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হলে ক্যাথোড ও অ্যানোডে কীরূপ বিক্রিয়া হবে?
উত্তর: জলীয় দ্রবণে তুঁতে Cu²+ ও SO₄²- আয়নে বিয়োজিত হয় এবং জল H+ ও OH- আয়নে বিয়োজিত হয়।
ক্যাথোডে বিক্রিয়া: H+ এর তুলনায় Cu2+ এর ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হওয়ার ক্ষমতা বেশি। তাই Cu2+ দুটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার হিসেবে মুক্ত হয়।
Cu2++2e = Cu
অ্যানোডে বিক্রিয়া: OH- এবং SO42- অপেক্ষা অ্যানোড পাতের Cu পরমাণুর ইলেকট্রন বর্জন করে জারিত হওয়ার ক্ষমতা বেশি। তাই Cu পরমাণু ২টি ইলেকট্রন বর্জন করে Cu2+ আয়ন হিসেবে দ্রবণে চলে আসে।
Cu-2eCu2+
(xviii) সামান্য সালফিউরিক মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণের ক্যাথোড ও অ্যানোড সংঘটিত বিক্রিয়াগুলি লেখো।
উত্তর: জলে সামান্য সালফিউরিক অ্যাসিড মেশালে জলের বেশির ভাগ অণুই H+ ও OH- আয়নে বিয়োজিত হয়ে যায়।
H2O ⇌ H++OH-
ক্য়াথোডে বিক্রিয়াঃ H++eH
2HH2(গ্য়াস)
অ্য়ানোডে বিক্রিয়াঃ OH–eOH
4OH2H2O+O2 (গ্য়াস)
(ix) যদি 197 গ্রাম সোনাতে পরমাণু সংখ্যা 6 × 1023 হয় তবে 1 মিলিগ্রাম সোনাতে কতগুলি পরমাণু থাকবে?
উত্তর: 1 গ্রাম = 1000 মিলিগ্রাম
… 197 গ্রাম = 1,97,000 মিলিগ্রাম।
… 1,97,000 মিলিগ্রাম সোনাতে পরমাণু সংখ্যা 6 × 1023
1 “ “ “ “ “ 610231,97,000
= 3.045 1018
সুতরাং, 1 মিলিগ্রাম সোনাতে প্রায় 3.045 × 1018 টি পরমাণু থাকবে।
vii) একটি মৌল X একটি পরমাণুকে 35 X হিসেবে প্রকাশ করা হয়েছে। পরমাণুটিতে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা কত? আরও দুটি নিউট্রন বেশি থাকলে পরমাণুটিকে কীভাবে প্রকাশ করা হত?
উত্তর: প্রোটন সংখ্যা = পরমাণু ক্রমাঙ্ক
= 17
নিউট্রন সংখ্যা = ভরসংখ্যা পরমাণু ক্রমাঙ্ক
= (35-17)
= 18
আরও দুটি নিউট্রন বেশি থাকলে পরমাণুটিকে লেখা হত 37X।
Fil in The Blanks
(v) ‘বালি’ প্রকৃতপক্ষে একটি মৌলের অক্সাইড যৌগ। ওই মৌলটি হল।
উত্তর: সিলিকন।
(i) গ্রাফাইট ও চকের গুঁড়োর মধ্যে পিচ্ছিল পদার্থটি হল ________________ ।
উত্তর: গ্রাফাইট।
(ii) চকচকে ধাতব তরল পদার্থটি হল ________________
উত্তর: পারদ।
(iii) আয়োডিন একটি উজ্জ্বল ________________ মৌল।
উত্তর: অধাতব।
(iv) একটি তরল অধাতু হল ________________ ।
(viii) সালফার বায়ুতে পোড়ালে যে গ্যাস উৎপন্ন হয় সেটি ________________ ।
উত্তর: অম্লধর্মী।
(vii) থাইরক্সিন হরমোন সংশ্লেষে ________________ ভূমিকা গুরুত্বপূর্ণ।
উত্তর: আয়োডিনের।
(viii) ইনসুলিন হরমোন সঞ্চয়ে কোন্ মৌলের ভূমিকা আছে?
উত্তর: জিঙ্ক।
(ix) অম্লক্ষারের ভারসাম্যের রক্ষাকারী মৌলটি হল ________________
উত্তর: পটাশিয়াম।
(x) প্রোটিন গঠনে ব্যবহৃত হয় ________________ ও
উত্তর: আয়রন, সালফার।
(v) ভরসংখ্যা = প্রোটন সংখ্যা + ________________ ।
উত্তর: নিউট্রন সংখ্যা।
(vi) A/z M পরমাণুতে আরও 2টি নিউট্রন বেশি থাকলে এটিকে কীভাবে লেখা হবে?
উত্তর: h + 2/ Z
(vii) দুটি পরমাণুর ভরসংখ্যা সমান হলে তাদের বলা হয় পরস্পরের ________________ ।
উত্তর: আইসোবার।
(viii) আইসোটোপগুলি ________________ মৌলের পরমাণু।)
উত্তর: একই।
(i) গ্যাসের নির্দিষ্ট ________________ ও ______________ নেই।
(iii) কঠিনের অণুগুলি নিজের অবস্থানে থেকে ______________ হয়।
উত্তর: আকার, আয়তন।
(vi) ক্যাটায়ন ও অ্যানায়ন তড়িৎ আকর্ষণ দ্বারা যুক্ত হয়ে ______________ যৌগ গঠন করে।
উত্তর: আয়নীয়।
(viii) কার্বন টেট্রাক্লোরাইড হল একটি ______________ জৈব তরল পদার্থ।
উত্তর: সমযোজী।
(ix) আয়নীয় যৌগের ______________ অস্তিত্ব নেই।
উত্তর: অণুর।
(x) ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগে সমযোজী বন্ধনের সংখ্যা কত?
উত্তর: তিনটি (ওটি)।
(xi) ইলেকট্রন জোড় সৃষ্টির মাধ্যমে গঠিত যৌগকে ______________ যৌগ বলা হয়।
উত্তর: সমযোজী।
(i) অ্যাসিড মিশ্রিত জলের বিয়োজনে প্রভাবক হল ______________ |
উত্তর: তড়িৎ।
(ii) পটাশিয়াম নাইট্রেটের বিয়োজনের জন্য প্রভাবক কোন্টি?
উত্তর: তাপ।
(iii) চাপ বাড়ালে বিক্রিয়ার বেগ ______________ ।
উত্তর: বাড়ে।
(iv) খাবার সোডা ও টারটারিক অ্যাসিডের মিশ্রণে জল ঢাললে কোন্ গ্যাস উৎপন্ন হয়?
উত্তর: কার্বন ডাইঅক্সাইড।
(v) দ্রাবকের অণুরা বিক্রিয়কের মধ্যে থাকা অণু বা আয়নদের ______________ করে দেয়।
উত্তর: আলাদা।
(vi) উন্নতা বাড়ালে অণুদের ______________ বাড়ে, ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাড়াতাড়ি।
উত্তর: গতিশক্তি।
(vii) তড়িৎ বিশ্লেষণের সময় কোন্ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটতে সাহায্য করে?
উত্তর: তড়িৎশক্তি।
(viii) জৈব দ্রাবক ______________ পদার্থকে দ্রবীভূত করতে পারে না।
উত্তর: আয়নীয়।
(i) ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহণ করে ________________
উত্তর: ইলেকট্রন।
(ii) তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহণে কারা অংশগ্রহণ করে?
উত্তর: অ্যানায়ন ও ক্যাটায়ন।
(iii) উন্নতা বাড়ালে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রোধ________________ ।
উত্তর: কমে।
(vi) সোডিয়াম ক্লোরাইড, ________________ অবস্থায় তড়িৎ পরিবহণ করে না।
উত্তর: কঠিন।
(vii) পটাশিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণে অ্যানায়ন হিসেবে পাওয়া যায় ________________ ।
উত্তর: NO4+
(viii) অ্যামোনিয়াম সালফেটের জলীয় দ্রবণে ক্যাটায়ন হিসেবে পাওয়া যায় ________________
উত্তর: NH4-
(ix) তড়িৎ বিশ্লেষক পাত্রকে বলা হয় ________________
উত্তর: ভোল্টামিটার।
(xii) জারণ ঘটে ________________ তড়িৎদ্বারে।
উত্তর: অ্যানোড।
(xiii) জলের তড়িৎ বিশ্লেষণের জন্য জলের সহিত সামান্য ________________ মেশানো হয়।
উত্তর: সালফিউরিক অ্যাসিড।
(xvii) ইউরিয়া একটি তড়িৎ ________________পদার্থ।
উত্তর: অবিশ্লেষ্য।
(xviii) পারদ তড়িতের পরিবাহী হলেও তড়িৎ ________________
উত্তর: অবিশ্লেষ্য।
(xix) ‘অ্যালকোহল একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ’-সত্য না মিথ্যা লেখো।
উত্তর: মিথ্যা।
(xx) তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় ________________ বিয়োজিত হয়।
উত্তর: আয়নে।
(xxi) তড়িৎ বিশ্লেষণে তড়িৎ বিশ্লেষ্যের ________________ পরিবর্তন হয়।
উত্তর: রাসায়নিক।